এখানে ক্লাস 8 এর সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র শেয়ার করা হলো দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 এর জন্য খুব গুরুত্বপূর্ণ।
ক্লাস 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 8 Sanskrit Question Second Unit Test Set: 1
১। নীচের অংশটি বাংলা ভাষায় অনুবাদ করো:
পুণ্যসলিলা সুরধনী তীরে নদীয়া জেলায়াং নবদ্বীপধাম অবস্থিতম্। তত্র কশ্চিৎ ধার্মিকঃ ব্রাহ্মণঃ অবসৎ। তস্য নাম শ্রীজগন্নাথ মিশ্রঃ ইতি। তস্য পুত্রঃ গৌরসুন্দরঃ।
২। বাংলা প্রতিশব্দ লেখো:
২.১ প্রশাস্তূপুরুষৈঃ : ২.২ দুঃখহন্ত্রী:
৩। নীচের অব্যয়পদ দুটির অর্থ লেখো এবং বাক্য গঠন করো:
৩.১ নিকষা – ৩.২ প্রাতঃ-
৪। কারক ও বিভক্তি নির্ণয় করো:
৪.১ মাতা ভিক্ষুকায় অন্নং দদাতি।
৪.২ বৃদ্ধা শোকেন রোদিতি।
৪.৩ শিশুঃ দুগ্ধং পিবতি।
৫। শব্দরূপ ও ধাতুরূপ লেখো:
৫.১ সাধু শব্দের দ্বিতীয়ার বহুবচন।
৫.২ পিতৃ শব্দের যষ্ঠীর বহুবচন।
৫.৩ পিঠ ধাতুর লুট্ উত্তম, পুরুষ একবচন।
৫.৪ লিখ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচন।
৬ । নিম্নলিখিত বাক্য দুটি সংস্কৃত ভাষায় অনুবাদ করো:
৬.১ বসন্তকালে প্রাকৃতিক সৌন্দর্য হয় অপূর্ব।
৬.২ বৃক্ষ ও লতাগুলির পাতা সবুজ বর্ণে শোভিত হয়।
ক্লাস 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 8 Sanskrit Question Second Unit Test Set: 2
১। বাংলায় অনুবাদ করো:
श्रासीत् देउलाख्यो नाम ग्रामः। तत्र राजसिंहो नाम कश्चित् राजपुत्रः प्रतिवसति स्म। तत्भार्या कलहप्रियेति विश्रुता। एकदा सा भर्चा सार्ध कलहं विधाय पुत्राभ्यां सह पितुर्गृहं गच्छति स्म। सा च कोपवशात् पन्तनानि वहुनि वनानि च अतिक्रम्य मलयपार्श्वस्थ महाकाननं गता।
২। সংস্কৃত ভাষায় অনুবাদ করো (যে-কোনো ২টি):
২.১ ভারতবর্ষ আমার জন্মভূমি।
২.৩ বাঘকে দেখে হরিণরা ভয়ে পলায়ন করল।
২.৪ এই দেশের বহু লোক নিরক্ষর।
২.৫ নদীতীরে একটি কদম্বগাছ ছিল।
৩। ৩.১ সন্ধিযুক্ত করো:
(ক) দেব + আলয়ঃ
(খ) গণ + ঈশঃ
(গ) শরৎ + চন্দ্রঃ
(ঘ) উৎ + হারঃ
৩.২ সন্ধিবিচ্ছেদ করো:
(ক) পরীক্ষা
(খ) সদৈব
(গ) দিগন্তঃ
(ঘ) উজ্জ্বলঃ
৪। ক্রিয়াপদগুলির উত্তর দাও:
৪.১ ভূ-ধাতুর লট্ প্রথম পুরুষ একবচন।
৪.২ গম্-ধাতুর দৃঢ় উত্তম পুরুষ একবচন।
৪.৩ স্থা-ধাতুর লট্ মধ্যম পুরুষ বহুবচন।
৪.৪ দৃশ্ ধাতুর লট্ প্রথম পুরুষ দ্বিবচন।
Class 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 8 Sanskrit Question Second Unit Test Set: 3
১। বাংলায় অনুবাদ করো:
অস্মাকম্ গ্রামস্য নাম দেবীপুরঃ। গ্রামং নিকষা একা নদী প্রবহতি। অস্মাকং গ্রামঃ শোভনঃ, শান্তিঃ, উন্নতঃ চ ।
২। সন্ধিবিচ্ছেদ করো :
বহির্গচ্ছতি, ধনুরাদায়, কোহপি।
৩ । প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো:
অভবৎ, শুত্বা, আদায়।
৪। সংস্কৃতে অনুবাদ করো:
৪.১ বৃক্ষ আমাদের বন্ধু।
৪.২ তারা অত্যন্ত গুরুভক্তি পরায়ণ ছিল।
৫। শব্দরূপ লেখো:
৫.১ ‘অস্মদ’ শব্দরূপের তৃতীয়ার একবচন।
৫.২ ‘যুম্মদ’ শব্দরূপের প্রথমার বহুবচন।
৬। ধাতুরূপ লেখো:
৬.১ ‘স্থা’ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচন।
৬.২ ‘গম্’ ধাতুর লোট্ উত্তম পুরুষ একবচন।
৬.৩ ‘স্থা’ ধাতুর লুট্ মধ্যম পুরুষ দ্বিবচন।’
ক্লাস 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 8 Sanskrit Question Second Unit Test Set: 4
১। বাংলায় অনুবাদ করো:
১.১ अहं विद्यालयं गत्वा पठामि।
১.২ स गृहं प्रविश्य माम् अवदत् ।
২। সন্ধিবিচ্ছেদ ও নির্ণয় করো:
২.১ পতিতম্ + একম্ =
২.২ শক্তিরপি =
৩। নীচের যে-কোনো একটি শ্লোকের বঙ্গানুবাদ লেখো:
৩.১ परित्राणाय साधुनां बिनाशाय च दुष्कृताम्। धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ।।
৩.২ वाल्ये उपार्जयेत विद्या, यौवनेन अर्जयेत धनम्। श्रद्धावान् भवेः सदा, श्रद्धावान् लभते ज्ञानम्।।
৪। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো:
৪.১ पश्यन्तु
৫। শব্দরূপ লেখো:
৫.১ ‘শ্রী’ শব্দের তৃতীয়ার একবচন।
৬। ধাতুরূপ লেখো:
৬.১ ‘পা’ ধাতুর লুট প্রথম পুরুষ বহুবচন।
৭। নীচের পদ দিয়ে বাক্যরচনা করো:
৭.১ বিনা
৮। নীচের রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো:
৮.১ ছাত্রঃ বিদ্যালয়ং যাতি।
Class 8 সংস্কৃত প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 8 Sanskrit Question Second Unit Test Set: 5
১। মাতৃভাষায় অনুবাদ করো (যে-কোনো দুটি):
১.১ तत्र उज्जयिन्यां माधवो नाम ब्राह्मणः। तस्य ब्राह्मणी सुतकमासीत्। सा एकदा स्तान्तं नदी गता। वालरक्षनाय च ब्राह्मणः स्थितः। अथ श्राद्धकार्याय राजगृहात् श्राह्वानमागतम्।
১.২ अयोध्याराजो दशरथः। तस्य ज्येष्ठतनयो रामः। श्वस्तस्य राज्याभिषेकः। पिता, मातरः, प्रजाः, परिचारकाः सर्वे आनन्दिता तरुणो रामः सर्वेषामेव अतीव प्रियः। नृपाः साधवश्च ग्रामन्त्रिताः। श्राभिषेकस्य द्रव्याणि सभाहृतानि।
১.৩ यो हि अक्षरज्ञानेन व्हीनः स निरक्षरः। यो हि ज्ञानेन हीनः सोऽपि निरक्षरः। तस्य अशेषं दुर्भाग्यम्। निरक्षरता एकः अभिशाप एव तच्च लज्जाकारणं दुःखकारणं भयकारणञ्च ।
২। সন্ধিবিচ্ছেদ করো (যে-কোনো চারটি):
নাস্তি, যদ্যহম্, অতীব, নাহম্, তদপি, বয়মপি
৩। ব্যুৎপত্তি নির্ণয় করো (যে-কোনো তিনটি):
হত্বা, অবদৎ, আগতঃ, মত্বা, ভবতু
৪। সংস্কৃতে অনুবাদ করো (যে-কোনো তিনটি):
৪.১ মা শিশুকে চাঁদ দেখান।
৪.২ বারাণসীতে শিবের মন্দির আছে।
৪.৩ তুমি আমাকে অনুসরণ করো।
৪.৪ পশ্চিমবঙ্গে আমার বাস।
৫। যে-কোনো একটির শব্দরূপ লেখো:
৫.১ ‘অস্মদ’ শব্দের পঞ্চমী
৫.২ ‘যুগ্মদ’ শব্দের প্রথমা
৫.৩ ‘পতি’ শব্দের তৃতীয়া
৬। ‘স্থা’ ধাতুর ‘লট্’ প্রথম পুরুষ অথবা ‘পা’ ধাতুর সী উত্তম পুরুষের সবকটি রূপ লেখো।
আরও দেখো:
ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র 2024