এখানে বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। / উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার সাজেশন / দ্বাদশ শ্রেণীর বাংলা বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ। বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ MCQ প্রশ্ন উত্তর / Class 12 semester 3 bengali mcq suggestion
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
সেট: ১
১. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কে লিখেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: (খ) স্বামী বিবেকানন্দ
২. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন পত্রিকায় পাঠানো চিঠি থেকে নেওয়া?
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা
(খ) ভারতী পত্রিকা
(গ) উদ্বোধন পত্রিকা
(ঘ) বসুমতী পত্রিকা
উত্তর: (গ) উদ্বোধন পত্রিকা
৩. প্রবন্ধটি কবে লেখা হয়?
(ক) ১৮৯৩ সালে
(খ) ১৯০০ সালে
(গ) ১৮৮৫ সালে
(ঘ) ১৯১০ সালে
উত্তর: (খ) ১৯০০ সালে
৪. ভাষাকে স্বামী বিবেকানন্দ কিসের মতো দেখতে চান?
(ক) সোনার মতো
(খ) জলের মতো
(গ) সাফ ইস্পাতের মতো
(ঘ) কাঁচের মতো
উত্তর: (গ) সাফ ইস্পাতের মতো
৫. ভাষা কিসের বাহক বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) শব্দের
(খ) ভাবের
(গ) কাব্যের
(ঘ) গানের
উত্তর: (খ) ভাবের
৬. কোন জেলার ভাষাকে আদর্শ ভাষা হিসাবে গ্রহণ করতে বলেন স্বামী বিবেকানন্দ?
(ক) নদীয়া
(খ) পুরুলিয়া
(গ) কলকাতা
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (গ) কলকাতা
৭. ‘লোকহিতায়’ কথাটির প্রকৃত অর্থ কী?
(ক) সাধারণের সর্বনাশ সাধন
(খ) সাধারণের কল্যাণ সাধন
(গ) হিতাকাঙ্ক্ষী
(ঘ) হিতে বিপরীত
উত্তর: (খ) সাধারণের কল্যাণ সাধন
৮. ভাষা উন্নতির কি বলে বিবেচিত হয়েছে?
(ক) অন্তরায়
(খ) বাহন
(গ) প্রধান উপায়
(ঘ) অন্তিম ফলাফল
উত্তর: (গ) প্রধান উপায়
৯. বিবেকানন্দের মতে, ভাষার স্বাভাবিকতার জন্য কী প্রয়োজন?
(ক) কঠিন শব্দ ব্যবহার
(খ) ঘরোয়া ভাষা ব্যবহার
(গ) সংস্কৃত অনুকরণ
(ঘ) কাব্যময়তা বৃদ্ধি
উত্তর: (খ) ঘরোয়া ভাষা ব্যবহার
১০. বিবেকানন্দ কাদের ভাষাকে প্রাণময় ভাষার উদাহরণ দেন?
(ক) আধুনিক কবিদের
(খ) শঙ্করাচার্যের
(গ) ব্রাহ্মণদের
(ঘ) প্রাচীন ভাষ্যকারদের
উত্তর: (ঘ) প্রাচীন ভাষ্যকারদের
১১. কোন অঞ্চলের ভাষাকে বিবেকানন্দ ‘কিম্ভুতকিমাকার’ বলেছেন?
(ক) পুরুলিয়ার
(খ) নদীয়ার
(গ) চট্টগ্রামের
(ঘ) হুগলির
উত্তর: (গ) চট্টগ্রামের
১২. কিসের প্রভাব বাড়লে ভাষার ভেদাভেদ কমবে বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) সংস্কৃত শিক্ষা
(খ) রেল যোগাযোগ ও গতাগতি
(গ) রাজনৈতিক আন্দোলন
(ঘ) ধর্মীয় সংস্কার
উত্তর: (খ) রেল যোগাযোগ ও গতাগতি
১৩. অপ্রাকৃতিক ভাষার বৈশিষ্ট্য কী?
(ক) স্বাভাবিক ভাব প্রকাশ
(খ) সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা
(গ) কৃত্রিম ও কল্পিত ভাষা
(ঘ) সহজবোধ্য ভাষা
উত্তর: (গ) কৃত্রিম ও কল্পিত ভাষা
১৪. ভাষা যদি প্রাণহীন হয়, তবে তা কিসের লক্ষণ?
(ক) উন্নতির
(খ) মরণের
(গ) শক্তির
(ঘ) ঐক্যের
উত্তর: (খ) মরণের
১৫. স্বামী বিবেকানন্দের মতে, ভাষা কেমন হওয়া উচিত?
(ক) কল্পিত ও অলংকারময়
(খ) সহজ ও প্রাণময়
(গ) কঠিন ও দুর্বোধ্য
(ঘ) সংস্কৃতময়
উত্তর: (খ) সহজ ও প্রাণময়
১৬. কিসের দ্বারা ভাষার শক্তি প্রকাশ পায়?
(ক) সমাস ও বিশেষণ
(খ) সরলতা ও প্রাণময়তা
(গ) অলংকার ব্যবহার
(ঘ) কঠিন শব্দচয়ন
উত্তর: (খ) সরলতা ও প্রাণময়তা
১৭. কোন দিক থেকে কলকাতার ভাষা শক্তিশালী বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) সংস্কৃত ঘনিষ্ঠতার কারণে
(খ) সহজ ব্যবহারের কারণে
(গ) কঠিন শব্দের ব্যবহারে
(ঘ) গ্রামীণ প্রভাবে
উত্তর: (খ) সহজ ব্যবহারের কারণে
১৮. ভাষার কৃত্রিমতা কাদের দ্বারা প্রচলিত হয়েছিল বলে বিবেকানন্দ বলেন?
(ক) সাধারণ মানুষের
(খ) আধুনিক শিক্ষিত সমাজের
(গ) প্রাচীন ঋষিদের
(ঘ) বিদেশি শিক্ষাবিদদের
উত্তর: (খ) আধুনিক শিক্ষিত সমাজের
১৯. বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার উৎকর্ষ কামনা করেন?
(ক) সাহিত্য রচনা
(খ) স্বাভাবিক কথাবার্তা
(গ) সংস্কৃত অনুশীলন
(ঘ) ইংরেজি চর্চা
উত্তর: (খ) স্বাভাবিক কথাবার্তা
২০. স্বামী বিবেকানন্দ কোন প্রাচীন গ্রন্থের ভাষাকে প্রাণময় ভাষা বলেছেন?
(ক) মীমাংসাভাষ্য
(খ) রঘুবংশ
(গ) গীতা
(ঘ) মহাভারত
উত্তর: (ক) মীমাংসাভাষ্য
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
সেট: ২
১. স্বামী বিবেকানন্দের মতে, চলিত ভাষায় কি অর্জন সম্ভব?
(ক) পান্ডিত্য
(খ) অলংকার
(গ) অজ্ঞতা
(ঘ) দূরত্ব
উত্তর: (ক) পান্ডিত্য
২. যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালবাসা প্রকাশ করা হয়, সেটি কেমন ভাষা?
(ক) জটিল
(খ) সহজ
(গ) কৃত্রিম
(ঘ) অপ্রাকৃত
উত্তর: (খ) সহজ
৩. স্বামী বিবেকানন্দের মতে, ভাষা কেমন হওয়া উচিত?
(ক) একমাত্র সাহিত্যিক
(খ) স্বাভাবিক ও নমনীয়
(গ) দুর্বোধ্য ও কঠিন
(ঘ) সম্পূর্ণ সংস্কৃতনির্ভর
উত্তর: (খ) স্বাভাবিক ও নমনীয়
৪. ‘গদাই লস্করি চাল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জটিলতা
(খ) সরলতা
(গ) অস্বাভাবিকতা
(ঘ) নাটকীয়তা
উত্তর: (গ) অস্বাভাবিকতা
৫. স্বামী বিবেকানন্দের মতে, ভাষা কিসের সাথে তুলনীয়?
(ক) মাটির সঙ্গে
(খ) বাতাসের সঙ্গে
(গ) ইস্পাতের সঙ্গে
(ঘ) স্বর্ণের সঙ্গে
উত্তর: (গ) ইস্পাতের সঙ্গে
৬. ভাষাকে ‘সাফ ইস্পাত’ বলা হয়েছে কেন?
(ক) শক্তিশালী ও নমনীয়তার জন্য
(খ) কঠিনতার জন্য
(গ) সৌন্দর্যের জন্য
(ঘ) জটিলতার জন্য
উত্তর: (ক) শক্তিশালী ও নমনীয়তার জন্য
৭. স্বামী বিবেকানন্দের মতে, ভাষার কোন রূপ বিপদজনক?
(ক) সংস্কৃত
(খ) গ্রাম্য
(গ) কৃত্রিম
(ঘ) প্রাকৃতিক
উত্তর: (গ) কৃত্রিম
৮. ‘ব্রাহ্মণ’-এর সংস্কৃত ভাষাকে কেমন বলা হয়েছে?
(ক) প্রাণময়
(খ) মৃত
(গ) মধুর
(ঘ) জটিল
উত্তর: (ক) প্রাণময়
৯. ‘বিশেষণ’ শব্দের অর্থ কী?
(ক) নামের পরিবর্তন
(খ) গুণ প্রকাশক শব্দ
(গ) কাজ নির্দেশক শব্দ
(ঘ) ভাব প্রকাশক শব্দ
উত্তর: (খ) গুণ প্রকাশক শব্দ
১০. স্বামী বিবেকানন্দ ভাষার কোন গুণকে বেশি গুরুত্ব দেন?
(ক) কঠিন শব্দচয়ন
(খ) অলংকারের ব্যবহার
(গ) ভাব প্রকাশের শক্তি
(ঘ) ছন্দের সমন্বয়
উত্তর: (গ) ভাব প্রকাশের শক্তি
১১. স্বামী বিবেকানন্দ কোন সমস্যাকে ভাষার বিকাশের অন্তরায় মনে করেন?
(ক) বৈচিত্র্য
(খ) গ্রাম্য ঈর্ষা
(গ) শিক্ষা বিস্তার
(ঘ) সংস্কৃত চর্চা
উত্তর: (খ) গ্রাম্য ঈর্ষা
১২. চলিত ভাষার এক বিশেষ বৈশিষ্ট্য কী?
(ক) শব্দের বাহুল্য
(খ) অল্প শব্দে অনেক ভাব প্রকাশ
(গ) কঠিন সমাস
(ঘ) সংস্কৃতময়তা
উত্তর: (খ) অল্প শব্দে অনেক ভাব প্রকাশ
১৩. ভাষাকে ইস্পাতের মতো মজবুত করার মানে কী?
(ক) কঠিন করা
(খ) নমনীয় ও শক্তিশালী করা
(গ) সংক্ষিপ্ত করা
(ঘ) বিশাল করা
উত্তর: (খ) নমনীয় ও শক্তিশালী করা
১৪. ভাষার প্রকৃত সৌন্দর্য কোথায়?
(ক) শব্দের অলংকারে
(খ) ভাবের প্রকাশে
(গ) ছন্দের গঠনে
(ঘ) সমাসের বিশ্লেষণে
উত্তর: (খ) ভাবের প্রকাশে
১৫. ভাষার বিকৃত রূপ কবে তৈরি হয়?
(ক) জাতির সমৃদ্ধির সময়
(খ) জাতির পতনের সময়
(গ) শিক্ষার বিস্তারের সময়
(ঘ) সাহিত্যচর্চার সময়
উত্তর: (খ) জাতির পতনের সময়
১৬. সংস্কৃত ভাষার কোন বৈশিষ্ট্য বিবেকানন্দ সমর্থন করেন?
(ক) প্রাণময়তা
(খ) দুর্বোধ্যতা
(গ) বিশালতা
(ঘ) অলংকারিকতা
উত্তর: (ক) প্রাণময়তা
১৭. ভাষায় প্রাণ আনতে কী প্রয়োজন?
(ক) কঠিন শব্দ ব্যবহার
(খ) ভাবের উপস্থিতি
(গ) ছন্দের জটিলতা
(ঘ) দীর্ঘ বাক্য
উত্তর: (খ) ভাবের উপস্থিতি
১৮. ভাষা ও শিল্পের মৃত্যু কী নির্দেশ করে?
(ক) জাতির উন্নতি
(খ) জাতির শক্তি
(গ) জাতির পতন
(ঘ) জাতির অভ্যুদয়
উত্তর: (গ) জাতির পতন
১৯. ‘মুচড়ে মুচড়ে যা ইচ্ছে কর’—এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে?
(ক) ভাষার দুর্বলতা
(খ) ভাষার নমনীয়তা
(গ) ভাষার কঠোরতা
(ঘ) ভাষার সৌন্দর্য
উত্তর: (খ) ভাষার নমনীয়তা
২০. স্বামী বিবেকানন্দের মতে, ভাষার আসল কাজ কী?
(ক) সাহিত্য রচনা
(খ) সৌন্দর্য বৃদ্ধি
(গ) ভাব প্রকাশ
(ঘ) নকল করা
উত্তর: (গ) ভাব প্রকাশ
উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
সেট: ৩
১. বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কার লেখা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) বেগম রোকেয়া
(ঘ) পরশুরাম
উত্তর: স্বামী বিবেকানন্দ
২. স্বামী বিবেকানন্দের জন্ম সাল কত?
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে ১৫ই জানুয়ারি
(খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে ১২ই জানুয়ারি
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে ১০ই জানুয়ারি
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে ১৩ই জানুয়ারি
উত্তর: ১৮৬৩ খ্রিস্টাব্দে ১২ই জানুয়ারি
৩. স্বামী বিবেকানন্দের পিতার নাম কী?
(ক) বিশ্বতোষ দত্ত
(খ) বিশ্বজয় দত্ত
(গ) বিশ্বনাথ দত্ত
(ঘ) বিশ্বম্ভর রায়
উত্তর: বিশ্বনাথ দত্ত
৪. স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোনটি?
(ক) মালদা
(খ) বর্ধমান
(গ) তারকেশ্বর
(ঘ) সিমুলিয়া
উত্তর: সিমুলিয়া
৫. নিচের কোনটি স্বামী বিবেকানন্দের রচনা নয়?
(ক) পরিব্রাজক
(খ) ভাববার কথা
(গ) প্রাচ্য ও পাশ্চাত্য
(ঘ) রত্নাবলী
উত্তর: রত্নাবলী
৬. বিবেকানন্দের মৃত্যু সাল কোনটি?
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে ৩রা জুন
(খ) ১৯০২ খ্রিস্টাব্দে ৪ঠা জুলাই
(গ) ১৯০৩ খ্রিস্টাব্দে ২রা ফেব্রুয়ারি
(ঘ) ১৯০১ খ্রিস্টাব্দে ১লা জানুয়ারি
উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দে ৪ঠা জুলাই
৭. বাঙ্গালা ভাষা প্রবন্ধটি মূল কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) পরিব্রাজক
(খ) ভারত পথিক
(গ) ভাববার কথা
(ঘ) প্রবন্ধ সংগ্রহ
উত্তর: ভাববার কথা
৮. বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) উদ্বোধন
(খ) সংকল্প
(গ) বঙ্গদর্শন
(ঘ) সাধনা
উত্তর: উদ্বোধন
৯. প্রাচীনকালে আমাদের দেশে কোন ভাষায় বিদ্যাচর্চা হত?
(ক) হিন্দি
(খ) পালি
(গ) সংস্কৃত
(ঘ) প্রাকৃত
উত্তর: সংস্কৃত
১০. প্রাচীনকালে বিদ্বান ও সাধারণের মধ্যে দূরত্ব কেন ঘটেছিল বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) হিন্দি ভাষায় কথা হওয়ার জন্য
(খ) অর্থনৈতিক বিভেদ থাকার জন্য
(গ) বিদ্বানরা অধিক শিক্ষিত হবার জন্য
(ঘ) সংস্কৃত ভাষায় বিদ্যাচর্চা হওয়ার জন্য
উত্তর: সংস্কৃত ভাষায় বিদ্যাচর্চা হওয়ার জন্য
১১. বাঙ্গালা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ লৌহহিতোষণার্থ যার নাম উল্লেখ করেননি, তিনি কে?
(ক) বুদ্ধদেব
(খ) নানক
(গ) শ্রীচৈতন্যদেব
(ঘ) শ্রী রামকৃষ্ণ
উত্তর: নানক
১২. বুদ্ধদেব, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ কোন ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছিলেন?
(ক) সংস্কৃত ভাষায়
(খ) বাংলা ভাষায়
(গ) সাধারণের ভাষায়
(ঘ) পালি ভাষায়
উত্তর: সাধারণের ভাষায়
১৩. আমাদের ভাষা কোন ভাষা অনুকরণ করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে বলে বিবেকানন্দ মনে করেছেন?
(ক) ইংরেজি
(খ) সংস্কৃত
(গ) ওলন্দাজ
(ঘ) জার্মান
উত্তর: সংস্কৃত
১৪. সংস্কৃত ভাষাকে কী বলে সম্বোধন করেছেন?
(ক) জননী ভাষা
(খ) বিদ্বজ্জনদের ভাষা
(গ) বৃদ্ধলোকের চলা
(ঘ) গদাই লস্করি চাল
উত্তর: গদাই লস্করি চাল
১৫. উন্নতির মুখ্য উপায় কী বলে বিবেকানন্দ মনে করেছেন?
(ক) ভাষা
(খ) অর্থ
(গ) যোগাযোগ ব্যবস্থা
(ঘ) মানসিক উন্নতি
উত্তর: ভাষা
১৬. বিবেকানন্দ কোন ভাষাকে সাহিত্যের ভাষা করার কথা বলেছেন?
(ক) সংস্কৃত ভাষা
(খ) কলকাতার ভাষা
(গ) সাধু ভাষা
(ঘ) কামরূপী ভাষা
উত্তর: কলকাতার ভাষা
১৭. কলকাতার ভাষা কোথা থেকে কোথা পর্যন্ত চলবে বলে বিবেকানন্দ মনে করেছেন?
(ক) দিল্লি থেকে কলকাতা
(খ) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত
(গ) চেন্নাই থেকে কলকাতা
(ঘ) চেন্নাই থেকে মুম্বাই
উত্তর: চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত
১৮. ভাবের বাহক কী বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) টেলিফোন
(খ) পত্র
(গ) ভাষা
(ঘ) বর্ণ
উত্তর: ভাষা
১৯. অল্প কথায় অনেক ভাব প্রকাশের শক্তি কোন ভাষায় আছে বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) ইংরেজি ভাষা
(খ) সংস্কৃত ভাষা
(গ) সাধু ভাষা
(ঘ) চলিত ভাষা
উত্তর: সাধু ভাষা
২০. জাতীয় উন্নতির প্রধান বাহক কী?
(ক) পুস্তক
(খ) জাতীয় সঙ্গীত
(গ) সেই দেশের জাতীয় ভাষা
(ঘ) অর্থ
উত্তর: সেই দেশের জাতীয় ভাষা
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
২১. মীমাংসা ভাষ্যের রচয়িতা কে?
(ক) পতঞ্জলি
(খ) শবরস্বামী
(গ) পানিনি
(ঘ) শংকর
উত্তর: শবরস্বামী
২২. মহাভাষ্যের রচয়িতা কে?
(ক) শংকর
(খ) পানিনি
(গ) পতঞ্জলি
(ঘ) শবরস্বামী
উত্তর: পতঞ্জলি
২৩. বিবেকানন্দ কোন ভাষাকে মৃত ভাষা বলেছেন?
(ক) ইংরেজি
(খ) বাংলা
(গ) জার্মান
(ঘ) অবাচীন সংস্কৃত ভাষা
উত্তর: অবাচীন সংস্কৃত ভাষা
২৪. প্যাঁচালো বিশেষণ, বাহাদুর সমাস ইত্যাদির বাহুল্য কার ভাষায় দেখা যায়?
(ক) অবাচীন সংস্কৃত ভাষা
(খ) ইংরেজি
(গ) বাংলা
(ঘ) জার্মান
উত্তর: অবাচীন সংস্কৃত ভাষা
২৫. আমাদের ভাবনা ও লেখার ভাষাগত পার্থক্য কী বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) আমরা ভাবি সাধু ভাষায়, লিখি চলিত ভাষায়
(খ) আমরা ভাবি চলিত ভাষায়, লিখি সাধু ভাষায়
(গ) আমরা ভাবি সংস্কৃতে, লিখি চলিত ভাষায়
(ঘ) আমরা ভাবি চলিত ভাষায়, লিখি সংস্কৃতে
উত্তর: আমরা ভাবি চলিত ভাষায়, লিখি সাধু ভাষায়
২৬. বুদ্ধদেব কোন ধর্মের প্রবর্তক ছিলেন?
(ক) হিন্দু ধর্মের প্রবর্তক
(খ) বৌদ্ধ ধর্মের প্রবর্তক
(গ) খ্রিস্টান ধর্মের প্রবর্তক
(ঘ) জৈন ধর্মের প্রবর্তক
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রবর্তক
২৭. শ্রীচৈতন্যদেব কে ছিলেন?
(ক) বৌদ্ধ ধর্মের প্রবর্তক
(খ) জৈন ধর্মের প্রবর্তক
(গ) গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক
(ঘ) খ্রিস্টান ধর্মের প্রবর্তক
উত্তর: গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক
২৮. রামকৃষ্ণ কে ছিলেন?
(ক) কৃষ্ণের গুরুদেব
(খ) রামের গুরুদেব
(গ) স্বামী বিবেকানন্দের গুরু
(ঘ) নিবেদিতার গুরু
উত্তর: স্বামী বিবেকানন্দের গুরু
২৯. স্বাভাবিক ভাষা বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন?
(ক) মুখের সাধু ভাষা
(খ) মুখের চলিত ভাষা
(গ) মুখের সংস্কৃত ভাষা
(ঘ) বইয়ে লিখিত ভাষা
উত্তর: মুখের চলিত ভাষা
৩০. “রাজা অসিত!!! আহা হা! কি প্যাঁচোয়া বিশেষণ” — কোন ভাষার সম্পর্কে বিবেকানন্দ এমন মন্তব্য করেছেন?
(ক) ফরাসি ভাষা
(খ) সংস্কৃত ভাষা
(গ) প্রাকৃত ভাষা
(ঘ) বাংলা ভাষা
উত্তর: সংস্কৃত ভাষা
৩১. “ও – সব মোয়ার লক্ষণ” – “ও সব” বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?
(ক) লম্বা লম্বা বিশেষণ, দীর্ঘ সমাজবদ্ধ পদ
(খ) লম্বা লম্বা গাছ
(গ) লম্বা লম্বা কথা
(ঘ) লম্বা লম্বা মানুষ
উত্তর: লম্বা লম্বা বিশেষণ, দীর্ঘ সমাজবদ্ধ পদ
৩২. ভাস্য-রচয়িতা কে?
(ক) পতঞ্জলি
(খ) বাৎসায়ন
(গ) শংকরাচার্য
(ঘ) দণ্ডী
উত্তর: শংকরাচার্য
৩৩. ভারত ঋষি কে?
(ক) নাট্যশাস্ত্রের প্রথম প্রবক্তা
(খ) প্রথম নাট্য অভিনেতা
(গ) প্রথম অযোধ্যার রাজা
(ঘ) কামশাস্ত্রের প্রণেতা
উত্তর: নাট্যশাস্ত্রের প্রথম প্রবক্তা
৩৪. “সে ভাষা, সে শিল্প, সে সংগীত কোন কাজের নয়” – কোন ভাষা প্রসঙ্গে এ মত প্রকাশ করেছেন?
(ক) বাংলা ভাষা
(খ) ফরাসি ভাষা
(গ) সংস্কৃত ভাষা
(ঘ) ইংরেজি ভাষা
উত্তর: সংস্কৃত ভাষা
৩৫. প্রাচীন কালের সংস্কৃত ভাষা কেমন ছিল বলে প্রাবন্ধিক মনে করেন?
(ক) নিজীব
(খ) সজীব
(গ) পঙ্গু
(ঘ) মৃত
উত্তর: সজীব
৩৬. বৈদ্যনাথ কী?
(ক) প্রসিদ্ধ ধাম
(খ) প্রসিদ্ধ ব্যক্তি
(গ) প্রসিদ্ধ শৈবতীর্থ
(ঘ) নাট্যশাস্ত্রের প্রণেতা
উত্তর: প্রসিদ্ধ শৈবতীর্থ
৩৭. “গদাই লস্করি চাল” বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?
(ক) গদার মত ভারী চাল
(খ) গাধার মত ধীর গতি
(গ) লোক লস্করের গতি
(ঘ) গদাইয়ের লস্কর সহযোগে গমন
উত্তর: গাধার মত ধীর গতি
৩৮. কলকাতার হাওয়া খেলে মানুষের কী পরিবর্তন হয় বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) মোটা হতে শুরু করে
(খ) ফর্সা হয়ে যায়
(গ) খুনি বাটপার হয়ে যায়
(ঘ) কলকাতার ভাষায় কথা বলতে শুরু করে
উত্তর: কলকাতার ভাষায় কথা বলতে শুরু করে
৩৯. “গদাই লস্করি চাল” কোন ভাষায় দেখা যায়?
(ক) ইংরেজি ভাষায়
(খ) ল্যাটিন ভাষায়
(গ) সংস্কৃত ভাষায়
(ঘ) বাংলা ভাষায়
উত্তর: সংস্কৃত ভাষায়
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
৪০. “ব্রাহ্মণের সংস্কৃত দেখো।” — এখানে “ব্রাহ্মণ” শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পূজারী
(খ) বাটুল
(গ) প্রবন্ধ
(ঘ) গ্রন্থ
উত্তর: গ্রন্থ
৪১. প্রচলিত ভাষা কোন গুণে প্রসার লাভ করে?
(ক) অধিক কঠিন হওয়ায়
(খ) জটিলতা বর্জিত হওয়ায়
(গ) ভাবের বাহন হওয়ায়
(ঘ) ভাবের বাহক না হওয়ায়
উত্তর: ভাবের বাহন হওয়ায়
৪২. বাংলা দেশের কোন স্থানের ভাষাকে আদর্শ বাংলা ভাষা বলে প্রাবন্ধিক মনে করেন?
(ক) চট্টগ্রামের ভাষাকে
(খ) কলকাতার ভাষাকে
(গ) হুগলির ভাষাকে
(ঘ) দার্জিলিংয়ের ভাষাকে
উত্তর: (খ) কলকাতার ভাষাকে।
৪৩. দেব ভাষা কোন ভাষাকে বলা হয়?
(ক) সংস্কৃত ভাষাকে
(খ) ইংরেজি ভাষাকে
(গ) বাংলা ভাষাকে
(ঘ) মাতৃভাষাকে
উত্তর: (ক) সংস্কৃত ভাষাকে।
৪৪. চৈতন্যদেব কোন উদ্দেশ্যে মর্তে এসেছিলেন?
(ক) কৃষ্ণনাম গান করতে
(খ) লোকের হিত সাধনে
(গ) চৈতন্য ধারণ করতে
(ঘ) রথ টানতে
উত্তর: (খ) লোকের হিত সাধনে।
৪৫. ভাষাকে কেমন হতে হবে বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) জলের মতো তরল
(খ) সাফ ইস্পাতের মতো
(গ) কাঁচের মতো স্বচ্ছ
(ঘ) হীরের মতো কঠিন
উত্তর: (খ) সাফ ইস্পাতের মতো।
৪৬. ভাষা কিসের বাহক বলে বিবেকানন্দ মনে করেন?
(ক) শব্দের বাহক
(খ) প্রেমের বাহক
(গ) কাব্যের বাহক
(ঘ) ভাবের বাহক
উত্তর: (ঘ) ভাবের বাহক।
৪৭. সঙ্গীত শিল্পের স্বাভাবিকতার লক্ষণ কোনটি?
(ক) প্রাণময়তা
(খ) সুর
(গ) তাল
(ঘ) লয়
উত্তর: (ক) প্রাণময়তা।
৪৮. কোন স্থানের ভাষাকে কিম্বুতকিমাকার বলে বিবেকানন্দ মনে করেছেন?
(ক) কলকাতার
(খ) পুরুলিয়ার
(গ) চট্টগ্রামের
(ঘ) নদীয়ার
উত্তর: (গ) চট্টগ্রামের।
৪৯. “বাংলা ভাষা” প্রবন্ধটি কী জাতীয় রচনা?
(ক) নাটক
(খ) পত্রজাতীয়
(গ) উপন্যাস
(ঘ) ছোটগল্প
উত্তর: (খ) পত্রজাতীয়।
৫০. “বাংলা ভাষা” প্রবন্ধটি কাকে লিখেছিলেন প্রাবন্ধিক?
(ক) রামমোহন রায়কে
(খ) বিদ্যাসাগরকে
(গ) উদ্বোধন পত্রিকার সম্পাদককে
(ঘ) রবীন্দ্রনাথকে
উত্তর: (গ) উদ্বোধন পত্রিকার সম্পাদককে।
৫১. “লোকোহিতায়” কথাটির প্রকৃত অর্থ কী?
(ক) সাধারণের সর্বনাশ সাধন
(খ) হিতাকাঙ্খী
(গ) হিতে বিপরীত
(ঘ) সাধারণের কল্যাণ সাধন
উত্তর: (ঘ) সাধারণের কল্যাণ সাধন।
৫২. “অপ্রাকৃতিক” শব্দটির অর্থ কী?
(ক) প্রকৃত
(খ) কৃত্রিম
(গ) ভৌতিক
(ঘ) দৈনিক
উত্তর: (খ) কৃত্রিম।
আরও দেখো: দিগ্বিজয়ের রুপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার / দ্বাদশ শ্রেণীর বাংলা বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ। বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ MCQ প্রশ্ন উত্তর / Class 12 semester 3 bengali mcq suggestion