Class 8 Geography Model Question Second Unit Test 2024

Class 8 Geography Model Question Second Unit Test 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ভূগোল প্রশ্নপত্র) Set: 1
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু যে নামে পরিচিত- (a) লু (b) চিনুক (c) সিরক্কো

1.2 পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটি হল- (a) শিকাগো (b) ডুলুথ (c) বাফেলো

1.3 পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম- (a) টিটিকাকা (b) সুপিরিয়র (c) হুরন

(2) নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও :

2.1 আয়ন বায়ুর অপর নাম কী?
2.2 কোন্ মেঘকে ‘Bumpy Cloud’ বলা হয়?
2.3 বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম কী?
2.4 উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কী?
2.5 পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কী?
2.6 উত্তর আমেরিকার কোন্ রাজ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয়?
2.7 পম্পাস তৃণভূমি অঞ্চলের পশুচারণ ভূমিকে কী বলে?

(3) নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

3.1 বিজ্ঞানী ফেরেলের সূত্রটি লেখো।
3.2 ‘বৃষ্টিচ্ছায় অঞ্চল’ কাকে বলে?
3.3 ‘ফার শিল্প’ কী?
3.4 সেলভা অরণ্য অঞ্চল ‘গোধূলি অঞ্চল’ নামে পরিচিত কেন?

(4) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

4.1 অশ্ব অক্ষাংশ কী?
4.2 পম্পাস তৃণভূমি অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার নামে পরিচিত কেন?
4.3 স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
4.4 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কী?

(5) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

5.1 ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
5.2 সেলভা অরণ্য সম্পর্কে যা জান লেখো।
5.3 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো।

Class 8 Geography Model Question Second Unit Test 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ভূগোল প্রশ্নপত্র) Set: 2
(1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1.1 দক্ষিণ আমেরিকার নাতিশীতোয় মরুভূমি হল- (a) আটাকামা, (b) সোনেরাণ, (c) প্যাটাগোনিয়া

1.2 পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা কোন্ মহাদেশে অবস্থিত? (a) এশিয়া (b) উত্তর আমেরিকা (c) দক্ষিণ আমেরিকা

1.3 সাহারা মরুভূমির উয় ও ধূলিপূর্ণ বায়ু- (a) বোরো (b) লু (c) সিরক্কো

(2) শূন্যস্থান পূরণ করো (যে-কোনো তিনটি):

2.1 পূর্ব চিন সাগরে ঘূর্ণিঝড় ————— নামে পরিচিত।

2.2 ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ —————।

2.3 জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল —————–।

2.4 পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি —————।

2.5 মেঘের অপর নাম বজ্রমেঘ।

(3) যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

3.1 কখন বায়ুর গতি ধীর হয় আর কখন বাড়ে?
3.2 ITCZ কী?
3.3 বোরো কী?
3.4 উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
3.5 আর্জেন্টিনার রাজধানীর নাম কী?
3.6 Trade Wind কাকে বলে?
3.7 লা-প্লাটা নদী কাকে বলে?

(4) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি):

4.1 ‘Great Plain’ কাকে ও কেন বলে?
4.2 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
4.3 টীকা লেখো: কিউমুলোনিম্বাস অথবা, মৃত্যু উপত্যকা
4.4 নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস বলতে কী বোঝ?
অথবা, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।

(5) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি):

5.1 আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন?

অথবা, পম্পাস অঞ্চলের কৃষি ও পশুপালনের বর্ণনা দাও।

5.2 মেঘের সৃষ্টি কীভাবে হয়? মেঘ কাকে বলে?

অথবা, অধঃক্ষেপণ কী? শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন?

5.3 কানাডীয় শিল্ড অঞ্চল কাঠ ও কাগজ শিল্পে উন্নতি লাভ করেছে কেন?

(6) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

6.1 অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো।

অথবা, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ ও বায়ুচাপ বলয়ের ছবি আঁকো ও সঠিকভাবে চিহ্নিত করো।

6.2 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ ব্যাখ্যা করো।

অথবা, পঞ্চহ্রদ বলতে কী বোঝ? ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ কাকে ও কেন বলে?

Class 8 Geography Question Second Unit Test 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ভূগোল প্রশ্নপত্র) Set: 3
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো :

1.1 ‘বাণিজ্য বায়ু’ নামে পরিচিত- (a) পশ্চিমা বায়ু (b) মেরু বায়ু (c) আয়ন বায়ু (d) মৌসুমি বায়ু

1.2 পৃথিবীর উন্নতম জলপ্রপাত- (a) নায়াগ্রা (চ) ডেথ ভ্যালি (c) ভিক্টোরিয়া (d) লিসবন

1.3 উত্তর আমেরিকা ১৫০১ সালে আবিষ্কার করেন- (a) ভাস্কো-দা-গামা (b) কলম্বাস (c) ওয়াশিংটন (d) আমেরিগো ভেসপুচি

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 ভূপৃষ্ঠে যা কুয়াশা আকাশে সেটাই ————— (শিশির/তুষার/মেঘ/বৃষ্টি)।

2.2 আমাজন অববাহিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের আর-এক নাম হল —————-।

(3) বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলকরণ করো:
বামস্তম্ভডানস্তম্ভ
3.1 চিনুক

3.2 প্যাটাগোনিয়া

3.3 দক্ষিণ আমেরিকার একটি হ্রদ

3.4 ল্যানোস

3.5 ময়দা শিল্প
(a) টিটিকাকা

(b) তৃণভূমি

(c) রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু

(d) বাফেলো

(e) মরুভূমি
(4) সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ২ টি):

4.1 অল্টোকিউমুলাস ও সিরোকিউমুলাস মেঘ দুটির একটি করে বৈশিষ্ট্য লেখো।

4.2 ফেরেলের সূত্রটি লেখো।

4.3 উত্তর আমেরিকার কোন্ শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয় এবং কেন?

(5) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) :

5.1 ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট উন্নত’-ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।

5.2 চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বর্ণনা করো।

5.3 পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার বলা হয় কেন?

(6) যে-কোনো 1 টি প্রশ্নের উত্তর দাও :

6.1 সমুদ্রবায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে ব্যাখ্যা করো।

6.2 দক্ষিণ আমেরিকার জলবায়ুতে বৈচিত্র্যের জন্য দায়ী উপাদানগুলির ভূমিকা বর্ণনা করো।

Class 8 Geography Question Second Unit Test 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ভূগোল প্রশ্নপত্র) Set: 4
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয়- (a) কোরিওলিস বলের জন্য (b) চাপের পার্থক্যের জন্য (c) উন্নতার পার্থক্যের জন্য

1.2 জলীয় বাষ্প হিমাঙ্কের থেকে কম উন্নতায় ঘনীভূত হলে সৃষ্টি হয়- (a) কুয়াশা (b) তুষারপাত (c) বৃষ্টিপাত

1.3 ব্রাজিলের সাভানা তৃণভূমি কী নামে পরিচিত? (a) পম্পাস (b) ল্যানোস (c) ক্যাম্পোস

1.4 গোমাংস রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে- (a) ব্রাজিল (b) আর্জেন্টিনা (c) ব্রিটেন

1.5 ভারতে পরিচলন বৃষ্টি হয়- (a) শীতকালে (b) বর্ষাকালে (c) বসন্তকালে

(2) ঠিক অথবা ভুল নির্বাচন করো:

2.1 দক্ষিণ আমেরিকার প্রধান পশুখাদ্য আলফা-আলফা ঘাস।

2.2 পৃথিবীপৃষ্ঠের কাছে বায়ুস্তর ঘন বলে এর চাপ সবচেয়ে কম।

2.3 অশ্ব অক্ষাংশে পালতোলা জাহাজ দ্রুতগতি লাভ করে।

2.4 কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বায়ু সর্বদা ঊর্ধ্বগামী।

2.5 শিশির একপ্রকার অধঃক্ষেপণ।

(3) শূন্যস্থান পূরণ করো:

3.1 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ———- বৃষ্টি হয়।

3.2 ————- মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো।

3.3 পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ——– বলে।

3.4 ধারণ ক্ষমতার তুলনায় অধিক জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ———- বলে।

3.5 ‘আমাজন’ শব্দের অর্থ ————– ।

(4) টীকা লেখো (যে-কোনো দুটি):

4.1 অশ্ব অক্ষাংশ
4.2 কানাডীয় শিল্ড
4.3 সাভানা তৃণভূমি
4.4 অ্যানাবেটিক বায়ু

(5) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

5.1 চিত্রসহ পৃথিবীর চাপবলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো।

5.2 উত্তর আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণিবিভাগ করো এবং যে-কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো।

ক্লাস 8 এর দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 এ ভূগোল বিষয়ের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে –
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
অষ্টম শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট

সিলেবাস

১. চাপবলয় ও বায়ুপ্রবাহ
২. মেঘ বৃষ্টি
৩. উত্তর আমেরিকা
৪. দক্ষিণ আমেরিকা

আরও দেখো: ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

1 thought on “Class 8 Geography Model Question Second Unit Test 2024”

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page