ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 7 Paribesh O Bigyan Question Second Unit Test

এই পোস্টে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন শেয়ার করা হলো দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 এর জন্য।

ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 7 Paribesh O Bigyan Question Second Unit Test Set: 1
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও:

1.1 প্রদত্ত কোন্ শব্দটি সমতল আয়নার সামনে ধরলে, আয়নাতে যা পড়া যাবে তাও একটি অর্থযুক্ত শব্দ হবে- (a) HIM (b) TOM (c) AM (d) YOYO

1.2 প্রদত্ত কোন্টি পরিবেশবান্ধব শক্তি নয়-
(a) সৌরশক্তি
(b) মাটির নীচের তাপমাত্রা
(c) জৈবশক্তি
(d) জীবাশ্ম তেল থেকে প্রাপ্ত শক্তি

1.3 মেরুজ্যোতির কারণ-
(a) পৃথিবীর পরিবেশদূষণ
(b) পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি
(c) পৃথিবী বিরাট একটি চুম্বক- তার প্রভাব
(d) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়

1.4 আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর-
(a) প্রতিফলন
(b) বিচ্ছুরণ
(c) প্রতিসরণ
(d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনামাত্র

1.5 LED থেকে নির্গত আলোর রং হয়-
(a) সবুজ (b) হলুদ (c) লাল (d) সবকটিই

(2) নীচের যে-কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও :

2.1 খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো।
2.2 তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লেখো।
2.3 সৌরকোশের ব্যবহার লেখো।
2.4 তড়িৎ এবং তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম লেখো।
2.5 X-ray এবং Xerox মেশিনে কোন্ শক্তি ব্যবহার হয়?
2.6 LPG-এর সম্পূর্ণ নাম কী?
2.7 তোমার জানা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
2.8 টর্চলাইটে কোন্ কোশ ব্যবহৃত হয়?
2.9 গাছের পাতার দুটি কাজ লেখো।

(3) অতিসংক্ষিপ্ত উত্তর লেখো (যে-কোনো চারটি):

3.1 ওজোনস্তর ক্ষয় কাকে বলে?
3.2 একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 5 cm হলে, সেটির চৌম্বক দৈর্ঘ্য কত?
3.3 অঙ্কুরোদ্গম কী?
3.4 পতঙ্গপরাগী 2টি ফুলের উদাহরণ দাও।
3.5 ফেরোমোন কী?
3.6 কুরি বিন্দু কী?

(4) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

4.1 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এর ব্যবহার কমানো দরকার কেন?
4.2 সমুদ্রের মাছ এবং নদীর মাছ কীভাবে নিজদেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে?

ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 7 Paribesh O Bigyan Question Second Unit Test Set: 2
ভৌতবিজ্ঞান

(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.1 চুম্বকের উদাসীন অঞ্চল থাকে-
(a) দুই প্রান্তে (b) যে-কোনো একপ্রান্তে (c) ঠিক মাঝখানে

1.2 আলোর নিয়মিত প্রতিফলন ঘটে কোন্ তলে-
(a) সমতল (b) বক্রতল (c) অসমতল

1.3 কুয়াশা হল-
(a) স্বচ্ছ মাধ্যম (b) ঈষৎ স্বচ্ছ মাধ্যম (c) সপ্রভ বস্তু (d) অপ্রভ বস্তু

1.4 সিনেমার পর্দায় আলোর প্রতিফলন-
(a) নিয়মিত (b) বিক্ষিপ্ত (c) সদ্বিম্ব (d) কোনোটিই নয়

1.5 পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে-
(a) ম্যাগনেসাইট (b) পাথর (c) ম্যাগনেটাইট (d) লোহার টুকরো

(2) অতিসংক্ষিপ্ত উত্তর দাও:

2.1 LED-এর পুরো নাম কী?
2.2 জীবাশ্ম জ্বালানির দুটি নাম লেখো।
2.4 আপতন কোণ কাকে বলে?
2.3 ঘূর্ণন গতির একটি উদাহরণ দাও।
2.5 সৌরশক্তি ব্যবহারের একটি উদাহরণ দাও।

(3) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

3.1 চৌম্বক আবেশ কী? তড়িৎচুম্বকের একটি ব্যবহার লেখো।
3.2 চুম্বকের যে-কোনো দুটি ধর্ম লেখো।
3.3 সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো।

(4) এককথায় উত্তর দাও:

SI পদ্ধতিতে তাপের একক কী?

জীবনবিজ্ঞান
(5) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

5.1 মৃদ্বর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় না-
(a) ছোলা বীজে (b) মটর বীজে (c) কুমড়ো বীজে (d) আম বীজে

5.2 আমের যে অংশ আমরা খাই সেটি হল-
(a) ফলত্বক (b) বহিত্বক (c) মধ্যত্বক (d) অন্তত্ত্বক

5.3 অস্থানিক মূল দেখা যায়- (a) জবা গাছে (b) কেয়া গাছে (c) গোলাপ গাছে (d) আতা গাছে

5.4 মূলের ডগায় টুপির মতো অংশকে বলে-
(a) মূলরোম (b) মূলত্র (c) মুকুলাবরণী (d) কোনোটিই নয়

(6) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

6.1 ফুলের কোন্ অংশ থেকে ফল তৈরি হয়?
6.2 অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী?
6.3 সরল ফল কাকে বলে?
6.4 কোন্ কোন্ ফুলে ইতর পরাগযোগ ঘটে?

(7) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

7.1 একটি সরল ফলের গঠন আলোচনা করো।
7.2 একটি জবা ফুলের ছবি এঁকে যে-কোনো চারটি অংশ চিহ্নিত করো।

ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 7 Paribesh O Bigyan Question Second Unit Test Set: 3
ভৌতবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো 4 টি)

1.1 একটি স্বপ্নভ বস্তু হল-
(a) সূর্য (b) চাঁদ (c) পৃথিবী

1.2 আপতন কোণ 55° হলে প্রতিফলন কোণ হয়-
(a) 55° (b) 45° (c) 65°

1.3 চুম্বকের কোনো আকর্ষণ থাকে না-
(a) উত্তর মেরুতে (b) উদাসীন অঞ্চলে (c) দক্ষিণ মেরুতে

1.4 তড়িতের একটি সুপরিবাহী হল-
(a) কাচ (b) কাঠ (c) গ্রাফাইট

1.5 একটি অপ্রচলিত শক্তি হল-(a) সৌরশক্তি (b) তাপশক্তি (c) তড়িৎশক্তি

(2) পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো 3 টি):

2.1 গ্লাসে কিছুটা জল নিয়ে তার মধ্যে চামচ রাখলে, আলোর কোন্ ধর্মের জন্য চামচটি বাঁকা দেখায়?

2.2 কোন্ প্রাণীর খুলি ও মস্তিষ্কের মাঝে ম্যাগনেটাইট নামে এক ধরনের চৌম্বকীয় বস্তু আছে?

2.3 LED-এর পুরো কথাটি কী?

2.4 একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 1 টি):

3.1 প্রতিফলনের সূত্রগুলি লেখো।

3.2 অ্যাম্বুলেন্স গাড়িতে AMBULANCE কথাটি উলটো লেখা থাকে. কেন?

(4) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 2 টি):

4.1 কোনো বস্তু চুম্বক কিনা জানতে আকর্ষণ বা বিকর্ষণ কোন্টি বেশি নির্ভরযোগ্য বলে তোমার মনে হয়?
4.2 তড়িৎচুম্বকের আকর্ষণ ক্ষমতা কী কী উপায়ে বাড়ানো যায়?
4.3 ফিউজ তার কী? এর কাজ বর্ণনা করো।
4.4 সৌরশক্তির ব্যবহারগুলি লেখো।

জীবনবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো 3 টি):

1.1 বৃন্তহীন একটি পাতার উদাহরণ হল-
(a) তেঁতুল (b) শিয়ালকাঁটা (c) বেল (d) গোলাপ

1.2 পরাগরেণু সৃষ্টি হয়-
(a) গর্ভমুণ্ডে (b) পুংকেশরে (c) গর্ভকেশরে (d) পরাগধানীতে

1.3 একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ হল-
(a) জবা (b) কুমড়ো (c) অপরাজিতা (d) ধুতুরা

1.4 ‘জেকবসন অরগ্যান’ থাকে-
(a) সাপ-এর শরীরে (b) ব্যাং-এর শরীরে (c) কুমির-এর শরীরে

(2) পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি):

2.1 কোন্ গাছে ইতর পরাগযোগ ঘটে?
2.3 ফুলের কোন্ অংশ ফল গঠন করে।
2.2 কোন্ কৌশলে উদ্ভিদ বাষ্পমোচন করে?

(3) সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো 1 টি):

3.1 সরল ফল ও নীরস ফল কাকে বলে? উদাহরণ দাও।

3.2 ঠেসমূল কাকে বলে? উদাহরণ দাও।

(4) সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো 1 টি):

4.1 ব্যাপন ও অভিস্রবণ কাকে বলে? অঙ্কুরোদ্গমের শর্তগুলি লেখো।

4.2 গাছের মূল বা পাতার যে-কোনো একটি কাজ বর্ণনা করো।

ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 // Class 7 Paribesh O Bigyan Question Second Unit Test Set: 4
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 প্রতিফলিত আলোকরশ্মি প্রতিফলকের সঙ্গে 10° কোণ উৎপন্ন করলে আপতন কোণ হবে-
(a) 100° (b) 90° (c) 10° (d) 80°

1.2 এই একটি চৌম্বক পদার্থ হল-
(a) কাচ (b) কোবাল্ট (c) কাগজ (d) সোনা

1.3 ইলেকট্রিক হিটারের কুণ্ডলি তৈরি হয়-
(a) নাইক্রোম তার দিয়ে (b) টাংস্টেন তার দিয়ে (c) তামার তার দিয়ে (d) লোহার তার দিয়ে

1.4 প্রদত্ত কোন্টি অপ্রচলিত শক্তির উদাহরণ-
(a) রাসায়নিক শক্তি (b) জেয়ারভাটা শক্তি (c) শব্দশক্তি (d) তড়িৎ শক্তি

1.5 মূলের ডগায় টুপির মতো অংশটি হল-
(a) মূলত্র (b) মূলরোম (c) পর্ব (d) পত্রমূল

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 সূর্য হল ___________ বস্তু।

2.2 গুচ্ছমূল একপ্রকার ___________ মূল।

2.3 বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব _________ ।

(3) ‘সত্য’ অথবা ‘মিথ্যা’ নির্ণয় করো:

3.1 একটি চুম্বকের উত্তর মেরু অপর একটি চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করে।
3.2 জবা একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ।

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

4.1 চুম্বকের সাধারণ ধর্মগুলি লেখো।
4.2 আকাশে রংধনু কীভাবে গঠিত হয়?
4.3 অভিসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায়?
4.4 পরিবেশবান্ধব শক্তির বৈশিষ্ট্যগুলি লেখো।
4.5 সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও।
4.6 সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য লেখো।

(5) নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

5.1 একটি জবা ফুলের ছবি আঁকো এবং বৃতি, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর চক্র চিহ্নিত করো।

5.2 বিটপ কাকে বলে? কান্ডের দুটি বৈশিষ্ট্য এবং দুটি কাজ লেখো।

ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 সিলেবাস:
Second Unit Test 2024
সপ্তম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট

সিলেবাস

১. আলো
২. তাপ
৩. চুম্বক
৪. পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কর্যগত প্রক্রিয়া

আরও দেখো:

Class 7 Second Unit Test English Question 2024

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page