এখানে আমরা Class 7 Second Unit Test এর জন্য History (ইতিহাস) থেকে 4 টি Model Question Answer শেয়ার করলাম।
Class 7 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর জন্য ইতিহাস বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন ও প্রশ্নের ধরন:
সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ বিষয়: ইতিহাস পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট সিলেবাস ১. চতুর্থ অধ্যায়: দিল্লি সুলতানি (তুর্কো আফগান শাসন) ২. পঞ্চম অধ্যায়: মুঘল সাম্রাজ্য ৩. ষষ্ঠ অধ্যায়: নগর বণিক ও বাণিজ্য ৪. সপ্তম অধ্যায়: জীবনযাত্রা ও সংস্কৃতি (সুলতানি ও মুঘল যুগ) সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ অনুষ্ঠিত হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। |
Class 7 Second Unit Test 2024 History Question Answer: set 1
(1) যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
1.1 চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন – বৃন্দাবন দাস / কৃষ্ণদেব রায় / শ্রীচৈতন্য
উত্তর: বৃন্দাবন দাস
1.2 পাইবস ও সিজদা প্রথা চালু করেন – কুতুবউদ্দিন আইবক / ইলতুসমিস / রাজিয়া / গিয়াসউদ্দিন বলবন
উত্তর: গিয়াসউদ্দিন বলবন
1.3 নিকোলা কোনটি ছিলেন – ইতালীয় পর্যটক / চিনা পর্যটক / পারসিক পর্যটক / রোমান পর্যটক
উত্তর: ইতালীয় পর্যটক
1.4 আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন – টোডরমল / মালিক অম্বর /বৈরাম খান
উত্তর: মালিক অম্বর
1.5 সংগ্রাম সিংহ যে নামে পরিচিত সেটি হল – রানা সঙ্গ / রানা প্রতাপ / রানা জয়সিংহ / রানা মানসিংহ
উত্তর: রানা সঙ্গ
1.6 আকবরনামার রচয়িতা হলেন – মিনহাজ- ই সিরাজ / আকবর / বদাওনি / আবুল ফজল
উত্তর: আবুল ফজল
1.7 মুঘল আমলে ভারতে আমদানি হত – হাতি / ঘোড়া / মসলা
উত্তর: ঘোড়া
1.8 দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল – জলের অভাব / খাবারের সমস্যা / সম্রাটের সমস্যা
উত্তর: জলের অভাব
(2) যেকোনো 6 টি প্রশ্নের উত্তর দাও:
2.1 চিরাগ – ই দিল্লী কথার অর্থ কি ?
2.2 মুঘল যুগে খুব ধনী বণিকদের কি বলা হত?
2.3 হজো- ই আলাই -এর পরে কি নাম হয়?
2.4 দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়?
2.5 মুন্তাখাব – উত -তাওয়ারিখ কার লেখা?
2.6 গাজী শব্দের অর্থ কি?
2.7 খুতবা শব্দের অর্থ কি?
2.8 সিন্ধুপ্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন?
2.9 তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(3) যেকোনো 7 টি প্রশ্নের উত্তর দাও:
3.1 ইকতা ও ইকতাদার বলতে কী বোঝায়?
3.2 খলজি বিপ্লব বলতে কী বোঝায়?
3.3 বন্দেগান- ই-চিহলগানি বলতে কী বোঝায়?
3.4 আকবরের রাজসভার নবরত্ন কারা?
3.5 মারওয়াড বলতে কী বোঝো?
3.6 মনসবদারি প্রথা বলতে কী বোঝো?
3.7 দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন?
3.8 হুন্ডি বলতে কী বোঝায়?
3.9 দাদন বলতে কী বোঝায়? বাণিজ্যিক চাষ কি?
WBBSE Class 7 Second Unit Test 2024 History Question Answer: set 2
(1) নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও:
1.1 সুলতান রাজিয়া কত সালে মারা যান?
1.2 কোটলা শব্দের অর্থ কি?
1.3 সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন?
1.4 বাণীহাটির যুদ্ধ কত সালে হয়?
1.5 তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
1.6 দেবগিরির নতুন নাম কি দেওয়া হয়েছিল?
1.7 শুলহ- ই কুল বলতে কী বোঝো?
1.8 খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?
1.9 আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?
(2) দু-তিনটি বাক্যে উত্তর দাও:
2.1 আমুক্তমালদ গ্রন্থ কে, কোন ভাষায় লেখেন?
2.2 বারো ভূইয়া কাদের বলা হয়?
2.3 শাহজাহানাবাদ শহরটিকে কে ,কত সালে তৈরি করেন?
2.4 হুন্ডি কাকে বলে?
(3) নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
3.1 পানিপথের প্রথম যুদ্ধ সম্বন্ধে লেখ।
3.2 ইলিয়াস শাহী ও হোসেন শাহির আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও।
3.3 সুলতান ইলতুসমিসের আমলে প্রধান সমস্যা গুলি কি ছিল বর্ণনা করো।
(4) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
4.1 শেরশাহের শাসন সংস্কার গুলি লেখ।
4.2 আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয় দাও।
Class 7 Second Summative Test 2024 History Question Answer: set 3
(1) এক – কথায় প্রকাশ করো:
1.1 ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন?
1.2 পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল?
1.3 জিজিয়া কর প্রথা কে চালু করেছিলেন?
1.4 গুজরাটের কোন দুটি বন্দর বাণিজ্যর প্রবেশপথ ছিল?
1.5 সুলতানরা কি কি মুদ্রা চালু করেছিলেন?
(2) শূন্যস্থান পূরণ করো:
2.1 ঘর্ঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ………………….।
2.2 বিলগ্রামের যুদ্ধ হয়েছিল …………………. খ্রিস্টাব্দে।
2.3 দহশালা বন্দোবস্ত চালু করতে আকবরকে সাহায্য করেছিলেন ………………..।
2.4 জমির গুণগত মানের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি কে বলে ………………।
2.5 ঔরঙ্গজেব ……………… খ্রিস্টাব্দে মারা যান।
(3) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
3.1 ভাস্কো দা গামা কিভাবে ভারতের কালিকট বন্দরে পৌঁছান?
3.2 ইলতুসমিসের তিনটি সমস্যা কি কি ছিল?
3.3 দিল্লির নাম হজরত- ই দিল্লি হয়েছিল কেন?
3.4 আলাউদ্দিন খলজি কিভাবে অর্থনৈতিক নিয়ন্ত্রণ করেছিলেন?
3.5 শাহজাহানাবাদ শহরের গঠন বৈশিষ্ট্য কি ছিল?
(4) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:
4.1 শেরশাহের জনকল্যাণমূলক সংস্কার সম্বন্ধে যা জান লেখ।
অথবা, মহম্মদ বিন তুঘলকের পরিকল্পনা সম্বন্ধে যা জানো লেখো।
Class 7 Second Unit Test 2024 History Question Answer: set 4
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
1.1 বিলগ্রামের যুদ্ধ হয়েছিল – ১৫৩৯ খ্রিস্টাব্দে / ১৫৪০ খ্রিস্টাব্দ / ১৫৪১ খ্রিস্টাব্দে
উত্তর: ১৫৪০ খ্রিস্টাব্দে
1.2 দিল্লির সুলতানদের খলিফার অনুমোদন দরকার হত – শাসন করার জন্য / যুদ্ধ যাত্রার জন্য / রাজস্ব আদায়ের জন্য
উত্তর: শাসন করার জন্য
1.3 আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন – টোডরমল / মালিক অম্বর / বৈরাম খান
উত্তর: মালিক অম্বর
1.4 শাহজাহানাবাদ শহরটি তৈরি হয়েছিল – ১৬৪৮ খ্রিস্টাব্দে / ১৬৩৯ খ্রিস্টাব্দে / ১৫৯০ খ্রিস্টাব্দে
উত্তর: ১৬৩৯ খ্রিস্টাব্দে
1.5 সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন – সালুভ / কৃষ্ণদেব রায় / দ্বিতীয় দেবরায়
উত্তর: দ্বিতীয় দেবরায়
(2) এক কথায় উত্তর দাও:
2.1 মালিক কাফুর কে ছিলেন?
2.2 হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
2.3 আকবরনামা গ্রন্থটির লেখক কে ছিলেন?
2.4 জাহাঙ্গীরের রাজসভায় কোন ইংরেজ দ্রুত এসেছিলেন?
(3) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
3.1 রুমি কৌশল 3.2 সরাফ 3.3 খলজি বিপ্লব 3.4 হৌজ 3.5 সিরি | a) জল সংরক্ষণ b) আলাউদ্দিন খলজি C) বাবর d) মুদ্রা বিনিময়কারি e) ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান |
(4) সংক্ষেপে উত্তর দাও:
4.1 কারা সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন? কারা তার বিরোধী ছিল?
4.2 বারো ভূইয়া কাদের বলা হয়?
4.3 শুলহ- ই কুল কি?
4.4 জাবতি ব্যবস্থা কি?
(5) নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
5.1 শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে লেখ।
5.2 আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো।
অন্যান্য শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট এর প্রশ্নপত্র:
১. পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র
২. ষষ্ঠ শ্রেণির প্রশ্নপত্র
আরো দেখো: পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা