প্রিয় ছাত্রছাত্রীরা, Class 5 Second Unit Test Questions 2024 এর জন্য আমরা Amader Paribesh (আমাদের পরিবেশ) বিষয় থেকে কয়েকটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করলাম। আশাকরি তোমরা উপকৃত হবে।
Class 5 Second Summative Evaluation Syllabus, Marks, Exam pattern (পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস, পূর্ণমান, পরীক্ষার ধরণ):-
Second Unit Test 2024 Class V বিষয়: আমাদের পরিবেশ |
পূর্ণমান: ২০ ।। সময়: ৪০ মিনিট |
সিলেবাস: ১. পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি ২. পরিবেশ ও সম্পদ ৩. পরিবেশ ও উৎপাদন পৃষ্ঠা: 58 থেকে 113 পর্যন্ত। |
Class 5 Amader Paribesh Second Unit Test Questions 2024 Set- 1
১। নিচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও:
১.১ জলপাইগুড়ি জেলার একটি নিত্যবহ নদীর নাম লেখ।
১.২ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।”- গানটি কে রচনা করেন?
১.৩ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে অবস্থিত?
১.৪ কোন মনীষীর জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি?
১.৫ ধান – কাটা ও ঝারার আধুনিক যন্ত্রের নাম কি?
১.৬ কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো।
২। নিচের শব্দগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
(পদ্মা, সুন্দরী, চা, টেরাকোটা ,গঙ্গোত্রী, সাধারণতন্ত্র)
২.১ বাঁকুড়া জেলার………… কাজ খুব বিখ্যাত।
২.২ দার্জিলিং এর উঁচু ও ঢালু জমিতে পৃথিবী বিখ্যাত ………. চাষ হয়।
২.৩ সুন্দরবনে ………… গাছ দেখা যায়।
২.৪ গঙ্গা নদী …………. নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
২.৫ ২৬ জানুয়ারি এই দিনটিতে আমরা ………… দিবস পালন করি।
২.৬ গঙ্গার একটি ধারা ………… নাম দিয়ে বাংলাদেশে ঢুকেছে।
৩। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
৩.১ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম- ক) সান্দাকফু খ) কাঞ্চনজঙ্ঘা
৩.২ এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- ক) জলদাপাড়ার বনে খ) সুন্দরবনে
৩.৩ ক) কুমির প্রকল্প খ) পাখিরালয় – গড়ে উঠেছে রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে
৩.৪ বারুইপুরে – ক) পেয়ারা খুবই বিখ্যাত খ) আনারস খুবই বিখ্যাত
৩.৫ দার্জিলিং জেলার সদর শহরের নাম- ক) দার্জিলিং খ) শিলিগুড়ি
৩.৬ আগেকার দিনে কীটনাশক হিসেবে ব্যবহার করা হত – ক) নিমপাতা খ) চা পাতা
৪। যে বাক্যগুলি সঠিক তার পাশে (✓) আর যে বাক্যগুলি সঠিক নয় তার পাশে (×)চিহ্ন দাও:
৪.১ রুই মাছ একটি লুপ্তপ্রায় মাছ ।
৪.২ ভীমরাও রামজি আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেন।
৪.৩ মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি বলা হয়।
৪.৪ মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন বিজ্ঞানী।
৪.৫ ডিভিসি- এর পুরো কথাটির মানে দামোদর ভ্যালি কর্পোরেশন।
৪.৬ বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
Class 5 Amader Paribesh Second Unit Test Questions 2024 Set- 2
১। শূন্যস্থান পূরণ করো:
১.১ উঁচু জমিতে …………….…. ধানের চাষ ভালো হয়।
১.২ সিউড়ির ……….……. বিখ্যাত।
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ – এর জন্মদিনটিকে আমরা …………….… দিবস হিসেবে পালন করি।
১.৪ …………. নদীর ধারে রাজা চন্দ্রকেতুর দুর্গ ছিল।
১.৫ …………. সতীদাহ প্রথা বন্ধ করেন।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
২.১ ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে?
২.২ পোড়ামাটির কাজের জন্য কোন জেলা বিখ্যাত?
২.৩ গান্ধীবুড়ি কাকে বলা হত?
২.৪ কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে?
২.৫ কয়েকটি জিওল মাছের নাম লেখ।
৩। সংক্ষিপ্ত প্রশ্ন:
৩.১ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ওনাদের জন্মদিন কবে ও সেই দিনটিকে আমরা কি হিসেবে পালন করি?
৩.২ সুন্দরবনের মানুষের জীবিকা সম্বন্ধে যা জান লেখো।
৩.৩ নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৩.৪ ডিভিসি এর পুরো কথাটির অর্থ কি? ডিভিসি এর জল ছাড়লে কি সমস্যা হয়?
৩.৫ টিকা: স্কোয়াশ
৩.৬ কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত? এখানে বিখ্যাত দুটি জিনিসের নাম লেখ।
Class 5 Amader Paribesh Second Summative Evaluation Questions 2024 Set- 3
১। দু – এক কথায় উত্তর দাও:
১.১ ধান- কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্রটির নাম কি?
১.২ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি?
১.৩ বীরসা মুন্ডা আর তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন?
১.৪ কি পালনের জন্য তুত গাছের চাষ হয়?
১.৫ তরাই অঞ্চলে কি কি ফসল হয়?
১.৬ দৌলত মাজারের বনে কি কি গাছ ছিল?
১.৭ মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা তৈরি হয়?
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ দীঘার দিকটাই খুব ……….. চাষ হয়।
২.২ কয়লা ও ………. দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে।
২.৩ গরম ……….. বাইরে বেরিয়ে আসে।
২.৪ বোয়াল ………. প্রায় মাছ।
২.৫ গাছের ……..…মাটির নিচে জলের মত ছড়ায়।
৩। সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ সাধারণতন্ত্র বলতে কি বুঝ? কবে থেকে সাধারণতন্ত্র দিবস চালু হয়েছিল?
৩.২ কয়লা খনি অঞ্চলে ধস নামার তিনটি কারণ লেখ।
৩.৩ টীকা লেখ: মাতঙ্গিনী হাজরা।
Class 5 Amader Paribesh Second Unit Test Questions 2024 Set- 4
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ কয়লা একটি- ক) কৃষিজ খ) বনজ গ) খনিজ সম্পদ
১.২ এক শৃঙ্গ গন্ডার দেখা যায় – ক) রায়গঞ্জে খ) জলদাপাড়ায় গ) সুন্দরবনে
১.৩ শ্বাসমূল দেখা যায়- ক) সুন্দরী গাছে খ) আম গাছে গ) তাল গাছে
১.৪ বঙ্গভঙ্গ আন্দোলন হয় – ক) ১৯০১ সালে খ) ১৯০৫ সালে গ) ১৯১০ সালে
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ গান্ধীবুড়ি বলা হয় ………. কে।
২.২ ধান কাটা ঝারার আধুনিক যন্ত্রের নাম হল ………।
২.৩ ডিভিসি – এর পুরো কথাটি হল ………।
৩। সংক্ষেপে উত্তর দাও:
৩.১ নিত্যবহ নদী কাকে বলে?
৩.২ ধাপ চাষ কাকে বলে?
৩.৩ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
৩.৪ পশ্চিমবঙ্গের কোথায় রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে?
৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১ সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
৪.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?
৪.৩ রাসায়নিক সার ব্যবহারের দুটি কুফল লেখ।
Class 5 Amader Paribesh Second Unit Test Questions 2024 Set- 5
১। সঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দাও:
১.১ একটি নিত্যবহ নদী নয় – ক) যমুনা খ) গঙ্গা গ) দামোদর
১.২ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম – ক) সিঙ্গালিলা খ) সান্দাকফু গ) মাউন্ট এভারেস্ট
১.৩ তরাই অঞ্চলের বিখ্যাত ফল হল- ক) কলা খ) আপেল গ) বেদানা
১.৪ প্রজাতন্ত্র দিবস পালিত হয় – ক) ২৮ শে জানুয়ারি খ) ২৯ শে জানুয়ারি গ) ২৬ শে জানুয়ারি
১.৫ বঙ্গভঙ্গ আন্দোলন হয় – ক) ১৯০৫ খ) ১৯০৮সালে গ) ১৯১৩ সালে
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ ভারতবর্ষ স্বাধীন হয় ..…….. সালে ।
২.২ স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী ছিলেন …………।
২.৩ বাঁশের কেল্লা তৈরি করেছিলেন …………।
২.৪ বিষ্ণুপুরে ………. কাজ হয়।
২.৫ ধান কাটার মেশিনটার নাম ………..।
৩। সত্য /মিথ্যা নির্ণয় করো:
৩.১ পাহাড়ি অঞ্চলে সিড়ির মতো জমি তৈরি করে ধান চাষ হয়।
৩.২ একটি বরফ- গলা জলের নদীর নাম হল তিস্তা।
৩.৩ দার্জিলিং এর পর্বত শ্রেনীর নাম সিঙ্গালিলা।
৩.৪ পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে দ্বীপ আছে ১৩০ টি।
৩.৫ মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিল।
———————0——————–
আরও দেখো: পঞ্চম শ্রেণীর বাংলা মডেল প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
WBBSE Class 5 Second Unit Test 2024: (পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্নপত্র ২০২৪). পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
FAQs: Frequently Asked Question and Answers
১. Class 5 Second Unit Test 2024 কবে নাগাদ অনুষ্ঠিত হবে?
উত্তর: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তর থেকে দেওয়া নোটিস অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহে ( ১লা আগস্ট, ২০২৪ থেকে ৮ই আগস্ট, ২০২৪ এর মধ্যে) পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ সম্পূর্ণ করতে হবে।
২. দ্বিতীয় ইউনিট টেস্টে পঞ্চম শ্রেণীর ‘আমাদের পরিবেশ’ বিষয় থেকে কোন কোন অধ্যায় পরীক্ষায় আসবে?
উত্তর: দ্বিতীয় ইউনিট টেস্টে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয় থেকে নিম্নলিখিত অধ্যায়গুলো আসবে-
১. পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি ২. পরিবেশ ও সম্পদ ৩. পরিবেশ ও উৎপাদন অধ্যায় গুলি অর্থাৎ তোমাদের টেক্সটবুকের 58 থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত।
৩. পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কত নম্বরের পরীক্ষা হবে ও কত সময় থাকবে?
উত্তর: পরীক্ষা হবে ২০ নম্বরের এবং সময় থাকবে ৪০ মিনিট।
৪. Class 5 Second Unit Test 2024 এর জন্য আমাদের পরিবেশ বিষয়ে কীভাবে প্রস্তুতি নেবো?
উত্তর: প্রথমে তোমাদের ‘আমাদের পরিবেশ’ টেক্সটবুকটি ভালোমতো খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি অধ্যায় reading পড়তে হবে এবং নিজে নিজেই খাতায় প্রশ্ন উত্তরের নোটস তৈরী করতে হবে। তারপর আমাদের ওয়েবসাইটে দেওয়া মডেল প্রশ্নপত্র গুলির উত্তর করার চেষ্টা করবে।
Class 5 Second Unit Test Paribesh Model Question paper 2024 ।। Class V WBBSE Second Summative Evaluation Questions 2024 ।। পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ ২০২৪ মডেল প্রশ্নপত্র
SIR AMADER ANSWER CHAI AI PROSNER
Thanks