Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

এখানে Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

মাস্টারদা (অশোককুমার মুখোপাধ্যায়)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ব্রিটিশ পতাকার নাম হল-
(ক) ইউনিয়ান জ্যাক (খ) হাই জ্যাক (গ) তেরঙ্গা (ঘ) ইউনি জ্যাক

১.২ চট্টগ্রামের ছেলের দল তাড়াতে চেয়েছে-
(ক) ইংরেজদের (খ) দানবদের (গ) পোর্তুগিজদের (ঘ) ওলন্দাজদের

১.৩. মাস্টারদা কোন্ বিষয়ের শিক্ষক?
(ক) বাংলার (খ) ইংরেজির (গ) অঙ্কের (ঘ) ইতিহাসের

১.৪ মাস্টারদার প্রিয় কবি কে?
(ক) জীবনানন্দ দাশ (খ) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) শঙ্খ ঘোষ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১.৫ মাস্টারদার কাছে আদর্শ পুরুষ ছিলেন?
(ক) রামকৃষ্ণ-বিবেকানন্দ (খ) নেতাজি (গ) রবীন্দ্রনাথ (ঘ) গান্ধিজি

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ‘সাংঘাতিক কাণ্ড’-কাণ্ডটি কী?

২.২ মাস্টারদার আসল নাম কী?

২.৩ কোথায় স্বাধীন ভারতের পতাকা উড়ছে?

২.৪ প্রিয় কবিকে মাস্টারদা কী বলতেন?

২.৫ সাদা চামড়ার ইংরেজ কী ভোগ করেছে?

২.৬ রেস্তোরাঁর গায়ে কী নোটিশ ঝুলছে?

২.৭ কোন্ মনীষীদের আদর্শে মাস্টারদা ছেলেদের গড়ে তুলতে চেয়েছিলেন?

২.৮ সারাদেশ কীভাবে জেগে উঠবে বলে চট্টগ্রামের ছেলেদের অনুমান?

২.৯ কে, কেন মাস্টারদা নামে পরিচিত হয়েছেন?

২.১০ কোন্ কোন্ স্তোত্র মাস্টারদা পাঠ করতেন?

২.১১ ছেলের দল কী ঘোষণা করেছে?

২.১২ মাস্টারদার কোন্ কোন্ পরিচয় গল্পে ফুটে উঠেছে?

২.১৩ ‘এ মানুষটি অন্যরকম’- ছেলেদের এমন মনে হওয়ার কারণ কী?

২.১৪ রবীন্দ্রনাথ ঠাকুর মাস্টারদার প্রিয় কবি-তা আমরা কীভাবে জানতে পারি?

২.১৫ মাস্টারদার মতে ভারতের এক মস্ত বড়ো সম্পদ কে?

মিষ্টি (প্রেমেন্দ্র মিত্র)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ যে আকাশে ——–ওঠে না। ——— ডাকে না (শূন্যস্থানে সঠিক শব্দ বসাও)-
(ক) ঝড়/মেঘ (খ) ঝড়/বাজ (গ) ঝড়/আকাশ (ঘ) ঝড়/বৃষ্টি

১.২ দুখু কীসে?
(ক) পিছলে পড়ে হোঁচট খাওয়ায় (খ) পথে গড়িয়ে যাওয়ার (গ) রাস্তা চড়াই-ভাঙা হলে (ঘ) আকাশে ঝড়-বৃষ্টি থাকলে

১.৩ ‘মুখ্যু’ শব্দটির অর্থ হল-
(ক) মূর্খ (খ) মুক্ত (গ) মুক্তি (ঘ) চালাক

১.৪ ‘আর কিছু ————–।’ (শূন্যস্থানে সঠিক শব্দ বসাও)-
(ক) রোদ্দুর (খ) ঝড় (গ) মেঘ (ঘ) দুঃখ

১.৫ ‘মিষ্টি’ কবিতার কবি হলেন-
(ক) প্রেমেন্দ্র মিত্র (খ) মোহিনী চৌধুরী (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) শঙ্খ ঘোষ

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ‘চাই কি?’-প্রশ্নের মাধ্যমে কী কী না-চাওয়ার কথা প্রকাশ পেয়েছে?

২.২ আকাশে কী কী থাকার কথা কবি উল্লেখ করেছেন?

২.৩ ‘তাই কি?’-প্রশ্নের মাধ্যমে কী কী ভালো না-লাগার কথা বলেছেন কবি?

২.৪ ‘তাতেই হবে, তাইতে।’- কবি কী কী হওয়ার কথা বলেছেন?

২.৫ ‘দুষ্টু’-কোথায় বলে কবির মনে হয়েছে?

২.৬ সবার চাইতে মিষ্টি কী? এবং কেন?

২.৭ ‘মুগ্ধ’ কারা?

২.৮ ‘মিষ্টি’ কবিতার বিষয়বস্তু লেখো।

২.৯ রাস্তা কেমন হওয়ার কথা কবিতায় বলা হয়েছে?

২.১০ প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট চরিত্রটির নাম কী?

Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

তালনবমী (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ক্ষুদিরাম ভাজের বাড়ি হাঁড়ি চড়েনি-
(ক) একদিন (খ) দু-দিন (গ) তিনদিন (ঘ) চারদিন

১.২ তালনবমীর বের্তো আসছে-
(ক) এই মঙ্গলবার (খ) এই বুধবার (গ) এই বৃহস্পতিবার (ঘ) এই শুক্রবার

১.৩ জোনাকির ঝাঁক জ্বলছে-
(ক) বাঁশঝাড়ে (খ) বকুল গাছে (গ) তাল গাছে (ঘ) জাম গাছে

১.৪ বাদলের কোন্ হাওয়ায় গা শিরশির করে?
(ক) শীতের (খ) বর্ষার (গ) সজল (ঘ) শরতের

১.৫ “খোকা, কখানা নিবি ————– ?” (শূন্যস্থানে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো)-
(ক) কাঁকুড়ের ডালনা (খ) বেগুন ভাজা (গ) মিষ্টি (ঘ) তিলপিটুলি

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ক্ষুদিরামের সংসার কীভাবে চলে?

২.২ গোপাল রাতে যে স্বপ্ন দেখেছিল তার বর্ণনা দাও।

২.৩ আউশ ধান কখন চাষিদের ঘরে ওঠে?

২.৪ তালনবমীর দিনটা কেমন ছিল?

২.৫ ক্ষুদিরামের দুই ছেলের নাম ও বয়স লেখো।

২.৬ চুনির বাবার নাম কী?

২.৭ গোপাল কোথা থেকে তাল কুড়িয়ে আনে?

২.৮ গোপালদের পাড়ার কারা কারা তালনবমীর নেমন্তন্ন খেতে যাচ্ছিল?

২.৯ জটি পিসিমা কে? তাঁর ভালো নাম কী?

২.১০ কী ভেবে গোপালের ঘুম হয় না?

২.১১ দীনু ভাজের ছেলের নাম কী?

২.১২ গোপালের চোখে জল এসেছিল কেন?

২.১৩ ‘যাচ্ছ কনে এত ভোরে?’-কে, কাকে, কেন বলেছিল?

২.১৪ ‘তালনবমী’ গল্পে গোপাল ও নেপালের যে পরিচয় পাও তা লেখো।

২.১৫ গোপাল ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে কী দেখে?

২.১৬ গোপালের ঘুম কীভাবে ভাঙল? সে ঘুম ভেঙে কী দেখতে পেয়েছিল?

একলা (শঙ্খ ঘোষ)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ তার ভিতরে চলে যাওয়ার কী আছে?
(ক) পথ (খ) গাছপালা (গ) কাঠবেড়ালি (ঘ) একলা

১.২ ‘আমার দিকে তাকায় খালি’-কে তাকায়?
(ক) গাছপালা (খ) কাঠবেড়ালি (গ) মন (ঘ) পাখ-পাখালি

১.৩ ‘ভুলিয়ে দেয় সব’-কী ভুলিয়ে দেয়?
(ক) পথ (খ) আশীর্বাদ (গ) হিসাব (ঘ) মন

১.৪ আশীর্বাদের মতো মাথার উপর কী পড়ে?
(ক) সাড়া (খ) কাঠবেড়ালি (গ) পাথর (ঘ) পাতা

১.৫ ‘একলা’ কবিতায় কে বাজনা বাজায়?
(ক) চুপ-থাকাটা (খ) মনের কোণ (গ) শালবন (ঘ) গাছের পাতা

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ কবি যখন একলা থাকে তখন কারা সঙ্গে থাকে?

২.২ ‘একলা’ কবিতার কবি কে?

২.৩ ‘একলা’ কবিতাটি কোন্ বই থেকে নেওয়া হয়েছে?

২.৪ ‘ঠিক যদি দিই সাড়া’-ঠিক সাড়া দিলে কী হয়? ২

২.৫ কাঠবেড়ালির সঙ্গে কবি কী করেন?

২.৬ কবি ছুট লাগালে কী ঘটে?

২.৭ কখন দুঃখ থাকে না বলে কবি মনে করেন? ২

২.৮ কবিকে কে এদিক-ওদিক টানতে থাকে?

২.৯ ‘একলা’ কবিতার মূলভাব কবিতা অবলম্বনে লেখো।

২.১০ কবির একলা মনের কোণে কী হয়?

আকাশের দুই বন্ধু (শৈলেন ঘোষ)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘উকি মারে।’-কে উকি মারে?
(ক) ফুলের কুঁড়ি (খ) চাঁদিয়াল (গ) পেটকাটা (ঘ) পাখি

১.২ ‘উড়বে ওই দুটো ঘুড়ি’-
(ক) আকাশে (খ) উৎসবের দিনে (গ) পাখির মতো (ঘ) উল্লাসে

১.৩ ‘সুতো বাঁধা হয়েছে’-ওদের-
(ক) কাগজ ফুটো করে (খ) কাঁপকাঠিতে (গ) বুক ফুটো করে (ঘ) লাটাইতে

১.৪ কে মুচকি হাসল?
(ক) মালিক (খ) বন্ধু (গ) পেটকাটা (ঘ) চাঁদিয়াল

১.৫ ‘ওই যারা জিতল,’-কারা জিতল?
(ক) ওই দুই বন্ধু (খ) আমরা (গ) মানুষগুলো (ঘ) দুই দল

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ‘কে জানত,’-এখানে কোন্ বিষয় জানার কথা বলা হয়েছে?

২.২ ‘আকাশের দুই বন্ধু’ গল্পে ঘুড়ি দুটির নাম কী কী?

২.৩ ‘কে না দেখেছে,’- এখানে কী দেখার কথা বলা হয়েছে?

২.৪ ‘আবার দ্যাখো,’- লেখক কী দেখতে বলেছেন?

২.৫ ‘কিন্তু ওই দুটো ঘুড়ি?’- লেখক ঘুড়ি দুটির পরিচয় কীভাবে দিয়েছেন তা লেখো।

২.৬ উৎসব-এ আসলে কী দেখা যায়?

২.৭ দুই ঘুড়ির কথোপকথন নিজের ভাষায় লেখো।

২.৮ চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে কী জেনেছিল এবং কীভাবে?

২.৯ চাঁদিয়াল ও পেটকাটা নিজেদের বিপদের সময় দুজনের রক্ষার কথা কীভাবে ভেবেছিল?

২.১০ ‘আকাশের দুই বন্ধু’ গল্পের শেষে কাদের জয় কীভাবে হল তা লেখো।

২.১১ ‘আকাশের দুই বন্ধু’ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?

২.১২ ‘কে আর দয়া দেখায়।’- কোন্ বিষয়ে দয়া দেখানোর কথা বলা হয়েছে?

Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

বোম্বাগড়ের রাজা (সুকুমার রায়)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ পেরেক কোথায় ঠোকে?
(ক) পাঁউরুটিতে (খ) বালিশে (গ) আমসত্ত্বে (ঘ) ছবির ফ্রেমে

১.২ ‘অষ্টপ্রহর’-এর অর্থ হল-
(ক) তিন ঘণ্টা (খ) ২৪ ঘণ্টা (গ) ছ-ঘণ্টা (ঘ) ১২ ঘণ্টা

১.৩ জোছনা রাতে সবাই কী করে?
(ক) লেপ মুড়ি দেয় (খ) মাথায় বালিশ বাঁধে (গ) চোখে আলতা মাখায় (ঘ) ডিগবাজি খায়

১.৪ সিংহাসনে ঝোলানো হয়-
(ক) হুঁকোর মালা (খ) ডাকটিকিট (গ) কুমড়ো (ঘ) ভাঙা বোতল শিশি

১.৫ খুড়ো কী পরে নাচেন?
(ক) হুঁকোর মালা (খ) বোতল শিশির মালা (গ) ডাকটিকিটের মালা (ঘ) ট্যাঁকঘড়ির মালা

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব কোথায় রাখে?

২.২ মন্ত্রী কীভাবে কলশি বাজায়?

২.৩ কার মাথায় কতক্ষণ বালিশ বাঁধা থাকে?

২.৪ রাজার পিসি কেমন করে ক্রিকেট খেলে?

২.৫ লোকে ডিগবাজি খায় কখন?

২.৬ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি কী জাতীয় রচনা?

২.৭ ওস্তাদেরা কী করে?

২.৮ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটির মূলগ্রন্থের নাম কী?

২.৯ কারা, কোথায় টিকিট মারে?

২.১০ ট্যাঁকঘড়ি কোথায় কীভাবে রাখা হয়?

২.১১ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটির মূলভাব নিজের ভাষায় লেখো।

২.১২ রাজার বিছানায় কী পাতা-হয়?

২.১৩ সভায় রাজা কী বলে চেঁচান?

ব্যাকরণ (পুরুষ, বিপরীতার্থক শব্দ, অনুচ্ছেদ রচনা)

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১ পুরুষ কাকে বলে?

১.২ পুরুষ কতপ্রকার ও কী কী? উদাহরণ দাও।

১.৩ বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটি বাক্য তৈরি করো।

১.৪ অঙ্কটা খুব সোজা। (সোজা শব্দটির বিপরীত শব্দ লেখো)

১.৫ আপনার বাড়ি কোথায়? (আপনার শব্দটি কোন্ পুরুষ)

২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

২.১ কোল্টি উত্তম পুরুষের উদাহরণ?
(ক) আমি (খ) সে (গ) তিনি (ঘ) তোমরা

২.২ কোটি মধ্যম পুরুষের উদাহরণ?
(ক) আমরা (খ) তোমরা (গ) তারা (ঘ) ওরা

২.৩ কোনটি প্রথম পুরুষের উদাহরণ?
(ক) তুই (খ) আপনি (গ) তারা (ঘ) তোরা

২.৪ ‘টাটকা’ শব্দটির বিপরীত শব্দ-
(ক) ভেজাল (খ) অমঙ্গল (গ) অনৈক্য (ঘ) বাসি

২.৫ ‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ হল-
(ক) বক্র (খ) মৌলিক (গ) যৌগিক (ঘ) খাঁটি

৩। যে-কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো:

৩.১ জগদীশচন্দ্র বসু
৩.২ গাছ আমাদের বন্ধু
৩.৩ বাংলার উৎসব
৩.৪ বিদ্যালয় গ্রন্থাগার

৪। যে-কোনো একটি বিষয়ে পত্ররচনা করো :

৪.১ বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি।

৪.২ বোনকে লেখা দাদার চিঠি।

৪.৩ গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে বন্ধুকে চিঠি।

৪.৪ বন্ধুর চিঠির প্রত্যুত্তর।

Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
Model Question Paper- 1

১। পূর্ণবাক্যে উত্তর দাও : (যে-কোনো দশটি)

১.১. ‘মহাত্মা গান্ধির কথা’ গল্পটি কে লিখেছেন?
১.২ স্কুলের ইনস্পেক্টর-এর নাম কী ছিল?
১.৩ ঝমঝম বর্ষা কতদিন ধরে চলছে?
১.৪ দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল?
১.৫ ‘একলা’ কবিতাটি শঙ্খ ঘোষের কোন্ কবিতার বই থেকে নেওয়া হয়েছে?

১.৬ নেপাল কী কী মাছ পেয়েছিল?
১.৭ কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে?
১.৮ কোন্ পথে সহজেই গড়িয়ে পড়া যায়?নে
১.৯ বন্য জীবজন্তুদের সাথে মানুষের তফাত কী?
১.১০ কুড়োরামের বাবার নাম কী ছিল?
১.১১ ‘ইউনিয়ান জ্যাক’ কী?

২। নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও :

২.১ “এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে।”- কাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে? তাদের স্পর্ধা যে আকাশ ছুঁয়েছে গদ্যাংশটি থেকে তা কীভাবে বোঝা যায়?

২.২ ‘আকাশের দুই বন্ধু’ গল্পের লেখকের নাম কী? গল্পে ঘুড়িদুটি বন্ধুত্ব অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল?

২.৩ ‘মহাত্মা গান্ধির কথা’ গল্পে গান্ধিজি কোথায় তাঁর আশ্রম স্থাপন করেন? গান্ধিজির কাছে বুড়ির আধলাটুকুর মূল্য কোটি টাকার চেয়েও বেশি ছিল কেন?

২.৪ কোন্ মাসে তাল পাকে? গোপাল কাকে, কেন বিনা পয়সায় তাল দিয়েছিল?

২.৫ বই-এর যত্ন নিতে কী কী করা উচিত?

৩। অর্থ লেখো:
৩.১ উদ্ধৃত,
৩.২ যজমান,
৩.৩ চড়াই,
৩.৪ গোলাম।

৪। বিপরীত শব্দ লেখো:
৪.১ উন্নতি,
৪.২ অনুকূল,
৪.৩ অসহায়,
৪.৪ আনন্দ।

৫। বাক্যরচনা করো: ব্যায়াম।

৬। ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো :

৬.১ ———— বাড়িতে আছেন?
৬.২ আমার কথা কি ———— শুনতে পাচ্ছিস?

৭। পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও:

৭.১ আমরা এখন খুব ব্যস্ত

৭.২ তিনি আগামী সপ্তাহে যাবেন।

৮। ‘মিষ্টি’ কবিতাটি কবির নামসহ ‘নয়’ লাইন লেখো।

৯। বন্ধুকে পুজোর ছুটি সম্বন্ধে চিঠি লেখো।

১০। যে-কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:
১০.১ তোমার বিদ্যালয়, ১০.২ কাজী নজরুল ইসলাম।

Class 5 Bengali Question Third Unit Test 2024 / পঞ্চম শ্রেণী বাংলা সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
Model Question Paper- 2

১। সঠিক উত্তরটির মাথায় টিক (✔) চিহ্ন দাও:

১.১ একসঙ্গে লড়াই না করলে কেউ (ক) বিস্তার, (খ) নিস্তার, (গ) ফল পায় না।

১.২ ওস্তাদেরা- (ক) লেপ, (খ) কম্বল, (গ) কাঁথা মুড়ি দেয় মাথায়।

১.৩ ক্ষুদিরামের ছোটো ছেলের নাম (ক) গোপাল, (খ) নেপাল, (গ) চুনি।

১.৪ সূর্যকুমার সেন ছিলেন- (ক) বাংলা, (খ) অঙ্ক, (গ) ইতিহাসের শিক্ষক।

১.৫ তালনবমী উৎসবে (ক) বেল, (খ) আম, (গ) তাল প্রয়োজন।

১.৬ মন্ত্রী বাজায় (ক) ঢোল, (খ) ঢাক, (গ) কলস।

২। এককথায় উত্তর দাও:

২.১ ‘মিষ্টি’ কবিতার কবির নাম কী?

২.২ জটি পিসিমার ভালো নাম কী?

২.৩ চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন্ দেশে অবস্থিত?

২.৪ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন্ পতাকা উড়ত?

২.৫ প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম লেখো।

২.৬ ঘুড়িদুটির নাম কী?

৩। অতি-সংক্ষেপে উত্তর দাও:

৩.১ কে, কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?

৩.২ ‘মিষ্টি’ কবিতায় কবির মতে আকাশ কেমন হওয়া উচিত?

৩.৩ কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে?

৩.৪ ভরা বর্ষায় ক্ষুদিরাম ভাজের দিন কীভাবে কাটে?

৪। পক্ষ বা পুরুষ কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।

৫। বিপরীত শব্দ লেখো:
৫.১ উন্নতি, ৫.২ ছোটো, ৫.৩ আয়, ৫.৪ শুভ, ৫.৫ বেশি।

৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.১ ‘আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও।’ কারা এমন করেছিল? কেন করেছিল?’

৬.২ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতায় নিয়মকানুনগুলি নিজের ভাষায় লেখো।

৭। যে-কোনো একটি চিঠি লেখো:

৭.১ গরমের ছুটি কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

৭.২ তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো।

৮। অনুচ্ছেদ রচনা করো (যে-কোনো একটি):
৮.১ বাংলার উৎসব, ৮.২ গাছ আমাদের বন্ধু।

আরও দেখো: ক্লাস 8 বাংলা প্রশ্ন সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page