এখানে Class 5 এর Second Unit Test 2024 এর জন্য Mathematics (গণিত) Questions শেয়ার করা হলো।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পঞ্চম শ্রেণী বিষয়: গণিত পূর্ণমান: ২০ । সময়: ৪০ মিনিট সিলেবাস ১. অধ্যায় ৭: একটি গোটা (অখন্ড) জিনিসকে সমানভাগে ভাগ করে নিই ২. অধ্যায় ৮: চৌবাচ্চায় কত জল আছে দেখি ৩. অধ্যায় ৯: আজ স্কুল বাড়ি জানালায় সবুজ রঙ দিই ৪. অধ্যায় ১০: দেশলাই কাঠির খেলা খেলি ৫. অধ্যায় ১১: ধাপে ধাপে হিসাব করি ৬. অধ্যায় ১২: ইচ্ছামতো বিভিন্ন অংশে রং দিই ৭. অধ্যায় ১৩: কাকার সাথে হিসাব করি ৮. অধ্যায় ১৪: এমন কিছু বাকি যা খুব কম জায়গা নেবে |
Class 5 Second Unit Test Mathematics Questions 2024 Set- 1
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো: ৩ ৫/৭
১.২ শূন্যস্থান পূরণ করো:
বর্গাকার চিত্রের পরিসীমা = ৪ × ______________
১.৩ কে ছোট কে বড় লেখো: ০.৬, ০.১৬
১.৪ কোনটি ছোটো কোনটি বড়ো লেখো: ৩/৫ এবং ৪/৭
২. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
২.১ যোগ করো: ১/২ + ১/৪ + ১/৮
২.২ বিয়োগ করো: ৭/১৫ – ১/৫
২.৩ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২১ মিটার এবং প্রস্থ ৬ মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত?
২.৪ ছোটো থেকে বড়ো সাজাও: ০.২৫, ০.১২, ০.৩৯
৩. নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ সরল করো: ৪(৬ – ৩) – ৪(৫ + ১০) + ৬ × ৮(৭ – ২)
৩.২ ১৪.০৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায় এবং ৩.০১ মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে?
৩.৩ সরল করো: ৮ – [৫ – {৩ – (২ – ১)}] – ২
৩.৪ একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল ১৭৬৪ বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত?
Class 5 Mathematics Second Summative Test Questions Set- 2
১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো: ৮৪/১০৮
১.২ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো: ৯৩/৮
১.৩ কথায় লেখো: ২০৭.০৭
১.৪ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক:
(ক) লব > হর (খ) হর > লব (গ) লব = হর
১.৫ ঠিক না ভুল লেখো: ৩ + ৯ = ৯ ÷ ৩
২. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
২.১ একটি বাঁশের ২/১৩ অংশ লাল, ১/৩ অংশ সবুজ এবং ৮/৩৯ অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে?
২.২ ছোটো থেকে বড়ো সাজাও: ১/৩, ১/২৭, ১/৯
২.৩ ফাঁকা ঘর পূরণ করো:
২.৪ সরল করো: ৬/৭ – (১/১৪ + ৫/৭)
২.৫ একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৯১৮ বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য ৫৪ মিটার হয় তবে তার প্রস্থ কত?
২.৬ সরল করো: ১০ × ৬ – [৫ + {১০ – (৫ – ২)} ৩]
Class 5 Mathematics Second Unit Test Questions Set- 3
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ ২/৩ ভগ্নাংশটির লব কত?
১.২ একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়?
১.৩ ১১ ÷ ১০ = কত?
১.৪ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × ____________।
১.৫ ১/৫ একটি _____________ ভগ্নাংশ।
১.৬ স্থানীয় মানে বিস্তার করো: ৩১৮.৫
২. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
২.১ বিয়োগ করো: ৩/৭ – ৫/১৪
২.২ যোগ করো: ১৫.৭৫ টাকা + ৩৭.১৫ টাকা
২.৩ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো: ২/৯, ১/১৫, ২/২৫
২.৪ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬৯ বর্গসেমি তার বাহুর দৈর্ঘ্য কত?
২.৫ সরল করো: ১৬ ÷ ৪ × ২ ÷ ৪ × ৩
৩. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ১৫ মিটার। পার্টির ক্ষেত্রফল ও পরিসীমা কত?
৩.২ স্কুলের পানীয় জলের চৌবাচ্চার ৫/৮ অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহারের ফলে দিনের শেষে ৫/১২ অংশ জল আছে। সারাদিনে কত জল ব্যবহার হয়েছে?
৩.৩ স্কেলের সাহায্যে ৯.৫ সেমি একটি রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও।
Class 5 Second Unit Test Mathematics Questions 2024 Set- 4
১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১.১ ৭/৯ ও ১১/৯ এর মধ্যে কোনটি বড়ো?
১.২ ৬ টাকা ৫ পয়সা = কত টাকা?
১.৩ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো: ৩৮/৭
১.৪ একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
১.৫ বিন্দু কাকে বলে?
২. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
২.১ ছোট থেকে বড়ো সাজাও: ০.৭১, ০.৩৩, ০.৮৯
২.২ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো: ২৪৮/২৬৪
২.৩ ৩/৪ ভগ্নাংশটির দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো।
২.৪ একটি বাড়ির ৬/৭ অংশ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে?
২.৫ বিয়োগফল নির্ণয় করো: ২ ৩/৪ – ১ ৯/১৪
৩. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথম টির দৈর্ঘ্য ৩২ মিটার এবং পরিসীমা ১০৮ মিটার। দ্বিতীয়টির প্রশ্ন ১৬ মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য কত?
৩.২ সরল করো: ৬/৭ – (১/১৪ + ৫/৭)
৩.৩ পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে ৫/১২ অংশ ও দ্বিতীয় দিনে ৭/১৮ অংশ মেরামত হয়েছে। কোন দিনে বেশি অংশ মেরামত হয়েছে?
৩.৪ চিত্রসহ সংজ্ঞা দাও: (ক) সমান্তরাল সরলরেখা (খ) সমরেখ বিন্দু।
Very good
Hi 👋 sir my name is sumona I am from west bengal plz make a question paper for class 5/V 🙂 about english 😊 ☺️ plz sir