Class 6 Geography First Unit Test Questions 2025 / ক্লাস 6 ভূগোল প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫

এখানে Class 6 Geography First Unit Test Questions 2025 / ক্লাস 6 ভূগোল প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫ শেয়ার করা হলো।

Class 6 Geography First Unit Test Questions 2025
ক্লাস 6 ভূগোল প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ১

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (যেকোনো ৫ টি)

১.১ সৌরজগতের উষ্ণতম গ্রহ- (বুধ /শুক্র / বৃহস্পতি )।

১.২ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা- ( ৪০ কিমি / ৪২ কিমি / ৪৬ কিমি) বেশি।

১.৩ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে- (২৩ ১/২° / ৯০° / ৬৬ ১/২°) কোণে হেলে আছে।

১.৪ পৃথিবীকে (লাল / সবুজ / নীল ) গ্রহ বলে।

১.৫ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল- (বুধ / শুক্র /মঙ্গল )

১.৬ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হল- ( INSAT / ISRO / NASA )

১.৭ প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে-( ঊষা / সন্ধ্যা / গোধুলী )

২. শূন্যস্থান পূরণ করো: (যেকোনো ৪ টি)

২.১ পৃথিবীর আকৃতিকে ____________ বলা হয়।

২.২ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ____________

২.৩ চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ____________ ভাগ।

২.৪ ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা ___________

২.৫ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ___________ ।

২.৬ মূল মধ্যরেখার মান ___________

২.৭ মালাবার উপকূলের উপহ্রদ গুলোকে __________ বলে।

৩. এককথায় উত্তর দাও: (যেকোনো ৬ টি)

৩.১ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
৩.২ মঙ্গলের একটি উপগ্রহের নাম লিখো।
৩.৩ হিমালয় কথার অর্থ কী?
৩.৪ হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
৩.৫ মহাকাশে যাওয়ার পোশাককে কী বলা হয়?
৩.৬ ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী?
৩.৭ কোন গ্রহকে লালগ্রহ বলা হয়?
৩.৮ ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী?
৩.৯ সৌর জগতের বৃহত্তম গ্রহাণু কোনটি?
৩.১০ কোন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত হয়েছে?
৩.১১ কোন রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখা ঠিক করা হয়েছে?

৪. সংক্ষেপে উত্তর দাও: (যেকোনো দুটি)

৪.১ কৃত্রিম উপগ্রহ কী কাজে ব্যবহৃত হয়?
৪.২ গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো।
৪.৩ নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন?
৪.৪ ধুমকেতু কী?
৪.৫ স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে?
৪.৬ ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

৫. যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও:

৫.১ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো।
৫.২ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো।
৫.৩ ভারতের সীমা উল্লেখ করো।
৫.৪ ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? সিন্ধুনদের উৎপত্তি কোথায়?
৫.৫ দিন ও রাত কীভাবে হয়?

৬. বামদিক ও ডানদিক মেলাও:

বামদিকডানদিক
৬.১ ভারতের দীর্ঘতম হিমবাহ
৬.২ পৃথিবীর প্রথম মহাকাশচারী
৬.৩ মহাকাশের প্রথম যাত্রী
৬.৪ জ্বলন্ত গ্যাসীয় পিন্ড
৬.৫ পৃথিবীর সর্বনিম্ন স্থান
৬.৬ অমর্কন্টক শৃঙ্গ
(ক) উল্কা
(খ) লাইকা
(গ) নর্মদা নদী
(ঘ) সিয়াচেন
(ঙ) ইউরি গ্যাগারিন
(চ) মারিয়ানা খাত

Class 6 Geography First Unit Test Questions 2025
ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন উত্তর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
মডেল প্রশ্নপত্র: ২

১. ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
ক) NASA
খ) ISRO
গ) INSAT
ঘ) আর্যভট্ট

উত্তর: খ) ISRO

২. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
ক) শনি
খ) ইউরেনাস
গ) নেপচুন
ঘ) শুক্র

উত্তর: ঘ) শুক্র

৩. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
ক) ৫৪০০ কি.মি
খ) ৭৬০০ কি.মি
গ) ৬৪০০ কি.মি
ঘ) ৪৬০০ কি.মি

উত্তর: গ) ৬৪০০ কি.মি

৪. ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি কোনটি?
ক) নিরক্ষরেখা
খ) কর্কটক্রান্তিরেখা
গ) মকরক্রান্তিরেখা
ঘ) মূল মধ্যরেখা

উত্তর: খ) কর্কটক্রান্তিরেখা

৫. পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে কী বলা হয়?
ক) অক্ষ
খ) কক্ষপথ
গ) কক্ষতল
ঘ) নিরক্ষীয় তল

উত্তর: খ) কক্ষপথ

৬. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম

উত্তর: খ) দক্ষিণ

৭. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের অবস্থান কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

উত্তর: খ) দ্বিতীয়

৮. ভারতে একটি পশ্চিমবাহী নদী কোনটি?
ক) কাবেরী
খ) গোদাবরী
গ) নর্মদা
ঘ) মহানদী

উত্তর: গ) নর্মদা

২। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।

১. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়?

উত্তরঃ শুক্র।

২. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।

৩. প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কী?

উত্তরঃ রাকেশ শর্মা।

৪. পৃথিবীর মেরু ব্যাস কত?

উত্তরঃ ১২,৭১৫ কি.মি।

৫. সুপ্রাচীনকালে কীসের সাহায্যে দিক নির্ণয় করা হতো?

উত্তরঃ ধ্রুবতারা।

৬. পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কী?

উত্তরঃ মারিয়ানা খাত।

৭. দ্রাঘিমারেখার অন্য নাম কী?

উত্তরঃ দেশান্তররেখা।

৮. কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়?

উত্তরঃ সেক্সট্যান্ট যন্ত্র।

৯. কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন?

উত্তরঃ বিজ্ঞানী কোপার্নিকাস।

১০. P.M এর পুরো কথাটি কী?

উত্তরঃ Post (after) Meridian।

১১. ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?

উত্তরঃ গোয়া।

১২. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী?

উত্তরঃ কন্যাকুমারিকা।

১৩. পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)।

১৪. ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তরঃ গঙ্গা।

৩। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ৫ টি )

১. অন্তঃস্থ গ্রহ কাকে বলে?

উত্তরঃ সৌরজগতের যে সমস্ত গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করে, সেগুলিকে অন্তঃস্থ গ্রহ বা পার্থিব গ্রহ (Inner Planet) বলে। উদাহরণ- বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল।

২. ইউরেনাসকে ‘সবুজ গ্রহ’ বলা হয় কেন?

উত্তরঃ ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের উপস্থিতির কারণে এটি সূর্যের লাল রশ্মি শোষণ করে এবং নীল-সবুজ আভা প্রতিফলিত করে, ফলে একে সবুজ গ্রহ বলা হয়।

৩. জিয়ড বলতে কী বোঝায়?

উত্তরঃ ‘জিয়ড’ (Geoid) শব্দের অর্থ “পৃথিবীর সদৃশ”। পৃথিবীর প্রকৃত আকৃতি পুরোপুরি গোল নয়, বরং এটি কিছুটা চাপা গোলাকার, যা ভূপৃষ্ঠের প্রকৃতি অনুসারে পরিবর্তিত হয়।

৪. পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে?

উত্তরঃ পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে, তাকে পৃথিবীর কক্ষপথ (Orbit) বলে। এই কক্ষপথ যে তলে অবস্থান করছে, তাকে পৃথিবীর কক্ষতল (Orbit Plane) বলে।

৫. মহাবৃত্ত কাকে বলে?

উত্তরঃ পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র যদি পৃথিবীর কেন্দ্রের সঙ্গে মিলে যায়, তাহলে তাকে মহাবৃত্ত (Great Circle) বলে।

৬. উষা ও গোধূলি বলতে কী বোঝো?

উত্তরঃ
ঊষা (Dawn): সূর্যোদয়ের আগে আকাশে যে লাল আভা দেখা যায়, তাকে ঊষা বলে।
গোধূলি (Twilight): সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে যে লাল আভা দেখা যায়, তাকে গোধূলি বলে।

৭. প্রমাণ সময় (Standard Time) কাকে বলে?

উত্তরঃ একটি দেশের নির্দিষ্ট দ্রাঘিমারেখার সময়কে যে সময় হিসেবে গণ্য করে প্রশাসনিক, রেল, ডাক, বেতার, টেলিভিশন প্রভৃতি কাজ চালানো হয়, তাকে প্রমাণ সময় বলা হয়।

৮. পর্বতগ্রন্থি (Junction of Mountain) কাকে বলে?

উত্তরঃ যে উঁচু স্থান থেকে দুটি বা ততোধিক পর্বতশ্রেণি বিভিন্ন দিকে বিস্তৃত হয়, তাকে পর্বতগ্রন্থি (Junction of Mountain) বলে। উদাহরণ- পামির গ্রন্থি।

৯. দুন (Doon) কাকে বলে?

উত্তরঃ হিমাচল ও শিবালিক পর্বতের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। যেমন- দেরাদুন।

১০. P.M এর পুরো অর্থ কী?

উত্তরঃ Post Meridian (অর্থাৎ, দুপুরের পরের সময়)।

Class 6 Geography First Unit Test Questions 2025
ক্লাস 6 ভূগোল প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৩

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে কয়টি তারা দিয়ে?
(a) ছয়টি
(b) সাতটি
(c) আটটি
(d) নয়টি

(ii) কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি?
(a) পৃথিবী
(b) শনি
(c) বৃহস্পতি
(d) নেপচুন

(iii) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিমি বেশি?
(a) ৪০ কিমি
(b) ৪২ কিমি
(c) ৪৬ কিমি
(d) ৭০ কিমি

(iv) সূর্যাস্তের ঠিক পরের সময়কে কী বলে?
(a) ঊষা
(b) সন্ধ্যা
(c) গোধূলি
(d) সকাল

(v) ব্রহ্মপুত্রের উপনদী কোনটি?
(a) তিস্তা
(b) যমুনা
(c) কোশী
(d) গন্ডক

(vi) আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ?
(a) চতুর্থ
(b) পঞ্চম
(c) ষষ্ঠ
(d) সপ্তম

২। নির্দেশ অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো চারটি)

(i) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(ii) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
(iii) টাইটান কোন গ্রহের উপগ্রহ?
(iv) গঙ্গা নদীর উৎস কোথায়?
(v) সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?
(vi) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

৩। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো দুটি)

(i) সৌরঝড় কাকে বলে?
(ii) গ্রহের দুটি বৈশিষ্ট্য লিখো।
(iii) দুন কী?

৪। ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো দুটি)

(i) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লিখো।
(ii) আকাশে তারা মিটমিট করে জ্বলে কেন?
(iii) ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?
(iv) উপত্যকা ও গিরিপথ কাকে বলে?

৫। বিশদ প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো দুটি)

(i) গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো।
(ii) চিত্রসহ পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও এবং পৃথিবীর কক্ষপথ কাকে বলে তা ব্যাখ্যা করো।
(iii) ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
(iv) ভারতে মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও।

আরও দেখো:

ক্লাস 6 বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025
ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025

Class 6 Geography First Unit Test Questions 2025
ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন উত্তর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ / Class VI First Unit Test 2025 Geography Suggestion

CLOSE

You cannot copy content of this page