Class 6 History Question First Unit Test 2025 / ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025

এখানে Class 6 History Question First Unit Test 2025 / ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025 শেয়ার করা হলো।

Class 6 History Question First Unit Test 2025
ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ১

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

(ক) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো- (চাকা / আগুন / ধাতু)

(খ) হোমো হাবিলিস হলো- (বুদ্ধিমান মানুষ / দক্ষ মানুষ / সোজা হয়ে হাঁটতে পারা মানুষ)

(গ) ভীমবেটকা গুহা অবস্থিত- (গুজরাটে / মধ্যপ্রদেশে / কাশ্মীরে)

(ঘ) হরপ্পা সভ্যতা ছিল- (পাথরের যুগের / লোহার যুগের / তামা ও ব্রোঞ্জ যুগের / প্রাক-ইতিহাস যুগের সভ্যতা)।

সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে (ভারতে / পূর্ব আফ্রিকাতে / মিশরে / দক্ষিণ আফ্রিকাতে)।

২. সত্য না মিথ্যা লিখো:

(ক) হরপ্পা সভ্যতা তামা-পাথরের যুগের সভ্যতা।
(খ) লোথাল একটি বিখ্যাত নগর-বন্দর।
(গ) হরপ্পার মানুষ লিখতে জানত না।

৩. এককথায় উত্তর দাও: (যেকোনো তিনটি)

(ক) সিটাডেল কী?
(খ) ট্যরো কথার অর্থ কী?
(গ) হরপ্পা সভ্যতা কে আবিস্কার করেন?
(ঘ) হরপ্পার একটি বন্দর-নগরের নাম লেখো।
(ঙ) লুসির কঙ্কাল কোথায় খুঁজে পাওয়া গেছে?
(চ) মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন?

৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

(ক) কে, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?
(খ) দাবানল কী?
(গ) সিলমোহরগুলি থেকে হরপ্পা সভ্যতার কোন দুটি বিষয় জানতে পারা যায়?

৫. টীকা লেখো (যেকোনো একটি):

(ক) ভিমবেটকা
(খ) মহেঞ্জোদারোর স্নানাগার
(গ) হরপ্পা সভ্যতার লিপি।

৬. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

(ক) হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লিখো।

(খ) আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোটবাঁধার কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়?

(গ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?

(ঘ) হরপ্পাবাসীর নগরজীবন কেমন ছিল?

Class 6 History Question First Unit Test 2025
ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ২

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো।

(ক) ভীমবেটকা অবস্থিত – (পশ্চিমবঙ্গে/বিহারে/গুজরাটে/মধ্যপ্রদেশে)।

(খ) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল – (ধাতু/চাকা/আগুন/পাথরের কুঠার)।

(গ) হরপ্পা সভ্যতা ছিল – (পাথরের যুগের/লোহার যুগের/তামা ও ব্রোঞ্জ যুগের/প্রাক্-ইতিহাস যুগের সভ্যতা)।

২। শূন্যস্থান পূরণ করো।

(ক) স্পেনের একটি পাহাড়ি এলাকা হল ।
(খ) মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল ।

৩। অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো একটি)।

(ক) এপ কাকে বলে?
(খ) কে, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?

৪। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো একটি)।

(ক) টীকা লেখ: ভীমবেটকা।
(খ) হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল?

৫। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো একটি)।

(ক) আদিম মানুষ যাযাবর ছিল কেন? আগুন জ্বালানো শেখার ফলে তাদের কি সুবিধা হল?
(খ) হরপ্পাবাসীর নগরজীবন কেমন ছিল?

Class 6 History Question First Unit Test 2025
ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ৩

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (৩টি)।

(ক) প্রধানত কীসের আকার থেকেই আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়?
        (মস্তিষ্কের/ পায়ের/ হাতের আঙুলের/ মেরুদন্ডের)।

(খ) চাকার ব্যবহার শুরু হয় –
        (পুরানো পাথরের যুগে/ নতুন পাথরের যুগে/ তাম্রপ্রস্তর যুগে)।

(গ) এখনও পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে –
        (ভারতে/ পূর্ব আফ্রিকাতে/ মিশরে/ দক্ষিণ আফ্রিকাতে)।

(ঘ) ভীমবেটকা অবস্থিত –
        (রাজস্থানে/ কর্ণাটকে/ পশ্চিমবঙ্গে/ মধ্যপ্রদেশে)।

(ঙ) হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হত –
        (পাথর দিয়ে/ পোড়া ইঁট দিয়ে/ কাঠ দিয়ে)।

২। একটি বাক্যে উত্তর লেখো (২টি)।

(ক) হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?

(খ) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?

(গ) হরপ্পার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল?

৩। দু-তিনটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো।

(ক) আদিম মানুষ যাযাবর ছিল কেন?

(খ) সিলমোহরগুলি থেকে হরপ্পা সভ্যতার কোন দুটি বিষয় জানা যায়?

৪। তিন-চারটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো।

(ক) সিন্দু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়?

(খ) মেহেরগড় সভ্যতার বাড়িগুলি কেমন ছিল?

(গ) টীকা লেখো: হরপ্পা সভ্যতার লিপি।

৫। যে-কোনো একটি প্রশ্নের উত্তর ৫-৬টি বাক্যে লেখো।

(ক) আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়?

(খ) হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো।

(গ) আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে কী পরিবর্তন হয়েছিল?

Class 6 History Question First Unit Test 2025
ক্লাস 6 ইতিহাস প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ৪

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

(ক) কত খ্রিষ্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন?
উত্তরঃ ৭৮ খ্রিষ্টাব্দে।

(খ) হর্ষচরিত কার লেখা?
উত্তরঃ বানভট্ট।

(গ) জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে উঠেছিল কোন পাথর দিয়ে?
উত্তরঃ চকমকি পাথর।

(ঘ) লুসির কঙ্কাল কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ইথিওপিয়ার হাদার নামক স্থানে।

(ঙ) দু-দিক ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে।

(চ) হরপ্পার ২৩ টি সীলমোহরের মধ্যে ১৭টি কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ মেসোপটেমিয়ায়

(ছ) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তরঃ জাঁ ফ্রাঁসোয়া জারিজ।

(জ) কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়?
উত্তরঃ হরপ্পা সভ্যতাকে।

২। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো একটি)।

(ক) পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল?

উত্তরঃ পুরোনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে অথবা পাহাড়ের গুহায় বাস করত। তারা খাদ্যসংগ্রাহক ছিল এবং পশুশিকার ও ফলমূল সংগ্রহ করে জীবনধারণ করত। এই যুগে মানুষের জীবন বিপদসংকুল ছিল, এবং তারা নিজেদের সুরক্ষা ও খাদ্য সংগ্রহে প্রচুর বেগ পেত।

(খ) হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল?

উত্তরঃ হরপ্পা সভ্যতার লিপিতে ৩৭৫ থেকে ৪০০টির মতো চিহ্ন ব্যবহৃত হত। এটি একটি সাংকেতিক লিপি, যা ডানদিক থেকে বামদিকে লেখা হত। লিপিতে ছোটো চিহ্ন সংখ্যা বোঝাতে ব্যবহৃত হত, এবং এর সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়।

৩। হরপ্পাবাসীর নগরজীবন কেমন ছিল?

উত্তর:
১. নগর পরিকল্পনা: হরপ্পা সভ্যতার নগরগুলি পরিকল্পিতভাবে গড়ে উঠেছিল। শহরের রাস্তাগুলি ছিল প্রশস্ত ও সোজা।

২. গৃহনির্মাণ ব্যবস্থা: বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হত, এবং প্রতিটি বাড়িতে শৌচাগার ও স্নানাগার ছিল।

৩. পয়ঃপ্রণালী ব্যবস্থা: শহরে উন্নত নিকাশি ব্যবস্থা ছিল, যা সে সময়ের অন্যান্য সভ্যতার তুলনায় অনেক উন্নত ছিল।

৪. বাজার ও প্রশাসন: হরপ্পার শহরগুলিতে বাজার, গুদামঘর এবং প্রশাসনিক কেন্দ্র ছিল, যা তাদের সুসংগঠিত নগরজীবনের পরিচয় দেয়।

৪। হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলো লেখো।

উত্তর:
১. প্রাকৃতিক দুর্যোগ: ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের ফলে নগরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

২. নদীর গতিপথ পরিবর্তন: সিন্ধু ও তার উপনদীগুলির গতিপথ পরিবর্তিত হওয়ায় কৃষিকাজ ব্যাহত হয়, এবং মানুষ বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়।

৩. আক্রমণকারীদের হানা: অনুমান করা হয় যে, আর্যদের আগ্রাসনের ফলে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।

৪. পরিবেশগত পরিবর্তন: দীর্ঘমেয়াদি খরা বা বন উজাড়ের ফলে কৃষি ও জীবনধারণের সমস্যা দেখা দেয়, যা সভ্যতার পতনের অন্যতম কারণ হতে পারে

আরও দেখো: ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025

CLOSE

You cannot copy content of this page