Class 6 History Question Second Unit Test 2024

প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পোস্টে Class 6 এর History (ইতিহাস) বিষয় থেকে Second Unit Test 2024 এর জন্য Question Answer শেয়ার করলাম।

Class 6 History Question Second Unit Test 2024 Set: 1
(1) পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো পাঁচটি) :

1.1 বেদের অপর নাম কী?
1.2 দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজনপদটির নাম কী?
1.3 প্রথম মৌর্য সম্রাটের নাম কী ছিল?
1.4 ‘অর্থশাস্ত্র’-এর লেখক কে ছিলেন?
1.5 কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন?
1.6 ‘ইন্ডিকা’ গ্রন্থটির রচয়িতা কে?
1.7 শশাঙ্ক কে ছিলেন?

(2) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো পাঁচটি):

2.1 ছিল ভারতের একটি মেগালিথ কেন্দ্র-
(a) ইনামগাঁও (b) পাটলিপুত্র (c) মগধ

2.2 রাজা পুরুর বীরত্বকে সম্মান জানিয়েছিলেন
(a) কৌটিল্য (b) আলেকজান্ডার (c) সেলিউকাস

2.3 জৈন ধর্মের প্রবর্তক ছিলেন
(a) গৌতম বুদ্ধ (b) মহাবীর (c) বসুমিত্র

2.4 ‘পিটক’ কথার মানে
(a) ঝুড়ি (b) গাছ (c) হাড়ি

2.5 ‘মহাক্ষত্রপ’ উপাধি নিয়েছিলেন
(a) হর্ষবর্ধন (৮) রুদ্রদামন (c) সমুদ্রগুপ্ত

2.6 আর্যসত্য-
(a) বৌদ্ধ ধর্মের অংশ (b) জৈন ধর্মের অংশ (c) আজীবিক ধর্মের অংশ

(3) সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি):

3.1 কোন্ অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হত?
3.2 দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হত?
3.3 ‘শকারি’ কাকে, কেন বলা হত?
3.4 ‘সকলোওরপথনাথ’ কাকে, কেন বলা হত?

(4) চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি):

4.1 আর্যদের চতুরাশ্রম প্রথার বর্ণনা দাও।
4.2 গৌতম বুদ্ধের ধর্মমতের মূলকথা কী ছিল?
4.3 বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল?

(5) আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি):

5.1 খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো।
5.2 গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যা জান লেখো।
5.3 শাসক হিসেবে সম্রাট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো।

Class 6 History Question Second Unit Test 2024 Set: 2
(1) নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও :

1.1 চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
1.2 ‘তামালিতেস’-এর বর্তমান নাম কী?
1.3 ‘সকলোত্তরপথনাথ’ কাকে বলে?
1.4 শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
1.5 ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে?
1.6 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো।
1.7 দুটি গণরাজ্যের নাম লেখো।
1.8 জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো।

(2) নীচের যে-কোনো চারটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

2.1 ‘শকারি’ কাকে বলে? কেন বলে?
2.2 ‘করদ রাজ্য’ বলতে কী বোঝ?
2.3 ‘অগ্রহার’ ব্যবস্থা বলতে কী বোঝ?
2.4 ‘ভারতের রক্ষাকারী’ কাকে বলে? কেন বলে?
2.5 ‘চতুর্যাম’ বলতে কী বোঝ?

(3) নীচের যে-কোনো তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দাও :

3.1 অশোকের ধর্ম সম্পর্কে যা জান লেখো।
3.2 টীকা লেখো-এলাহাবাদ প্রশস্তি।
3.3 টীকা লেখো-ত্রিরত্ন।
3.4 মহাজনপদগুলির মধ্যে মগধ কেন শেষপর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল?

Class 6 History Question Second Unit Test 2024 Set: 3
(1) সঠিক উত্তর নির্বাচন করো:

1.1 মেগালিথ বলা হয়-
(a) পাথরের গাড়ি
(b) পাথরের সমাধি
(c) পাথরের খেলনা

1.2 আর্যসত্য-
(a) বৌদ্ধ ধর্মের অংশ
(b) জৈন ধর্মের অংশ
(c) আজীবিক ধর্মের অংশ

1.3 অশোক ছিলেন-
(a) গুপ্ত বংশের সম্রাট
(b) মৌর্য বংশের সম্রাট
(c) কুষাণ বংশের সম্রাট

(2) বেমানান শব্দটি খুঁজে লেখো:

2.1 ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ।
2.2 চতুর্যাম, পঞ্চমহাব্রত, দ্বাদশ অঙ্গ, ত্রিপিটক।

(3) একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো পাঁচটি):

3.1 আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কী?
3.2 বেদের অপর নাম কী?
3.3 শেষ তীর্থঙ্করের নাম কী?
3.4 দ্বাদশ অঙ্গে অঙ্গের সংখ্যা কত?
3.5 কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজার নাম কী?
3.6 হাতিগুম্ফা শিলালেখ থেকে কার কথা জানা যায়?
3.7 ‘সকলোত্তর পথনাথ’ কাকে বলা হয়?

(4) নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি):

4.1 সপ্তসিন্ধু কী?
4.2 বুদ্ধদেব বজ্জিদের উন্নতির সাতটি নিয়মের মধ্যে যে-কোনো তিনটি লেখো।
4.3 চতুর্যাম কী?
4.4 ধর্মচক্র প্রবর্তন কী?
4.5 কুষাণ কারা?

(5) টীকা লেখো (যে-কোনো দুটি):

5.1 ষোড়শ মহাজনপদ
5.2 দিগম্বর ও শ্বেতাম্বর
5.3 এলাহাবাদ প্রশস্তি
5.4 হর্ষচরিত

(6) সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি):

6.1 অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো।
6.2 জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিলগুলি লেখো।

Class 6 History Question Second Unit Test 2024 Set: 4
(1) এককথায় উত্তর দাও (যে-কোনো পাঁচটি) :

1.1 রাম রাবণের যুদ্ধ যে মহাকাব্যে আছে সেটির নাম কী?
1.2 মহাজনপদের সংখ্যা ক-টি?
1.3 জৈন ধর্মের প্রধান প্রচারকদের কী বলে?
1.4 কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
1.5 মগধের রাজধানী রাজগৃহ থেকে কোথায় স্থানান্তরিত হয়?
1.6 বলি কী?

(2) শূন্যস্থান পূরণ করো (যে-কোনো পাঁচটি):

2.1 ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল
2.2 ঋগ্‌বৈদিক যুগে রাজাকে শাসনের কাজে সাহায্য করতেন যারা তাদের বলা হত।
2.3 মেগালিথ হল বড়ো পাথরের
2.4 নব্যধর্ম আন্দোলন হয়েছিল শতকে।
2.5 বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হয় ধর্ম।
2.6 সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনিই

(3) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো পাঁচটি):

3.1 ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা-
(a) কৌটিল্য (b) বাণভট্ট (c) চরক

3.2 কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব ছিল-
(a) সমুদ্রগুপ্ত (b) কনিষ্ক (c) কুজুল কদফিসেস

3.3 (a) ৬০৬ (৮) ৪০৬ (c) ৫০৬ –
খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়।

3.4 ‘শিলাদিত্য’ উপাধি নিয়েছিলেন-
(a) হর্ষবর্ধন (b) চন্দ্রগুপ্ত (c) সমুদ্রগুপ্ত

3.5 বজ্জি বা বৃজি ছিল-
(a) রাজতান্ত্রিক রাজ্য (b) অরাজতান্ত্রিক রাজ্য

3.6 ঋগ্বেদের রাজা ছিলেন-
(a) গোষ্ঠীর প্রধান (b) রাজ্যের প্রধান (c) সমাজের প্রধান

(4) দু-এক কথায় উত্তর দাও (যে-কোনো দুটি):

4.1 বেদের আর-এক নাম কী এবং কেন?
4.2. চতুর্যাম ব্রত কাকে বলা হয়?
4.3 ‘এলাহাবাদ প্রশস্তি’ কার লেখা? তিনি কার সভাকবি ছিলেন?

(5) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

5.1 কী কী কারণে মগধ শেষপর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল?
5.2 অশোকের ধম্ম সম্পর্কে লেখো।

ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সিলেবাস:
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: 2024
Class VI
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট

সিলেবাস

১. চতুর্থ অধ্যায়: ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
২. পঞ্চম অধ্যায়: খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ
৩. ষষ্ঠ অধ্যায়: সাম্রাজ্য বিস্তার ও শাসন
৪. সপ্তম অধ্যায়: অর্থনীতি ও জীবনযাত্রা
আরও দেখো:

১. ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র 2024

২. ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইংরেজি প্রশ্নপত্র 2024

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page