Class 6 Second Unit Test Geography Question Answer 2024 // ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র

এখানে Class 6 এর Second Unit Test পরীক্ষার জন্য Geography বিষয়ের মডেল Question Answer শেয়ার করা হলো।

Class 6 Second Unit Test Geography Question Answer 2024 Set: 1
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 ট্রপোস্ফিয়ারে প্রতি ১ হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উন্নতা বা তাপমাত্রা কমে-
(a) ৬.৯° সেলসিয়াস (b) ৬.২০ সেলসিয়াস (c) ৫.৮° সেলসিয়াস (d) ৬.৫° সেলসিয়াস হারে।

1.2 ওজোন স্তর দেখা যায়-
(a) ট্রপোস্ফিয়ারে (b) স্ট্র্যাটোস্ফিয়ারে (c) মেসোস্ফিয়ারে (d) আয়নোস্ফিয়ারে

1.3 প্যানজিয়ার চারিদিকের বিরাট জলভাগকে বলা হয়-
(a) প্যানজিয়া (b) প্যানথালাসা (c) আঙ্গারাল্যান্ড (d) গন্ডোয়ানাল্যান্ড

1.4 আন্টার্কটিকা শব্দের অর্থ-
(a) দক্ষিণের বিপরীত (b) পূর্বের বিপরীত (c) উত্তরের বিপরীত (d) পশ্চিমের বিপরীত

1.5 বায়ুর আর্দ্রতা মাপা হয়-
(a) থার্মোমিটার দিয়ে (b) হাইগ্রোমিটার দিয়ে (c) রেনগজ দিয়ে (d) অ্যানিমোমিটার দিয়ে

1.6 পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়-
(a) মৌসিনরাম-এ (b) বক্সাদুয়ার-এ (c) ময়ূরেশ্বর-এ (d) ত্রিপুরা রাজ্যে

(2) সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:

2.1 নীলগ্রহ বলা হয় মঙ্গলগ্রহকে।
2.2 পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া।
2.3 বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম রেনগজ।
2.4 কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে।

(3) শূন্যস্থান পূরণ করো:

3.1 পৃথিবীর শীতলতম স্থান হল ____________

3.2 আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র ___________।

3.3 গরমকালে পশ্চিমবঙ্গে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টিকে __________ বলে।

3.4 ভারতে নদীতীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে ________ বলে।

(4) দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি):

4.1 ট্রপোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখো।
4.2 পৃথিবীতে ক-টি মহাদেশ ও ক-টি মহাসাগর আছে? তাদের নাম লেখো।
4.3 আন্টার্কটিকার জীবজন্তুর বর্ণনা দাও।
4.4 দৈনিক উষ্ণতার প্রসার বলতে কী বোঝ?
4.5 ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
4.6 পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে?

Class 6 Second Unit Test Geography Question Answer 2024 ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র Set: 2
(1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1.1 পৃথিবীতে মহাদেশের সংখ্যা-
(a) পাঁচ (b) ছয় (c) সাত

1.2 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হল-
(a) ফার (b) পলাশ (c) গরান

1.3 বিশ্ব অরণ্য দিবস পালিত হয়-
(a) ২১ মার্চ (৮) ২৮ মার্চ (c) ২৫ মার্চ

1.4 কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত-
(a) বাঘ-এর জন্য (b) সিংহের জন্য (c) একশৃঙ্গ গন্ডার-এর জন্য

1.5 লু প্রবাহিত হয়-
(a) গ্রীষ্ম ঋতুতে (b) বর্ষা ঋতুতে (c) শীত ঋতুতে

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 সুন্দরবন অঞ্চলের লবণাক্ত জলাভূমিতে __________ উদ্ভিদ জন্মায়।

2.2 পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম _______

2.3 রয়‍্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ________

2.4 বায়ুর আর্দ্রতা মাপা হয় _______যন্ত্রের সাহায্যে।

2.5 বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম _________

(3) বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো:
বামদিক

3.1 ম্যানগ্রোভ
3.2 কালো মাটি
3.3 অভয়ারণ্য
3.4 থার্মোস্ফিয়ার
3.5 এশিয়া
ডানদিক

(a) জলদাপাড়া
(b) বৃহত্তম মহাদেশ
(c) ব্যাসল্ট
(d) সুন্দরবন
(e) বেতারতরঙ্গ
(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

4.1 পৃথিবীতে ক-টি মহাসাগর আছে?
4.2 লাল মাটিতে কোন্ ফসল চাষ হয়?
4.3 ভেষজ উদ্ভিদের নাম লেখো।
4.4 নীলগ্রহ কাকে বলে?
4.5 ভূত্বক কাকে বলে?

(5) টীকা লেখো (যে-কোনো একটি):

5.1 পলি মাটি
5.2 বায়ুমণ্ডল

(6) নীচের প্রশ্নটির কয়েকটি বাক্যে উত্তর লেখো (যে-কোনো একটি):

6.1 অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?
6.2 ভেষজ উদ্ভিদের উপকারিতা সম্পর্কে যা জান লেখো।

WBBSE Class 6 Second Unit Test Geography Question Answer 2024 Set: 3
(1) সঠিক উত্তরটিতে দাগ দাও:

1.1 (a) শিলামণ্ডল (b) গুরুমণ্ডল (c) কেন্দ্রমণ্ডল-পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে।

1.2 (a) বুধ (b) শুক্র (c) পৃথিবী-
নীলগ্রহ বলে।

1.3 আফ্রিকার প্রধান পর্বতশ্রেণি-
(a) আল্পস (b) আন্দিজ (c) আটলাস

1.4 ট্রপোস্ফিয়ারে প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে
(a) ৬.৪° সেলসিয়াস (b) ৬.৫° সেলসিয়াস (c) ৮.৪° সেলসিয়াস হারে উষ্ণতা কমে।

1.5 পৃথিবীর দীর্ঘতম হিমবাহ-
(a) ল্যাম্বার্ট (b) হুবার্ট (c) কোয়ারেক

(2) মিলিয়ে লেখো:
2.1 বায়ুর চাপ
2.2 বায়ুর উষ্ণতা
2.3 বৃষ্টিপাতের পরিমাপ
2.4 বায়ুর আর্দ্রতা
2.5 বায়ুর গতিবেগ
(a) রেনগজ
(b) থার্মোমিটার
(c) অ্যানিমোমিটার
(d) ব্যারোমিটার
(e) হাইগ্রোমিটার
(3) শূন্যস্থান পূরণ করো:

3.1 কালো মাটি ________ শিলা দ্বারা গঠিত।

3.2 সাদা মহাদেশ __________ নামে পরিচিত

3.3 সুন্দরী, গরান ____________ জাতীয় উদ্ভিদ।

3.4 অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু __________ নামে পরিচিত।

3.5 পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব ________ চাষের মাধ্যমে।

(4) যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

4.1 পৃথিবীর অ্যালবেডো বলতে কী বোঝ?
4.2 আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো।
4.3 দার্জিলিং-এ সারাবছর ঠান্ডা থাকে কেন?
4.4 সমোষ্ণরেখা বলতে কী বোঝ?
4.5 মেরুজ্যোতি কী?
4.6 পৃথিবীকে ক-টি তাপমণ্ডলে ভাগ করা হয় ও কী কী? যে-কোনো একটি তাপমণ্ডলের সম্পর্কে সংক্ষেপে লেখো।
4.7 মাটি সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো।
4.8. পশ্চিমি ঝঞ্ঝা বলতে কী বোঝ?

Class 6 Second Unit Test Geography Question Answer 2024 ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র Set: 4
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.1 পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল-
(a) জলে (b) স্থলে (c) বাতাসে

1.2 তন্তুজাতীয় ফসল হল-
(a) ধান (b) গম (c) কার্পাস

1.3 ‘মৌসুমি’ শব্দের অর্থ-
(a) বৃষ্টি (b) ঋতু (c) তুষার

1.4 বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম-
(a) ব্যারোমিটার (b) থার্মোমিটার (c) হাইগ্রোমিটার

1.5 পৃথিবীতে মোট ক-টি মহাদেশ রয়েছে?
(a) দুটি (b) পাঁচটি (c) সাতটি

1.6 বিশ্ব অরণ্য দিবস পালিত হয়-
(a) ২১ মার্চ (b) ২১ জুলাই (c) ২১ জুন

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 জেট প্লেন যাতায়াত বায়ুমণ্ডলের _________ স্তরে।

2.3 ভারতে _________ অরণ্যে সিংহ দেখা যায়।

2.2 ভারতের ________ -এ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।

2.4 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ __________।

(3) অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও:

3.1 লু ও আঁধি কী?
3.2 মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো।

(4) অনধিক 50 টি শব্দের মধ্যে উত্তর দাও:

4.1 আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো।
4.2 ভারতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

(5) অনধিক ৪০ টি শব্দের মধ্যে উত্তর দাও:

5.1 বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো।

আরও দেখো:

১. ক্লাস 6 ইতিহাস প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2024

২. Class 6 Second Unit Test পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র

1 thought on “Class 6 Second Unit Test Geography Question Answer 2024 // ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র”

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page