Class 6 Second Unit Test Paribesh Questions 2024// ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট

এই পোস্টে Class 6 Second Unit 2024 Test এর জন্য Paribesh থেকে Questions// ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 6 Second Unit Test Paribesh Questions Set: 1
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 কোন্টি জীবাশ্ম জ্বালানি নয়-
(a) কয়লা (b) প্রাকৃতিক গ্যাস (c) পেট্রোলিয়াম (d) খড়

1.2 1 মিনিট সমান কত সেকেন্ড-
(a) 60 সেকেন্ড (b) 24 সেকেন্ড (c) 365 সেকেন্ড (d) 600 সেকেন্ড

1.3 পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস-
(a) সূর্য (b) চাঁদ (c) গাছ (d) মানুষ.

1.4 একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল-
(a) আয়তন (b) চাপ (c) দৈর্ঘ্য (d) কোনোটিই নয়।

1.5 পিঠের মাঝবরাবর যে শক্ত হাড় বোঝা যায় তা হল-
(a) শিড়দাঁড়া (b) বক্ষাস্থি (c) ফুসফুস (d) মানুষ

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 হৃৎপিণ্ড থেকে রক্ত সারাদেহে য়ে নলগুলো দিয়ে যায় তার নাম হল

2.2 বল = চাপ × __________

2.3 ঘর্ষণের ফলে বস্তুর _________ হয়।

2.4 তরল পরিমাপ করা হয় _________ চোঙের সাহায্যে।

2.5 জমাট বাঁধা লাভাই হল ___________ শিলা।

(3) ঠিক না ভুল নির্বাচন করো:

3.1 আগ্নেয় পাহাড়ের মুখ দিয়ে লাভা বেরিয়ে আসে।
3.2 ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ।
3.3′ লোহা একটি চৌম্বক পদার্থ।
3.4 SI পদ্ধতিতে চাপের একক পাস্কাল।
3.5 মানুষের ফুসফুসে বায়ুথলি থাকে না।

(4) একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 5টি):

4.1 সৌরদিন কাকে বলে? 1 বছর কত দিন?
4.2 দৈর্ঘ্যের একক কী? সময়ের একক কী?
4.3 পিউমিস কী?
4.4 জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও।
4.5 জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
4.6 কয়লার দুটি ব্যবহার লেখো।
4.7 খাদ্যশৃঙ্খল কী?
4.8 নাড়ি (Pulse) কাকে বলে?
4.9 শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ কী?
4.10 উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?

Class 6 Second Unit Test Paribesh Questions // ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র Set: 2
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো:

1.1 গ্রানাইট পরিবর্তিত হয়ে যেটি গঠিত হয়-
(a) স্লেট (b) নীস (c) চুনাপাথর (৫) মার্বেল

1.2 মুদ্রা ধাতু হল-
(a) দস্তা (b) লোহা (c) তামা (d) অ্যালুমিনিয়াম

1.3 দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায়-
(a) আয়তন (b) সরণ (c) ঘনত্ব (d) বেগ

1.4 পেট্রোলিয়াম থেকে আমরা যে জ্বালানি পাই-
(a) পেট্রোল (b) ডিজেল (c) কেরোসিন (d) সবকটি

1.5 মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারাদেহে পৌঁছায়-
(a) ডান অলিন্দ (b) বাম অলিন্দ (c) ডান নিলয় (৫) বাম নিলয়

1.6 ডিজিটাল ঘড়িতে সব থেকে ছোটো যে সময় পরিমাপ করা হয় তা হল-
(a) 1 সেকেন্ড (b) 0.1 সেকেন্ড (৫)- 0.01 সেকেন্ড (d) 0.001 সেকেন্ড

(2) সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দশটি):

2.1 পিচের রাস্তা তৈরিতে পাথরগুলো কী ধরনের শিলা?

2.2 ব্রোঞ্জ কোন্ কোন্ ধাতুর মিশ্রণে তৈরি হয়?

2.3 CNG-এর পুরো কথা কী?

2.4 ঘনত্ব = ___________ ÷ আয়তন।

2.5 একদিন = কত মিনিট?

2.6 উদ্ভিদের বৃদ্ধির হার = ____________।

2.7 নিউটন কী?

2.8 দশ শতাংশের সূত্রের প্রবক্তা কে?

2.9 ধান ইঁদুর → _____________ → বাজপাখি।

2.10 দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে?

2.5 একদিন = কত মিনিট?

2.11 1 ফুট = ___________________ মিটার।

(3) বেমানান শব্দগুলি বের করো:

3.1 প্রাকৃতিক গ্যাস/জৈব গ্যাস/সৌরশক্তি/বায়ুশক্তি।

3.3 কেরোসিন/পেট্রোল/ডিজেল/প্রাকৃতিক গ্যাস।

3.2 ঘাসফড়িং/খরগোশ/হরিণ/সাপ।

3.4 ব্যাসল্ট/মার্বেল/স্লেট/নীস।

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

4.1 রক্তের রং লাল কেন? শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার একটি করে কাজ লেখো।

4.2 বারনৌলির নীতি কোন্ ক্ষেত্রে প্রযোজ্য? তরল বা গ্যাসের প্রবাহের অভিমুখ কে নিয়ন্ত্রণ করে?

Class 6 Second Unit Test Paribesh Questions // ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র Set: 3

(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয়, তা হল-
(a) আয়তন (b) উচ্চতা (c) ভর (d) ক্ষেত্রফল

1.2 সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়-
(a) বক্সাইট (b) হেমাটাইট (c) জিপসাম (d) গিবসাইট

1.3 বস্তুর গতিশক্তির কারণ-
(a) গতি (b) ভর (c) আয়তন (d) কোনোটিই নয়

1.4 SI-তে ঘাতের একক-
(a) পাস্কাল (b) নিউটন (c) ডাইন (d) মিটার

1.5 বল ও সকেট সন্ধি দেখা যায়-
(a) হাঁটুতে (b) মেরুদণ্ডে (c) কোমরে (d) কনুই

(2) শূন্যস্থান পূরণ করো:

2.1 বস্তুর ভর মাপা হয় ___________ দ্বারা।

2.2 বল = চাপ × _________

2.3 SI-তে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ___________

(3) সত্য অথবা মিথ্যা নির্বাচন করো:

3.1 বায়ু সবদিকে সমান চাপ দেয়।
3.2 ফসিল তৈরিতে মাত্র কয়েক শত বছর লাগে।
3.3 স্টপ ওয়াচে ঘণ্টার কাঁটা থাকে।

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি):

4.1 CNG-এর পুরো কথাটি লেখো।
4.2 কালো হিরে কাকে বলে?
4.3 CGS পদ্ধতিতে চাপের একক কী?
4.4 জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কী?
4.5 ‘মোমবাতি জ্বালানো হল’-কোন্ শক্তি থেকে কোন্ শক্তি রূপান্তরিত হল?
4.6 সাধারণত প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন্ স্কেলে?

(5) সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো তিনটি):

5.1 ফুসফুসের কাজ কী?
5.2 বল কাকে বলে? SI-তে এর একক কী?
5.3 ‘সূর্যই হল সমস্ত শক্তির উৎস’-ব্যাখ্যা করো।
5.4 শিলা কাকে বলে? একটি উদাহরণ দাও।

(6) নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

6.1 ভর ও ভার-এর মধ্যে পার্থক্য লেখো।

6.2 খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য পিরামিডের একটি ধাপকে কী বলা হয়?

6.3 টেনডন ও লিগামেন্ট কী? অস্থিসন্ধি কাকে বলে?

Class 6 Second Unit Test Paribesh Questions // ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র Set: 4

(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 চুনাপাথরের পরিবর্তে তৈরি হয়-
(a) নীস (b) শ্লেট (c) গ্রানাইট (d) মারবেল পাথর

1.2 ‘বিঘত’-কীসের একক হিসাবে ধরা হয়-
(a) ক্ষেত্রফল (b) আয়তন (c) দৈর্ঘ্য (d) ভর

1.3 খাদ্য-পিরামিডের সবচেয়ে শীর্ষে থাকে-
(a) গৌণ খাদক (b) প্রগৌণ খাদক (c) উৎপাদক (d) প্রাথমিক খাদক

1.4 বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে থাকে-
(a) দ্বিপত্র কপাটিকা (b) ত্রিপত্র কপাটিকা (c) টেনডেন (d) লিগামেন্ট

1.5 পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে-
(a) ধমনি (b) শিরা (c) লিগামেন্ট (d) টেনডন

(2) শূন্যস্থান পূরণ করো (3টি):

2.1 ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য প্রয়োজন।
2.2 বল হল একটি স্পর্শহীন বল।
2.3 জলের গভীরতা বাড়লে চাপ
2.4 –এর অভাবে প্রায়ই হাড় ভাঙে যায়।

(3) একটি বা দুটি বাক্যে উত্তর দাও (১টি):

3.1 ম্যাগমা কাকে বলে?
3.2 একটা সরু তারের ব্যাস মাপা হয় কোন্ এককে?
3.3 চাপ কাকে বলে?
3.4 দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।
3.5 মানুষের ডান ফুসফুসে ক-টি খণ্ড আছে?
3.6 যান্ত্রিক শক্তি কাকে বলে?
3.7 স্যাডল সন্ধি’ কোথায় দেখা যায়?

(4) দীর্ঘ প্রশ্নোত্তর দাও (4টি):

4.1 জীবাশ্ম জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার লেখো।

4.2 সৌরদিন ও গড় সৌরদিন কাকে বলে?

4.3 ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষন বল কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

4.4 বারনৌলির নীতিটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

4.5 মানুষের ফুসফুসে কী কী ধরনের সমস্যা দেখা যায়?

4.6 লিগামেন্ট ও টেনডন কী? পিভট সন্ধি কোথায় দেখা যায়?

আরও দেখো:

ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র 2024

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page