Class 7 Second Unit Test Sanskrit Question 2024 // ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র

এখানে Class 7 এর Sanskrit বিষয় থেকে Second Unit Test 2024 এর জন্য Question শেয়ার করা হলো।

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // Class 7 Second Unit Test Sanskrit Question 2024 Set: 1
১। ধাতুরূপ লেখো (১টি):

১.১ ভুধাতু লট্, ১.২ গম্ ধাতু লট্।

২। শব্দরূপ লেখো (৪টি) :

২.১নর শব্দের প্রথমার একবচন,
২.২ নর শব্দের দ্বিতীয়ার একবচন,
২.৩ নর শব্দের তৃতীয়ার বহুবচন,
২.৪ নর শব্দের চতুর্থীর একবচন,
২.৫ নর শব্দের পঞ্চমীর একবচন,
২.৬ নর শব্দের তৃতীয়ার একবচন।

৩। সংস্কৃত ভাষায় অনুবাদ করো (৩টি):

৩.১ সুশীল কন্যাসকল,
৩.২ নতুন বইগুলি,
৩.৩ একটি শুকনো পাতা
৩.৪ পাকা আম দুটি

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // WBBSE Class VII Second Unit Test Sanskrit Question Set: 2
১। নিম্নলিখিত বাক্যগুলি দেবনাগরী হরফে লেখো:

সা মে জননী। আবাম্ তস্যাঃ ভ্রাতরৌ। বিদ্যাম্ দেহি মে।

২। সঠিক সর্বনাম পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

২.১ दिशि सूर्य उदेति
২.২ गृहम्
২.৩ भारतीय

৩। অর্থসহ অব্যয় সহযোগে বাক্যরচনা করো:

निकषा, कदा

৪। বাংলায় অনুবাদ করো:

৪.১ पिकः सदा सर्वत्र न तिष्ठति।
৪.২ अत्र वृक्षशाखायां कपिः वसति।

৫। সংস্কৃতে অনুবাদ করো:

৫.১ তোমার নাম কী?
৫.২ মিষ্টি ফলগুলি।

৬। সংস্কৃত ভাষা ও দেবনাগরী লিপিতে তোমার বিদ্যালয় সম্পর্কে তিনটি বাক্য লেখো।

৭। যে-কোনো একটি শব্দরূপ অথবা ধাতুরূপের সম্পূর্ণ রূপগুলি লেখো:

फल, भू-लृट्-लकार।

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // Class 7 Second Unit Test Sanskrit Question 2024 Set: 3
১। দেবনাগরী লিপিতে লেখো:

১.১ ত্রয়ঃ বালকাঃ
১.২ ভ্রমরাঃ
১.৩ সর্বত্র
১.৪ গচ্ছন্তি

২। বন্ধনীর মধ্য থেকে সঠিক অব্যয় দিয়ে শূন্যস্থান পূরণ করো: (বৃথা, বিনা, সর্বত্র)

২.১ বায়ুঃ ___________ তিষ্ঠতি ।

২.২ ________ তব চেষ্টা।

২.৩ শ্রমং ________ বিদ্যা ন ভবতি ।

৩। শব্দরূপ ও ধাতুরূপ লেখো:

৩.১ সাধু শব্দের তৃতীয়ার বহুবচন।
৩.২ দৃশ্ ধাতু লুট্-এর উত্তমপুরুষ বহুবচন।
৩.৩ অস্মদ শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
৩.৪ ইম্ ধাতু লটের মধ্যমপুরুষ একবচন।
৩.৫ মাতৃ শব্দের পঞ্চমীর একবচন।
৩.৬ প্রচ্ছ ধাতু লুটের প্রথমপুরুষ দ্বিবচন।

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // Class 7 Second Unit Test Sanskrit Question 2024 Set: 4
Class 7 Second Unit Test Sanskrit Question 2024
১। নীচের বাক্যগুলি থেকে সর্বনাম পদ বেছে লেখো:

১.১ সঃ বিদ্যালয়ং গচ্ছতি।
১.২ সা মম ভগিনী।
১.৩ কিং তব নাম।

২। বাংলায় অনুবাদ করো:

২.১ বৃক্ষেষু পক্ষিনঃ সুমধুরং কুজন্তি।
২.২ কাননে কুসুমানি বিকশন্তি।
২.৩ শিশুঃ চন্দ্রং পশ্যতি।

৩। বিভক্তি বলতে কী বোঝ? বিভক্তি কতপ্রকার ও কী কী?
৪। ভুল সংশোধন করো:

৪.১ বালকাঃ নক্তে পঠন্তি।
৪.২ বয়ং মন্দিরং গচ্ছন্তি।
৪.৩ মাতা গচ্ছামি।

৫। সংস্কৃতে অনুবাদ করো:

৫.১ আমি ভাত খাই।
৫.২ পাখিরা নীড়ে গান গায়।
৫.৩ আমরা সপ্তম শ্রেণিতে পড়ি।

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // Class 7 Second Unit Test Sanskrit Question 2024 Set: 5
১। মাতৃভাষায় অনুবাদ (বাংলা অর্থ) করে লেখো:

১.১ रामकृष्णः वारत्रयं प्रेषयामास। किन्तु विवेकानन्दः मातुः सकाशे पूर्ववत् अयाचत्। सः धनादि याचितुम् न शक्यते स्म।

১.২ सर्वे करर्णेन श्रृरावन्ति ।

क्षुधातीय अन्न देहि।

২। পূর্ণবাক্যে বাংলা ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ কারক বলতে কী বোঝ? কারক কতপ্রকার ও কী কী?

৩। সংস্কৃত ভাষায় বাক্যরচনা করো (তিনটি):
दিवा, कुत्र, किन्तु, तत्र
৪। শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করে লেখো (যে-কোনো চারটি) :

৪.১ নদী শব্দের দ্বিতীয়ার বহুবচন।
৪.২ √ ধাতুরূপের লট্, উত্তমপুরুষ, বহুবচন।
৪.৩ पিतृ শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
৪.৪ √दृश् ধাতুরূপের লুট্, মধ্যমপুরুষ, দ্বিবচন।
৪.৫ দল শব্দের সপ্তমীর বহুবচন।

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র // Class 7 Second Unit Test Sanskrit Question 2024 Set: 6

১। নিম্নলিখিত শব্দগুলির অর্থ লেখো (২টি):

वृक्षः, चन्द्रः, वल्मीकः, श्रमः

২। বচন কতপ্রকার (সংস্কৃতে) কী কী? উদাহরণ দাও।

৩। শুদ্ধ পদটি বেছে লেখো: सुन्दरे / सुन्दरी वालिका।

৪। সংখ্যাবাচক পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (২টি):

________ फलानि । _________नरौ। _________ वेदाः ।

৫। বাংলায় অনুবাদ করো (১টি):

৫.১ वालकः ग्रामे गच्छति।
৫.২ कविषु कालिदासः श्रेष्ठः ।

৬। সংস্কৃতে অনুবাদ করো (১টি):

৬.১ বৃক্ষ হইতে ফল পড়ে।
৬.২ তাহারা ছাত্র।

৭। লতা শব্দের চতুর্থী বিভক্তির রূপগুলি লেখো।

৮। মুনি শব্দের ষষ্ঠী বিভক্তির রূপগুলি লেখো।

আরও দেখো:

সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র 2024

ক্লাস 7 সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র 2024

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page