Class 8 Bengali Question Second Unit Test 2024

এখানে Class 8 এর Bengali (বাংলা) Question শেয়ার করা হলো Second Unit Test 2024 এর জন্য।

Class 8 Bengali Question Second Unit Test 2024 (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন) Set: 1
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ “মানুষই ফাঁদ পাতছে, তুমি পাশে দাঁড়াও”-(ক) মানুষের মতো (খ) বন্ধুর মতো (গ) পাখির মতো (ঘ) দেবতার মতো

১.২ “সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না”-উক্তিটি-(ক) বেণীর (খ) আকবরের (গ) রমার (ঘ) রমেশের

১.৩ যে বাক্যে কোনো কিছু নির্দেশ বা অস্বীকার বোঝানো হয় তাকে বলে- (ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) নির্দেশাত্মক বাক্য (গ) বিস্ময়সূচক বাক্য (ঘ) সন্দেহবোধক বাক্য

১.৪ “আমি আর তুমি সেখানে যাব।” বাক্যটিতে আছে- (ক) আলংকারিক অব্যয় (খ) সংযোজক অব্যয় (গ) নির্দেশক অব্যয় (ঘ) বিস্ময়সূচক অব্যয়

১.৫ বিশেষ্য পদের বদলে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে- (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ) সর্বনাম

১.৬ কথা বলার যে ভঙ্গি তা মাঝির ভালো ঠেকল না-এটি-(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য

২। একটি বাক্যে উত্তর দাও:

২.১ “ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়।”-কী দেখা যায়?
২.২ বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কী কী খাবার নিয়ে আসে?
২.৩ “ফিরে আসতেই দেখি”-ফেরার পথে কবি কী দেখতে পেলেন?
২.৪ “আঁধারে জাহাজ চলে”-জাহাজের যাত্রীরা কী করে?
২.৫ অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল?
২.৬ সেজো ঠাকুরণের বাড়ির কার সিঁদুর কৌটো চুরি হয়েছিল?
২.৭ ‘চোখ’ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।

৩। সংক্ষেপে উত্তর দাও:

৩.১ “প্রভিনসিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান হওয়া চাই।”-এমন ভাবনা কাদের ছিল? এমন ভাবনার কারণ লেখো।

৩.২ “লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ”-উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর তাৎপর্য আলোচনা করো।
অথবা,
“স্বপ্নে যে বেদনা আছে”-কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি?

৩.৩ অপু-দুর্গা কীভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল, লেখো।
অথবা,
শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল?

৪। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধানশিক্ষকের কাছে একটি পত্ররচনা করো।

Class 8 Bengali Question Second Unit Test 2024 (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন) Set: 2
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘পল্লীসমাজ’ গদ্যাংশে বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে। (ক) ৮০ (খ) ৯০ (গ) ৭০ (ঘ) ১০০

১.২ ‘পল্লীসমাজ’ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হল-(ক) সুরেশ (খ) বিকাশ (গ) সুকেশ (ঘ) রমেশ

১.৩ রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিল এক-(ক) শিল্পপতি (খ) চিত্রতারকা (গ) চিত্রকর (ঘ) ভিখিরি

১.৪ অতি প্রকাণ্ড বটগাছ অপেক্ষা ছোটো বীজ হতে জন্মে-(ক) রহর (খ) মটর (গ) ছোলা (ঘ) সরিষা

১.৫ গঠনানুসারে বাক্য-(ক) একপ্রকার (খ) দুইপ্রকার (গ) তিনপ্রকার (ঘ) চারপ্রকার

২। সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল?

২.২ ড্রাইভার বললে, “ওদিকে যাব না।”-ওদিকে না-যেতে চাওয়ার কারণ কী?

২.৩ “আগে এসব কিছুই জানিতাম না।”- কোন্ বিষয়টি লেখকের কাছে অজানা ছিল?

২.৪. পৃথিবীর কোন্ কোন্ অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো।

২.৫ বুকু কোন্ স্কুলে ভরতি হয়েছিল?

৩। দু-একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ৫টি) :

৩.১ গুরুমহাশয় কীসের দোকান করতেন?
৩.২ পাঠশালা কখন বসত?
৩.৩ অপুর সকল জারিজুরি কার কাছে খাটে?
৩.৪ কার বিয়ের পাকা দেখার কথা দুর্গা বলেছিল?
৩.৫ সর্বজয়া কাকে না-দেখে থাকতে পারছিল না?
৩.৬ দুর্গা পাতলা কোঁড়গুলিকে কী ভেবেছিল?

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৫টি) :

৪.১ ধ্বনি পরিবর্তনের মূল কারণ লেখো।
৪.২ অপিনিহিতি কাকে বলে?
৪.৩ গঠনানুসারে বাক্য কতপ্রকার ও কী কী?
৪.৪ সমাস শব্দের অর্থ কী?
৪.৫ সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো।
৪.৬ সাধুভাষা কাকে বলে?

৫। কমবেশি আটটি বাক্যে উত্তর লেখো (যে-কোনো ১টি) :

৫.১ “রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল।” -রমেশ কেন প্রস্থান করল?

৫.২ “গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র”- লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো।

Class 8 2nd Unit Test 2024 Bangla Question (ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র) Set: 3
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ কবি মানুষকে মানুষ হয়ে পাশে দাঁড়াতে বলেছেন- (ক) মৌমাছির মতো (খ) পাখির মতো (গ) প্রজাপতির মতো (ঘ) হাতির মতো

১.২ “তুমি অত্যন্ত হীন এবং নীচ”-এ কথা রমেশ বলেছিল- (ক) বেণীকে (খ) রমাকে (গ) আকবরকে (ঘ) গোপালকে

১.৩ হাওয়ারা সব পথে ঘুরেছে- (ক) সাফল্যে (খ) বৃথাই (গ) সজোরে (ঘ) ধীরে ধীরে

১.৪ বুকুর বয়স- (ক) পাঁচ বছর (খ) ছয় বছর (গ), সাত বছর (ঘ) আট বছর

২। একটি বাক্যে উত্তর দাও:

২.১ “চেঁচিয়ে উঠল সমস্বরে …”- কী বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল?

২.২ “বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়।”- বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়?

২.৩ ‘দু-পহর’ শব্দের অর্থ কী?

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ “মানুষ বড়ো কাঁদছে”-কী কারণে কবি এই কথা বলেছেন?

৩.২ “মোরা নালিশ করতি পারব না”-কে এ কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন?

৪। নিজের ভাষায় উত্তর দাও:

৩.১ “ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে”- ‘ডাহুক মেয়ে’ কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কীভাবে কথা বলে?

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৫.১ অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল?
৫.২ “তুমি বড়ো ভালো ছেলে”- কথাটি কে বলেছিল?

৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.১ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো: সেদিকটার দরজা বন্ধ। (না-সূচক বাক্যে)

৬.২ ‘তারা গাইতে গাইতে এদিকেই আসছে।’- বাক্যটিতে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো।

৬.৩ ‘মাথা’ শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করো।

৭। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।

Class 8 Bengali Model Question Second Unit Test 2024 (অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র) Set: 4
১। নীচের যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :

১.১ “বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়”-বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়?

১.২ রিসেপশন কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন?

১.৩ ‘ছন্নছাড়া’ কবিতায় কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন?

১.৪ মাস্কুলে দীপ জ্বলে কেন?

২। নীচের যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:

২.১ “ছেলের কথা শুনেই বুকু-র মার মাথায় বজ্রাঘাত”-ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত হল কেন?

২.২ অঙ্কুর বের হওয়ার জন্য কী কী প্রয়োজন?

২.৩ রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন?

৩। নীচের যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:

৩.১ হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, তা কবিতা অনুসরণে লেখো।

৩.২ “ঘেঁষবেন না ওদের কাছে”-এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ‘ওদের’ বলতে কাদের কথা বোঝানো হয়েছে?

৩.৩ “ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে”- ‘ডাহুক মেয়ে’ কারা? তারা কাদের নিয়ে আসে?

৪। নীচের যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “এসব গল্প কতবার শুনিয়াছে”- কোন্ গল্পের কথা বলা হয়েছে?

৪.২ ‘সর্ব-দর্শন সংগ্রহ’ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কী লেখা ছিল?

৪.৩ “আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু”- বক্তা কে? তিনি কাকে, কোন্ বইখানা দেওয়ার কথা বলেছেন?

৫। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:

৫.১ ‘পাকা’ শব্দ দিয়ে দুটি ভিন্ন অর্থে বাক্যরচনা করো।

৫.২ নির্দেশানুযায়ী বাক্য পরিবর্তন করো:

৫.২.১ রমা চুপ করিয়া রহিল। (না-বাচক বাক্য)

৫.২.২ সেদিকটার দরজা খোলা নেই। (হ্যাঁ-বাচক বাক্য)

৬। যে-কোনো ১ টি বিষয়ে পত্ররচনা করো:

৬.১ “হাসপাতালের বাইরে মাইক বাজানো অপরাধ”- এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।

৬.২ বিদ্যালয়ে ‘শারদীয়া উৎসব’ রবীন্দ্রজয়ন্তী পালনের বিবরণ দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৪
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্নমান: 25 সময়: 50 মিনিট

ক্লাস 8 বাংলা বিষয়ের সিলেবাস

সাহিত্যমেলা: ১. দাঁড়াও, ২. পল্লীসমাজ, ৩. ছন্নছাড়া, ৪. গাছের কথা, ৫. হাওয়ার গান, ৬. কী করে বুঝব, ৭. পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, ৮. নাটোরের কথা, ৯. গড়াই নদীর তীরে

ছোটদের পথের পাঁচালী: নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ

ভাষাচর্চা: ১. বাক্যের ভাব ও রূপান্তর, ২. বাক্যের বিভিন্ন পদ, ৩. এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ, ৪. পত্র রচনা।
Class 8 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের নম্বর বিভাজন:

আরও দেখো: মোবাইলের ভালো – মন্দ রচনা

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page