এখানে Class 8 History Question Third Unit Test 2024 / অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেয়ার করা হলো।
Class 8 History Question Suggestions Third Unit Test 2024 / অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অধ্যায় 7: ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 রাওলাট আইন প্রবর্তিত হয় ১৯১৯ খ্রিস্টাব্দের-
(a) ১৮ মার্চ (b) ১৩ এপ্রিল (c) ১৮ এপ্রিল (d) ১ মে
1.2 গান্ধিজি ভারতে প্রথম সত্যাগ্রহ করেছিলেন-
(a) খেদায় (b) আমেদাবাদে (c) চম্পারনে (d) ঘারপাতে
1.3 সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল-
(a) ১৯২৭ খ্রিস্টাব্দে (b) ১৯২৮ খ্রিস্টাব্দে (c) ১৯৩৭ খ্রিস্টাব্দে (d) ১৯৪৭ খ্রিস্টাব্দে
1.4 মোট ক-টি গোলটেবিল বৈঠক হয়েছিল?
(a) ১টি (৮) ২টি (c) ৩টি (d) ৪টি
1.5 রানি ঝাঁসি বাহিনীতে নারী সদস্যের সংখ্যা ছিল-
(a) ১০০০ জন (b) ১২০০ জন (c) ১৫০০ জন (d) ১৮০০ জন
1.6 ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন-
(a) গান্ধিজি (b) নেতাজি (c) মোহন সিং (d) রাসবিহারী বসু
1.7 নেতাজি আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ করেন-
(a) শহিদ দ্বীপ (b) স্বরাজ দ্বীপ (c) স্বাধীন দ্বীপ (d) সবুজ দ্বীপ
1.8 হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয়-
(a) ১৯৩৮ খ্রিস্টাব্দে (b) ১৯৩৯ খ্রিস্টাব্দে (c) ১৯৪০ খ্রিস্টাব্দে (d) ১৯৪১ খ্রিস্টাব্দে
1.9 ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগ’ স্থাপন করেন-
(a) নেতাজি (b) গান্ধি (c) রাসবিহারী বসু (d) মোহন সিং
1.10 সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হন-
(a) ১৯৩৬ খ্রিস্টাব্দে (b) ১৯৩৮ খ্রিস্টাব্দে (c) ১৯৩৯ খ্রিস্টাব্দে (d) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(2) ‘ ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিল করো:
2.1
ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
2.1.1 বিহারের চম্পারন 2.1.2 স্বরাজ্য দল 2.1.3 বিনয়-বাদল-দীনেশ 2.1.4 ভগৎ সিং 2.1.5 পট্টভি সীতারামাইয়া | (a) কৃষক আন্দোলন (b) হরিপুরা কংগ্রেস (c) লাহোর যড়যন্ত্র মামলা (d) অলিন্দ যুদ্ধ (e) চিত্তরঞ্জন দাশ |
2.2
ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
2.2.1 হিন্দ স্বরাজ 2.2.2 চৌরিচৌরা ঘটনা 2.2.3 চিত্তরঞ্জন দাশের মৃত্যু 2.2.4 ডান্ডি অভিযান 2.2.5 ভারত ছাড়ো আন্দোলন | (a) ১৯৪২ খ্রিস্টাব্দ (b) ১৯০৯ খ্রিস্টাব্দ (c) ১৯৩০ খ্রিস্টাব্দ (d) ১৯২২ খ্রিস্টাব্দ (e) ১৯২৫ খ্রিস্টাব্দ |
(3) একটি/দুটি বাক্যে উত্তর দাও:
3.1 মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয়?
3.2 রামরাজ্যের ধারণা কার ছিল?
3.3 গান্ধিজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?
3.4 জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কী উপাধি ত্যাগ করেন?
3.5 গান্ধিজি কবে লবণ আইন ভঙ্গ করেন?
3.6 গান্ধি-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
3.7 দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় হয়?
3.8 নওজোয়ান ভারত সভা কে গঠন করেন?
3.9 লাহোর ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি হয়?
3.10 ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
3.11 কে বলেছিলেন-‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’?
3.12 তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গড়ে ওঠে?
3.13 ত্রিপুরি অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
3.14 ত্রিপুরি অধিবেশনে গান্ধি কাকে পরাজিত করেন?
3.15 আজাদ হিন্দ ফৌজ কবে, কোথায় প্রতিষ্ঠা হয়?
3.16 রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দেন?
3.17 আজাদ হিন্দ বাহিনীর বিচার কোথায় শুরু হয়েছিল?
3.18 তোজো কে ছিলেন?
(4) সংক্ষিপ্ত উত্তর দাও:
4.1 রাওলাট সত্যাগ্রহ বলতে কী বোঝ?
4.2 জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কী?
4.3 খিলাফৎ আন্দোলন বলতে কী বোঝ?
4.4 চৌরিচৌরার ঘটনা বলতে কী বোঝ?
4.5 কারা, কবে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন?
4.6 ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
4.7 ‘সীমান্ত গান্ধি’ কাকে, কেন বলা হয়?
4.8 বিনয়-বাদল-দীনেশ বিখ্যাত কেন? বা অলিন্দ যুদ্ধ কী?
4.9 রানি ঝাঁসি বাহিনী সম্বন্ধে আলোচনা করো।
4.10 গান্ধিজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল?
4.11 গান্ধি-আরউইন চুক্তি কী?
4.12 ভারতের রাজনীতি ও অর্থনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো।।
(5) ব্যাখ্যাধর্মী প্রশ্ন :
5.1 গান্ধির স্বরাজ্য ভাবনা কেমন ছিল? আইন অমান্য আন্দোলনের পটভূমি কী ছিল?
5.2 মাস্টারদা সূর্য সেন কেন বিখ্যাত? জালালাবাদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো।
5.3 ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো।
5.4 ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট সম্বন্ধে আলোচনা করো। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থ হয়েছিল কেন?
Class 8 History Question Suggestions Third Unit Test 2024 / অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অধ্যায় ৪: সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 ভারতে মন্ত্রী মিশন প্রেরিত হয়েছিল-
(a) ১৯৪০ খ্রিস্টাব্দে (b) ১৯৪৩ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
1.2 চোদ্দো দফা প্রস্তাব পেশ করেন-
(a) ইকবাল (b) সুরাবদি (c) জিন্নাহ্ (d) আগা খান
1.3 প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়-
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে (b) ১৯৪৬ খ্রিস্টাব্দে (c) ১৯৪৭ খ্রিস্টাব্দে (d) ১৯৪৮ খ্রিস্টাব্দে
1.4 মুসলিম লিগ প্রতিষ্ঠা হয়েছিল-
(a) ঢাকায় (b) কলকাতায় (c) বিহারে (d) কৃষ্ণনগরে
1.5 মুসলিম লিগ গড়ে ওঠে-
(a) ১৯০৪ খ্রিস্টাব্দে (b) ১৯০৫ খ্রিস্টাব্দে (c) ১৯০৬ খ্রিস্টাব্দে (d) ১৯০৭ খ্রিস্টাব্দে
1.6 ‘পাকিস্তান’ শব্দের উদ্ভাবক হলেন-
(a) ইকবাল (b) রহমৎ আলি (c) জিন্নাহ্ (d) আগা খান
1.7 ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল-
(a) পাঞ্জাবে (b) মহারাষ্ট্রে (c) দিল্লিতে (d) বোম্বাইতে
1.8 সি আর পরিকল্পনা রচিত হয়-
(a) ১৯৪২ খ্রিস্টাব্দে (b) ১৯৪৩ খ্রিস্টাব্দে (c) ১৯৪৪ খ্রিস্টাব্দে (d) ১৯৪৫ খ্রিস্টাব্দে
1.9 মুসলিম লিগের লাহোর প্রস্তাব গৃহীত হয়-
(a) ১৯৩৯ খ্রিস্টাব্দে (b) ১৯৪০ খ্রিস্টাব্দে (c) ১৯৪১ খ্রিস্টাব্দে (d) ১৯৪২ খ্রিস্টাব্দে
1.10 প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন-
(a) জিন্নাহ্ (b) ফজলুল হক (c) আগা খান (d) লিয়াকৎ আলি
1.11 ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ হমারা’- লিখেছেন-
(a) রশিদ আলি (b) জুনা খান (c) মহম্মদ ইকবাল (d) সলিল চৌধুরী
(2) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিল করো:
ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
2.1 স্বাধীনতা আইন পাস 2.2 মাউন্টব্যাটেন পরিকল্পনা 2.3 খলিফা পদের অবসান 2.4 প্রাদেশিক বিধানমন্ডলীর নির্বাচন 2.5 ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্স | (a) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন (b) ১৯৩৭ খ্রিস্টাব্দ (c) ১৯০৬ খ্রিস্টাব্দ (d) ১৯২৪ খ্রিস্টাব্দ (e) ১৯৪৭ খ্রিস্টাব্দ |
(3) একটি/দুটি বাক্যে উত্তর দাও:
3.1 আদমশুমারি কী?
3.2 কবে সরকারি ভাষা হিসেবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়?
3.3 কবে সৈয়দ আহমদের মৃত্যু হয়?
3.4 দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
3.5 খলিফা কাকে বলা হয়?
3.6 অসহযোগ আন্দোলন কবে তুলে নেওয়া হয়?
3.7 ভারতশাসন আইন কবে পাস হয়?
3.8 বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন?
3.9 সিমলা বৈঠক কবে, কার উদ্যোগে হয়?
3.10 শিবাজি ও গণপতি উৎসব কে চালু করেন?
3.11 ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কবে?
(4) সংক্ষিপ্ত উত্তর দাও:
4.1 ‘পাকিস্তান প্রস্তাব’ বলতে কী বোঝ?
4.2 আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
4.3 সি আর ফর্মুলা বলতে কী বোঝ?
4.4 র্যাডক্লিফ লাইন বলতে কী বোঝ?
4.5 ভারতীয় মুসলমানরা খিলাফৎ আন্দোলন শুরু করেছিলেন কেন?
4.6 দ্বিজাতি তত্ত্ব কী?
(5) ব্যাখ্যাধর্মী প্রশ্ন:
4.1 মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমদ খানের অবদান লেখো।
4.2 ১৯৪০-১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যে কীভাবে ভারতবিভাগ স্পষ্ট হয়েছিল?
4.3 মন্ত্রী মিশন কবে ভারতে আসে? এর সদস্য কারা? এর প্রস্তাব কী ছিল? এই প্রস্তাবগুলি সম্বন্ধে কংগ্রেস ও মুসলিম লিগের প্রতিক্রিয়া কী ছিল?
Class 8 History Question Suggestions Third Unit Test 2024 / অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অধ্যায় 9: ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 ভারতের শেষ ভাইসরয় ছিলেন-
(a) মাউন্টব্যাটেন (b) আরউইন (c) উইলিংডন (d) ক্যানিং
1.2 রাজ্যসভায় সভাপতিত্ব করেন-
(a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল (c) প্রধানমন্ত্রী (d) উপরাষ্ট্রপতি
1.3 ভারতীয় নাগরিক যে বয়সে ভোটদানের অধিকারী হয়-
(a) ১৫ বছর (b) ১৭ বছর (c) ১৮ বছর (d) ২১ বছর
1.4 ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমান অঙ্গরাজ্য আছে-
(a) ২৩টি (b) ২৭টি (c) ২৮টি (d) ২৯টি
1.5 ভারতের সর্বোচ্চ আদালত হল-
(a) জেলাকোর্ট (b) হাইকোর্ট (c) সুপ্রিমকোর্ট (d) লোক আদালত
1.6 ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল-
(a) রাজ্যসভা (b) লোকসভা (c) বিধানসভা (d) বিচারসভা
1.7 ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল-
(a) রাজ্যসভা (b) লোকসভা (c) বিধানসভা (d) বিধান পরিষদ
1.8 ভারতীয় সংবিধানে লোকসভার সদস্যদের মেয়াদ হল-
(a) ৩ বছর (b) ৫ বছর (c) ৬ বছর (d) ৭ বছর
1.9 ১৯৭৬ খ্রিস্টাব্দের সংবিধান সংশোধনে নাগরিকদের ক-টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে?
(a) সাতটি (b) দশটি (c) বারোটি (d) পনেরোটি
1.10 ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
(a) ১৯৪৭ খ্রিস্টাব্দে (b) ১৯৫০ খ্রিস্টাব্দে (c) ১৯৫১ খ্রিস্টাব্দে (d) ১৯৫২ খ্রিস্টাব্দে
(2) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিল করো:
ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
2.1 ভারতের রাষ্ট্রপ্রধান 2.2 লোকসভার সদস্যদের বয়স হবে কমপক্ষে 2.3 রাজ্যপালকে নিয়োগ করেন 2.4 পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর 2.5 রাজ্য মন্ত্রীসভার প্রধান | (a) মুখ্যমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) ২৫ বছর (d) রাষ্ট্রপতি (c) গ্রাম পঞ্চায়েত |
(3) একটি/দুটি বাক্যে উত্তর দাও:
3.1 ‘সংবিধান’ বলতে কী বোঝ?
3.2 ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, কবে কার্যকরী হয়?
3.3 সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে?
3.4 গণপরিষদ কবে গঠিত হয়? এর সভাপতি কে?
3.5 সংবিধানে বর্তমানে লোকসভার সদস্যসংখ্যা কত?
3.6 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
3.7 ‘দলিত’ কাদের বলা হয়?
3.8 লোকসভার মেয়াদ সাধারণত কত বছর?
3.9 তেভাগা আন্দোলন কবে, কোথায় হয়?
3.10 তেলেঙ্গানা আন্দোলন কবে, কোথায় হয়?
3.11 ‘বেট্টি’ কথার অর্থ কী?
3.12 কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।
(4) সংক্ষিপ্ত উত্তর দাও:
4.1 সংবিধানে ভারতকে ‘সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র’ বলা হয়েছে কেন?
4.2 পারিবারিক হিংসারোধ আইনে কী বলা হয়েছে?
4.3 ভারতকে ‘ধর্মনিরপেক্ষ’ রাষ্ট্র বলা হয় কেন?
4.4 অনগ্রসর জাতি ও উপজাতি বলতে কী বোঝ?
4.5 ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো।
4.6 ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো।
4.7 ভাগচাষি বা বর্গাদার এবং ভূমিহীন চাষি কাদের বলা হয়?
4.8 টীকা: চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন।
Class 8 History Question Third Unit Test 2024
অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
Model Question: 1
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 ইংরেজি পত্রিকা ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন-
(a) জে সি মার্শম্যান (b) রামমোহন রায় (c) জেমস অগাস্টাস হিকি (d) বিদ্যাসাগর
1.2 প্রদত্ত কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন?
(a) জ্যোতিরাও ফুলে (b) দয়ানন্দ সরস্বতী (c) রামমোহন রায় (d) দেবেন্দ্রনাথ ঠাকুর
1.3 অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন-
(a) ব্যবসায়ী (b) সরকারি কর্মচারী (c) অবসরপ্রাপ্ত কর্মচারী (d) ব্রিটিশ গভর্নর
1.4 প্রদত্ত কে নরমপন্থী নেতা?
(a) বিপিনচন্দ্র পাল (চ) বালগঙ্গাধর তিলক (c) দাদাভাই নৌরজি (d) লালা লাজপত রাই
1.5 ‘পুনা’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
(a) ১৯২৯ খ্রিস্টাব্দে (b) ১৯২০ খ্রিস্টাব্দে (c) ১৯৩২ খ্রিস্টাব্দে (d) ১৯৪২ খ্রিস্টাব্দে
1.6′ গান্ধিজির আন্দোলন সংক্রান্ত কোন্ ধারাটি সঠিক?
(a) চম্পারন, খেড়া, ভারত ছাড়ো, অসহযোগ আন্দোলন
(b) চম্পারন, খেড়া, ভারত ছাড়ো, আইন অমান্য আন্দোলন
(c) খেড়া, চম্পারন, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলন
(d) চম্পারন, খেড়া, অসহযোগ, লবণ সত্যাগ্রহ
1.7 প্রদত্ত কোন্ বছরে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন?
(a) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(b) ১৯৪০ খ্রিস্টাব্দে
(c) ১৯৪২ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৫ খ্রিস্টাব্দে
1.8 ‘কৃষক প্রজা পার্টির’ নেতা ছিলেন-
(a) মহম্মদ আলি জিন্নাহ (b) ফজলুল হক (c) স্যার সৈয়দ আহমদ খান (d) গান্ধিজি
1.9 প্রদত্ত কে ভারত যুক্তরাজ্যের প্রধান?
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) উপরাষ্ট্রপতি (d) লোকসভার অধ্যক্ষ
(a) সর্বপল্লী রাধাকৃয়ণ (b) ড. রাজেন্দ্র প্রসাদ
1.10 প্রদত্ত কে সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান?
(a) সর্বপল্লী রাধাকৃয়ণ (b) ড. রাজেন্দ্র প্রসাদ (c) জওহরলাল নেহরু (d) ভীমরাও রামজি আম্বেদকর
(2) নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
2.1 ‘দিকু’ কাদের বলা হয়?
2.2 কে ‘খুদা-ই-খিদমদগার’ প্রতিষ্ঠা করেন?
2.3 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
2.4 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
(3) শূন্যস্থান পূরণ করো:
3.1 ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসু পরাজিত করেছিলেন গান্ধিজির সমর্থিত প্রার্থী
3.2 ‘হিন্দুস্তান রিপাবলিকান পার্টি’ প্রতিষ্ঠা করেন ———।
3.3 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ———— ।
3.4 ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন ———–।
(4) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
4.1 ওয়াহাবি আন্দোলন 4.2 অনুশীলন সমিতি 4.3 নরমপন্থী কংগ্রেস 4.4 তাম্রলিপ্ত জাতীয় সরকার | (a) প্রার্থনা ও আবেদন (b) ভারত ছাড়ো আন্দোলন (c) ধর্মীয় আন্দোলন (d) আর সি মজুমদার (e) স্বদেশি আন্দোলন |
(5) সত্য/মিথ্যা লেখো:
5.1 প্রথম জাতীয় সংগঠন হল জমিদার সভা।
5.2 সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কেরালাতে।
5.3 রাজ্য সরকারের প্রধান হলেন রাজ্যপাল।
5.4 গান্ধিজি খিলাফৎ আন্দোলনের সমর্থক।
(6) ভুল খুঁজে বের করো:
6.1 ডান্ডি অভিযান, লবণ সত্যাগ্রহ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন।
6.2 মুসলিম লিগ, ইউনিয়নিস্ট পার্টি, কৃষক প্রজা পার্টি, সাম্প্রদায়িক ঘোষণা।
6.3 বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, মঙ্গল পান্ডে, তিতুমির।
বিভাগ-খ
(7) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দু-তিনটি বাক্যে (যে-কোনো ৪টি):
7.1 সভাসমিতির যুগ বলতে কী বোঝ?
7.2 সিপাহি বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো।
7.3 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী?
7.4 নব্যবঙ্গ নামে কারা পরিচিত?
7.5 কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনের গুরুত্ব লেখো।
7.6 হিন্দু মেলার উদ্দেশ্যগুলি কী ছিল?
7.7 র্যামসে ম্যাকডোনাল্ডের ‘সাম্প্রদায়িক বিভাজন নীতি’ কী?
7.8 ‘বয়কট’ বলতে কী বোঝ?
7.9 কেন ভারতকে সার্বভৌম রাষ্ট্র বলা হয়?
7.10 চিপকো আন্দোলনের দাবিগুলি কী ছিল?
7.11 চম্পারন সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝ?
(৪) সংক্ষিপ্ত উত্তর 30-40টি শব্দের মধ্যে (যে-কোনো ১টি):
8.1 নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর কী কী করেছিলেন?
8.2 আদিপর্বের কংগ্রেসের আদর্শ সম্পর্কে লেখো।
8.3 রাওলাট আইন কী? কীভাবে এটি জাতীয় আন্দোলন-এর উত্থান ঘটিয়েছিল?
8.4 কেন সুভাষচন্দ্র ভারতের স্বায়ত্বশাসন-এর বিরোধিতা করেছিলেন?
৪.5 ১৯ শতকে ভারতের সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো।
8.6 ‘সাইমন কমিশন’ কেন গঠিত হয়েছিল? ভারতীয়রা কীভাবে এই কমিশনের বিরোধিতা করেছিল?
8.7 কেন ভারতীয় নৌসেনারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল?
বিভাগ-ঘ
(9) ব্যাখ্যাধর্মী প্রশ্ন (যে-কোনো দুটির উত্তর দাও):
9.1 ভারতে গান্ধিজির গণ আন্দোলনগুলির সম্পর্কে লেখো।
9.2 বাংলার সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে লেখো।
9.3 জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের পরিচয় দাও।
Class 8 History Question Third Unit Test 2024
অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
Model Question: 2
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 পলাশির যুদ্ধ হয়েছিল-
(a) ১৮৫৭ খ্রিস্টাব্দে (b) ১৭৫৭ খ্রিস্টাব্দে (c) ১৯৮৭ খ্রিস্টাব্দে (d) ১৭০৭ খ্রিস্টাব্দে
1.2 ঔরঙ্গজেবের মৃত্যু হয়-
(a) ১৮০৭ খ্রিস্টাব্দে (b) ১৭০৭ খ্রিস্টাব্দে (c) ১৯০৭ খ্রিস্টাব্দে (d) ১৮০৯ খ্রিস্টাব্দে
1.3 উইলিয়ম পিট ছিলেন ব্রিটেনের-
(a) প্রধানমন্ত্রী (b) রাজা (c) রাষ্ট্রপতি (d) অর্থমন্ত্রী
1.4 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন-
(a) হেস্টিংস (b) বেন্টিঙ্ক (c) কর্নওয়ালিস (d) কার্জন
1.5 মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন-
(a) বিরসা মুন্ডা (b) সিধু (c) কানহু (d) তিতুমির
1.6 জাতীয় কংগ্রেস গড়ে ওঠে-
(a) ১৮৮৫ খ্রিস্টাব্দে (b) ১৮৮৬ খ্রিস্টাব্দে (c) ১৮৫৭ খ্রিস্টাব্দে (d) ১৯০৫ খ্রিস্টাব্দে
1.7 সত্যাগ্রহ ধারণার সঙ্গে যুক্ত ছিলেন-
(a) গান্ধিজি (b) নেহরু (c) নেতাজি (d) প্যাটেল
1.8 ‘পাকিস্তান’ প্রস্তাব উত্থাপন করেন-
(a) ফজলুল হক (b) ইকবাল (c) জিন্নাহ্ (d) নেহরু
(2) সত্য/মিথ্যা নির্ণয় করো:
2.1 জেমস মিল ভারতের ইতিহাসকে দুটি ভাগে ভাগ করেছেন।
2.2 বাংলায় বর্গি আক্রমণ হয়েছিল আলিবর্দির সময়।
2.3 উইলিয়ম বেন্টিঙ্ক সতীদাহপ্রথা রদ করেন।
2.4 বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন।
2.5 বোম্বাই প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পাণ্ডুলু বিধবাবিবাহ আন্দোলন শুরু করেন।
2.6 স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন।
2.7 হিন্দ স্বরাজ রচনাটির সঙ্গে স্বামী বিবেকানন্দের নাম যুক্ত।
2.৪ ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লিগ গড়ে ওঠে।
(3) স্তম্ভ মেলাও:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
3.1 স্বত্ববিলোপ নীতি 3.2 অযোধ্যা 3.3 বাহাদুর শাহ জাফর 3.4 নীল বিদ্রোহ 3.5 বিনয়-বাদল-দীনেশ 3.6 স্বরাজ্য দল 3.7 মিরাট 3.8 বক্সারের যুদ্ধ | (a) সাদাৎ খান (b) লর্ড ডালহৌসি (c) হিন্দু প্যাট্রিয়ট (d) মুঘল বাদশাহ (e) চিত্তরঞ্জন দাশ (f) অলিন্দ যুদ্ধ (g) মিরকাশিম (h) সিপাহি বিদ্রোহ |
(4) দু-একটি শব্দে লেখো:
4.1 নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
4.2 ‘History of British India’ কার লেখা?
4.3 অযোধ্যা সুবা কবে গড়ে ওঠে?
4.4 চিরস্থায়ী ভূমিরাজস্ব বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
4.5 ইন্ডিয়ান লিগ কে গড়ে তোলেন?
4.6 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
4.7 ‘সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত?
4.8 আই সি এস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কততম স্থান অধিকার করেন?
(5) সংক্ষেপে লেখো:
5.1 মুঘল সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
5.2 অন্ধকূপ হত্যা কী?
5.3 দ্বৈত শাসন বলতে কী বোঝ?
5.4 সূর্যাস্ত আইনে কী বলা হয়েছিল?
5.5 ইয়ং বেঙ্গল গোষ্ঠী কারা?
5.6 উনিশ শতকের সংস্কার আন্দোলনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
5.7 কোন্ সময়কে সভাসমিতির যুগ বলা হয়?
5.8 ইলবার্ট বিল বিতর্ক কী?
5.9 অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
5.10 শিবাজি উৎসব কী?
5.11 সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো।
5.12 গান্ধির স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো।
5.13 অলিন্দ অভিযান সম্পর্কে কী জান?
5.14 দিল্লি চুক্তিতে কী বলা হয়?
5.15 র্যাডক্লিফ লাইন বলতে কী বোঝ?
5.16 সংবিধান বলতে কী বোঝ?
5.17 সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কী ধরনের রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে?
5.18 ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলে?
(6) যে-কোনো 6টি প্রশ্নের উত্তর দাও:
6.1 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।
6.2 ১৯৩০-এর দশকে ভারতে সাম্প্রদায়িক রাজনীতির পরিচয় দাও।
6.3 চরমপন্থী রাজনীতির উদ্ভব কি নরমপন্থী রাজনীতির প্রতিক্রিয়া?
6.4 মহাত্মা গান্ধির নেতৃত্বে সংঘটিত ৩ টি আঞ্চলিক সংগ্রামের পরিচয় দাও।
6.5 ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহের পরিচয় দাও।
6.6 উত্তর ভারতের চিপকো আন্দোলন ও পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলনের পরিচয় দাও।
6.7 ভারতের রাজনীতি ও অর্থনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল?
6.8 টাকা লেখো-নৌবিদ্রোহ।
6.9 খানের অবদান উল্লেখ করো।
6.10 মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমদ
(7) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
7.1 ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিক রূপায়ণ কীভাবে হয়েছিল? এর ফলাফল আলোচনা করো।
7.2 ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে লেখো।
7.3 ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো।
আরও দেখো: ক্লাস 8 বাংলা প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024