আমরা এখানে Class 8 Paribesh O Bigyan Second Unit Test Questions শেয়ার করলাম।
Class 8 Paribesh O Bigyan Second Unit Test Questions: 2024 Set- 1
ভৌতবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
1.1 উষ্ণতা pপরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে বিষয়ের ওপর নির্ভর করে, তা হল-(a) বস্তুর ভর (b) বস্তুর উয়তা পরিবর্তন (c) বস্তুর উপাদান (d) সবকটির ওপর
1.2 সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক- (a) তাপ (b) আলো (c) চাপ (d) বৃষ্টিপাত
(2) অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ওটি):
2.1 থার্মোফ্লাস্ক কী কাজে লাগে?
2.2 অনুঘটক কাকে বলে?
2.3 ক্যাথোড কাকে বলে?
2.4 ‘শিশির’ পড়ে কেন?
(3) সংক্ষিপ্ত উত্তর দাও :
3.1 বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য কী কী?
3.2 তড়িবিশ্লেষণের ব্যবহারগুলি কী কী?
3.3 বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিৎ?
3.4 তাপপ্রবাহের পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য কী কী?
জীবনবিজ্ঞান
(1) নিম্নলিখিত প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো:
1.1 ————— ব্যাকটেরিয়া 100 °C তাপমাত্রার কাছাকাছি বংশবৃদ্ধি করে।
1.2 বোরো ধান —————- মাসে রোপণ করা হয়।
1.3 চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভিতরে পটকা থাকে তারাই হল ————–।
1.4 ————— হরমোনকে বৃদ্ধিপোষক হরমোনও বলে।
1.5 ————— গ্রন্থি ক্ষরিত হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোশে ঢুকতে সাহায্য করে।
1.6 ছত্রাকের দেহ এককোশী গোলাকার বা সরু সুতোর মতো যে অংশ দিয়ে তৈরি তার নাম হল ——————।
(2) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও:
2.1 অধিকাংশ উদ্ভিদ নাইট্রোজেনকে কী কী রূপে ব্যবহার করতে পারে? কোন্ কোন্ স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে?
2.2 ছায়াতরু কী? কোন্ গাছ ছায়াতরুর কাজ করে?
2.3 জীবনকুশলতা কী? এটি কত ধরনের?
Class 8 Paribesh O Bigyan Second Unit Test Questions 2024 ( অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন) Set- 2
ভৌতবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 বিশুদ্ধ জলে খাদ্যলবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্ক- (a) একই থাকবে (b) বাড়বে (c) কমবে
1.2 অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায় অনুঘটকের- (a) আয়তনের ওপর (b) ভরের ওপর (c) ক্ষেত্রফলের ওপর (d) ঘনত্বের ওপর
1.3 প্রায় 50 কিলোমিটার উপরের মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায়- (a) 40 লক্ষ ভোল্ট (b) 400 লক্ষ ভোল্ট (c) 4 লক্ষ ভোল্ট
(2) এককথায় বা একটি বাক্যে উত্তর দাও:
2.1 একটি মৃদু এবং একটি তীব্র তড়িবিশ্লেষ্যর নাম লেখো।
2.2 100°C উয়তায় বিশুদ্ধ জল অপেক্ষা 100 °C উয়তায় জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন?
2.3 আমরা চাঁদের আলো কীভাবে দেখতে পাই?
2.4 তড়িবিশ্লেষণে কোন্ তড়িদ্দ্বারে জারণ ও কোন্ তড়িদ্দ্বারে বিজারণ ঘটে?
(3) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
3.1 পরিচলন এবং বিকিরণ পদ্ধতির একটি প্রধান পার্থক্য লেখো।
অথবা, আলোকের প্রতিসরণের নিয়মগুলি লেখো।
3.2 থার্মোফ্লাস্কের কার্যপ্রণালী সংক্ষিপ্তভাবে লেখো।
অথবা, হিরে আলোতে চক্চক করে কেন?
(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
4.1 MnO2 + 4HCl → MnCl2 + Cl2 + 2H₂O বিক্রিয়াটিতে জারণ, বিজারণ, জারক এবং বিজারক দ্রব্য চিহ্নিত করো।
অথবা, 2FeCl3 + SnCl2 = SnCl4 + 2FeCl₂। e (ইলেকট্রন)-তত্ত্বের সাহায্যে জারণ, বিজারণ, জারক এবং বিজারক দ্রব্য চিহ্নিত করো।
4.2 লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করবে?
অথবা, একটি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ার সমীকরণসহ উদাহরণ দাও।
জীবনবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হল- (a) কালাজ্বর (b) স্মলপক্স (c) হেপাটাইটিস (d) যক্ষ্মা
1.2 কোনটি অন্যদের থেকে আলাদা- (a) বুই (b) কাতলা (c) কই (d) মৃগেল
1.3 কোনটি চা-এর জাত নয়- (a) চিনাজাত (b) পঙ্কজ (c) আসামিজাত (d) ক্যাম্বোড সংকর জাত
(2) শূন্যস্থান পূরণ করো:
2.1 আধুনিক জলসেচ পদ্ধতির প্রধান উদ্দেশ্য হল কমানো।
2.2 বেলেমাছি রোগের বাহক।
(3) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি):
3.1 মহামারি কাকে বলে? AIDS-এর সম্পূর্ণ নাম লেখো।
3.3 মৌচাকে কীভাবে মকরন্দ থেকে মধু তৈরি হয়?
3.2 মাটি থেকে হারিয়ে যাওয়া পুষ্টি উপাদান প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনার দুটি পদ্ধতি লেখো।
(4) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (যে-কোনো একটি):
4.1 ডিমপোনা থেকে কীভাবে পূর্ণাঙ্গ মাছ উৎপন্ন হয় সংক্ষেপে লেখো। একটি উভগুণসম্পন্ন মুরগির নাম লেখো।
4.2 ডিপ-লিটার পদ্ধতি বলতে কী বোঝ? ছায়াতরু বলতে কী বোঝ?
Class 8 Paribesh O Bigyan Second Unit Test Questions 2024 ( অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন) Set- 3
ভৌতবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো চারটি):
1.1 চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক- (a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) শূন্য হয় নাক
1.2 যদি গৃহীত বা বর্জিত তাপ = Q, ভর = m এবং উয়তা বৃদ্দি বা হ্রাস হয়, তবে আপেক্ষিক তাপ (s) হবে- (a) Qm/t (b) Qt/m (c) Q/mt (d) mt/Q
1.3 রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রদত্ত কোনটি প্রভাবক- (a) উষ্ণতা (b) আলো (c) চাপ (d) সবকটিই
1.4 প্রদত্ত কোনটি তড়িৎবিশ্লেষ্য- (a) চিনি (b) নুন (c) গ্লুকোজ (d) অ্যালকোহল
1.5 বিজারণের অর্থ- (a) O₂ গ্রহণ (b) H₂ গ্রহণ (c) H₂ অপসারণ (d) ইলেকট্রন বর্জন
(2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি):
2.1 জলের আপেক্ষিক তাপের মান কত?
2.2 অ্যানোডে কী প্রকারের বিক্রিয়া ঘটে?
2.3 শূন্যস্থান পূরণ করো: গ্যালভানাইজেশন হল লোহার ওপর –এর প্রলেপ।
2.4 তড়িৎলেপনের একটি উদ্দেশ্য লেখো।
(3) লীন তাপ কাকে বলে? CGS পদ্ধতিতে এর একক কী?
অথবা, বরফ গলনের লীন তাপ কত? জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে-এই ঘটনার একটি অসুবিধার উল্লেখ করো।
(4) তিন-চারটি বাক্যে উত্তর দাও:
4.1 নিম্নলিখিত বিক্রিয়ায় কোন্ পদার্থের জারণ এবং কোন্ পদার্থের বিজারণ হয়েছে যুক্তিসহ লেখো। 2SO2 + O2→2SO3
অথবা, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। ইউরিয়ার বিয়োজন ঘটায় কোন্ এনজাইম?
4.2 তড়িদবিশ্লেষণ কাকে বলে? তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহণ করে কার সাহায্যে?
অথবা, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করবে? জলের তড়িবিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয়?
জীবনবিজ্ঞান
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 তত্ত্ব জাতীয় ফসল হল- (a) চা (b) তুলো (c) ধান (d) আখ
1.2 কলেরা রোগের জীবাণু একপ্রকার- (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) আদ্যপ্রাণী (d) ছত্রাক
(2) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
2.1 কালাজ্বরের অপর নাম কী?
2.2 শ্রমিক মৌমাছির কাজ কী?
2.3 ফসল ধ্বংসকারী পতঙ্গদের দমনে ব্যবহৃত হয় এমন দুটি রাসায়নিকের নাম লেখো।
(3) তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি):
3.1 ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে? যক্ষ্মা কী জাতীয় রোগ?
3.2 ডিপ-লিটার পদ্ধতিতে কীভাবে মুরগি পালন করা হয়?
3.3 মিশ্র মাছচাষ কাকে বলে? মিশ্র মাছচাষের দুটি সুবিধা লেখো।
Class 8 Paribesh O Bigyan Second Unit Test Questions 2024 ( অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন) Set- 4
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 থার্মোফ্লাস্ক আবিষ্কার করেন- (a) বিজ্ঞানী জেনার (b) জেমস ডিওয়ার (c) এডিসন (d) মিলার
1.2 সর্বজনীন দ্রাবক বলা যায়- (a) কেরোসিনকে (b) জলকে (c) তারপিন তেলকে (d) বেঞ্জিনকে
1.3 Pb-এর যোজ্যতা- (a) 2 (b) 3 (c) 4 (d) 5
1.4 একটি আগাছানাশকের নাম- (a) BHC (b) DDT (c) ম্যালাথিয়ন (d) 2, 4-D
1.5 একটি কন্দজাতীয় ফসল হল- (a) পাট (b) গোলমরিচ (c) আদা (d) ছোলা
(2) শূন্যস্থান পূরণ করো (যে-কোনো পাঁচটি):
2.1 আমাদের রাজ্যে ————- জেলায় চা ভালো হয়।
2.2 ডিমপোনা রাখা হয় ———— পুকুরে।
2.3 প্রোটন + নিউট্রন = ————।
2.4 পটাশিয়াম নাইট্রেটের সংকেত ————–।
2.5 তাপের কুপরিবাহী একটি পদার্থ হল ————–।
(3) সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো পাঁচটি) :
3.1 জারণ কাকে বলে? উদাহরণ দাও।
3.2 দুটি মৌলিক পদার্থের নাম ও মানবদেহে তাদের কাজ লেখো।
3.3 মিশ্রচাষ কী?
3.4. মধুর পুষ্টিগুণ লেখো।
3.5 সিয়ন এবং স্টক কাকে বলে?
3.6 জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো?
3.7 সমতাবিধান করো: Al2O3 + HCl → AlCl3 + H2O
(4) নির্দেশ অনুসারে উত্তর দাও :
থার্মোফ্লাস্কের কার্যপদ্ধতি চিত্রসহ বর্ণনা করো।
অথবা, মাছ চাষের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো।
Class VIII Second Unit Test Syllabus 2024:
দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 অষ্টম শ্রেণী বিষয়: পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমা়ন: 25 সময়: 50 মিনিট সিলেবাস 1.3 তাপ 2.3 রসায়নিক বিক্রিয়া 2.4 তড়িতের রসায়নিক প্রভাব 5. প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ 8. মানুষের খাদ্য ও খাদ্য উপাদান |
আরও দেখো: ক্লাস 8 ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র 2024