এখানে Class 8 Second Unit Test এর জন্য History (ইতিহাস) Question শেয়ার করা হলো।
Class 8 Second Unit Test History question 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র) Set: 1
(1) সঠিক উত্তরটি বেছে নাও:
1.1 মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল- (a) বাংলায় (b) মাদ্রাজে (c) দক্ষিণ ভারতে (d) উত্তর ভারতে
1.2 ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন- (a) জ্যোতিরাও ফুলে (b) দয়ানন্দ সরস্বতী (c) আহমদ খান (d) বীরেশলিঙ্গম পাণ্ডুলু
1.3. রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন-(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) বিবেকানন্দ (c) বিজয়কৃষ্ণ (d) ডিরোজিও
1.4 ওয়াহাবি আন্দোলন বাংলায় সংগঠিত করেন- (a) সৈয়দ আহমদ খান (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) তিতুমির (d) শরিয়তউল্লা
1.5 ‘নীলদর্পণ’ নাটকটি লিখেছেন- (a) দীনবন্ধু মিত্র (b) দিগম্বর বিশ্বাস (c) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (d) বিদ্যাসাগর,
(2) নীচের প্রশ্নগুলির উত্তর লেখো (চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে, যে-কোনো পাঁচটি)
2.1. কে বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন?
2.2 ‘মধ্যবিত্ত’ কারা?
2.3 কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা আইন করে বন্ধ করা হয়েছিল?
2.4 বাংলায় নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল?
2.5 ভারতবর্ষে স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
2.6 ‘নব্যবঙ্গ’ কাদের বলা হয়?
2.7 ‘প্রার্থনাসমাজ’ কে প্রতিষ্ঠা করেন?
(3) নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো (যে-তিনটি বাক্যের মধ্যে):
3.1 ‘কৃষির বাণিজ্যিকীকরণ’ বলতে কী বোঝ?
3.2 কত খ্রিস্টাব্দে, কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
3.3 ‘সূর্যাস্ত আইন’ সম্পর্কে সংক্ষেপে লেখো।
3.4 কে, কবে বিধবাবিবাহ আইন পাস করেন?
3.5 কবে, কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
(4) নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো (চার-পাঁচটি বাক্যের মধ্যে):
4.1 বাংলায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন? এই বন্দোবস্তের সুফলগুলি কী?
4.2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাসংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো।
4.3 ‘আবেদন-নিবেদন নীতি’ বলতে কী বোঝ?’
(5) নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (আট-দশটি বাক্যের মধ্যে):
5.1 ‘রায়তওয়ারি বন্দোবস্ত’ সম্পর্কে সংক্ষেপে লেখো।
5.2 অবশিল্পায়ন কাকে বলে? ভারতের অবশিল্পায়নের দুটি কারণ লেখো। অবশিল্পায়নের দুটি ফলাফল লেখো।
5.3 কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে পার্থক্য কী ছিল?
Class 8 Second Unit Test History question 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র) Set: 2
(1) দু-এক কথায় উত্তর দাও (যে-কোনো নয়টি):
1.1 আর্যসমাজের প্রতিষ্ঠাতা কে?
1.2 ‘বর্তমান ভারত’ কার রচনা?
1.3 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
1.4 কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়?
1.5 ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
1.6 ১৮৫৩ খ্রিস্টাব্দে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
1.7 অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
1.8 আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
1.9 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোন্টি?
1.10 ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
(2) সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো চারটি):
2.1 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল- (a) বোম্বাই (b) দিল্লি (c) পুনাতে
2.2 নীল বিদ্রোহ ঘটেছিল- (a) ১৮৫৫ খ্রিস্টাব্দে (b) ১৮৫৯ খ্রিস্টাব্দে (c) ১৮৬১ খ্রিস্টাব্দে
2.3 বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন- (a) ডাফরিন (b) কার্জন (c) মিন্টো
2.4 মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল- (a) বাংলায় (b) উত্তর ভারতে (c) দক্ষিণ ভারতে
2.5 প্রথম পাটের কারখানা চালু হয়- (a) হুগলিতে (চ) শ্রীরামপুরে (c) রিষড়াতে
(3) নীচের বিবৃতিগুলি কোন্ন্টি ভুল ও কোনটি ঠিক লেখো (যে-কোনো চারটি):
3.1 প্রার্থনাসমাজ গড়ে ওঠে পাঞ্জাবে।
3.2 অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ।
3.3 ‘রেগুলেটিং অ্যাক্ট’ প্রণীত হয় ১৭৭৩ খ্রিস্টাব্দে।
3.4 ১৭৯৪ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।
3.5 ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন।
(4) অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি):
4.1 অবশিল্পায়ন বলতে কী বোঝ?
4.2 এশিয়াটিক সোসাইটি কে এবং কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন?
4.3 বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক ও মাসিক পত্রিকাগুলির নাম লেখো।
4.4 মুন্ডা বিদ্রোহ কবে এবং কার নেতৃত্বে হয়েছিল?
4.5 স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল?
4.6 সূর্যাস্ত আইন বলতে কী বোঝ?
Class 8 History Question Second Unit Test 2024 (দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র) Set: 3
(1) পূর্ণবাক্যে উত্তর দাও:
1.1 রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন?
1.2 মহলওয়ারি ব্যবস্থা ভারতের কোন্ অঞ্চলে চালু হয়েছিল?
1.3 ‘দিকু’ শব্দের অর্থ কী?
(2) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
2.1 লর্ড ওয়েলেসলি-(a) ১৮০৩ খ্রিস্টাব্দে (b) ১৮১৩ খ্রিস্টাব্দে (c) ১৮২৩ খ্রিস্টাব্দে (d) ১৭০৩ খ্রিস্টাব্দে কন্যাশিশু ভাসিয়ে দেওয়া প্রথা রদ করেছিলেন।
2.2 সতীদাহপ্রথা রদ আইন বলবৎ করার ক্ষেত্রে- (a) রাজা রামমোহন রায় (b) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় (c) কেশবচন্দ্র সেন (d) স্বামী বিবেকানন্দ-এর ভূমিকা উল্লেখযোগ্য
2.3 ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পায়- (a) ১৭৫৭ খ্রিস্টাব্দে (৮) ১৮৫৭ খ্রিস্টাব্দে (c) ১৯৪৭ খ্রিস্টাব্দে (d) ১৯৫০ খ্রিস্টাব্দে
(3) শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি পূরণ করো:
3.1 ————— খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করা হয়।
3.2 ১৮৫৫ খ্রিস্টাব্দে বাংলার ————— অঞ্চলে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে।
3.3 ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ————— ।
(4) দু-একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি):
4.1 সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য ৪ জন নেতার নাম কী?
4.2 ভারতের কোথায় এবং কত খ্রিস্টাব্দে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে?
4.3 নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? তিনি কোন্ কলেজের শিক্ষক ছিলেন?
4.4 আর্যসমাজ কে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?
(5) টীকা লেখো (যে-কোনো দুটি):
5.1 চিরস্থায়ী বন্দোবস্ত
5.2 ওয়াহাবি আন্দোলন
5.3 নীল বিদ্রোহ
(6) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
6.1 ভারতের রেলপথ বিস্তারে ব্রিটিশ কোম্পানির উদ্দেশ্য কী ছিল?
6.2 সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো।
Class 8 History Question Second Unit Test 2024 (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র) Set: 4
(1) ঠিক উত্তরটির নীচে দাগ দাও:
1.1 ‘দাদন’ বলতে বোঝায়- (a) বেগার শ্রম (b) অগ্রিম অর্থ
1.2 ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল-(a) রিষড়ায় (b) কলকাতায়
1.3 জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল- (a) মাদ্রাজে (b) বোম্বাইতে
1.4 বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন- (a) কার্জন (b) মিন্টো
(2) বিবৃতিগুলি ঠিক/ভুল নির্ণয় করো:
2.1 অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ।
2.2 নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে ‘তিনদিনের তামাশা’ বলতেন।
2.3 নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে।
2.4 রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল।
(3) দুটি-তিনটি বাক্যে উত্তর দাও:
3.1 কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?
3.2 কে, কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
3.3 ব্রিটিশ শাসনে দমনমূলক দুটি আইন লেখো।
(4) তিন-চারটি বাক্যে উত্তর লেখো (দুটি):
4.1 কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার তিনটি মূল পার্থক্য উল্লেখ করো।
4.2 দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল?
4.3 নব্যবঙ্গ গোষ্ঠী কোন্ কোন্ প্রথার বিরোধিতা করেছিল?
4.4 তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল?
(5) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
5.1 ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ- ‘সিপাহি বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ’ লেখো।
অথবা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা ও তাঁর সমালোচনা আলোচনা করো।
Class 8 Second Unit Test 2024 History Syllabus:
দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 অষ্টম শ্রেণী বিষয়: ইতিহাস পূর্ণমান: 25 সময়: 50 মিনিট সিলেবাস: অধ্যায় 4: ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র অধ্যায় 5: ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া অধ্যায় 6: জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ |
অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট নম্বর বিভাজন:
আরও দেখো: ক্লাস 8 সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র