এখানে দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। / ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা / HS Third Semester Bengali MCQ Questions and Answers নবনীতা দেবসেন
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা
দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
সেট: 1
১। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতার রচয়িতা কে?
উত্তর: নবনীতা দেবসেন।
২। নারীর ক্ষমতায়ন বোঝাতে কবিতায় কোন প্রতীক ব্যবহৃত হয়েছে?
উত্তর: মুকুট।
৩। কবিতার প্রধান চরিত্র কে?
উত্তর: রাজকুমারী।
৪। রাজকুমারী কী উদ্দেশ্যে বেরিয়েছিলেন?
উত্তর: দ্বিগ্বিজয় করতে।
৫। রাজকুমী কী করতে চেয়েছিলেন?
উত্তর: নিজে ভয়কে জয় করতে।
৬। রাজকুমারীর দ্বিতীয় বিজয় কেমন ধরনের ছিল?
উত্তর: মানসিক।
৭। রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের অর্থ কী?
উত্তর: দুটি মন জয় করা।
৮। রাজকুমারীর বিজয়ের প্রধান অন্তরায় কী ছিল?
উত্তর: তার নিজস্ব সন্দেহ।
৯। রাজকুমারীর অভিযানের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: নিজেকে আবিষ্কার করা।
১০। কবিতায় প্রথম আশীর্বাদ কী ছিল?
উত্তর: জাদু-অশ্ব।
১১। জাদু-অশ্ব যে যে রূপ নিতে পারে—
উত্তর: মরুপথে উট, আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙ্গা।
১২। কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কী ছিল?
উত্তর: মন্ত্রপুতঃ অসি।
১৩। ‘ভালোবাসা’ যে রূপ ধারণ করেছে—
উত্তর: তলোয়ার।
১৪। বক্তা কোথায় পৌঁছাতে চেয়েছেন?
উত্তর: তৃষ্ণাহর খজুরের দ্বীপে।
১৫। ‘খজুরের দ্বীপ’ কী প্রকাশ করে?
উত্তর: পরিত্রাণ ও সাফল্য।
১৬। কবিতার বক্তার যাত্রা কেমন ছিল?
উত্তর: কঠিন।
১৭। বক্তা কীভাবে লক্ষ্যে পৌঁছাতে চায়?
উত্তর: বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে।
১৮। ‘শিরস্ত্রাণ’ কী?
উত্তর: মাথার রক্ষাকবচ।
১৯। কবিতায় ব্যবহৃত অলংকার—
উত্তর: উপমা, রূপক, উৎপ্রেক্ষা প্রভৃতি।
২০। রাজকুমারী কীভাবে তার স্বপ্ন পূরণ করেন?
উত্তর: বুদ্ধির মাধ্যমে।
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা
দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
২১। কবিতার রূপক অর্থ কী?
উত্তর: নারীর স্বাধীনতা ও শক্তি অর্জন।
২২। রাজকুমী কোন ধরনের সমস্যার মুখোমুখি হন?
উত্তর: অভ্যন্তরীণ দ্বন্দ্ব।
২৩। রাজকুমারীর দ্বিতীয় বিজয় প্রথম বিজয় থেকে কীভাবে আলাদা?
উত্তর: দ্বিতীয়টি ছিল অন্তর্জয়।
২৪। কবিতার রূপকথার মাধ্যমে কী বোঝানো হয়েছে?
উত্তর: নারীর ক্ষমতায়ন।
২৫। কবিতার মূল প্রতিপাদ্য কী?
উত্তর: নারীর শক্তি ও স্বাধীনতা।
২৬। কবিতার প্রধান বার্তা কী?
উত্তর: ভালোবাসা ও বিশ্বাসের শক্তি।
২৭। কবিতার শিক্ষণীয় দিক কী?
উত্তর: আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি।
২৮। কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: স্বরবৃত্ত।
২৯। বক্তার মা কেমন ছিলেন?
উত্তর: দুঃখিনী।
৩০। “দুয়োরাণী দিলেন সাজিয়ে” – এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর: রাজকুমারীকে প্রস্তুত করে বিদায় জানানো হয়েছে।
৩১। রাজকুমীর প্রথম বিজয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর: উত্তেজনাপূর্ণ।
৩২। রাজকুমী কোন গুণ দিয়ে তার বিজয় সম্পন্ন করেন?
উত্তর: সহানুভূতি।
৩৩। রাজকুমারী কাকে পরাজিত করেন?
উত্তর: নিজের ভয়কে।
৩৪। রাজকুমারীর মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করা।
৩৫। “দ্বিগ্বিজয়” শব্দটি কী বোঝায়?
উত্তর: দুটি হৃদয়ের জয়।
৩৬। রাজকুমারীর চরিত্র কেমন ছিল?
উত্তর: আত্মপ্রত্যয়ী।
৩৭। রাজকুমারীর বিজয় কী প্রমাণ করে?
উত্তর: নারীর সাহস ও আত্মবিশ্বাস।
৩৮। নারীর ক্ষমতায়ন বোঝাতে ব্যবহৃত প্রতীক—
উত্তর: মুকুট।
৩৯। দ্বিগ্বিজয়ের অর্থ কী?
উত্তর: ভালোবাসা ও বন্ধুত্বের জয়।
৪০। অভিযানের প্রথম ধাপ কী ছিল?
উত্তর: রাজপ্রাসাদ ত্যাগ করা।
৪১। রাজকুমারী প্রথম বিজয় অর্জন করেন কীভাবে?
উত্তর: যুদ্ধের মাধ্যমে।
৪২। দ্বিতীয় বিজয় অর্জন করেন কীভাবে?
উত্তর: হৃদয় জয় করে।
৪৩। বিজয়ের মূল প্রতিপাদ্য কী?
উত্তর: ভালোবাসা ও মনের জয়।
৪৪। কবিতার শেষের বার্তা কী?
উত্তর: নারীর শক্তি ও সম্ভাবনা।
৪৫। রাজকুমারী কোন গুণের জন্য বিখ্যাত?
উত্তর: সাহস।
৪৬। লেখিকা কোন দিকটি তুলে ধরেছেন?
উত্তর: নারীর শক্তি।
HS Bengali Semester 3
দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
সেট: 2
১। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতাটির রচয়িতা হলেন—
(a) শ্রীজাত মুখোপাধ্যায়
(b) প্রভাত কুমার মুখোপাধ্যায়
(c) নবনীতা দেবসেন
(d) পাবলো নেরুদা
উত্তর: (c) নবনীতা দেবসেন
২। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(a) প্রথম প্রত্যয়
(b) রক্তে আমি রাজপুত
(c) স্বাগত দেবদূত
(d) তিন ভুবনের পারে
উত্তর: (b) রক্তে আমি রাজপুত
৩। “রক্তে আমি রাজপুত” কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
(a) ১৯৫৭ সালে
(b) ১৯৭০ সালে
(c) ১৯৭৫ সালে
(d) ১৯৭৬ সালে
উত্তর: (d) ১৯৭৬ সালে
৪। “রক্তে আমি রাজপুত” কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(a) আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যায়
(b) সাহিত্য পত্রিকায়
(c) দেশ পত্রিকায় শারদীয়া সংখ্যায়
(d) বঙ্গবাণী পত্রিকায়
উত্তর: (a) আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যায়
৫। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতাটির মোট লাইন সংখ্যা কত?
(a) ৮টি
(b) ১০টি
(c) ১২টি
(d) ১৪টি
উত্তর: (b) ১০টি
৬। কবির রক্তে কবি একজন ……..।
(a) ব্রাহ্মণ
(b) ক্ষত্রিয়
(c) দ্বিগ্বিজয়ী
(d) রাজপুত্র
উত্তর: (d) রাজপুত্র
৭। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় কবি কোথায় যেতে চান?
(a) দেশ ভ্রমণে
(b) তীর্থযাত্রায়
(c) যুদ্ধে
(d) দ্বিগ্বিজয়ে
উত্তর: (d) দ্বিগ্বিজয়ে
৮। কবিকে দ্বিগ্বিজয়ে যাত্রার উদ্দেশ্যে কে সাজিয়ে দিলেন?
(a) সুয়োরাণী
(b) দুয়োরাণী
(c) রাজকুমারী
(d) রাজা স্বয়ং
উত্তর: (b) দুয়োরাণী
৯। “কবচকুণ্ডল নেই, ধনুক তুনির, শিরত্রাণ কিছুই ছিল না”—এখানে ‘তুনির’ শব্দের অর্থ কী?
(a) তরবারি
(b) বন্দুক
(c) তীর রাখার স্থান
(d) বল্লম
উত্তর: (c) তীর রাখার স্থান
১০। “শিরত্রাণ” শব্দের অর্থ কী?
(a) মাথাকে বাঁচানোর বর্ম
(b) তীর রাখার স্থান
(c) তরবারি
(d) শিরচ্ছেদ করা
উত্তর: (a) মাথাকে বাঁচানোর বর্ম
১১। দ্বিগ্বিজয় যাত্রায় কবির সাথে ছিল—
(a) কবচকুণ্ডল
(b) ধনুক
(c) শিরত্রাণ
(d) আশীর্বাদী সরঞ্জাম
উত্তর: (d) আশীর্বাদী সরঞ্জাম
১২। নিচের কোন মন্তব্যটি সঠিক নয়?
(a) সপ্তডিঙ্গা সাজে গঙ্গা জলে
(b) মরুপথে হয় উট
(c) আকাশপথে পুষ্পক
(d) তেপান্তরে হয় পক্ষীরাজ
উত্তর: (a) সপ্তডিঙ্গা সাজে গঙ্গা জলে
১৩। দ্বিগ্বিজয় যাত্রায় কবির সাথে কয়টি আশীর্বাদী সরঞ্জাম ছিল?
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
উত্তর: (b) দুটি
১৪। কবিতায় আশীর্বাদী দুটি সরঞ্জাম কবিকে কে দিয়েছিলেন?
(a) দুয়োরাণী
(b) সুয়োরাণী
(c) রাজকুমারী
(d) সেনাপতি
উত্তর: (a) দুয়োরাণী
১৫। কবিতায় প্রথম আশীর্বাদী সরঞ্জামটি হলো—
(a) জাদু অশ্ব
(b) ভালোবাসা
(c) শক্তি
(d) সত্যরক্ষা
উত্তর: (a) জাদু অশ্ব
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা
দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
১৬। আশীর্বাদী সরঞ্জামটির দ্বিতীয়টি কী ছিল?
(a) বিশ্বাস
(b) ভরসা
(c) মন্ত্রপূত: অসি
(d) শক্তি
উত্তর: (c) মন্ত্রপূত: অসি
১৭। কবি প্রথম আশীর্বাদী সরঞ্জাম অর্থাৎ জাদু-অশ্বের কী নাম রেখেছেন?
(a) বিশ্বাস
(b) ভক্তি
(c) ভালোবাসা
(d) ভরসা
উত্তর: (a) বিশ্বাস
১৮। কবি দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম অর্থাৎ মন্ত্রপূত: অসির কী নাম রেখেছেন?
(a) বিশ্বাস
(b) ভক্তি
(c) ভালোবাসা
(d) ভরসা
উত্তর: (c) ভালোবাসা
১৯। জাদু-অশ্ব মরুপথে কিসে রূপান্তরিত হয়?
(a) ঘোড়া
(b) হাতি
(c) পক্ষীরাজ
(d) উট
উত্তর: (d) উট
২০। কবির প্রথম আশীর্বাদী সরঞ্জাম জাদু-অশ্ব আকাশে কিসে রূপান্তরিত হয়?
(a) পক্ষীরাজ
(b) পুষ্পক
(c) গরুর পাখি
(d) ঐরাবত
উত্তর: (b) পুষ্পক
২১। কবির প্রথম আশীর্বাদী সরঞ্জাম জাদু-অশ্ব সিন্ধু জলে কিসে রূপান্তরিত হয়?
(a) সপ্তডিঙ্গা
(b) কলার ভেলা
(c) নৌকো
(d) জাহাজ
উত্তর: (a) সপ্তডিঙ্গা
২২। কবির জাদু-অশ্ব তেপান্তরের মাঠে কিসে রূপান্তরিত হয়?
(a) পক্ষীরাজ
(b) ঘোড়া
(c) উট
(d) হাতি
উত্তর: (a) পক্ষীরাজ
২৩। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় কবিতার বিশ্বাসকে নিচের কোনটির সাথে প্রণাম করেছিল?
(a) উট
(b) পুষ্পক
(c) পক্ষীরাজ
(d) মন্ত্রপূত: অসি
উত্তর: (d) মন্ত্রপূত: অসি
২৪। কবির দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম মন্ত্রপূত: অসি কোন ধাতু দিয়ে নির্মিত?
(a) লোহা
(b) ইস্পাত
(c) তামা
(d) রুপো
উত্তর: (b) ইস্পাত
২৫। “এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূত: অসি সানিত ইস্পাত খন্ড।”— এখানে ‘অসি’ শব্দের অর্থ কী?
(a) তীর
(b) গদা
(c) তরবারি
(d) ধনুক
উত্তর: (c) তরবারি
২৬। “এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূত: অসি সানিত ইস্পাত খন্ড।”— এখানে ‘সানিত’ শব্দের আক্ষরিক অর্থ কী?
(a) রক্তাক্ত
(b) ধারালো
(c) ক্ষুদ্র
(d) বৃহৎ
উত্তর: (b) ধারালো
২৭। কবি নিশ্চিন্তভাবে কোথায় পৌঁছতে চান?
(a) তেপান্তরের মাঠে
(b) মরুভূমিতে
(c) পর্বত শিখরে
(d) খেজুরের দ্বীপে
উত্তর: (d) খেজুরের দ্বীপে
২৮। “চিন্তিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খেজুরের দ্বীপে।”— এখানে ‘তৃষ্ণাহর’ শব্দের অর্থ কী?
(a) তৃষ্ণা তৈরি করে যে
(b) তৃষ্ণা হরণ করে যে
(c) তৃষ্ণার্ত
(d) তৃষ্ণাহীন
উত্তর: (b) তৃষ্ণা হরণ করে যে
২৯। “চিন্তিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খেজুরের দ্বীপে।”— এখানে ‘খেজুর’ শব্দের অর্থ কী?
(a) খরা অঞ্চল
(b) মরুভূমি
(c) বাবলা গাছ
(d) খেজুর গাছ
উত্তর: (d) খেজুর গাছ
৩০। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় কবি ভালোবাসার বিশেষণ হিসেবে কোন শব্দটিকে ব্যবহার করেছেন?
(a) ভঙ্গুর
(b) অভঙ্গুর
(c) নিছিদ্র
(d) কঠিন
উত্তর: (b) অভঙ্গুর
উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার
দ্বিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
৩১। কবির মন্ত্রপুত: অসি কোথায় ভরা আছে?
(a) পকেটে
(b) অস্ত্রাগারে
(c) শয়ন কক্ষে
(d) হৃদয় খাপে
উত্তর: (d) হৃদয় খাপে
৩২। “এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত: শানিত ইস্পাত খন্ড। অভঙ্গুর।”— ‘অভঙ্গুর’ শব্দের অর্থ কী?
(a) যাকে ভাঙ্গা যায়
(b) যাকে ভাঙ্গা যায় না
(c) শক্তিশালী
(d) নমনীয়
উত্তর: (b) যাকে ভাঙ্গা যায় না
৩৩। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় কোন নদীর নাম আছে?
(a) গঙ্গা
(b) যমুনা
(c) পদ্মা
(d) সিন্ধু
উত্তর: (d) সিন্ধু
৩৪। শূন্যস্থান পূরণ করঃ
“নিশ্চিত পৌঁছবো সেই ….. খজুরের দ্বীপে।।”
(a) তৃষ্ণাহর
(b) তৃষ্ণার্ত
(c) বৃহৎ
(d) মানবহীন
উত্তর: (a) তৃষ্ণাহর
৩৫। শূন্যস্থান পূরণ করঃ
“এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত: অসি শানিত ……।”
(a) লৌহ খন্ড
(b) তাম্র খন্ড
(c) ইস্পাত খন্ড
(d) স্বর্ণ খন্ড
উত্তর: (c) ইস্পাত খন্ড
৩৬। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় নিচের কোন অস্ত্রটির উল্লেখ নেই?
(a) কবচকুণ্ডল
(b) ধনুক
(c) শিরত্রাণ
(d) বর্ম
উত্তর: (d) বর্ম
৩৭। “দ্বিগ্বিজয়ের রূপকথা” কবিতায় নিচের কোন অস্ত্রটি মন্ত্রপুত:?
(a) ধনুক
(b) অসি
(c) শিরত্রাণ
(d) কবচকুণ্ডল
উত্তর: (b) অসি
৩৮। কবিতায় বক্তার কাছে কোন কোন অস্ত্র ছিল না?
(a) ধনুক
(b) শিরত্রাণ
(c) কবচকুণ্ডল
(d) উপরের সবকটি
উত্তর: (d) উপরের সবকটি
৩৯। জাদু-অশ্ব নিচের কোন রূপ নিতে পারে না?
(a) মরুপথে উট
(b) রাজপথে হস্তি
(c) আকাশে পুষ্পক
(d) সিন্ধু জলে সপ্তডিঙ্গা
উত্তর: (b) রাজপথে হস্তি
৪০। কবিতায় বক্তা কীভাবে তার লক্ষ্যে পৌঁছাতে চান?
(a) জ্ঞানের জোরে
(b) অস্ত্রের জোরে
(c) বিশ্বাস ও ভালোবাসার জোরে
(d) ক্ষমতার জোরে
উত্তর: (c) বিশ্বাস ও ভালোবাসার জোরে
আরও দেখো: অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রশ্ন উত্তর