এখানে HS Bengali Suggestion 2025 / উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ শেয়ার করা হলো।
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
ভারতবর্ষ
১. কিন্তু বাজারে বিদ্যুৎ আছে”- বাজারটি কোথায় অবস্থিত? বাজারের বর্ণনা দাও।
অথবা, “সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না-” সেই শীতের অকাল দুর্যোগের বিবরণ দাও। তখন সময় কাটাতে সকলে কি করে?
২. “সেই সময় এলো এক বুড়ি।”লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, তা নিজের ভাষায় লেখ।
৩. “বুড়ির শরীর উজ্জ্বল রোদে তত্ত্ব বালিতে চিত হয়ে পড়ে রইলো- বুড়ির চেহারাও পোশাকের পরিচয় দাও। তার তত্ত্ব বালিতে পড়ে থাকার কারণ কি?
৪. “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।”অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো?
৫. “বচশা বেড়ে গেল।”-প্রসঙ্গ উল্লেখ করে, বচসা কারণ আলোচনা করো?
অথবা, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে-প্রসঙ্গ উল্লেখ করে, এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও।
অথবা, “কতক্ষণ সে এই মারমুখি জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে,”- সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?
৬. “আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো-যা যা পালা।”- উক্তিটির আলোকে বক্তার স্বরূপ উদঘাটন কর?
৭. “শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আচ্ছা হয়ে গেলো ।”কার কথা বলা হয়েছে?
৮. ‘আনুষ্ঠানিকথাই প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়- ভারতবর্ষ গল্পটি অনুসরণে বিষয়টি, বুঝিয়ে দাও।
রূপনারণের কূলে
১. ” রূপনারায়ণের কূলে/জেগে উঠিলাম”- এ জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও।
২. জানিলাম এই জগত/স্বপ্ন নয় ।”-রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখ।
৩. “সে কখনো করে না বঞ্চনা”-কে কখনো করে না বঞ্চনা? কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন।?
৪. “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে-বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা, কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি?
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
শিকার
১. শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে, তা নিজের ভাষায় লেখ। সেই পরিবেশ কোন ঘটনায় করুন হয়ে উঠল?
২. “এসেছে সে ভোরের আলোয় নেমে,’-সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল, লেখ।
অথবা, “এই ভোরের জন্য অপেক্ষা করছিল।”- কি অপেক্ষা করছিল? তার পরিণতি কি হয়েছিল?
৩. “আগুন জ্বললো আবার-কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়?
৪. ‘নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে-শিকার কবিতা সূত্রে উদ্ঠিত অংশটির নিহিতার্থ লেখ।
ক্রন্দনরতা জননীর পাশে
১. “কেন ভালোবাসা, কেন বা সমাজ/কিসের মূল্যবোধ।”- উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন-আলোচনা কর।
২. “আমি তা পারি না।”- কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোরিত করেছে, তা কবিতাটি অবলম্বনে লেখ।
৩. ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন?
বিভাব
১.”আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক।”অভাবে চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লিখ?
২.”অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি।”- প্যাচটি কি? নাট্যকার কিভাবে প্যাচটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তা নিজের ভাষায় লেখা?
অথবা, “এটা কি করে এলো তা বলি।”-বুদ্ধি টি কি? কিভাবে তা বস্তায় মাথায় এসেছিল?
৩. “আর একবার এক মারা ঠিক তামাশায় দেখেছিলাম-বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন?
৪. “এমনি সময় হঠাতই এক সাহেবের লেখা পড়লাম।”-এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি। তিনি কি লিখেছিলেন?
অথবা, “তাদের অভিনয় দেখে আইজেনন্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত অনেক কথা লিখেছেন?
৫. “এত বড় জখমী লভ সিন।”- লভ সিন করার বুদ্ধি কে দিয়েছিলেন? লভ সিন করেছিল কেন? সেটাকে জখমি বলেছেন কেন?
অথবা, “এটা অন্য রকমের লভ সিন; প্রগ্রেসিভ লভ সিন।”- প্রগ্রেসিভ লভ সিন- এর দৃশ্যটি নিজের ভাষায় আলোচনা করো।
৬. “জীবন কোথায়?”-কে, কাকে বলেছেন? বক্তা আজীবনকে কোথায় খুজে পাওয়া যাবে বলে মনে করেন?
৭. এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না…..-জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন। শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল?
অথবা, “কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই- বক্তা কে? কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই, বলে বক্তা মনে করেছেন কেন?
৮. বিভাব কথাটির সাধারণ অর্থ কি? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ, আলোচনা কর।
৯. বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা কর।
অলৌকিক
১. হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল। তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটে ছিল?
অথবা, “এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও।”- কোন প্রসঙ্গে, কে মন্তব্যটি করেছিলেন? বক্তার এই মন্তব্য কি কোন কাজ হয়েছিল? এই বিষয়ে বক্তা কে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল?
অথবা, “গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে।”-গুরু নানকের হাতের ছাপ কোথাও লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো।
অথবা, গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা আমাদের স্কুলে শোনানো হল”….. কোন গল্প কেন সোনালো হল? কেন হাসি পেত?
২. “পাঞ্জা সাহেবে এসে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।”ঠিক হলো ট্রেনটা থামানো হবে/”.. আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও? ট্রেন কিভাবে থামানো হয়েছিল?
অথবা, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের থাই থামানো যাবে না কেন?”…. ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল?
অথবা, “মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন,”ঘটনাটা কি ছিল? এরফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল?
অথবা, ‘পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। ‘পাঞ্জা সাহেবের পূর্বের নাম কি? কোন খবরে পাঞ্জাসাহেববাসী উত্তেজিত হয়ে উঠেছিল? শেষ পর্যন্ত পাঞ্জাসাহেববাসীকি করেছিল তা, সংক্ষেপে লেখ।
৩. “অবাক বিহুল বসে আছি, দুঃখে কথা নেই।”-মুখে কথা নয় কেন?
অথবা, চোখের জলটা তাদের জন্য।”-বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ।
৪. ‘কলয় কি গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল?
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ
১. কিন্তু হাতি বেগার আর চলল না।”- হাতি বেগার আইন কি? তা আর চলল না কেন?
২. “নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল।”-কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কিভাবে পেলো?
অথবা, “….. চেনমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।”… চেনমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল?
অথবা, “তাতে চেঙমানের চোখ কপালে উঠলো।”-চেনমান কে? আর চোখ কপালে ওঠার কারণ কি?
৩. “বিশ্বাস করো, বানানো গল্প নয়।”- কোন রচনার অংশ? লেখক যে কাহিনী সম্বন্ধে এ কথা বলেছেন, সেটি সংক্ষেপে লেখো?
অথবা, “ছিল জোতদার আর তালুকদারের নিরখোষ শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখ।
অথবা, এত ফসল, এত প্রাচুর্য-তবুও কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই।”- মানুষগুলোর জীবনযাত্রা পরিচয় দাও? তাদের জীবনে শান্তি নেই কেন?
অথবা, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা।”- নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল?
৪. ‘হঠাৎ একদিন কেঁপে উঠলো, কলের কলকাতা।”- কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল?
৫. “চেয়ারের উপর যিনি বসে আছেন, তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না।”-চেয়ারের ওপর কে বসে ছিলেন। লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ।
৬.”অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার শিখা গান:-এ উক্তি কে করেছেন?- লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে? কোন প্রশঙ্গে এই মন্তব্য?
৭.”জেলখানা টা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর।”- কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কি রকম অত্যাচার করা হতো?
৮. চোট্রা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।”- সাধু কে? মেঘের গায়ে জেলখানা রচনা অংশে আলোচনা করা?
অথবা, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা কর।
অথবা,’এরা সব সাধুচরনের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ।”সাধুচরনের পরিচয় দাও। এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছেন?
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
বাঙালির শিল্প ও সংস্কৃতি
১. বাংলা লোক সংগীত এর যেকোনো দুটি লোক সঙ্গীতের পরিচয় দাও?
২. বাংলা গানের ধারায় নজরুল ইসলামের অবদান?
৩. বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান?
বাঙালির চিত্রকলা
১. পট শব্দের অর্থ কি? পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও?
২. চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ?
৩. চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখ?
৪. চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লিখ?
৫. চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ?
৬. চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান লেখ?
বাংলা চলচ্চিত্রের কথা
১. বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।
২. বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো।
৩. বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিংহের অবদান আলোচনা করো।
৪. বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো।
বাঙালি বিজ্ঞান চর্চা
১. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের বিধান রায়ের অবদান লেখো।
২. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী গাঙ্গুলীর অবদান আলোচনা করো।
৩. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো।
৪. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান লেখো
৫. বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকড় ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো।
ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা
১. ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলি কি কি? এগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা গুলির উল্লেখ করে, যেকোনো একটি শাখার আলোচনা করো।
ধ্বনিতত্ত্ব
১. উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও।
২. অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
৩. বিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
৪. উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্কে বুঝিয়ে দাও।
৫. বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনির তুলনামূলক আলোচনা করো।
বাক্যতত্ত্ব
১. বাক্যর গঠন শ্রেণীবিভাগ কর? প্রত্যেক শ্রেণীর পরিচয় দাও।
২. বাক্য নির্মাণের শর্তগুলি আলোচনা করো।
৩. বাক্য ক্রিয়াজোটের বর্ণনা দাও।
প্রবন্ধ রচনা
১. বিজ্ঞান ও কুসংস্কার
২. বন্যপ্রাণী সংরক্ষণ
৩ . বাংলার উৎসব
৪. চরিত্র গঠনে খেলাধুলা
৫. বিশ্বউষ্ণায়ন
জীবনী
১. মধুসূদন দত্ত
২. স্বামী বিবেকানন্দ
৩. কাজী নজরুল ইসলাম
৪. ভগিনী নিবেদিতা
৫. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬. জীবনানন্দ দাশ
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কে বাঁচায়, কে বাঁচে
১. অফিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো?
উত্তর: অনাহারে মৃত্যু।
২. নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়?
উত্তর: বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে।
৩. নিখিলের ভাবনায় এ জগতের সবচেয়ে ছোঁয়াচে কি?
উত্তর: দরদ।
৪. মৃত্যুঞ্জয় একতাড়া নোট, নিখিলের সামনে রাখলো কেন?
উত্তর: রিলিফ ফান্ডে দেবে বলে।
৫. ‘খানিক পরেই আসছে’ – কার আসার কথা বলা হয়েছে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের।
৬. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়?
উত্তর: শরীরে তার প্রতিক্রিয়া হয়।
৭. টুনির মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন?
উত্তর: মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে।
৮. মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে?
উত্তর: অদৃশ্য হয়েছে।
৯. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক?
উত্তর: নয় জন।
১০. ‘ফুটপাথে হাঁটা তার প্রয়োজন হয় না’! কার প্রয়োজন হয় না?
উত্তর: মৃত্যুঞ্জয়ের।
১১. নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক?
উত্তর: আলসে প্রকৃতির।
ভাত
১। কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে?
উত্তর: ভজন চাকর।
২। ‘বাবুরা খায়’— বাবুরা কি খায়?
উত্তর: নানাবিধ চাল।
৩। ‘বাসিনী বাগ্যতা করি তোর!’— বক্তা কে?
উত্তর: উচ্ছব।
৪। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন?
উত্তর: তারা বেলা এগারোটার আগে ঘুম থেকে উঠে না।
৫। উচ্ছবকে বড় উতলা করে তোলে কি?
উত্তর: ফুটন্ত ভাতের গন্ধ।
৬। বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর?
উত্তর: বিরাশি বছর।
৭। উচ্ছবের ঠাকুমা অন্নকে কি বলতো?
উত্তর: মা লক্ষ্মী।
৮। বড়ো বাড়িতে মেজো আর ছোটো ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয়?
উত্তর: পদ্মজালি।
৯। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে?
উত্তর: ছোট বউয়ের বাবা।
১০। ‘উচ্ছব আবার কাঠ কাটতে থাকে’— প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল?
উত্তর: দেড় হাত।
ভারতবর্ষ
২১। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়?
উত্তর: ফাঁপি।
২২। কে একসময় দাগি ডাকাত ছিল?
উত্তর: নিবারণ বাগদি।
২৩। ‘ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম’— বলেছে কে?
উত্তর: মোল্লাসাহেব।
২৪। করিম ফরাজি একদা কি ছিলেন?
উত্তর: পেশাদার লাঠিয়াল।
২৫। ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে?
উত্তর: ভোরের নামাজকে।
২৬। ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’— একথা বলেছিলেন কে?
উত্তর: জগা চাওয়ালা।
২৭। বুড়িকে ‘হরিবোল’ বলতে স্পষ্ট শুনেছে কে?
উত্তর: নকড়ি নাপিত।
২৮। ‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’— দৃশ্যটি কি?
উত্তর: মুসলমান পাড়ার লোকেরা বুড়োর মৃতদেহ নিয়ে আসছে।
২৯। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে কি গড়ে উঠেছে?
উত্তর: একটি ছোট্ট বাজার।
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
রূপনারায়নের কূলে
১। ‘সে কখনো করে না বঞ্চনা’— ‘সে’ বলতে বোঝানো হয়েছে কাকে?
উত্তর: সত্যকে।
২। ‘রূপনারায়নের কূলে / জেগে উঠলাম’— জেগে উঠে কবি কি জানলেন?
উত্তর: এ জগৎ স্বপ্ন নয়।
৩। ‘রক্তের অক্ষরে চিনিলাম’— কি চিনলেন?
উত্তর: আপনার রূপ।
৪। ‘চিনিলাম আপনারে’— কবি কিভাবে নিজেকে চিনলেন?
উত্তর: আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।
৫। কবির মতে এ জীবন কি?
উত্তর: আমৃত্যু দুঃখের তপস্যা।
৬। মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন?
উত্তর: সকল দেনা শোধ করতে।
৭। সত্য কঠিন হলেও সে কি করে না?
উত্তর: বঞ্চনা।
শিকার
১। সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোন কোন বনে?
উত্তর: সুন্দরীর বন থেকে অর্জুনের বনে।
২। ‘গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ’— কে এঁকে দেয়?
উত্তর: অলস সূর্য।
৩। ‘সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর’— তার রং কীসের মত হয়ে গেছে?
উত্তর: রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
৪। ভোরের জন্য অপেক্ষা করছিল কে?
উত্তর: বাদামি হরিণটি।
৫। হিমের রাতে শরীর ‘উম’ রাখার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে কি করেছিলেন?
উত্তর: আগুন জ্বালিয়েছিল।
৬। নদীর জল কোন ফুলের পাপড়ির মত লাল?
উত্তর: মচকা ফুলের।
৭। শিকার কবিতায় সারারাত মাঠে আগুন জ্বেলেছে কারা?
উত্তর: দেশোয়ালিরা।
৮। শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল?
উত্তর: ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল।
আমি দেখি
১। ‘বহুদিন শহরেই আছি’— কোথায় বহুদিন যাননি?
উত্তর: জঙ্গলে।
২। ‘চোখ তো সবুজ চায়’— দেহ চায় কি?
উত্তর: সবুজ বাগান।
৩। গাছের সবুজটুকু শরীরের দরকার কেন?
উত্তর: আরোগ্যের জন্য।
৪। ‘হাঁ করে কেবল সবুজ খায়’— কে হাঁ করে সবুজ খায়?
উত্তর: শহরের অসুখ।
৫। গাছগুলিকে কবি তুলে আনতে বলেছেন কেন?
উত্তর: বাগানে বসানোর জন্য।
৬। ‘সবুজের অনটন ঘটে’— কারণ কি?
উত্তর: শহরের অসুখ সবুজ খায় বলে।
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
ক্রন্দনরতা জননী
৭। বহুদিন কবির কোথায় দিন কাটেনি?
উত্তর: জঙ্গলে।
৮। ক্রন্দনরতা জননী আসলে কে?
উত্তর: কবির স্বদেশ।
৯। ‘ক্রন্দনরতা জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
উত্তর: ধানক্ষেত থেকে।
১০। নিহত ভাইয়ের সন্দেহ দেখে কবির মনে কি জাগে?
উত্তর: ক্রোধ।
১১। ‘… যা পারে কেবল / সে-ই কবিতায় জাগে’— কবিতায় কি জাগে?
উত্তর: কবির বিবেক।
১২। কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়?
উত্তর: বিধির বিচার চেয়ে।
১৩। ‘যা পারি কেবল কবিতায় জাগে’— এখানে কি জায়গার কথা বলা হয়েছে?
উত্তর: বিবেক।
মহুয়ার দেশ
১। ‘আমার ক্লান্তির উপর ঝরুক’— কি ঝরার কথা বলা হয়েছে?
উত্তর: মহুয়া ফুল।
২। ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়?
উত্তর: দেবদারুর বলে।
৩। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে?
উত্তর: দূর সমুদ্রের দীর্ঘশ্বাস।
৪। ‘পথের দু’ধারে ছায়া ফেলে’— কোন গাছ?
উত্তর: দেবদারু গাছ।
৫। মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন?
উত্তর: কয়লা খনির শব্দ।
৬। ‘মেঘ মদির মহুয়ার দেশ’— কোথায় আছে?
উত্তর: অনেক অনেক দূরে।
৭। ‘মহুয়ার দেশ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: কয়েকটি কবিতা।
৮। অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন?
উত্তর: সন্ধ্যায়।
বিভাব
১। ‘বহুরূপী তখন লাটে উঠবে’— বহুরূপী কি?
উত্তর: নাট্যগোষ্ঠী।
২। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত নাটক?
উত্তর: অভাব।
৩। ‘সংস্কৃতে তেরো পেয়েছিলাম’— বক্তা কে?
উত্তর: অমর গাঙ্গুলি।
৪। ‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম’— উক্তিটি কে করেছেন?
উত্তর: বৌদি।
৫। ‘এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে’— সংলাপটি কে বলেছেন?
উত্তর: শম্ভু।
৬। ‘হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়’— কি আওয়াজ?
উত্তর: চাল চাই, কাপড় চাই।
৭। ‘হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন’— কি হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: নায়ক চরিত্র।
৮। ‘The Night is Calling Me’— সংলাপটি কার লেখা?
উত্তর: বার্নাড শ’ এর।
৯। কাবুকি থিয়েটার কোন দেশের?
উত্তর: জাপানের।
১০। পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি?
উত্তর: ৩২ ইঞ্চি।
১১। ‘রাজা রথারোহণম নাটয়তি।’— এর অর্থ কি?
উত্তর: রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন।
১২। ‘ঠিক আছে ফেলে দিন না— আবার দেব’— কি ফেলে দিতে বলা হয়েছে?
উত্তর: সিগারেট।
HS Bengali Suggestion 2025
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫
নানা রঙের দিন
১। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব কি?
উত্তর: গাধা।
২। রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন?
উত্তর: পুলিশে।
৩। ‘নানা রঙের দিন’ নাটকটিতে কয়টি চরিত্র আছে?
উত্তর: দুটি।
৪। রজনীকান্তবাবুর মতে, অভিনেতা স্টেজ থেকে নামলে কী হয়?
উত্তর: অস্পৃশ্য ভাড়।
৫। ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত?
উত্তর: ৬৮ বছর।
৬। রজনীকান্ত চট্টোপাধ্যায় কত বছর অভিনয় করেছেন?
উত্তর: ৪৫ বছর।
৭। ‘রাজনীতি বড়ো কুট’— কথাটি কে বলেছেন?
উত্তর: রজনী।
৮। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল?
উত্তর: জলন্ত মোমবাতি।
৯। ‘ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা’— সিনটা কোন নাটকে আছে?
উত্তর: ‘সাজাহান’ নাটকে।
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
১। গলদার নিপাত করেছিল কে?
উত্তর: সিজার।
২। সাত বছরের যুদ্ধে জিতেছিল কে?
উত্তর: দ্বিতীয় ফ্রেডারিক।
৩। ‘যখন সমুদ্র তাকে খেলো’— কাকে খেল?
উত্তর: আটলান্টিসকে।
৪। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে?
উত্তর: ফিলিপ।
৫। ভারত জয় করেছিলেন কে?
উত্তর: আলেকজান্ডার।
৬। ‘ব্যাবিলন’ বিখ্যাত ছিল যে কারণে, সেটি কী?
উত্তর: শূন্য উদ্যান থাকার জন্য।
৭। থিবসের দরজা ছিল কয়টি?
উত্তর: সাতটি।
৮। ‘জয়তোরণে ঠাসা মোহনীয়’— কী?
উত্তর: রোম।
অলৌকিক
১। অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে?
উত্তর: অনিন্দ্য সৌরভ।
২। বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন?
উত্তর: তিনবার।
৩। বলী কান্ধারি কে ছিলেন?
উত্তর: একজন দরবেশ।
৪। হাসান আব্দালের বর্তমান নাম কী?
উত্তর: পাঞ্জাসাহেব।
৫। মর্দানা শুনেই ছুটে গেল— মর্দানা কোথায় ছুটে গেল?
উত্তর: বলী কান্ধারির কাছে।
৬। অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে, সেটি কী?
উত্তর: জয় নিরঙ্কার।
৭। বলী কান্ধারী কোথায় থাকতেন?
উত্তর: পাহাড়ের চূড়ায়।
৮। নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা?
উত্তর: ফিরিঙ্গিরা।
৯। ‘গল্পটা মনে পড়লেই হাসি পেত’— কোন গল্পটা?
উত্তর: হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি।
আরও দেখো: ক্লাস 11 ইংরেজি সাজেশন দ্বিতীয় সেমিস্টার 2025