এখানে HS History Suggestion 2025 / উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ শেয়ার করা হলো।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
প্রথম অধ্যায়
১. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো।
২. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর? দুটি শিল্প যাদুঘরের নাম লেখো।
দ্বিতীয় অধ্যায়
১. সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন -লেনিন তত্ত্ব আলোচনা করো।
২. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি সংক্ষেপে বর্ণনা করো।
তৃতীয় অধ্যায়
১. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।
২. নানকিং ও টিয়েনসিনের সন্ধির মূল শর্ত গুলি আলোচনা কর?
৩. উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো।
৪. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখ? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল?
চতুর্থ অধ্যায়
১. একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো।
২. চীনে চৌঠা মেয়ে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো।
পঞ্চম অধ্যায়
১. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজী কেন এর বিরোধিতা করেছিলেন?
২. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায়
১. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।
২. ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবদ্ধ লেখো।
সপ্তম অধ্যায়
১. সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও?।
২. ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি ছিল?
৩. জোটনিরপেক্ষ নীতি কি ছিল? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।
অষ্টম অধ্যায়
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও? এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল?
২. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
প্রথম অধ্যায়
১. একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও?
উত্তর: হাজারদুয়ারি জাদুঘর।
২. ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: উইলিয়াম কেরি।
৩. ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তর: হেরোডোটাস কে।
৪. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৭৫৩ খ্রিস্টাব্দে।
৫. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিসে।
৬. রাজতরঙ্গিনী কন্ঠে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়?
উত্তর: কাশ্মীরের।
৭. ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি।
৮. India today গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর: রজনী পাম দত্ত।
৯. প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন?
উত্তর: এথেন্সে।
১০. হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন?
উত্তর: আলেকজান্ডার ডাও।
১১. পঞ্চতন্ত্র গান্ধের রচয়িতা কে?
উত্তর: বিষ্ণু শর্মা।
১২. আলিবাবা ও চলিশচোরের কাহিনী কিসের উদাহরণ?
উত্তর: লোককথা।
১৩. জীবনের জলসাঘরে কি ধরনের রচনা?
উত্তর: স্মৃতিকথামূলক রচনা।
১৪. ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর: যদুনাথ সরকার।
১৫. একাত্তরের ডায়েরী নামক স্মৃতি কথা রচয়িতা কে?
উত্তর: সুফিয়া কামাল।
১৬.parallel myths গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জে এফ বিয়ারলেইন।
১৭. এলান্স অফ রুরাল বেঙ্গল”- কে রচনা করেন?
উত্তর: উইলিয়াম হান্টার।
১৮. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?
উত্তর: মান্নাদের।
১৯. কেমব্রীজ হিস্ট্রি অফ ইন্ডিয়া- গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ডডওয়েল।
২০. Early history of India- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
২১. Legend শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: legenda থেকে।
২২. দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা?
উত্তর: স্মৃতিকথামূলক।
২৩. History of British India-গন্থটির রচয়িতা কে?
উত্তর: জেমস মিল।
২৪. মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তর: মউসিয়ন শব্দ থেকে।
২৫. পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত?
উত্তর: মেসোপটেমিয়ায়।
২৬. একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখ?
উত্তর: ড: রমেশচন্দ্র মজুমদার।
২৭. দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: বোম্বাই।
২৮. শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন?
উত্তর: খ্রিস্টান মিশনারীরা।
২৯. জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়?
উত্তর: জার্মানিতে।
৩০. সব ইতিহাসই সমকালীন ইতিহাস- এটি কার উক্তি?
উত্তর: ক্রোচের।
৩১. আধুনিক ইতিহাস চর্চার জনক কে?
উত্তর: ইবন খালদুন।
৩২. What is history কে লেখেন?
উত্তর: ই. এইচ . কার।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
দ্বিতীয় অধ্যায়
১. পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে?
উত্তর: গোলমরিচকে।
২. কোন অঞ্চল মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত?
উত্তর: ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ।
৩. চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়?
উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে।
৪. Welt of nation গ্রন্থের লেখক কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।
৫. ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
উত্তর: বাংলায়।
৬. নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: অ্যামেরিকো ভেসপুচি।
৭. নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে।
৮. মার্কিনটাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
৯. Imperialism the highest stage of capitalism গ্রন্থের লেখক কে?
উত্তর: লেনিন।
১০. কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা”- এই ধারণার প্রবর্তক কে ?
উত্তর: রুডইয়ার্ড কিপলিং।
১১. পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন ?
উত্তর : লেনিন।
১২.”সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়- কে বলেছেন?
উত্তর: লেনিন।
১৩. এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ডেভিড টমসন।
১৪. Ideologist of Raj -গ্রন্থের লেখা কে ?
উত্তর: মেটকাফ।
১৫. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে।
১৬. শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: লুই আগাস্তে ব্ল্যাকি।
১৭. শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?
উত্তর: ইংল্যান্ডে।
১৮. উড়ন্ত মাকু আবিষ্কর্তা কে?
উত্তর: জন কে।
১৯. দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধানের নাম কি?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
২০. Blue water policy এর প্রবর্তক কে?
উত্তর: আল ক্রুকার্ক।
২১. Weltpolitik নীতির প্রবর্তক কে ?
উত্তর: জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম।
২২. উত্তপ্তদার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন?
উত্তর: পন্ডিত জহরলাল নেহেরু।
২৩. ইনকা সভ্যতা কে ধ্বংস করেন?
উত্তর : ফ্রান্সিসকো পিজারো।
২৪. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?
উত্তর: হাবার্ট স্পেন্সার।
২৫. আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিল?
উত্তর: পর্তুগিজরা।
২৬. Red Indian- নামে কোন দেশ পরিচিত?
উত্তর: দক্ষিণ আমেরিকা।
২৭. সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তর: ১৭৫৬ খ্রিস্টাব্দে।
২৮. হার্মাদ নামে কারা পরিচিত?
উত্তর: পর্তুগিজ জলদস্যুর।
২৯. ব্রাহ্মদেশের বর্তমান নাম কি?
উত্তর: মায়ানমার।
৩০. বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়?
উত্তর: চুঁচুড়ায়।
৩১. নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে?
উত্তর: তুরস্ক কে।
৩২. দূর বলতে বোঝায় কাকে?
উত্তর: চীন ও জাপানকে।
৩৩. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল কারা?
উত্তর: ওলন্দাজরা।
৩৪. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর: ক্রিস্টোফার কলম্বাস।
৩৫. সিংহল কাদের উপনিবেশ ছিল?
উত্তর: ব্রিটিশদের।
৩৬. ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি?
উত্তর: ভিয়েতনাম।
৩৭. আজটেক সভ্যতাকে কে ধ্বংস করেন?
উত্তর: হার্নান্দো কটেজ।
৩৮. নৌপথে কে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করেন?
উত্তর: পর্তুগিজ নাবিক ম্যাগেলান।
৩৯. অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে ?
উত্তর: অ্যাডাম স্মিথ।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
তৃতীয় অধ্যায়
১. নানকিং এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে।
২. ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর: মহারাষ্ট্রে।
৩. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: স্যার এলিজা ইম্পে।
৪. ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।
৫. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান?
উত্তর: ওয়ারেন হেস্টিং।
৬. বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন কে?
উত্তর: মুর্শিদকুলি খাঁ।
৭. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উত্তর: নানা হরন ফরণবিশ কে ।
৮. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
৯. মাদ্রাজে ফোর্ড সেন্ট জজ দুর্গ নির্মাণ করেন কারা?
উত্তর: ইংরেজ।
১০. দস্তক কথার অর্থ কি?
উত্তর: বাণিজ্যিক ছাড়পত্র।
১১. আমিনি কমিশন কে গঠন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিং।
১২. একসালা বন্দোবস্ত কবে চালু হয়?
উত্তর: ১৭৭৭খ্রিস্টাব্দে।
১৩ পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে?
উত্তর: ওয়ারেন্ট হেস্টিং।
১৪. ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করেন কবে?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে।
১৫. ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমার লাভ করে কবে?
উত্তর: 1717 খ্রিস্টাব্দে।
১৬. প্রথম সনদ আইন কবে পাস হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।
১৭. কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়?
উত্তর: লর্ড ক্লাইভের আমলে।
১৮. পলাশীর যুদ্ধ হয় কবে?
উত্তর: ১৭৫৭খ্রিস্টাব্দে ২৩ শে জুন।
১৯. পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পাই?
উত্তর: ম্যাকাও বন্দরে।
২০. ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন?
উত্তর: ভাইয়াচারি ভূমিরাজস্ব ব্যবস্থা।
২১. নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়?
উত্তর: চীনে।
২২. ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারত ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হত?
উত্তর: আমলাতন্ত্রকে।
২৩. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৭৬১ খ্রিস্টাব্দে।
২৪. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে।
২৫. ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনে।
২৬. অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সাদাৎ খান।
২৭. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?
উত্তর: লর্ড কর্নওয়ালিস কে।
২৮. দেওয়ানী কথার অর্থ কি?
উত্তর: রাজস্ব আদায়ের অধিকার।
২৯. রুদ্ধদ্বার নীতি কোথায় প্রচলিত ছিল?
উত্তর: চিনে।
৩০. চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্যে দিয়ে?
উত্তর: কন্টন বন্দরের মধ্যে দিয়ে।
৩১. চীনের কাছে জাপান ২১ দফা দাবি করেছিল কবে?
উত্তর: ১৯১৫ খ্রিস্টাব্দে।
৩২. ইংরেজরা, বাংলার দেওয়ানী লাভ করেন কবে?
উত্তর: 1765 খ্রিস্টাব্দে।
৩৩. মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে?
উত্তর: ১৮২২ খ্রিস্টাব্দে।
৩৪. শিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: চীন জাপান।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
চতুর্থ অধ্যায়
১. বর্তমান ভারত রচনা করেন কে?
উত্তর: বিবেকানন্দ।
২. ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় কবে?
উত্তর: ১৭৮৪ সালে।
৩. হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন?
উত্তর: নব্যবঙ্গ গোষ্ঠী।
৪. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৫. রামমোহন রায় কে রাজা উপাধি দিয়েছিলেন?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
৬. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
৭. দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হত?
উত্তর: বীরশালীঙ্গম পানতুলু কে।
৮. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল?
উত্তর: কুনবি।
৯. প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর: সমাচার দর্পণ।
১০. তুহাফৎ উল -মোয়াহিদ্দিন এর প্রণেতা কে?
উত্তর: রামমোহন রায়।
১১. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে?
উত্তর: ১৮২৯ সালে।
১২. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে।
১৩. উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৫৪ সালে।
১৪. চুইয়ে পড়া নীতি এর প্রবর্তক কে?
উত্তর: মেকলে।
১৫. কে কেশব চন্দ্র কে ব্রাহ্মনন্দ উপাধি দেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৬. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮১৭ সালে।
১৭. নববিধান কে ঘোষণা করেন?
উত্তর: কেশবচন্দ্র সেন।
১৮. সংস্কারের দাবিতে চীন সম্রাট এর কাছে আবেদন পত্র জমা দেন কে?
উত্তর: কাং – ইউ – ওয়ে ।
১৯ . ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?
উত্তর: মাদ্রাজ লেবার ইউনিয়ন।
২০. চীনে ৪ মে আন্দোলনের নিরিখে জিউগুয়ো স্লোগানের অর্থ কি ছিল?
উত্তর: দেশকে রক্ষা করো।
২১. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কাকে?
উত্তর: উডের ডেসপ্যাচ কে।
২২. ভারতের ইরাসমাস নামে বিখ্যাত কে?
উত্তর: রামমোহন রায়।
২৩. তিন আইন প্রবর্তিত হয় কবে?
উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে।
২৪. ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
২৫. নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ডিরোজিও।
২৬. এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল?
উত্তর: শ্রী নারায়ণ গুরুর।
২৭. সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জ্যোতিবা ফুলে।
২৮. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?
উত্তর: রেমসে ম্যাকডোনাল্ড।
২৯. গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: জ্যোতিবা ফুলে।
৩০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর: শেয়ার জেমস উইলিয়াম কনভিল।
৩১. গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কি?
উত্তর: ঈশ্বরের সন্তান।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
দ্বিতীয় অধ্যায়
১। বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল?
উত্তর: ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটিতে।
২। আলীগড়ের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার।
৩। উপনিবেশবাদ বলতে কী বোঝো?
উত্তর: কোনো অঞ্চলের আদিবাসীদের ওপর সাম্রাজ্যবাদের নীতি অনুসরণকারী অন্য কোনো সর্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠাকে উপনিবেশবাদ বলে।
৪। ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্যকুঠির নাম লেখ।
উত্তর: বোম্বাই, কোচিন, দিউ, হুগলি প্রভৃতি।
৫। কোন মার্কিন নাগরিক সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উত্তর: ১৮৫৪ খ্রিস্টাব্দে কমোডোর পেরি সর্বপ্রথম জাপানের ইয়েডো বন্দরে পদার্পণ করেন।
৬। স্পেনীয় আর্মাডা কী?
উত্তর: স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাডা বলা হয়।
৭। পোর্টসমাউথের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে।
৮। ভারতের কয়েকটি ইংরেজ বাণিজ্যকুঠির নাম লেখ।
উত্তর: সুরাট, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা।
৯। ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর: সুরাট বন্দরে।
১০। লগ্নিপুঁজি কী?
উত্তর: শিল্প ও বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য কোনো শিল্প অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নিপুঁজি বলে।
১১। মার্কেন্টাইলবাদ কী?
উত্তর: ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাজ্যের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের চেয়ে বেশি হতো। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
১২। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
উত্তর: যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশের শাসন কায়েম করে, তাকে বলা হয় সাম্রাজ্যবাদ।
১৩। বাণিজ্যিক পুঁজি কী?
উত্তর: যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে।
১৪। ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝো?
উত্তর: ইউরোপের উপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দারা নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরে দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার পশ্চাৎপদ জাতিগুলোর উন্নতির দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে চিহ্নিত করেছেন।
১৫। বর্ণবৈষম্য নীতি কী?
উত্তর: সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতি যে বৈষম্যমূলক শাসননীতি কায়েম করত, তাকে বর্ণবৈষম্য নীতি বলে।
১৬। মুক্তিদ্বার নীতি কী?
উত্তর: চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুক্তিদ্বার নীতি ঘোষণা করেন। এর মাধ্যমে চীনের অখণ্ডতা রক্ষা ও চীনা ভূখণ্ডে সকল দেশের ব্যবসায়ীদের জন্য অবাধ বাণিজ্যের অধিকার স্বীকৃত হয়।
১৭। উপনিবেশ বলতে কী বোঝো?
উত্তর: কোনো শক্তিশালী দেশ যখন অন্য দেশের ভূখণ্ডকে নিজের অধীনস্থ করে ফেলে, তখন সেই অঞ্চলকে বিজয়ী দেশটির উপনিবেশ বলা হয়।
১৮। আফ্রিকা কাড়াকাড়ি বলতে কী বোঝো?
উত্তর: নব-আবিষ্কৃত আফ্রিকায় ইউরোপীয় দেশগুলো উপনিবেশ দখলের জন্য যে প্রতিযোগিতা শুরু করেছিল, তাকে ‘আফ্রিকা কাড়াকাড়ি’ বলা হয়।
১৯। আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত?
উত্তর: উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত আফ্রিকা মহাদেশ সম্পর্কে ইউরোপবাসী প্রায় কিছুই জানত না এবং তা অনাবিষ্কৃত ছিল। এজন্য আফ্রিকা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল।
২০। ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝো?
উত্তর: সপ্তদশ ও অষ্টাদশ শতকে স্পেন, পর্তুগাল, ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলো যখন আমেরিকা ও আফ্রিকায় উপনিবেশ স্থাপন করেছিল, তখন এসব অঞ্চলকে ‘নতুন বিশ্ব’ বলা হতো।
২১। ভারতে ফরাসি বাণিজ্যকুঠিগুলো কোথায় ছিল?
উত্তর: চন্দননগর, পুদুচেরি (পন্ডিচেরি) এবং মাহে।
২২। ভৌগোলিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
উত্তর: সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড ও ফ্রান্সসহ শক্তিধর দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে নিজেদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। এই সাম্রাজ্যবাদকে ভৌগোলিক সাম্রাজ্যবাদ বলা হয়।
২৩। নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলে?
উত্তর: ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে।
২৪। মনরো নীতি প্রণয়ন করে কোন দেশ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
২৫। কবে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুক্তিদ্বার নীতি ঘোষণা করেন?
উত্তর: মার্কিন পররাষ্ট্র সচিব জন হে।
২৬। সাধু দালাল কাকে বলা হত?
উত্তর: জার্মানির চান্সেলর বিসমার্ককে।
২৭। বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: চুঁচুড়ায়।
২৮। ইনকা সভ্যতাকে কে ধ্বংস করেন?
উত্তর: স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো।
২৯। নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
উত্তর: আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি, অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও, সুকৌশলে সেই সমস্ত দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে যে নতুন কৌশল প্রয়োগ করে, তাকে নয়া সাম্রাজ্যবাদ বলে।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
তৃতীয় অধ্যায়
১। কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: বড়লাট লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
২। কে কবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন?
উত্তর: রবার্ট ক্লাইভ ১৭৬৫ খ্রিস্টাব্দে।
৩। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।
৪। একসালা বন্দোবস্ত ও পাচশালা বন্দোবস্ত কে চালু করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিং।
৫। রায়তায়ী বন্দোবস্ত কোথায়, কে ও কবে চালু করেন?
উত্তর: দক্ষিণ ভারতে, টমাস মনরো ১৮২০ খ্রিস্টাব্দে।
৬। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে, ১৭ নম্বর রেগুলেশনের মাধ্যমে।
৭। বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮০২ খ্রিস্টাব্দে, লর্ড অয়েলের ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে।
৮। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: স্যার এলিজা ইম্পে।
৯। সম্পদের বহিগমন বলতে কী বোঝো?
উত্তর: পলাশীর যুদ্ধের জয়ের পর, কোম্পানি বাংলার ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোন প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান করেছিল; ঐতিহাসিকদের মতে, এই ঘটনাটিকে সম্পদের বহিগমন বলা হয়।
১০। অবশিল্পায়ন বলতে কী বোঝো?
উত্তর: ব্রিটিশ শাসনকালে, ভারতের বাজারগুলো ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ভরপুর হয়ে যাওয়ার ফলে দেশের চিরাচরিত কুঠি শিল্প ধ্বংস হয়ে যায়; এই ঘটনাটি অবশিল্পায়ন নামে পরিচিত।
১১। কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর: ১৮৪৯ খ্রিস্টাব্দে, ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহোশি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
১২। দাদন কি?
উত্তর: ‘দাদন’ কথার অর্থ অগ্রিম অর্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলির থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হতো, তাকে দাদন বলা হতো।
১৩। কোড কর্নওয়ালিস কি?
উত্তর: ভারতের বড়লাট কর্নওয়ালিস, এই দেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও গণ পদ্ধতি প্রবর্তন করেন, যা কোড কর্নওয়ালিস নামে পরিচিত।
১৪। গ্যারান্টি ব্যবস্থা কি?
উত্তর: ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহিত করার উদ্দেশ্যে, ব্রিটিশ সরকার তাদের বিনামূল্যে জমিদান ও বার্ষিক বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদানের নিশ্চয়তা দেয়; এই পদ্ধতিটিকে গ্যারান্টি ব্যবস্থা বলা হয়।
১৫। ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনে।
১৬। সূর্যাস্ত আইন কি?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে, প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তাদের নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেবে; এই বিধিকে সূর্যাস্ত আইন বলা হয়।
১৭। পত্তনী প্রথা কি?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর, অনেক জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারির অংশ ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনী প্রদান করতেন; এই ব্যবস্থাটিকে পত্তনী প্রধান নামে পরিচিত।
HS History Suggestion 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
চতুর্থ অধ্যায়
১। ভারতে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
২। কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং।
৩। কবে কাদের মধ্যে পুনঃচুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকর এর মধ্যে।
৪। তিন আইন কী?
উত্তর: ব্রিটিশ সরকার বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা ও অসবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করার জন্য ১৮৭২ খ্রিস্টাব্দে একটি আইন পাস করে; এই আইনকেই তিন আইন বলা হয়।
৫। চুইয়ে পড়া নীতি কী?
উত্তর: ভারতের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রচার ঘটলে, তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে—মেকলের পরিকল্পিত এই নীতিটিকে চুইয়ে পড়া নীতি বলা হয়।
৬। আলেকজান্ডার ডাফ কে ছিলেন?
উত্তর: আলেকজান্ডার ডাফ একজন কটিস মিশনারি ছিলেন। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন।
৭। কবে কার উদ্যোগে বারানসি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৭৯২ খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের নেতৃত্বে।
৮। উডের ডেসপ্যাচ কী?
উত্তর: ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামার ভিত্তিতেই আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল।
৯। ব্রাহ্ম সভা কে কবে প্রতিষ্ঠা করে?
উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
১০। রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লিখ।
উত্তর: সাম্বাদ কাউবাদী ও মিরাত-উল-আকবর।
১১। নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো?
উত্তর: পূর্বে সমাজে বহু কুসংস্কার প্রচলিত ছিল। দিরোজিও ও তার অনুগামীরা এই কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভীতি নাড়িয়ে দিয়েছিলেন। তাদের এই আন্দোলনকে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হত, এবং সেই আন্দোলনকে নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত।
১২। স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লিখ।
উত্তর: পরিব্রাজক ও বর্তমান ভারত।
১৩। কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।
১৪। আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দে।
১৫। মেকলে মিনিট কী?
উত্তর: বোর্ড অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি ১৮৩৫ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রচারের জন্য একটি প্রতিবেদন বা মিনিট পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত।
১৬। চার্লস উড কে ছিলেন?
উত্তর: চার্লস উড ছিলেন ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি এদেশে সরকারি শিক্ষানীতির ওপর উডের ডেসপ্যাচ নামে একটি পরিকল্পনা পেশ করেন।
১৭। দলিত কাদের বলা হত?
উত্তর: ভারতের ব্রাহ্মণসহ উচ্চবর্ণের শোষণে শুষিত মাহার, চামার, হরিজন, নাদার প্রভৃতি নিম্নবর্গের লোকদের দলিত বলা হত।
১৮। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লিখ।
উত্তর: বেঞ্চমিন ব্রাডলি ও ফিলিপ স্টপ।
১৯। ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝো?
উত্তর: বিংশ শতকের শুরুতেই, দক্ষিণ ভারতের ভাইকমে এক মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ করা ছিল। নিম্নবর্ণের মানুষের সুবিধার্থে এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ন গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।
২০। শত দিবসের সংস্কার কী?
উত্তর: চীনা সম্রাট, তাঁর দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন, যার কার্যক্রম একশ দিন ধরে চলার ফলে একে শত দিবসের সংস্কার বলা হয়।