Past Indefinite Tense in Bengali // বাংলায় Past Indefinite Tense কাকে বলে, উদাহরণ

এখানে Past Indefinite Tense in Bengali // বাংলায় Past Indefinite Tense কাকে বলে, উদাহরণসহ আলোচনা করা হলো।

Past Indefinite Tense in Bengali

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

আমি কাজটি করেছিলাম।
সে বাজারে গিয়েছিল।
ভাই গ্লাসটি ভাঙেনি।

উপরের বাক্যগুলির ক্রিয়া ( করেছিলাম, গিয়েছিল, ভাঙেনি ) অতীতকালে শেষ হওয়া কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Past Indefinite Tense.

Past Indefinite Tense কাকে বলে:

কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বোঝালে এর কালকে Past Indefinite Tense বলে।

Past Indefinite Tense চেনার নিয়ম:

বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লেন, ল, ত, ম, নি, নাই ইত্যাদি যুক্ত থাকে।

Past Indefinite Tense গঠনের নিয়ম:

Subject এর পর Verb এর Past রূপ বসে। অর্থাৎ

Subject + Verb এর Past form + others (বাক্যের বাকি অংশ)

Past Indefinite Tense এর উদাহরণ:

আমি করেছিলাম- I did.
সে বাজারে গিয়েছিল- He went to the market.
ভাই গ্লাসটি ভাঙেনি- Brother did not break the glass.

বিভিন্ন Sentence অনুযায়ী Past Indefinite Tense এর গঠন
Assertive Sentence:

Subject + Verb এর Past Form + others

উদাহরণ:

সে বিদ্যালয় গিয়েছিল – He/ She went to school.

Negative Sentence:

Subject + Did not + Verb এর Present Form + others.

আমি বিদ্যালয় যায়নি – I did not go to school.

Interrogative Sentence:

Did + Subject + Verb এর Present Form+ others.

তুমি কি বিদ্যালয় গিয়েছিলে? Did you go to school?

বিভিন্ন Situations এ Past Indefinite Tense এর ব্যবহার

(i) Short but quickly finished actions (অল্প সময় আগে সমাপ্ত হওয়া কাজ) সংক্ষিপ্ত কিন্তু দ্রুত সমাপ্ত কাজ বোঝাতে simple past বা Past Indefinite Tense ব্যবহৃত হয়।

He broke the window last night.
I met him yesterday.

(ii) সূদুর অতীতে ঘটা দীর্ঘস্থায়ী কাজ বোঝাতেও Past Indefinite Tense ব্যবহৃত হয়।

I spent my childhood in Bihar.

(iii) অতীত অভ্যাস বোঝাতে Past Indefinite Tense ব্যবহৃত হয়। এই বাক্যগুলি সাধারণতঃ ‘often’, ‘always’, ‘never’, ‘seldom’, ‘generally’, ‘usually’ ইত্যাদি adverb গ্রহণ করে। সাধারণতঃ মূল verb-এর আগে used to বা would ব্যবহার করে অতীত অভ্যাস বোঝানো হয়। would দিয়ে অতীত state বোঝানো যায় না। অতীতের state বোঝাতে হলে used to ব্যবহৃত হয়।

He used to come here everyday.
He would often go without eating.
She always carried an umbrella.
I used to have a car.

(iv) অতীতে ঘটা state verb-র ক্ষেত্রেও past indefinite ব্যবহৃত হয়।

Ashok was a great king.
Napoleon became the king.

(v) শর্তমূলক clause-এ ঘটেনি কিন্তু ঘটতে পারত এমন পরিস্থিতি বোঝাতেও past indefinite ব্যবহৃত হয়।

If he came, she would accompany him.
If Jatin worked hard, he could pass.

(vi) বিভিন্ন অনুরোধ, ইচ্ছা এবং সুপারিশ বোঝাতে past indefinite প্রায়ই ব্যবহৃত হয়। এগুলির ক্ষেত্রে past indefinite present বা future কাল উল্লেখ করে।

WISH (ইচ্ছা)
I wish I knew.

Past Indefinite Tense in Bengali
RECOMMENDATIONS (সুপারিশ)

It is time we went home.
It is time you finished the work.

POLITE REQUESTS (নম্র অনুরোধ)

Would you like me to come?
Might I see you to-morrow?

Sequence of Tenses

পরোক্ষ উক্তির ক্ষেত্রে reporting verb past indefinite হলে reported speech-র present indefinite past-এ রূপান্তরিত হয় এবং past indefinite পরিবর্তিত হয়ে past perfect হয়ে যায়।

(1) He said, ‘I like chocolate.’
(2) He said, ‘I liked chocolate.”
(3) He said that he liked chocolate.
(4) He said that he had liked chocolate.

Specialities

Past Indefinite and Present Perfect

Past indefinite অতীতের কোন ঘটনার সঙ্গে জড়িত।
Present perfect বর্তমান সম্পর্কিত অতীতের সঙ্গে জড়িত।

(1) He was in London for ten years. ( Now he is not in London.)

(2) He has been in London for ten years ( He’s still there.)

বাস্তব জীবনে ব্যবহার

(i) গল্প কথন:

One day, the Prince went out for a walk.

(ii) অতীত ঘটনা লোককে বলা

I was then in Class VI.

Read also: Present Perfect Continuous Tense in Bengali

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page