পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর ।। একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার

আমরা এই পোস্টে Class 11 এর First Semester এর জন্য বাংলা বিষয় থেকে পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব: ১

(1) পুঁইমাচা গল্পে ক্ষেন্তির বাবার নাম কি?
সহায়হরি চাটুজে / সহায়হরি মুখজে /হরিসহায় চাটুজ্জে / হরিস সহায় মুখজে

উত্তর: সহায়হরি চাটুজে

(2) সহায়হরির স্ত্রীর নাম?
রাধা / দেবীপূর্ণা / অন্নপূর্ণা / পুটি

উত্তর: অন্নপূর্ণা

(3) পুঁইমাচা গল্পটি শুরু হয়েছে যে কালের কথা দিয়ে?
বসন্তকাল / শীতকাল / গ্রীষ্মকাল / শরৎকাল

উত্তর: শীতকাল

(4) অন্নপূর্ণা মাথায় কোন তেল মাখছিল?
রেডির তেল / সর্ষের তেল / তিলের তেল / নারকেল তেল

উত্তর: নারকেল তেল

(5) অন্নপূর্ণা মাথায় তেল মাখছিল কোথায় বসে?
ঘরের মেঝেতে / উঠোনে / রান্নাঘরের দাওয়াই / বাতাবিলেবু গাছের নিচে

উত্তর: রান্নাঘরের দাওয়াই

(6) সহায়হরি মেজো মেয়ের নাম কি?
খেন্তি / পুঁটি / রাধা / অন্নপূর্ণা

উত্তর: পুঁটি

(7) সহায়হরি রস এনেছিল কার কাছ থেকে?
বিনয় খুড়ো / শচীন খুড়ো / তারক খুড়ো / অবিনাশ খুড়ো

উত্তর: তারক খুড়ো

(8) ক্ষেন্তির আসল বয়স কত?
১২ বছর / ১৩ বছর / ১৪ বছর / ১৫ বছর

উত্তর: ১৫ বছর

(9) সহায়হরি তারক খুড়োর কাছে রস আনতে গিয়েছিল ……. নিয়ে।
কাসার গ্লাস / কাসার বাটি / পাথরের বাটি / স্টিলের বাটি

উত্তর: কাঁসার বাটি

(10) ক্ষেন্তি এবং তার বোনেরা কার কাছ থেকে পুঁইশাক এনেছিল?
কালীময়ের কাছ থেকে / রামকাকার কাছ থেকে / রাইকাকার কাছ থেকে / গয়াখুড়ির কাছ থেকে

উত্তর: রাইকাকার কাছ থেকে

(11) ক্ষেন্তি ও তার বোনেরা কুচো চিংড়ি এনেছিল – কালীময়ের কাছ থেকে / রামকাকার কাছ থেকে
রাইকাকার কাছ থেকে / গয়াখুড়ির কাছ থেকে

উত্তর: গয়াখুড়ির কাছ থেকে

(12) গয়া খুরি সহায় হরির কাছে আগের মাছের দাম হিসেবে কত টাকা পেত?
দু পয়সা / তিন পয়সা / এগারো পয়সা / পঞ্চাশ পয়সা

উত্তর: দু পয়সা

(13) ক্ষেন্তির হাতের কাচের চুড়ি গুলি যে সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো ছিল তার দাম –
দুই পয়সা ডজন / তিন পয়সা ডজন / দশ পয়সা ডজন / পাঁচ পয়সা ডজন

উত্তর: দু পয়সা ডজন

(14) অন্নপূর্ণা পুঁইশাকের বড় ডাটা গুলোকে ফেলে দিতে নির্দেশ দিয়েছিল –
পুটিকে / সহায়হরিকে / ক্ষেন্তি কে / রাধী কে

উত্তর: রাধী কে

(15) কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে?
বিস্টুর ছেলে / হরির ছেলে / কালীর ছেলে / শ্রীমন্ত মজুমদারের ছেলে

উত্তর: হরির ছেলে

(16) সহায়হরির বড় মেয়ে ক্ষেন্তির বিবাহ ঠিক হয়েছিল কার সাথে?
বিস্টুর ছেলে / হরির ছেলে / কালির ছেলে / শ্রীমন্ত মজুমদারের ছেলে

উত্তর: শ্রীমন্ত মজুমদারের ছেলে

(17) শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোন গ্রামে?
মনোগ্রাম / দেবগ্রাম / মনিগা /হরিগা

উত্তর: মনিগা

(18) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে তার কুকর্মের জন্য মেরেছিল-
কর্মকার বধুর আত্মীয়রা / কুম্ভকার বধুর আত্মীয়রা / কৃষক বধুর আত্মীয়রা / চর্মকার বধুর আত্মীয়রা

উত্তর: কুম্ভকার বধুর আত্মীয়রা

(19) সহায়হরির বাড়ির উঠোনে যে গাছ আছে?
বাতাবিলেবু গাছ / চালতা গাছ / কদম গাছ / ডালিম গাছ

উত্তর: বাতাবিলেবু গাছ

(20) মুখুজ্জে বাড়ির ছোট খুকিটির নাম কি?
দুর্গা / রাধা / শ্যামা / পুটি

উত্তর: দুর্গা

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার পর্ব: ২

(21) মুখুজে বাড়িতে যাবার সময় অন্নপূর্ণা একটি লেজ ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে?
বাতাবিলেবু গাছে / আমড়া গাছে / বনচালতা গাছে
ডালিম গাছে

উত্তর: আমড়া গাছে

(22) সহায়হরি এবং ক্ষেন্তি বরজ পোতার বন থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন –
১২-১৩ সের / ২-৩ সে / ১৫ – ১৬ সের / ১৭ – ১৮ সের

উত্তর: ১৫-১৬ সের

(23) একদিন ক্ষেন্তি তার মাকে পাঁচিলের ধারে যে গাছটি দেখিয়েছিল –
পেয়ারা চারা / লেবু চারা / পাথরকুচি চারা / পুই চারা

উত্তর: পুই চারা

(24) অনেকদিন আগে সহায়হরি ক্ষেন্তির জন্য জামা এনে দিয়েছিল কোথা থেকে?
হরিপুরের রাস মালা / হরিপুরের রথের মেলা / দেবীপুরের রথের মেলা / দেবীপুরের রাস মেলা

উত্তর: হরিপুরের রাস মেলা

(25) হরিপুরের রাসের মেলা থেকে ক্ষেন্তির জন্য আনা জামাটির দাম কত?
তিন টাকা / দেড় টাকা / আড়াই টাকা / কুড়ি পয়সা

উত্তর: আড়াই টাকা

(26) রাঙা দিদিরা ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে-
হরি কাকা ও সুরেশ কাকাকে / সুরেশ কাকা এবং তিনুর বাবাকে / হরি কাকা এবং তিনু কাকাকে / কালি কাকা এবং সুরেশ কাকাকে

উত্তর: সুরেশ কাকা এবং তিনুর বাবাকে

(27) ক্ষেন্তিদের বাড়ি যেদিন জামাই এসেছিল সেদিন ক্ষেন্তি কী খেতে দিয়েছিল-
দুটো পাটিসাপটা / দুটো দুধ পুলি / দুটো তেল পিঠে
দুটো মালপোয়া

উত্তর: দুটো পাটিসাপটা

(28) ক্ষেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে?
আষাঢ় মাসে / বৈশাখ মাসে / শ্রাবণ মাসে / অগ্রহায়ণ মাসে

উত্তর: বৈশাখ মাসে

(29) ক্ষেন্তির বিবাহের পাত্রের বয়স –
৪০ এর বেশি নয় / ৩৫ এর বেশি নয় / ৩০ এর বেশি নয় / ৩২ এর বেশি নয়

উত্তর: ৪০ এর বেশি নয়

(30) ক্ষেন্তির বিবাহের পর শশুর বাড়ি যাত্রাকালে ক্ষেন্তিদের বাড়ির বাইরে বেহারা যে গাছের নিচে পালকি নামিয়েছিল –
বাতাবিলেবুর তলায় / কাঁঠাল তলায় / চালতা তলায় / আমলকি তলায়

উত্তর: আমলকি তলায়

(31) ক্ষেন্তির বালুচরে শাড়ির আঁচলটি যে ফুলের উপর লুকিয়ে পড়েছিল তার রং ছিল-
লাল / নীল / হলুদ / কমলা

উত্তর: নীল

(32) ক্ষেন্তি শশুর বাড়ি যাওয়ার সময় বলেছিল- ………. মাসেই আমাকে এনো।”
জৈষ্ঠ মাসে / আষাঢ় মাসে / শ্রাবণ মাসে / ভাদ্র মাসে

উত্তর: আষাঢ় মাসে

(33) অন্নপূর্ণা রোদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে ক্ষেন্তির কথা ভাবছিল-
ফাল্গুন চৈত্র মাসের বিকেলে / বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের বিকেলে / বৈশাখ মাসের বিকেলে / জ্যৈষ্ঠ মাসের বিকেলে

উত্তর: ফাল্গুন চৈত্র মাসের বিকেলে

(34) সহায়হরির প্রতিবেশী হলেন-
বিষ্ণু সরকার / শ্রীমন্ত মজুমদার / সুরেশ বসাক / বিষ্ণু মন্ডল

উত্তর: বিষ্ণু সরকার

(35) ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোক পন বাবদ সহায়হরির কাছে পেত-
দেড়শ টাকা /দুশো টাকা / আড়াইশো টাকা / তিনশো টাকা

উত্তর: আড়াইশো টাকা

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৩

(36) সহায়হরি ক্ষেন্তির শ্বশুরবাড়িতে ক্ষেন্তিকে দেখতে গিয়েছিল কোন মাসে?
আষাঢ় মাসে / পৌষ মাসে / ফাগুন মাসে / ভাদ্র মাসে

উত্তর: পৌষ মাসে

(37) পুঁইমাচা গল্পে উল্লিখিত সহায় হরির পূর্বপুরুষ হলেন-
পরমেশ্বর চাটুজ্জে / পরমেশ্বর মুখুজ্জে / তারকেশ্বর মুখুজ্জে / তারকেশ্বর চাটুজ্জে

উত্তর: পরমেশ্বর চাটুজ্জে

(38) ক্ষেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে?
ফাল্গুন মাসে / শ্রাবণ মাসে / কাত্তিক মাসে / চৈত্র মাসে

উত্তর: ফাল্গুন মাস

(39) সহায়হরির দূর সম্পর্কীয় বোনেটির বাড়ি কোথায়?
কালীঘাটে / টালায় / মনিগায় / তারাপীঠে

উত্তর: টালায়

(40) ক্ষেন্তির মৃত্যু হয় কোন রোগে?
প্লেগ / কলেরা / বসন্ত / অনাহারে

উত্তর: বসন্ত

(41) পুঁটি এবং রাধী দরজা খুলে পালিয়ে যেতে দেখেছিল একটি-
শেয়ালকে / বনবিড়ালকে /! বিড়ালকে / কুকুরকে

উত্তর: শেয়ালকে

(42) পুঁটি এবং রাধী প্রথম পিঠে টি ফেলছিল কোথায়?
বাতাবি লেবুর গাছের গোড়ায় / যেখান থেকে লেবু চারা টি তুলে এনেছিল সেখানে / পুঁইমাচার পাশে/ তেলাকুচো তলায়

উত্তর: যেখান থেকে লেবু চারাটি তুলে এনেছিল সেখানে

(43) “দিদি বড় ভালোবাসতো”- এখানে দিদি কি ভালোবাসতো ?
পুই শাক / কুচো চিংড়ি / পিঠে / খিচুড়ি

উত্তর: পিঠে

(44) গভীর রাতে যে পাখিটির ডাক শুনতে পেয়েছিল অন্নপূর্ণা এবং তার দুই মেয়ে-
কোকিল / লক্ষ্মী পেঁচা / বন মুরগি / কাঠঠোকরা

উত্তর: কাঠঠোকরা

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৪

(1) পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৩৩১ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রকাশিত হয়।

(2) পুঁইমাচা গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? –

উত্তর: মেঘমল্লার গল্পগ্রন্থ।

(3) পুঁইমাচা গল্পের মূল চরিত্রগুলির নাম কী? –

উত্তর:
সহায়হরি চাটুজ্জে
অন্নপূর্ণা (স্ত্রী)
ক্ষেন্তি (বড় মেয়ে)
রাধী (ছোট মেয়ে)
পুঁটি (মেজ মেয়ে)

(4) পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয়েছে কোন ঋতুতে? –

উত্তর: শীতকাল।

(5) সহায়হরি একটা বাটি কিংবা ঘটি চেয়েছিল কেন?

উত্তর: তারক খুড়ো গাছ কেটেছে রস আনতে।

(6) গল্পের শুরুতে সহায়হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল?

উত্তর: বাটি কিংবা ঘটি।

(7) শ্রী অন্নপূর্ণার মতে সহায়হরি কিভাবে দিন কাটাতো?

উত্তর: মাছ ধরে আর রস খেয়ে

(৪) “গাঁয়ে কি গুজব রঠেছে জানো” কী গুজব রটেছিল?

উত্তর: সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে।

(9) “এসব কথা হয়েছে”- কি কথা হয়েছিল? / কোথায় কি কথা হয়েছিল? –

উত্তর: চৌধুরীদের চন্ডীমন্ডপে আলোচনা হয়েছিল সহায়হরিকে এক ঘরে করে দেওয়া হবে।

(10) “অত বড় মেয়ে যার ঘরে”- মেয়ের নাম কী –

উত্তর: ক্ষেন্তি।

(11) ক্ষেন্তির বয়স কত?-

উত্তর: ১৫ বছর।

(12) পুঁই পাতায় জড়ানো দ্রব্যে কী ছিল?

উত্তর: চিংড়ি মাছ।

(13) ক্ষেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল?-

উত্তর: গয়া বুড়ির কাছ থেকে।

(14) ক্ষেন্তিকে পুঁইশাক কে দিয়েছিল?

উত্তর: রায় কাকা।

(15) গয়া বুড়ির কাছে সহায়হরির কত টাকা ধার ছিল ?

উত্তর: দুটো পয়সা বাকি ছিল।

(16) সহায়হরি কাকে অত্যন্ত ভয় করতো? –

উত্তর: স্ত্রী অন্নপূর্ণা কে।

(17) “মেয়ে মানুষের আবার অত নোলা কিসের”- কে বলেছে কথাটি?

উত্তর: অন্নপূর্ণা।

(18) “তার মনে বড় কষ্ট হইলো”- কার মনে কেন কষ্ট হয়েছিল?

উত্তর: সহায় হরির মনে কষ্ট হয়েছিল। কারণ, তার মেয়েরা অনেক সাধ করে সামান্য তুচ্ছ পুঁইশাক এনেছিল কিন্তু স্ত্রী অন্নপূর্ণা তা ফেলে দিতে বলায় সে কষ্ট পেয়েছিল।

(19) “অন্নপূর্ণার মনে পরিল”- কি মনে পড়েছিল?

উত্তর: রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত অরন্ধনের আগের দিনে বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষেন্তি অনেক যত্ন করে খেয়েছিল।

(20) কীসের উপর ক্ষেন্তির লোভ ছিল? –

উত্তর: পুঁইশাকের উপর।

(21) অন্নপূর্ণা চোখের জল লোকাতে কি করেছিল-

উত্তর: চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল।

(22) “সেদিন বৈকাল বেলা সহায়হরির ডাক পরিল” কোথায়? –

উত্তর: কালীময় চৌধুরীর চন্ডীমণ্ডপে।

(23) “হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয়”- কে? –

উত্তর: কেষ্ট মুখুয্যে।

(24) মনিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল?

উত্তর: কালীময় চৌধুরী।

(25) ক্ষেন্তির বিয়ে কার সাথে ঠিক হয়েছিল?

উত্তর: মনিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে।

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৫

(26) শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল? –

উত্তর: দুটি

(27) “কেহ কেহ বলেন যে”- কী বলে?/ “ইহা দুষ্টুপক্ষের রটনা”-কি রটনা রটেছিল?

উত্তর: কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করে, সেই টাকা শোধ দিতে পারেনি বলেই শ্রীমন্তের ছেলের সাথে ক্ষান্তির বিবাহ ঠিক করে দেয়।

(28) “সহায়হরি সে সম্বন্ধ ভাঙ্গিয়া দেন”- কেন? / সীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিবাহ ভেঙে যায় কেন-

উত্তর: শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিবাহ ঠিক হওয়ার পর সহায়হরি জানতে পারে, পাত্রটির চরিত্র ভালো নয়। ইতিপূর্বে পাত্র গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়দের হাতে মারও খেয়েছে। এ কারণেই সহায়হরি সেই বিয়ে ভেঙে দেয়।

(29) “ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁদ দিবার উদ্দেশ্যে চলিয়াছে” – কাদের কথা বলা হয়েছে? –

উত্তর: এখানে বাবা ও মেয়ে অর্থাৎ ক্ষেন্তি এবং সহায়হরির কথা বলা হয়েছে।

(30) মুখুয্যে বাড়ির ছোট খুঁকির নাম কী? –

উত্তর: দুর্গা।

(31) “অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন”- কি লক্ষ্য করেছিল? –

উত্তর: বরোজপোতার ঘন বনের মধ্যে কোথাও খুপ খুপ করে আওয়াজ হচ্ছিল। কথা শব্দে সে আওয়াজ বন্ধ হয়ে যায়।

(32) সহায়হরি যে মেটে আলু এনেছিল তার ওজন কত ছিল

উত্তর: ১৫-১৬ সের।

(33) সহায়হরি মেটে আলু কোথা থেকে এনেছিল?

উত্তর: বরোজপোতার জঙ্গল থেকে।

(34) সহায়হরিকে মেটে আলু কে দিয়েছিল বলে সে জানিয়েছিল?

উত্তর: ময়শা চৌকিদার।

(35) ক্ষেন্তি তার মাকে পাঁচিলের ধারের ছোট খোলা জমিতে কি দেখিয়েছিল?

উত্তর: পাথরকুচি ও কন্টিকারীর জঙ্গল ও তার মাঝে পুঁইশাকের চারা প্রভৃতি নিয়ে তরকারির আয়োজন।

(36) “অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন”- কেন? –

উত্তর: ক্ষেন্তি যখন অবশেষে স্বীকার করে নেয়, সে এবং তার বাবা সহায়হরি মিলে বরোজপোতার জঙ্গলে গিয়েছিল মেটে আলু চুরি করতে, এই কথা শুনেই অন্নপূর্ণা জ্বলে ওঠে।

(37) সহায়হরির কথামতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে? –

উত্তর: ১৩ বছরে

(38) “কিছুদিন নাকি শয্যাগত ছিল”- কে? কেন?

উত্তর: শ্রীমন্ত মজুমদারের ছেলে। গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়দের হাতে মার খেয়ে।

(39) “ফাঁসি হইয়া যাওয়া আসামির মত। ঝুলিয়া রহিয়াছে”- রহিয়াছে’- কি? কি? –

উত্তর: পুইশাকের পুইশাকের চারা।

(40) “জামার ইতিহাস নিম্নলিখিত রূপ” – জামার ইতিহাস কী?

উত্তর: হরিপুরের রাশের মেলা থেকে সহায়হরি কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি এনেছিল তার বড় মেয়ে ক্ষেন্তির জন্য।

(41) “ক্ষেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই”-কে, কেন কিন্তু সাহায্য নেয়নি?-

উত্তর: পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানানোর সময় ক্ষেন্তির মা অন্নপূর্ণা তার সাহায্য নিতে চায়নি কারণ, ক্ষোন্তি বনে-বাদারে ঘুরে বেড়ায়, তার কাপড় শাস্ত্র-সম্মতসূচি নয়।

(42) ক্ষেন্তির কালো সার্জের জামাটি কোথায় থাকতো?

উত্তর: তার ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে।

(43) অন্নপূর্ণা ক্ষেন্তির জন্য নারকেলের মালাতে। তে কি রেখেছিল কি রেখেছিল?

উত্তর: পাটিসাপটার জন্য। মিশ্রিত গোলা।

(44) ক্ষেন্তির মা অন্নপূর্ণা পাটিসাপটাতে ক্ষীরের বদলে কী দিয়েছিল?

উত্তর: নারকেল কোরা।

(45) “খেদীর ওই সব কথা”- কি কথা?

উত্তর: খেদী ক্ষেন্তিকে জানিয়েছিল ক্ষীর না-হলে ভালো পাটিসাপটা হয় না।

(46) কে অধিক মিষ্টি খাইতে পারে না? –

উত্তর: মেজ মেয়ে পুঁটি।

(47) “শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু”- কে? –

উত্তর: ক্ষেন্তি।

(48) “অন্নপূর্ণা দেখিলেন”- কি দেখলেন?

উত্তর: ক্ষেন্তি কম করে 18-19 খানা পিঠে খেয়েছে।

(49) ক্ষেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে?-

উত্তর: বৈশাখ মাসে।

(50) ক্ষেন্তির বিবাহের ঘটকালী কে করেছিল?

উত্তর: সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়।

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৬

(51) ক্ষেন্তির সাথে বিবাহ ক্ষেন্তির স্বামীর কততম বিবাহ ছিল? –

উত্তর: দ্বিতীয়।

(52) ক্ষেন্তির স্বামীর বয়স কত ছিল?

উত্তর: চল্লিশের খুব বেশি নয়।

(53) “প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছে ছিলেন না”- অনেক বেশি বলে। হ ছিলেন না”- ক্ষেন্তির বিয়েতে অন্নপূর্ণার ইচ্ছা ছিল না কেন?

উত্তর: পাত্রের বয়স অনেক বেশি বলে।

(54) ক্ষেন্তির স্বামী কীসের ব্যবসা করত?-

উত্তর: শহর অঞ্চলে সিমেন্ট, চুন, ইটের ব্যবসা করতো।

(55) ক্ষেন্তির বিয়েতে অন্নপূর্ণা প্রথমে রাজি না-হলেও শেষে রাজি হয়েছিলেন কেন?

উত্তর: কারণ, পাত্রের অবস্থা বেশ ভালো ছিল। এরকম অবস্থা সম্পন্ন পাত্র সচরাচর পাওয়া যায় না। তাই পাত্রের বয়স বেশি হলেও অন্নপূর্ণা শেষমেষ রাজি হয়েছিল।

(56) ক্ষেন্তি তাকে কোন মাসে আনার কথা বলেছিল?

উত্তর: বিবাহের দুমাস পর অর্থাৎ আষাঢ় মাসে।

(57) “তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক- তবে তো…”- কথাটি কে বলেছিল? –

উত্তর: ও পাড়ার ঠানদিদি।

(58) ক্ষেন্তির মৃত্যু হয়েছিল কোন রোগে?

উত্তর: বসন্ত রোগে।

(59) সহায়হরি ক্ষেন্তির মৃত্যুর কারণ নিয়ে কার সাথে গল্প করছিল

উত্তর: প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে।

(60) “মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না”- ক্ষেন্তির শ্বশুরবাড়ি থেকে মেয়ে পাঠানো হয়নি কেন? –

উত্তর: বিয়ের পণের আড়াইশো মতো টাকা বাকি ছিল বলে ক্ষেন্তিকে শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি।

(61) সহায়হরি তার মেয়েকে কোন মাসে দেখতে গিয়েছিল? পৌষ মাসে। গিয়েছিল ? –

উত্তর: পৌষ মাসে।

(62) সহায়হরির পূর্বপুরুষের নাম কি?

উত্তর: পরমেশ্বর চাটুজ্জে।

(63) কার নামে নীলকুঠি আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত?

উত্তর: সহায়হরির পূর্বপুরুষ পরমেশ্বর চাটুজ্জের নামে।

(64) সহায়হরি, তার মেয়েকে শেষ কবে দেখেছিল ?

উত্তর: বিয়ের ৯ মাস পর, পৌষ মাসে।

(65) ক্ষেন্তির মৃত্যু হয় কোন মাসে?

উত্তর: ফাল্গুন মাসে বসন্ত রোগে ক্ষেন্তির মৃত্যু হয়।

(66) ক্ষেন্তির বসন্ত হলে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে কোথায় দিয়ে এসেছিল?

উত্তর: টালায় সহায়হরির এক দূর সম্পর্কের বোন-এর কাছে।

(67) “তারই ওখানে ফেলে রেখে গেল”- কাকে, কোথায় ফেলে রেখে গিয়েছিল?

উত্তর: ফাল্গুন মাসে ক্ষেন্তি বসন্ত রোগে আক্রান্ত হলে তার শ্বশুরবাড়ির লোকজন রোগগ্রস্ত ক্ষেন্তিকে টালায় সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে ফেলে রেখে গিয়েছিল।

(68) প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিয়ে এসেছিল? –

উত্তর: ষাঁড়া ষষ্ঠীকে।

(69) “সুপুষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর”- কী প্রসঙ্গে বলা হয়েছে? –

উত্তর: সতেজ পুঁই গাছ প্রসঙ্গে।

(70) “সেই লোভী মেয়েটির স্মৃতি”- স্মৃতিটি কি?

উত্তর: ক্ষেন্তির স্মৃতি, তার সাধের পোঁতা পুঁই গাছ।

আরও দেখো:

Class 11 First Semester English MCQ

1 thought on “পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর ।। একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার”

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page