সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর // ক্লাস 11 বাংলা প্রথম সেমেস্টার

এই পোস্ট ক্লাস 11 এর প্রথম সেমেস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হলো।

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ১

(১) জেন্দা কি?
কাব্যগ্রন্থ / নাট্যশাস্ত্র / নীতি শাস্ত্র /ভাষা

উত্তর: ভাষা

(২) কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন?
১৮৯৯ / ১৯১৮ / ১৯২৯ / ১৯০৫

উত্তর: ১৮৯৯

(৩) জীবন বন্দনা নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা?
চক্রবাক / সন্ধ্যা / অগ্নিবীণা / বিষের বাঁশি

উত্তর: সন্ধ্যা

(৪) সাম্যবাদী, এই পৃথিবীতে এক স্থান আছে ও ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা গুলি যথাক্রমে কোন কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত/ গদ্যছন্দ ,অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত / মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত ও গদ্য ছন্দ / মাত্রাবৃত্ত স্বরবৃত্ত অক্ষরবৃত্ত

উত্তর: গদ্যছন্দ, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত

(৫) কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিজের কোন তথ্যটি সঠিক?
অগ্নিবীণা: ১৯২২ / চক্রবাক: ১৯২৯ / সাম্যবাদী: ১৯২৫ / বিষের বাঁশি : ১৯৪২

উত্তর: সাম্যবাদী: ১৯২৫

(৬) বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
শনিবারের চিঠি / সওগাত / বিজলী / নবযুগ
উত্তর: বিজলী

(৭) সম্প্রতি নজরুল ইনস্টিটিউট থেকে কত খন্ডে নজরুল রচনাবলীর প্রকাশিত হয়?
১৭ / ১৮/ ১৫ / ১২

উত্তর: ১২

(৮) কাজী নজরুল ইসলামের গল্প কোনটি?
পদ্মপুরাণ / পদ্মাবতী / পদ্মা গোখরো / পদ্মরাগ

উত্তর: পদ্মাগোখরো

(৯) জরথুস্ত্রবাদের ধর্মগ্রন্থ জেন্দা আবেস্তা এখানে জেন্দা শব্দের অর্থ কি?
ধর্ম / সংস্কৃতি / নিগোষ্ঠী / ভাষা

উত্তর: ভাষা

(১০) অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?
প্রলয় উল্লাস / ধুমকেতু / বিদ্রোহী / অগ্রপথিক

উত্তর: প্রলয় উল্লাস

(১১) সাম্যবাদী কবিতায় উল্লেখিত বাঁশির কিশোর কে?
বিষ্ণু/ কৃষ্ণ / শিব / কার্তিকের

উত্তর: কৃষ্ণ

(১২) কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন –
কলকাতায় / ঢাকায় / কুমিল্লায় / আসানসোলে

উত্তর: ঢাকায়

(১৩) সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কি নেওয়ার কথা বলেছেন?
মালপত্র / পাথর / কেতাব / চেতনা

উত্তর: কেতাব

(১৪) কোনটি কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ নয়?
শিউলি মালা / কুহেলিকা / ব্যথার দান / রিক্তের বেদন

উত্তর: কুহেলিকা

(১৫) কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি?
১৮৬১ – ১৯৪১ /১৮৫৬ – ১৯৩৭ /১৮৮৯- ১৯৭৬ / ১৮৯৯ – ১৯৭৬

উত্তর: ১৮৯৯ – ১৯৭৬

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ২

(১৬) নজরুলের গল্পগ্রন্থ কোনটি?
কুহেলিকা / শিউলিমালা / বাঁধন হারা / মৃত্যুক্ষুধা

উত্তর: শিউলিমালা

(১৭) সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত / অক্ষরবৃত্ত / মাত্রাবৃত্ত / পয়ারছন্দ

উত্তর:

(১৮) তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কবিতাশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
ঐকতান / জীবনন্দনা / মানব বন্দনা / সাম্যবাদী

উত্তর: সাম্যবাদী

(১৯) কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম-
প্রগতি, কবিতা / গনকন্ঠ ,শিখা / নবযুগ, ধূমকেত /সওগাত, সমকাল

উত্তর: নবযুগ, ধুমকেতু

(২০) নজরুলের কবিতায় বর্ণিত সাক্ষ্যমুনি কে?
গুরুনানক/ গৌতম বুদ্ধ / মহাবীর / যীশু খ্রীষ্ট

উত্তর: গৌতম বুদ্ধ

(২১) কাশি,মথুরা, বৃন্দাবন – শব্দগুলো কোন রচনায় উল্লেখ আছে ?
বিভীষণের প্রতি মেঘনাদ / সাম্যবাদী / বিড়াল / মহাজাগতিক কিউরেটর

উত্তর: সাম্যবাদী

(২২) চার্বাক কে ছিলেন?
পাসি দার্শনিক / ভাববাদী দ / বস্তুবাদী দার্শনিক / চীনা দার্শনিক

উত্তর: বস্তুবাদী দার্শনিক

(২৩) কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
প্রলয়উল্লাস/ আমি অনাহারি/. মরুভাস্কর/ সন্ধ্যা

উত্তর: আমি অনাহারি

(২৪) আবেস্তা গ্রন্থ কোন ভাষায় রচিত?
সংস্কৃত / গথিক / লাথিন / জেন্দা

উত্তর: জেন্দা

(২৫) মসজিদ এই মন্দির এই, গির্জা …..”সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে বসবে-
দেবালয়/ এই হৃদয় / আনন্দময় / ভুবনময়

উত্তর: এই হৃদয়

(২৬) সাম্যবাদী কবিতায় সাম্যর ভিত্তি কি?
মানবতন্ত্র/ সমাজতন্ত্র / গণতন্ত্র / নাস্তিক্যবাদ

উত্তর: মানবতন্ত্র

(২৭) কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়?
১৯২০ সাল / ১৯২১ সাল / ১৯২৩ সাল / ১৯২২ সাল

উত্তর: ১৯২১ সাল

(২৮) রবীন্দ্রনাথ কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেন?
বিসর্জন / ডাকঘর / অচলায়তন/ বসন্ত

উত্তর: বসন্ত

(২৯) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
পবিত্র কুরআন শরীফ / পবিত্র বাইবেল / পবিত্র ইঞ্জিল / গীতা

উত্তর: পবিত্র কুরআন শরীফ

(৩০) জেন্দা কি?
ভাষা / জাতি / গ্রন্থ / গুষ্টি

উত্তর: ভাষা

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৩

(৩১) কোন পংক্তি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অন্তর্গত?
কে তুমি?-পার্সি ,জৈন, ইহুদী ,সাঁওতাল , ভীল, গারো/ কে তুমি?-হিন্দু, বৌদ্ধ, ইহুদি, চাক , বন , ভীল, গারো/ কে তুমি? পার্সি ,বৌদ্ধ ,ইহুদি ,সাঁওতাল, ভীল, গারো/ কে তুমি? পার্সি ,জৈন, চাক, বম, ভীল

উত্তর: কে তুমি? পার্সি , জৈন, ইহুদি, সাঁওতাল , ভীল, গারো

(৩২) মসজিদ এই, মন্দিরে এই, গির্জা এই হৃদয় – কোন কবিতার চরণ ?
ঐক্যতান / সাম্যবাদী / সেই অস্ত্র / লোক লোকান্তর

উত্তর: সাম্যবাদী

(৩৩) তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার- কোন কবিতার চরণ?
ঐক্যতান / সাম্যবাদী / সেই অস্ত্র / লোকলোকান্তর

উত্তর: সাম্যবাদী

(৩৪) সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে চলেছেন?
নিজ হৃদয়ে / বিশ্ব প্রকৃতিতে / মসজিদে মন্দিরে / গির্জায়

উত্তর: নিজ হৃদয়ে

(৩৫) নিচের কোন পংক্তি সাম্যবাদী কবিতার?
তারি তরে ভাই আমরা, গান রচে যায়, বন্দনা করি তারে/এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই / ওগো, তুমি কোথা যাও ফোন বিদেশে / এতক্ষণে অরিন্দম কলাম বিষাদে

উত্তর: এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির- কাবা নাই

(৩৬) ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি- পংক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম / রবীন্দ্রনাথ ঠাকুর / সৈয়দ শামসুর হক / সৈয়দ আলী আহসান / অতুল প্রসাদ সেন

উত্তর: কাজী নজরুল ইসলাম

(৩৭) বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ভাঙার গান / সন্ধ্যা / বিষের বাঁশি / অগ্নিবীণা

উত্তর: সন্ধ্যা

(৩৮) কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন ?
১৩০৮ / ১৫০৬ / ১৩০৬ / ১৪০৫

উত্তর: ১৩০৬

(৩৯) “ধুমকেতু” কার ছদ্মনাম?
শামসুর রহমান /জসিমউদ্দিন/ কাজী নজরুল ইসলাম / জহির রায়হান

উত্তর: কাজী নজরুল ইসলাম

(৪০) কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড ভোগ করেছিলেন?
বিদ্রোহী / কান্ডারী হুশিয়ার / আনন্দময়ীর আগমনে / অগ্রপথীক

উত্তর: আনন্দময়ীর আগমনে

(৪১) কোনটি নজরুলের প্রিয় ছন্দ?
ছয় মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ/ ছয় মাত্রার মাত্রাবৃত্ত / চার মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ / চার মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ / তিন মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ

উত্তর: ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ

(৪২) নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
অগ্নিবীণা / চক্রবাক / বিষের বাঁশি / দোলনচাঁপা

উত্তর: অগ্নিবীণা

(৪৩) কোনটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়?
রিক্তের বেদন / চক্রবাক / রক্ত করবি / ছায়ানট

উত্তর: রক্তকরবী

(৪৪) কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন?
১৯৭৫ / ১৯৭৬ / ১৯৭৭ / ১৯৭৮ / ১৯৭৯

উত্তর: ১৯৭৬

(৪৫) নিচের কোনটি নজরুলের রচনা নয়?
মরুভাস্কর/ প্রলয় শিখা /প্রলয় ক্ষুধা / রুদ্র মঙ্গল

উত্তর: প্রলয়- ক্ষুধা

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৪

(৪৬) প্রলয়উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা / দোলনচাঁপা / বিষের বাঁশি / ভাঙার গান

উত্তর: অগ্নিবীণা

(৪৭) নিচের কোন লেখক মহাকাব্য রচনা করেননি?
মধুসূদন / নবীনচন্দ্র / কায়কোবাদ / কাজী নজরুল / হেমচন্দ্র

উত্তর: কাজী নজরুল

(৪৮) দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
সাম্যবাদী / বিষের বাঁশি / সিন্ধু হিন্দোল / নতুন চাঁদ / ছায়ানট

উত্তর: সাম্যবাদী

(৪৯) সঞ্চিতা একটি –
নাটক / উপন্যাস / প্রহসন / কাব্য

উত্তর: কাব্য

(৫০) সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রনাথ দত্ত / কাজী নজরুল ইসলাম / জীবনানন্দ দাশ

উত্তর: কাজী নজরুল ইসলাম

(৫১) কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
শেষ প্রশ্ন / অগ্নিবীণা / চন্দ্রবিন্দু / কুহেলিকা

উত্তর: শেষ প্রশ্ন

(৫২) কাজী নজরুল ইসলাম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান?
১৯৭২ / ১৯৭৩ / ১৯৭৪ / ১৯৭৫

উত্তর: ১৯৭৩

(৫৩) সাম্যবাদী কবিতাটি কার রচনা?
গোলাম মোস্তফা/. কাজী নজরুল ইসলাম / শামসুর রহমান/ রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: কাজী নজরুল ইসলাম

(৫৪) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
নকশী কাঁথার মাঠ / সোনার তরী / অগ্নিবীণা / সোনালী কাবিন

উত্তর: অগ্নিবীণা

(৫৫) অগ্নিবীণা কার লেখা ?
আজি ইমদাদুল হক / জসীমউদ্দীন/ সৈয়দ শামসুল হক/ কাজী নজরুল ইসলাম

উত্তর: কাজী নজরুল ইসলাম

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৫

(1) সাম্যবাদী কবিতাটির রচয়িতা কে ?

উত্তর: কাজী নজরুল ইসলাম

(2) সাম্যবাদী কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

(3) কাজী নজরুল ইসলামের পিতার নাম কি ছিল?

উত্তর: কাজী ফকির আহমেদ

(4) কাজী নজরুল ইসলামের মায়ের নাম কি ছিল?

উত্তর: জাহিদা খাতুন

(5) কাজী নজরুল ইসলামের ভাই বোন কতজন ছিল?

উত্তর: দুই ভাই ও এক বোন

(6) কাজী নজরুল ইসলামের ভাই-বোনদের নাম কি?

উত্তর: ভাইদের নাম হল কাজী সাহেবজান এবং কাজী আলী হোসেন এবং বোনের নাম ওমা কুলশান

(7) কাজী নজরুল ইসলামের ডাকনাম কি ছিল?

উত্তর: দুঃখু মিয়া

(8) কাজী নজরুল ইসলাম কোথায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৭৭ সালের ২৪শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

(9) কাজী নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা কোথায় লাভ করেন?

উত্তর: নিজ গ্রামের মক্তব থেকে

(10) সাম্যবাদী কবিতাটির প্রথম কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে

(11) কাজী নজরুল ইসলামের পিতা কত সালে মারা যান?

উত্তর: ১৯০৮ সালে

(12) পিতার মৃত্যুর সময় কাজী নজরুলের বয়স কত ছিল?

উত্তর: দশ বছর প্রায়

(13) কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন?

উত্তর: ১৯১৭ সালে

(14) কাজী নজরুল কি হিসেবে বাঙালি পন্টনে যোগ দিন?

উত্তর: সৈনিক হিসেবে

(15) বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

(16) কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?

উত্তর: ১৯৭৬ সালে

(17) কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস হল?

উত্তর: বাঁধনহারা

(18) সাম্যবাদী কবিতায় তিনি কিসের গান গেয়েছেন?

উত্তর: সাম্যর গান

(19) কবির মতে সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় আছে?

উত্তর: মানুষের মনে

(20) কবির মতে এই হৃদয়ের চেয়ে বড় কি নেই?

উত্তর: হৃদয়ের চেয়ে বড় মন্দির নেই

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৬

(21) আরব দুলাল কাকে বলা হয়েছে?

উত্তর: হযরত মুহাম্মদ কে

(22) কোরানের সামগান কে গেয়েছেন?

উত্তর: হযরত মহম্মদ

(23) আরব দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?

উত্তর: কন্দরে বসে

(24) কোরানের সামগান কে গেয়েছেন?

উত্তর: আরব দুলাল বা হযরত মহম্মদ

(25) জেরুজালেমের বিশেষ বৈশিষ্ট্য কি?

উত্তর: এটি ইসলাম, ইহুদি ও খ্রিস্টানদের তীর্থস্থান

(26) সাম্যবাদী কবিতার মূল উদ্দেশ্য কি?

উত্তর: সব ভেদাভেদ ভুলে গিয়ে মহামানবের মিলন

(27) পণ্ডশ্রম কথাটির অর্থ কি?

উত্তর: বিফল শ্রম

(28) বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয়?

উত্তর: যুগাবতার

(29) বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারকের নাম কি?

উত্তর: গৌতম বুদ্ধ

(30) শ্রীকৃষ্ণ কোন ধর্মীয় সম্প্রদায়ের অবতার হিসেবে পরিচিত?

উত্তর: হিন্দুধর্মের অবতার

(31) শ্রীভগবতগীতা কার মুখ নিঃসৃত কাব্যগ্রন্থ?

উত্তর: শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত কাব্যগ্রন্থ

(32) সাম্যর কাছে এসে কি এক হয়ে যায়?

উত্তর: সব বাধা ব্যবধান

(33) মানুষের মধ্যে দিয়ে সকল কালের কি বয়ে চলেছে?

উত্তর: জ্ঞান

(34) কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন গ্রন্থটির নাম?

উত্তর: সঞ্চিতা

(35) পারস্য দেশের অধিবাসী কি নামে পরিচিত?

উত্তর: পার্সি

(36) মহাবীরের অনুগামীরা কি নামে পরিচিত?

উত্তর: জৈন

(37) জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: জিন

(38) কনফুসিয়াস কে ছিলেন?

উত্তর: একজন চীনা দার্শনিক

(39) চার্বাক কে?

উত্তর: একজন বস্তুবাদী নাস্তিক দার্শনিক

(40) বাইবেল কাদের ধর্মগ্রন্থ?

উত্তর: খ্রিস্ট ধর্মাবলম্বীদের।

(41) বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর: ত্রিপিটক

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৭

(42) ইসলাম ধর্মাবলম্বীদের ধর্ম গ্রন্থের নাম কি?

উত্তর: কোরান

(43) গ্রন্থ সাহেব কি?

উত্তর: শিখদের ধর্মগ্রন্থ

(44) বেদ কি?

উত্তর: হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ

(45) সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে?

উত্তর: নিজ প্রাণে

(46) সকল ধর্ম ও সকল যুগাবতার কোথায় আছেন?

উত্তর: মানুষের হৃদয়ে

(47) ঝুট শব্দটির মূল উৎস কি?

উত্তর: হিন্দি শব্দ থেকে এসেছে

(48) নীলাচল বলতে কী বোঝো?

উত্তর: জগন্নাথধাম

(49) কাশি, মথুরা, বৃন্দাবন কোন ধর্মের তীর্থস্থান?

উত্তর: হিন্দুধর্মের

(50) বুদ্ধগয়া কি জন্য বিখ্যাত?

উত্তর: বুদ্ধগয়ায় বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন

(51) মদিনা কোন শহরে অবস্থিত?

উত্তর: সৌদি আরবিয়ায়

(52) কাবা ভবন কোথায় অবস্থিত?

উত্তর: মক্কায়

(53) মন্দির মসজিদ ও গির্জার অবস্থান কোথায়?

উত্তর: মানুষের হৃদয়

(54) বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তর: শ্রীকৃষ্ণকে

(55) সাক্ষ্যমনি কে ?

উত্তর: গৌতম বুদ্ধ

(56) কে মানুষের মহাবেদনার ডাক শুনেছিলেন?

উত্তর: সাক্ষ্যমনি বা বুদ্ধদেব

(57) কোরানের সামগান কে গেয়েছিলেন?

উত্তর: হযরত মহম্মদ

(58) জেরুজালেম কোথায় অবস্থিত?

উত্তর: প্যালেস্টাইন

(59) কবির কাছে কাশি, বৃন্দাবন ,মথুরা অবস্থান কোথায়?

উত্তর: নিজ হৃদয়ে

(60) ইশা কে?

উত্তর: আদমের মাংসপিন্ডের দ্বারা নির্মিত মহিলা

(61) মুশা কে?

উত্তর: একজন সুবিখ্যাত নবী

(62) ইশা, মুসা কবির মতে কোথায় বিরাজ করে?

উত্তর: মানুষের অন্তরে

(63) কন্দর শব্দের অর্থ কি?

উত্তর: পর্বতের গুহা

(64) পারস্য অগ্নি উপাসক ধর্মগ্রন্থের ভাষার নাম কি?

উত্তর: জেন্দা

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৮

(১) ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা-

উত্তর: এগারোটি।

(২) ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের প্রকাশকাল-

উত্তর: ১৩৩২ বঙ্গাব্দ।

(৩) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়-

উত্তর: লাঙল পত্রিকায়।

(৪) ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ছাড়া আরও যে যে কাব্যগ্রন্থে স্থান পেয়েছে-

উত্তর: ‘সর্বহারা’ ও ‘সঞ্চিতা’।

(৫) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।

(৬) ‘সাম্যবাদী’ কবিতাটি পরে কোন্ কাব্যগ্রন্থে সংকলিত হয়?

উত্তর: সর্বহারা।

(৭) ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-

উত্তর: ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।

(৮) নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল-

উত্তর: বাউন্ডুলের আত্মকাহিনী।

(৯) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-

উত্তর: অগ্নিবীণা

(১০) নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম-

উত্তর: ঝিলিমিলি।

(১১) নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয়-

উত্তর: ঝিঙে ফুল।

(১২) সাম্যবাদী’ কবিতাটি প্রথম সংকলিত হয়-

উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যে।

(১৩) “সাম্যবাদী”- কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে।

(১৪) “সাম্যবাদী”- কবিতাটির পঙক্তি সংখ্যা কত?

উত্তর: বত্রিশ।

(১৫) সাম্যবাদী’ কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা কত?

উত্তর: পাঁচটি।

(১৬) সাম্যবাদী’ কবিতায় কোন কোন সংখ্যক চরণগুলি অসম্পূর্ণ ?

উত্তর: ১, ৪, ৭, ১৯, ৩১

(১৭) “গাহি সাম্যের গান”-পঙক্তির সাম্যের গান’ বলতে বোঝায়-

উত্তর: একতা বা ঐক্যের গান।

(১৮) “তোমাতে রয়েছে সকল…” শূন্যস্থান পূরণ কর?

উত্তর: “কেতাব সকল কালের জ্ঞান”।

(১৯) “দোকানে কেন এ দর-কশাকশি?”-‘দর-কশাকশি’ ব্যাপারটি আসলে-

উত্তর: মানবিকতাকে গ্রাহ্য না করে আচরণশীলতাকে শ্রেষ্ঠত্ব দান।

(২০) “সকল শাস্ত্র খুঁজে পাবে”-কোথায় সব শাস্ত্রজ্ঞানের সন্ধান মিলবে?

উত্তর: মানবহৃদয়ে।

(২১) সাম্যের গান’-এ এক হয়ে গেছে- কি এক হয়ে গেছে?

উত্তর: সব বাধা- ব্যবধান।

(২২) ‘সাম্যের গান’-এ মিশেছে- কি মিশেছে?

উত্তর: হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান।

(২৩) “কে তুমি? পার্সী? জৈন?” -তারপরের শব্দটি কী?

উত্তর: ইহুদি

(২৪) জরথুস্ট্রপন্থী যে জাতির কথা ‘সাম্যবাদী’ কবিতায় আমরা পাই-

উত্তর: পার্সি

(২৫) চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই-

উত্তর: কনফুসিয়াস্।

Class 11 First Semester Bengali সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ৯

(২৬) জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল-

উত্তর: জেন্দাবেস্তা।

(২৭) শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম-

উত্তর: গ্রন্থসাহেব।

(২৮) কোন্ ধর্মগ্রন্থটি তিন পর্যায়ে বিভক্ত?

উত্তর: ত্রিপিটক।

(২৯) “সাঁওতাল, ভীল, গারো?” -সবাই ভারতের আদিম জনগোষ্ঠী- কোন জনগোষ্ঠীর অন্তর্গত?

উত্তর: অস্ট্রিক জনগোষ্ঠীর অন্তর্গত।

(৩০) ‘কনফুসিয়াস্’ কে?

উত্তর: চৈনিক দার্শনিক ও ধর্মবেত্তা।

(৩১) ‘চার্বাক-চেলা’ শব্দবন্ধের ‘চার্বাক’ কে?

উত্তর: বস্তুবাদী দার্শনিক।

(৩২) “পেটে পিঠে কাঁধে মগজে”- কী বয়ে চলেছে?

উত্তর: পুঁথি ও কেতাব ।

(৩৩) “তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার,” -‘তোমাতে’ বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তর: সমস্ত মানুষকে।

(৩৪) মানুষ দেবতা ঠাকুরকে কোথায় খোঁজে ?

উত্তর: মৃত- পুঁথি- কঙ্কালে।

(৩৫) মৃত পুঁথি কঙ্কাল বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: পুরনো ধ্যান-ধারণা।

(৩৬) “সাম্যবাদী” কবিতা অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছেন?

উত্তর: ঈসা-মুসা।

(৩৭) বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে কী বলা হয়?

উত্তর: যুগাবতার।

(৩৮) “সাম্যবাদী” কবিতায় “বিশ্ব-দেউল” বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তর: মানবহৃদয়কে।

(৩৯) “খুলে দেখো নিজ প্রাণ!” – এই কথার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চান?

উত্তর: মানুষের মধ্যে সত্যের খোঁজ।

(৪০) কবির মতে আমরা দেবতা ঠাকুরকে কোথায় খুঁজি?

উত্তর: মৃত পুঁথিঙ্কালে।

(৪১) হাসিছেন তিনি __— (শূন্য স্থান পূরণ কর):

উত্তর: অমৃত হিয়ার নিভৃত অন্তরালে।

(৪২) “অমৃত হিয়ার নিভৃত অন্তরালে”- বসে কে হেসে চলেছেন?

উত্তর: ঈশ্বর।

(৪৩) অমৃত হিয়া বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তর: মানবতা ও মনুষ্যত্ব বোধকে।

(৪৪) সকল শাস্ত্র কীভাবে খুঁজে পাওয়া যাবে?

উত্তর: মানবতাবোধের উদ্ বুদ্ধ মানবহৃদয়ে।

(৪৫) “সকল রাজমুকুট” – কোথায় লুটিয়ে পড়ে?

উত্তর: নিজের সত্যস্বরূপের কাছে।

(৪৬) হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুণ্যভূমি কোনগুলি?

উত্তর: নীলাচল, বৃন্দাবন।

(৪৭) ‘নীলাচল’ কোথায় অবস্থিত?

উত্তর: ওড়িশায়।

(৪৮) “কাশি, মথুরা, বৃন্দাবন”- এই তিন পূর্ণ্যভূমি কোথায় অবস্থিত?

উত্তর: উত্তর প্রদেশে।

(৪৯) ‘বুদ্ধগয়া’ অবস্থান কোথায়?

উত্তর: বিহারে।

(৫০) ‘জেরুজালেম’ – কোন মহাদেশে অবস্থিত

উত্তর: এশিযায়।

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ১০

(৫১) ‘মদিনা’ শহর কোথায় অবস্থিত?

উত্তর: পশ্চিম সৌদি আরবে।

(৫২) কবি মানব হৃদয়কে কী বলেছেন?

উত্তর: বিশ্বের সমস্ত পূর্ণভূমি।

(৫৩) “এইখানে বসে ঈশা মুসা পেল—“[শূন্য স্থান পূরণ কর:]-

উত্তর: সত্যের পরিচয়।

(৫৪) “কাবা- ভবন”- কথার আক্ষরিক অর্থ কী ?

উত্তর: ঈশ্বর বা আল্লাহর ঘর।

(৫৬) ইহুদিদের ধর্মবিধি কে প্রণয়ন করেন

উত্তর: মুসা অর্থাৎ মোসেস।

(৫৭) “বাঁশির কিশোর” কোথায় মহা- গীতা গিয়েছেন?

উত্তর: রণভূমে।

(৫৮) বাঁশির কিশোর কে?

উত্তর: বংশীধারী শ্রীকৃষ্ণ।

(৫৯) “এই মাঠে হলো মেষের রাখাল” – ‘মাঠ’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: এই মাঠে হলো- মানবহৃদয় ক্ষেত্র।

(৬০) “নবী” কথার অর্থ কী?

উত্তর: অবতার।

(৬১) “খোদার মিতা” কথাটির আভিধানিক অর্থ কী ?

উত্তর: ঈশ্বরের বন্ধু।

(৬২) শাক্যমুনি কে?

উত্তর: বুদ্ধদেব।

(৬৩) “এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: মানবতার নিভৃত মনভূমি।

(৬৪) মানবের মহা- বেদনার ডাক শুনে কে রাজ্য পরিত্যাগ করেন?

উত্তর: শাক্ষ্যমুনি গৌতম বুদ্ধ।

(৬৫) “মানবের মহা- বেদনা-র”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: মানুষের রোগ- শোক- মৃত্যু।

(৬৬) আরব- দুলাল কে?

উত্তর: হজরত মোহম্মদ ।

(৬৭) আরব-দুলাল কোথায় বসে কোরানের সাম-গান গাইলেন?

উত্তর: নিজের হৃদয়ের মধ্যে।

(৬৮) “বড় কোন মন্দির কাবা নাই”।- কীসের চেয়ে?

উত্তর: মানব হৃদয়ের চেয়ে

(৬৯) কাবা কোথায় অবস্থিত?

উত্তর: মক্কা শহরে।

(৭০) যিশুখ্রিস্টের জন্মস্থান কোথায়

উত্তর: বেথেলেহেম।

(৭১) ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর: কোরান।

(৭২) “সাম্যবাদী” কবিতা অনুসারে পথে কী ফুটে থাকার কথা বলা হয়েছে?

উত্তর: তাজা ফুল।

(৭৩) বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেন?

উত্তর: বুদ্ধ-গয়া।

(৭৪) সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল-

উত্তর: হৃদয়ে

(৭৫) সাম্যবাদী’ কবিতা অনুসারে কোরানের সাম গান কে গেয়েছেন?

উত্তর: আরব-দুলাল।

ক্লাস XI ফার্স্ট সেমেস্টার বাংলা সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর পর্ব: ১১

(৭৬) মানুষ দেবতা-ঠাকুরকে কোথায় খোঁজে বলে ‘সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন?

উত্তর: মৃত-পুথি-কঙ্কালে।

(৭৭) সাম্যবাদী’ কবিতা অনুসারে কোন মুনি রাজ্য ত্যাগ করেন?

উত্তর: শাক্যমুনি।

(৭৮) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কে?

উত্তর: নবিরা

(৭৯) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা কে গায়েছেন?

উত্তর: বাঁশির কিশোর

(৮০) “সাম্যবাদী” কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল-

উত্তর: হৃদয়।

(৮১) ‘গাহি সাম্যের গান- এখানে ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে-

উত্তর: সমতার কথা।

(৮২) বৌদ্ধধর্মের প্রবক্তা কে?

উত্তর: গৌতম বুদ্ধ।

(৮৪) পার্সি ধর্মের লোকেরা কাকে ধর্মগুরু বলে মানে করেন?

উত্তর: জরথুস্ট্র

(৮৬) ইহুদিরা কোন্ দেশের নাগরিক?

উত্তর: প্রাচীন জুডিয়া

(৮৭) সাম্যবাদী’ কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিল?

উত্তর: রাজ্য মানবের বেদনার ডাক শুনে।

(৮৮) সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন?

উত্তর: যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা-বিবাদ করে।

(৮৯) ‘সাম্যবাদী’ কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন?

উত্তর: জাতি-ধর্ম-বর্ণের বৈষম্যহীন সমাজ।

(৯০) নবী কী শব্দ?

উত্তর: আরবি।

(৯১) মুসা কে ?

উত্তর: ইহুদিদের ধর্ম প্রচারক মোজেস।

(৯২) ঈসা কে?

উত্তর: ঈশ্বরপুত্র রূপে কথিত জিশু খ্রিস্ট।

(৯৩) ঈসা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: হিব্রু “য়ীস” শব্দ থেকে এসেছে।

(৯৪) “কন্দর”- শব্দের অর্থ কী?

উত্তর: গুহা।

(৯৫) “এই খানে বসি গাহিলেন তিনি-” যা গাওয়ার কথা বলা হয়েছে-

উত্তর: কোরানের গান কবির কাছে –

(৯৬) ত্রিপিটক কোন ভাষায় লেখা ?

উত্তর: পালি।

(৯৭) ঝুট শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: হিন্দি।

(৯৮) বুদ্ধগয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে?

উত্তর: ফাল্গু।

(৯৯) কবিতায় উল্লেখিত শৈব ধর্মক্ষেত্র হল-

উত্তর: কাশী।

আরও দেখো:

১. বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর

২. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর

সাম্যবাদী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন // সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর pdf

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page