এখানে উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025 শেয়ার করা হলো। / HS Philosophy Suggestion 2025 / উচ্চ মাধ্যমিক দর্শন লাস্ট মিনিট সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025
HS Philosophy Suggestion 2025
সাজেশন: ১
অবরোহ অনুমান
দ্বিতীয় অধ্যায়: বচন
১. নিরপেক্ষ বচন বলতে কী বোঝ? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ কী? দৃষ্টান্তসহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো।
২. পদের ব্যাপ্তি বলতে কী বোঝায়? চার প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে কোন পদ ব্যাপ্ত এবং কোন পদ অব্যাপ্ত—উদাহরণসহ উল্লেখ করো। পদের ব্যাপ্তি সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী?
তৃতীয় অধ্যায়: বচনের বিরোধিতা ও বিরূপতা
৩. ‘বচনের বিরূপতা’ বলতে কী বোঝ? বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা ও উদাহরণ দাও। এর বৈশিষ্ট্য বা শর্তগুলি লেখো।
৪. বচনের বিরোধিতা কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা দাও।
৫. বচনের বিরোধিতা বলতে কী বোঝ? বিরোধিতার শর্তগুলি কী কী?
চতুর্থ অধ্যায়: অমাধ্যম অনুমান
৭. দৃষ্টান্তসহ মাধ্যমে ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝ? এই প্রকার আবর্তন কি বৈধ?
৮. আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো। ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোনো ক্ষেত্রে কি ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব? আলোচনা করো।
৯. বিবর্তন কাকে বলে? উদাহরণসহ বিবর্তনের গুণ ও পরিমাণের দুটি নিয়ম উল্লেখ করো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়?
অতিরিক্ত প্রশ্ন:
(১) বস্তুগত বিবর্তন কি সম্ভব? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
(২) আবর্তন কাকে বলে? উদাহরণসহ আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো।
পঞ্চম অধ্যায়: নিরপেক্ষ ন্যায়
নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো:
১০. কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ, এবং সকল সত্যবাদী ব্যক্তি শ্রদ্ধেয়। সুতরাং, সকল শ্রদ্ধেয় ব্যক্তিই সৎ।
১১. সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ।
১২. কোনো কবি অমর নয়, যেহেতু যে-কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়।
১৩. সে অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং অসৎ লোকেরাই ভীরু।
১৪. কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়। সুতরাং, দুবাই কলকাতার অন্তর্গত নয়।
প্রমাণ করো:
১৫. A বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ সিদ্ধান্ত হতে পারে।
১৬. O বচন চতুর্থ সংস্থানের যুক্তিবাক্য হতে পারে না।
১৭. দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
১৮. তৃতীয় সংস্থানের সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে।
১৯. বৈধ নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সংস্থানে প্রধান আশ্রয়বাক্যটি অবশ্যই সামান্য বচন হবে।
সংক্ষিপ্ত টীকা লেখো:
২০. অবৈধ পক্ষ দোষ।
২১. অব্যাপ্য হেতু দোষ।
২২. চতুষ্পদঘটিত দোষ।
২৩. নিরপেক্ষ ন্যায়।
২৪. নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
২৫. অবৈধ সামান্যীকরণ দোষ।
২৬. মন্দ উপমা চুক্তি।
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025
HS Philosophy Suggestion 2025
সাজেশন: ২
বিভাগ: নিরপেক্ষ বচন ও যুক্তি
১। নিরপেক্ষ বচন কাকে বলে? উদাহরণসহ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো।
২। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ কী? উদাহরণসহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো।
৩। পদের ব্যাপ্তি বলতে কী বোঝায়? পদের ব্যাপ্তি সংক্রান্ত সাধারণ নিয়ম উল্লেখ করো।
৪। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও।
৫। বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শর্ত ও প্রকারভেদ ব্যাখ্যা করো।
বিভাগ: আবর্তন ও বিবর্তন
৬। আবর্তন কাকে বলে? সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো।
৭। ‘০’ বচনের আবর্তন সম্ভব নয় কেন?
৮। বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো।
বিভাগ: মিলের পদ্ধতি ও অনুমান
৯। মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো।
সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
১০। অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি কাকে বলে?
১১। সভায়-ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো।
বিভাগ: যুক্তি বিশ্লেষণ
১২। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যুক্তির আকারে রূপান্তর করো ও তাদের মূর্তি ও বৈধতা বিচার করো:
i) রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কারণ তিনি কবি এবং সব কবিরাই দার্শনিক।
ii) সমস্ত অসৎ লোকই ভীরু। তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন।
iii) কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়। সুতরাং, দুবাই কলকাতার অন্তর্গত নয়।
বিভাগ: হেতুর দোষ ও উপমা যুক্তি
১৩। নিম্নলিখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত টীকা লেখো:
i) মন্দ উপমা যুক্তি
ii) সহকারণকে কারণ বা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ
iii) অবৈধ সামান্যীকরণ দোষ
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025
HS Philosophy Suggestion 2025
সাজেশন: ৩
১। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝ?
দৃষ্টান্তসহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো।
২। পদের ব্যাপ্তি বলতে কী বোঝ?
পদের ব্যাপ্তি সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো।
৩। নিরপেক্ষ বচন কাকে বলে?
উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও।
৪। বিবর্তন কাকে বলে?
বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
৫। আবর্তন কাকে বলে?
‘০’ বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব?
আবর্তনের নিয়মগুলি লেখো। সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য লেখো।
৬। সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে?
সংক্ষিপ্ত ন্যাসের প্রকার ও উদাহরণ দাও।
৭। মিলের অন্বয়ী পদ্ধতিটি ব্যাখ্যা করো।
উদাহরণসহ মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো।
৮। অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতিটি ব্যাখ্যা করো।
৯। উদাহরণসহ মিলের সংযুক্ত পদ্ধতিটি ব্যাখ্যা করো।
১০। সংক্ষিপ্ত টীকা লেখো:
i) চতুষ্পদ ঘটিত দোষ
ii) নিরপেক্ষ ন্যায়
iii) নজ্ঞার্থক আশ্রয়কর্তৃক জনিত দোষ
iv) অবৈধ সাধ্য দোষ
v) অব্যাপ্য হেতু দোষ
vi) সহকারণকে কারণ হিসেবে গণ্য করার দোষ
vii) অপর্যবেক্ষণ দোষ
আরও দেখো: উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫