এখানে Class 11 Second Semester History Suggestion 2025 / ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৫ শেয়ার করা হলো। একাদশ শ্রেনীর ইতিহাস সাজেশন সেমিস্টার ২
Class 11 Second Semester History Suggestion 2025
ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৫
সাজেশন: ১
অধ্যায়: রাষ্ট্রের প্রকৃতি
প্রতিটি প্রশ্নের মান: ৩
১। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী?
২। ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো?
৩। ম্যান্ডারিনদের কার্যাবলি লেখো।
৪। টমাস ক্রমওয়েল কে ছিলেন?
৫। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় এবং কেন?
প্রতিটি প্রশ্নের মান: ৪
১। জিয়াউদ্দিন বারুনি তার ফতোয়া-ই-জাহান্দারী গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে কী অভিমত ব্যক্ত করেছেন?
২। অর্থশাস্ত্রে রাজার গুণাবলী সম্পর্কে যে বিবরণ দেওয়া হয়েছে, তা আলোচনা করো।
৩। মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৪। নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল?
প্রতিটি প্রশ্নের মান: ৮
১। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন, তা ব্যাখ্যা করো।
২। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সারন্ট্রাফ ও ম্যান্ডারিনদের ভূমিকা আলোচনা করো।
৩। দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? ব্যাখ্যা করো।
৪। অর্থশাস্ত্রে বর্ণিত সত্যাঙ্গ তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অধ্যায়: পরিবর্তনশীল ঐতিহ্য
প্রতিটি প্রশ্নের মান: ৩
১। ক্রুসেড বলতে কী বোঝো? ক্রুসেড নামকরণের কারণ কী?
২। রেনেসাঁ বা জাগরণ বলতে কী বোঝো?
৩। ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল?
৪। নাইনার ও অলভার কারা ছিলেন?
৫। সুফিবাদ ও তাওবাদ কী?
৬। মানবতাবাদ বলতে কী বোঝো?
প্রতিটি প্রশ্নের মান: ৪
১। ক্রুসেড বা ধর্মযুদ্ধের মূল কারণগুলি কী ছিল?
২। ক্রুসেড যুদ্ধের ফলাফলগুলি লেখো।
৩। সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো।
৪। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো।
৫। ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
৬। বাংলার সমাজ ও সংস্কৃতির ওপর শ্রীচৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনের কী প্রভাব পড়েছিল?
অধ্যায়: প্রসারিত দিগন্ত
প্রতিটি প্রশ্নের মান: ৩
১। জ্যোতিষ থেকে জ্যোতিবিদ্যার উদ্ভব কীভাবে ঘটেছিল?
২। প্রযুক্তি বিপ্লব বলতে কী বোঝো?
৩। অপরসায়ন বা অ্যালকেমি কী?
৪। কীভাবে ম্যাজিক চর্চা থেকে আধুনিক বিজ্ঞানের উদ্ভব হয়?
৫। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো?
৬। টীকা লেখো: মুদ্রণ বিপ্লব।
৭। কলম্বাস কেন বিখ্যাত?
প্রতিটি প্রশ্নের মান: ৪
১। মুদ্রণ বিপ্লব কী? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল?
২। ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান আলোচনা করো।
৩। আধুনিক জ্যোতিবিদ্যার বিকাশে কোপার্নিকাসের অবদান সংক্ষেপে আলোচনা করো।
৪। আধুনিক বিজ্ঞান চর্চা ও জ্যোতিষ বিদ্যার বিকাশে গ্যালিলিওর অবদান সংক্ষেপে আলোচনা করো।
৫। স্পেনের সামাজিক অভিযানের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
প্রতিটি প্রশ্নের মান: ৮
১। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো।
২। ইউরোপের মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো।
৩। কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
Class 11 Second Semester History Suggestion 2025
ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৫
সাজেশন: ২
প্রতিটি প্রশ্নের মান: ৩
১। ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
২। ভক্তিবাদ কী?
৩। ক্রুসেড নামকরণের কারণ কী?
৪। সফিস্ট কারা?
৫। অ্যালকেমি বা অপরসায়নবিদ্যা বলতে কী বোঝো?
৬। সুফিবাদ কাকে বলে? সুফি শব্দের অর্থ কী?
প্রতিটি প্রশ্নের মান: ৪
১। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল?
২। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
৩। মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৪। মুদ্রণ বিপ্লব কী? ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল?
৫। গ্যালিলিওর আবিষ্কারগুলি সংক্ষেপে লেখো।
৬। টীকা লেখো: লিওনার্দো দা ভিঞ্চি।
প্রতিটি প্রশ্নের মান: ৮
১। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো।
২। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
৩। কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো, তা লেখো।
৪। ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল?
Class 11 Second Semester History Suggestion 2025
ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৫
সাজেশন: ২
প্রতিটি প্রশ্নের মান: ৩
১। অর্থশাস্ত্র গ্রন্থটি কে, কবে আবিষ্কার করেন? কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজস্বব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
২। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী?
৩। ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু লেখো।
৪। ‘জিলুল্লাহ’ শব্দের অর্থ কী? জিয়াউদ্দিন বরনি রচিত দুটি গ্রন্থের নাম লেখো।
৫। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা জাহান্দারি বলতে কী বোঝো?
৬। সর্বপ্রথম খলিফার স্বীকৃতি কোন্ দিল্লির সুলতান পান? ‘খুৎবা’ ও ‘সিকা’ কী?
৭। খলিফা কারা? জিম্মি কাদের বলা হয়?
৮। জিজিয়া কর কী? জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হত এবং কে এই কর বিলোপ করেন?
৯। সিসেরো কে ছিলেন? De Officiis কার লেখা?
১০। দ্য রিপাবলিক (De Republica) গ্রন্থের রচয়িতা কে? প্রজাতান্ত্রিক রোমের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের শ্রেণিবিভাগ করো।
১১। সপ্তম হেনরি কে ছিলেন? টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
১২। হেনরি অষ্টম কে ছিলেন? কোন্ দেশের Act of Supremacy (১৫৩৪ খ্রিস্টাব্দ) জারি করেন?
১৩। অ্যাক্ট অফ সুপ্রিমেসি কী?
প্রতিটি প্রশ্নের মান: ৪
১। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
২। মণ্ডলতত্ত্ব কী?
৩। আদর্শ রাষ্ট্র সম্পর্কে সিসেরোর মতাদর্শ কী ছিল?
৪। সপ্তাঙ্গ তত্ত্ব কী?
৫। বরনির ফতোয়া-ই-জাহান্দারি-তে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল?
৬। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো।
৭। নব্য বা নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো?
৮। ‘আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ নামে কে পরিচিত এবং কেন?
৯। বরনির মতানুযায়ী দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছিল—ব্যাখ্যা করো।
১০। কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত বলে বরনি মনে করতেন?
১১। ‘উলেমা’ কারা? ‘হিন্দুস্তানের তোতাপাখি’ কাকে বলা হয় ও কেন?
১২। গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের মতে আদর্শ রাষ্ট্রের ধারণা কেমন ছিল?
১৩। রাষ্ট্রনীতিতে সিসেরোর অবদান লেখো।
১৪। রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো।
১৫। ইস্তাপ্রথার ত্রুটিগুলি কী কী ছিল?
১৬। নতুন রাজতন্ত্রের বৈশিষ্ট্য কী এবং কেন একে ‘দহন রাজতন্ত্র’ বলা হয়?
১৭। মনসবদারি প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী কী ছিল?
প্রতিটি প্রশ্নের মান: ৮
১। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো।
২। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে লেখো।
৩। অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো।
৪। আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবসের রাষ্ট্রচিন্তার মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করো।
৫। কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বরনির ফতোয়া-ই-জাহান্দারি-তে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল?
৬। বরনির ফতোয়া-ই-জাহান্দারি-তে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কী ছিল?
৭। দিল্লি সুলতানিতে ইক্তা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো।
৮। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
৯। সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল?
১০। সংক্ষেপে লেখো: নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের ভূমিকা।
Class 11 Second Semester History Suggestion 2025
ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৫
সাজেশন: ৩
রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (মান: ৪)
১) রোমান রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি আলোচনা কর।
২) আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ কর।
৩) জাঁ বোঁদার রাষ্ট্রতত্ত্ব পর্যালোচনা কর।
৪) ইক্তা প্রথার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো।
৫) মনসবদারি প্রথার বৈশিষ্ট্য আলোচনা কর।
রচনাধর্মী প্রশ্ন (মান: ৮)
১) কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির ধারণা কী ছিল?
২) টমাস ক্রমওয়েল ও নব্য রাজতন্ত্রের উপর আলোকপাত কর। ক্রমওয়েল কোন কোন বিভাগের পুনর্গঠন করেন?
অথবা, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা কর।
৩) রুশো ও মন্তেস্কিয়োর রাষ্ট্রদর্শনের সংক্ষিপ্ত ধারণা দাও।
৪) আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন? এর গুরুত্ব কী ছিল?
সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (মান: ৪)
১) ক্রুসেডের কারণগুলি আলোচনা কর।
অথবা, ক্রুসেডের পটভূমি বর্ণনা কর।
২) ক্রুসেডের বিভিন্ন প্রভাব বা ফলাফল লেখ।
৩) কনস্টান্টিনোপলের পতনের কারণ লেখ।
অথবা, অটোমান তুর্কিদের কনস্টান্টিনোপল বিজয়ের কারণ লেখ।
৪) সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ও পতনের কারণগুলি লেখ।
৫) রেনেসাঁসের বৈশিষ্ট্য লেখ।
৬) ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর।
৭) টীকা লেখ: গুরু নানক।
৮) সুলতানি যুগের সুফিদের পরিচয় দাও।
৯) কনফুসিয়াস ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কীভাবে প্রভাব ফেলেছিলেন?
দিগন্তের প্রসার
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (মান: ৪)
১) আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় জিওরদানো ব্রুনোর অবদান লেখ।
২) ইউরোপে জ্ঞান-বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের ভূমিকা কী ছিল?
৩) ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার ভূমিকা সম্পর্কে লেখ।
রচনাধর্মী প্রশ্ন (মান: ৮)
১) ইউরোপের কৃষি বিপ্লবের কী ফলাফল লক্ষ্য করা যায়?
২) মুদ্রণ শিল্পে চীনাদের অবদান উল্লেখ কর।
৩) ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন ইউরোপীয় নাবিকদের অবদান উল্লেখ কর।
৪) স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ উল্লেখ কর এবং অভিযানের বিবরণ দাও।
আরও দেখো: ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2025