এখানে আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর / ক্লাস 12 তৃতীয় সেমিস্টার / HS Third Semester Bengali Adorini MCQ Questions Answers / আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় দ্বাদশ শ্রেণী সেমিস্টার III
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
১. “আদরিনী” ছোটগল্পটি কোন গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
(a) গল্পগুচ্ছ
(b) গল্পবলি
(c) হরেকরকম
(d) গল্পাঞ্জলি
উত্তর: (d) গল্পাঞ্জলি।
২. “আদরিনী” গল্পটিতে মোট কটি পরিচ্ছেদ আছে?
(a) পাঁচটি
(b) ছয়টি
(c) সাতটি
(d) আটটি
উত্তর: (c) সাতটি।
৩. “আদরিনী” ছোটগল্পের প্রধান চরিত্রটি কে?
(a) জয়রাম মুখোপাধ্যায়
(b) নগেন ডাক্তার
(c) কুঞ্জবিহারী বাবু
(d) নরেশচন্দ্র রায়চৌধুরী
উত্তর: (a) জয়রাম মুখোপাধ্যায়।
৪. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন কী?
(a) সিনিয়র উকিল
(b) মোক্তার
(c) ম্যাজিস্ট্রেট
(d) জমিদার
উত্তর: (b) মোক্তার।
৫. পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন কখন?
(a) সকালে
(b) দুপুরে
(c) বিকেলে
(d) রাতে
উত্তর: (c) বিকেলে।
৬. নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন, তখন জয়রাম বাবু কোথায় বসে ছিলেন?
(a) উঠোনে
(b) বৈঠকখানার বারান্দায়
(c) বাহিরে কাঠের চেয়ারে
(d) চণ্ডীমণ্ডপের বারান্দায়
উত্তর: (b) বৈঠকখানার বারান্দায়।
৭. কোথায় বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তারমশাই মহারাজা নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিলেন?
(a) পীরগঞ্জ
(b) পীরপুকুর
(c) পীরডাঙ্গা
(d) চৌধুরীপাড়া
উত্তর: (a) পীরগঞ্জ।
৮. পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মোক্তার মশাই হাতির বন্দোবস্ত করেছিলেন?
(a) ছোটবাবুর
(b) বড়বাবুর
(c) মেজবাবুর
(d) সেজবাবুর
উত্তর: (c) মেজবাবুর।
৯. পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে?
(a) রবিবার
(b) সোমবার
(c) মঙ্গলবার
(d) বুধবার
উত্তর: (b) সোমবার।
১০. মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে কোথা থেকে?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) বেনারস
(d) চন্দননগর
উত্তর: (c) বেনারস।
১১. মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা আসছে কোথা থেকে?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) বেনারস
(d) চন্দননগর
উত্তর: (a) কলকাতা।
১২. জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মোক্তার?
(a) দশ বছর
(b) পনেরো বছর
(c) তিরিশ বছর
(d) বিশ বছর
উত্তর: (d) বিশ বছর।
১৩. “অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়” – উদ্ধৃত বাক্যটি কার সম্পর্কে বলা হয়েছে?
(a) জয়রাম বাবুর
(b) নগেন ডাক্তারের
(c) নরেশচন্দ্র রায়চৌধুরীর
(d) মেজবাবুর
উত্তর: (a) জয়রাম বাবুর।
১৪. জয়রাম বাবু যদি পীরগঞ্জে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যান, তাহলে তার কাছারি কামাই হবে কোন কোন দিন?
(a) শনি-রবি
(b) রবি-সোম
(c) সোম-মঙ্গল
(d) মঙ্গল-বুধ
উত্তর: (c) সোম-মঙ্গল।
১৫. গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে সময় লাগে কয়দিন?
(a) একদিন
(b) দুইদিন
(c) তিনদিন
(d) চারদিন
উত্তর: (b) দুইদিন।
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
১৬. প্রতি সপ্তাহের কোন দিন প্রভাতে মোক্তারমশাই ঘটা করে আহ্নিক পূজা করতেন?
(a) রবিবার
(b) মঙ্গলবার
(c) বৃহস্পতিবার
(d) শনিবার
উত্তর: (a) রবিবার।
১৭. মোক্তারমশাই রবিবার যখন পূজা সমাপন করে বৈঠকখানায় এসে বসেছিলেন, তখন ক’টা বাজে?
(a) সকাল নয়টা
(b) সকাল সাড়ে নয়টা
(c) সকাল দশটা
(d) সকাল সাড়ে আটটা
উত্তর: (a) সকাল নয়টা।
১৮. জয়রাম বাবু একটি হাতি প্রার্থনা করে কাকে পত্র লিখেছিলেন?
(a) উমাচরণ রায়চৌধুরীকে
(b) নরেশচন্দ্র রায়চৌধুরীকে
(c) দীনেশচন্দ্র রায়চৌধুরীকে
(d) কুঞ্জবিহারী রায়চৌধুরীকে
উত্তর: (b) নরেশচন্দ্র রায়চৌধুরীকে।
১৯. পরে মোক্তারমশাই কত দিনের জন্য হাতিটি প্রার্থনা করেছিলেন?
(a) একদিন
(b) দুই-এক দিন
(c) দুই-তিন দিন
(d) চারদিন
উত্তর: (c) দুই-তিন দিন।
২০. জয়রাম বাবুর বয়স কত পার হয়েছে?
(a) ৫০ বছর
(b) ৫২ বছর
(c) ৫৫ বছর
(d) ৬০ বছর
উত্তর: (a) ৫০ বছর।
২১. নিচে মোক্তার মশাইয়ের চেহারার কয়েকটি বর্ণনা দেওয়া হল, বর্ণনাগুলোর মধ্যে কোনটি ভুল?
(a) লম্বা ছাদের মানুষ
(b) চোখগুলি বড় বড়
(c) মাথার সামনের ভাগে টাক
(d) মুখে পাকা গোঁফ
উত্তর: (d) মুখে পাকা গোঁফ।
২২. জয়রাম বাবুর আদি বাড়ি কোথায় ছিল?
(a) ফরিদপুর জেলা
(b) যশোহর জেলা
(c) চট্টগ্রাম জেলা
(d) ঢাকা জেলা
উত্তর: (b) যশোহর জেলা।
২৩. জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে এসেছিলেন, তখন তার সাথে কী ছিল?
(a) একটি ক্যাম্পিসের ব্যাগ এবং ১০০ টাকা
(b) একটি ক্যাম্পিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি
(c) একটি ছাতা এবং একটি পিতলের ঘটি
(d) একটি ক্যাম্পিসের ব্যাগ ও ছাতা
উত্তর: (b) একটি ক্যাম্পিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি।
২৪. মোক্তার বাবু এদেশে এসে যে বাসায় উঠেছিলেন, তার মাসিক ভাড়া কত ছিল?
(a) এক টাকা
(b) পাঁচ সিকা
(c) তেরো সিকা
(d) পনেরো সিকা
উত্তর: (c) তেরো সিকা।
২৫. মোক্তার মশাই তার মঙ্গলা গায়ের এরে বাছুটির নামকরণ করেছিলেন কার নামে?
(a) জুনিয়র উকিলের নামে
(b) ম্যাজিস্ট্রেটের নামে
(c) জজ সাহেবের নামে
(d) ডেপুটির নামে
উত্তর: (d) ডেপুটির নামে।
২৬. আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল?
(a) দুই টাকা
(b) পাঁচ টাকা
(c) সাত টাকা
(d) দশ টাকা
উত্তর: (b) পাঁচ টাকা।
২৭. মুক্তার মশাই কত টাকা ব্যয় করে ৫ টাকা জরিমানার হুমকিটি হাইকোর্টে গিয়ে রথ করেন?
(a) এক হাজার টাকা
(b) ১৫০০ টাকা
(c) ১৭০০ টাকা
(d) ২০০০ টাকা
উত্তর: (c) ১৭০০ টাকা।
২৮. জয়রাম বাবু অকাতরে …. করেন।
(a) অন্ন দান
(b) বস্ত্র দান
(c) আইনি সহায়তা দান
(d) পশু সেবা
উত্তর: (a) অন্ন দান।
২৯. সপ্তাহের কোন দিন পাড়ার যুবক-বৃদ্ধরা মোক্তার বাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাস-পাশা খেলেন?
(a) শনিবার
(b) রবিবার
(c) সোমবার
(d) মঙ্গলবার
উত্তর: (b) রবিবার।
৩০. গল্পে এক জোড়া নতুন বলদ কিনেছে কে?
(a) মোক্তার মশাই
(b) ইচামুদ্দি খান
(c) ইদা মোদি শেখ
(d) ইশা খান
উত্তর: (c) ইদা মোদি শেখ।
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
৩১. বীরপুরের জমিদার কে?
(a) উমাচরণ লাহিড়ী
(b) নরেশচন্দ্র রায় চৌধুরী
(c) দীনেশচন্দ্র রায় চৌধুরী
(d) কুঞ্জবিহারী রায়চৌধুরী
উত্তর: (a) উমাচরণ লাহিড়ী।
৩২. উমাচরণ লাহিড়ীর হাতিটির নাম কী?
(a) কুঞ্জ
(b) বিনীতা
(c) আদরিনী
(d) সুন্দরী
উত্তর: (c) আদরিনী।
৩৩. “যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন”- এখানে কার কথা বলা হয়েছে?
(a) উমাচরণ লাহিড়ী
(b) নরেশচন্দ্র রায় চৌধুরী
(c) কুঞ্জবিহারী
(d) জয়রাম মোক্তার
উত্তর: (d) জয়রাম মোক্তার।
৩৪. যখন আদরিনীকে কিনে মোক্তার বাড়িতে আনা হয়েছিল, তখন কটা বাজে?
(a) সকাল ছয়টা
(b) সকাল সাতটা
(c) দুপুর দুটো
(d) বিকেল চারটে
উত্তর: (b) সকাল সাতটা।
৩৫. আদরিনী মোক্তার বাড়িতে এলে তাকে প্রথম বরণ করেছিল কে?
(a) জয়রাম বাবু নিজে
(b) কল্যাণী
(c) জয়রাম বাবুর জ্যেষ্ঠ পুত্রবধূ
(d) জয়রাম বাবুর মেজ পুত্রবধূ
উত্তর: (c) জয়রাম বাবুর জ্যেষ্ঠ পুত্রবধূ।
৩৬. নিচের কোন উদ্ধৃতিটি সঠিক?
(a) জয়রাম বাবুর মোট চারটি ছেলে
(b) মোক্তার মশায়ের ছোট ছেলে বি.এ পাশ
(c) মোক্তার মহাশয়ের বড় ছেলে বুদ্ধিমান
(d) জয়রাম বাবু বিপত্তিক
উত্তর: (d) জয়রাম বাবু বিপত্তিক।
৩৭. জয়রাম বাবুর ছোট ছেলে কোথায় পড়াশোনা করে?
(a) দিল্লিতে
(b) বিলেতে
(c) কলকাতায়
(d) পূর্ণিমায়
উত্তর: (c) কলকাতায়।
৩৮. দায়রায় যেখানেই মোকদ্দামাটি উপস্থিত হয়েছিল সেই মোকদ্দামাটি কতদিন যাবত চলেছিল?
(a) তিন দিন
(b) পাঁচ দিন
(c) ১৫ দিন
(d) ২১ দিন
উত্তর: (a) তিন দিন।
৩৯. “আদরিনী” গল্পে জয়রাম মোক্তার কর্তৃক হস্তী ভাড়ার বিজ্ঞাপনটি রয়েছে কততম পরিচ্ছেদে?
(a) তৃতীয় পরিচ্ছেদ
(b) চতুর্থ পরিচ্ছেদ
(c) পঞ্চম পরিচ্ছেদ
(d) ষষ্ঠ পরিচ্ছেদ
উত্তর: (c) পঞ্চম পরিচ্ছেদ।
৪০. জয়রাম মোক্তার বাড়ি কোন গ্রামে?
(a) মোক্তার পাড়া
(b) বীরপুর
(c) পীরগঞ্জ
(d) চৌধুরীপাড়া
উত্তর: (d) চৌধুরীপাড়া।
৪১. বিজ্ঞাপনে হস্তিনীটির ভাড়া হিসেবে চাওয়া হয়—
(a) প্রতিদিন দুই টাকা। হস্তিনির খোরাকি এক টাকা এবং মাহতের খোরাকি।
(b) প্রতিদিন তিন টাকা। হস্তিনির খোরাকি এক টাকা এবং মাহতের খোরাকি।
(c) প্রতিদিন তিন টাকা। হস্তিনির খোরাকি দুই টাকা এবং মাহতের খোরাকি এক টাকা।
(d) কেবল ৭ টাকা প্রতিদিন।
উত্তর: (b) প্রতিদিন তিন টাকা। হস্তিনির খোরাকি এক টাকা এবং মাহতের খোরাকি।
৪২. হস্তী ধার দিয়ে জয়রাম বাবুর ……. টাকার বেশি আয় হয়নি।
(a) ১৪/১৫ টাকা
(b) ১০/১৫ টাকা
(c) ১৫/২০ টাকা
(d) ২০/২৫ টাকা
উত্তর: (c) ১৫/২০ টাকা।
৪৩. মোক্তার বাড়িতে কে পীড়িত হয়েছিল, যার ওষুধের খরচ হিসেবে মোক্তার মশাইকে অনেক টাকা ব্যয় করতে হয়?
(a) জ্যেষ্ঠ পুত্র
(b) মেজ পুত্র
(c) জ্যেষ্ঠ পৌত্র
(d) কনিষ্ঠ পুত্র
উত্তর: (c) জ্যেষ্ঠ পৌত্র।
৪৪. জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পৌত্রের নাম কী?
(a) অন্নপূর্ণা
(b) কল্যাণী
(c) বিশাখা
(d) শংকরি
উত্তর: (b) কল্যাণী।
৪৫. কল্যাণীর জন্য যে পাত্রটি ঠিক হয়েছে সে …. পড়েছে।
(a) আইন
(b) আই.এ
(c) বি.এ
(d) এম.এ
উত্তর: (d) এম.এ।
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
৪৬. কল্যাণীর বয়স কত?
(a) দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে।
(b) দ্বাদশ বর্ষ অতিক্রম করেছে।
(c) একাদশ বর্ষে পদার্পণ করেছে।
(d) একাদশ বর্ষ অতিক্রম করেছে।
উত্তর: (a) দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে।
৪৭. কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা চেয়েছে?
(a) ১০০০ টাকা
(b) ২০০০ টাকা
(c) ৩০০০ টাকা
(d) ৪০০০ টাকা
উত্তর: (b) ২০০০ টাকা।
৪৮. আদরিনীকে বিক্রি করার জন্য প্রথমে যে মেলায় নিয়ে যাওয়া হয়?
(a) রসুলগঞ্জের মেলা
(b) বৈরাগী পাড়ার মেলা
(c) পীরগঞ্জের মেলা
(d) বামুনহাটের মেলা
উত্তর: (d) বামুনহাটের মেলা।
৪৯. বামুনহাটে মেলা হয়—
(a) বৈশাখ মাসে
(b) শ্রাবণ মাসে
(c) পৌষ মাসে
(d) চৈত্র মাসে
উত্তর: (d) চৈত্র মাসে।
৫০. বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে?
(a) তিন দিন
(b) সাত দিন
(c) পনেরো দিন
(d) পাঁচ দিন
উত্তর: (c) পনেরো দিন।
৫১. আদরিনীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার আগের দিন তার জন্য কত টাকার রসগোল্লা এনে রাখা হয়েছিল?
(a) এক টাকার
(b) দুই টাকার
(c) তিন টাকার
(d) চার টাকার
উত্তর: (b) দুই টাকার।
৫২. বামুনহাটের মেলা থেকে আদরিনী ফিরে আসে কবে?
(a) ১লা বৈশাখ
(b) ২য় বৈশাখ
(c) ৩য় বৈশাখ
(d) ৪ঠা বৈশাখ
উত্তর: (a) ১লা বৈশাখ।
৫৩. কল্যাণীর বিবাহের তারিখ ধার্য করা হয়েছে কবে?
(a) ১০ই জ্যৈষ্ঠ
(b) ১১ই জ্যৈষ্ঠ
(c) ১২ই জ্যৈষ্ঠ
(d) ২৪ বৈশাখ
উত্তর: (a) ১০ই জ্যৈষ্ঠ।
৫৪. আদরিনীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোন মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়?
(a) বামুনহাটের মেলা
(b) সুনামগঞ্জের মেলা
(c) রসুলগঞ্জের মেলা
(d) পীরগঞ্জের মেলা
উত্তর: (c) রসুলগঞ্জের মেলা।
৫৫. রসুলগঞ্জের মেলা বামুনহাটের মেলা থেকে …..।
(a) ১০ ক্রস উত্তরে অবস্থিত
(b) ১০ ক্রস পশ্চিমে অবস্থিত
(c) ১০ ক্রস পূর্বে অবস্থিত
(d) ১০ ক্রস দক্ষিণে অবস্থিত
উত্তর: (a) ১০ ক্রস উত্তরে অবস্থিত।
৫৬. রসুলগঞ্জের মেলাটি হয় কত দিন ধরে?
(a) ৫ দিন ব্যাপী
(b) সপ্তাহব্যাপী
(c) ১৫ দিন ব্যাপী
(d) এক মাস ব্যাপী
উত্তর: (b) সপ্তাহব্যাপী।
৫৭. আদরিনীর অসুস্থতার খবর জয়রাম বাবুর কাছে পত্র মারফত এনে দিয়েছিল একজন …..।
(a) মেসপালক
(b) চাষী
(c) পিওন
(d) জয়রাম বাবুর জ্যেষ্ঠ পুত্র
উত্তর: (b) চাষী।
৫৮. বাড়ি থেকে কত ক্রস দূরে আদরিনী অসুস্থ হয়ে পড়ে?
(a) চার ক্রস
(b) পাঁচ ক্রস
(c) সাত ক্রস
(d) আট ক্রস
উত্তর: (c) সাত ক্রস।
৫৯. আদরিনী অসুস্থ হয়ে যেখানে শুয়ে পড়েছিল—
(a) কদম বাগানে
(b) আম বাগানে
(c) লিচু বাগানে
(d) ফাঁকা মাঠে
উত্তর: (b) আম বাগানে।
৬০. আদরিনীর অসুস্থতার খবর শুনে জয়রাম বাবু সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়—
(a) সন্ধ্যা সাতটার সময়
(b) রাত্রি নটার সময়
(c) রাত্রি দশটার সময়
(d) ভোর চারটের সময়
উত্তর: (c) রাত্রি দশটার সময়।
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
৬১. আদরিনির অসুস্থতার খবর শুনে জয়রাম বাবু সে স্থানের উদ্দেশ্যে রওনা দেয়—
(a) পদব্রজে
(b) পালকি করে
(c) ঘোড়ার গাড়িতে করে
(d) গরুর গাড়িতে করে
উত্তর: (c) ঘোড়ার গাড়িতে করে।
৬২. আদরিনীর মৃত্যুর পর জয়রাম বাবু কতদিন বেঁচে ছিলেন?
(a) এক মাস
(b) দুই মাস
(c) তিন মাস
(d) চার মাস
উত্তর: (b) দুই মাস।
৬৩. কল্যাণের বিবাহ সম্পন্ন হতে মোট কত টাকার প্রয়োজন?
(a) দুই হাজার টাকা
(b) আড়াই হাজার টাকা
(c) তিন হাজার টাকা
(d) সাড়ে তিন হাজার টাকা
উত্তর: (b) আড়াই হাজার টাকা।
৬৪. ‘আদরিনী’ গল্পটির চতুর্থ পরিচ্ছেদে কত বছর পরের ঘটনা বিবৃত হয়েছে?
(a) পাঁচ বছর
(b) সাত বছর
(c) দশ বছর
(d) পনেরো বছর
উত্তর: (a) পাঁচ বছর।
৬৫. চতুর্থ পরিচ্ছেদে মোক্তার বাবুর বয়স প্রায় কত?
(a) ৫৫ বছর
(b) ৫৭ বছর
(c) ৫৮ বছর
(d) ৬০ বছর
উত্তর: (d) ৬০ বছর।
৬৬. যে সমস্ত গবাদি পশু বামুনহাটের মেলায় বিক্রি হয় না, সেগুলিকে কোন মেলায় তোলা হয়?
(a) বামুনহাটের মেলা
(b) সুনামগঞ্জের মেলা
(c) রসুলগঞ্জের মেলা
(d) পীরগঞ্জের মেলা
উত্তর: (c) রসুলগঞ্জের মেলা।
৬৭. আদরিনীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিল জয়রাম বাবুর—
(a) বিশ্বস্ত কর্মচারী
(b) কনিষ্ঠ পুত্র
(c) মধ্যম পুত্র
(d) জ্যেষ্ঠ পুত্র
উত্তর: (c) মধ্যম পুত্র।
৬৮. আদরিনীকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিল জয়রাম বাবুর—
(a) বিশ্বস্ত কর্মচারী
(b) কনিষ্ঠ পুত্র
(c) মধ্যম পুত্র
(d) জ্যেষ্ঠ পুত্র
উত্তর: (c) মধ্যম পুত্র।
৬৯. কল্যাণীর সাথে বিবাহ ঠিক হওয়া পাত্রটি কোন কলেজে পড়ে?
(a) চট্টগ্রাম কলেজ
(b) ময়মনসিংহ কলেজ
(c) ঢাকা কলেজ
(d) রাজশাহী কলেজ
উত্তর: (d) রাজশাহী কলেজ।
৭০. মহারাজা হরিশচন্দ্র রায় চৌধুরীর বৈঠকখানাটি কেমন ছিল?
(a) একতলা বিশিষ্ট
(b) দ্বিতল বিশিষ্ট
(c) ত্রিতল বিশিষ্ট
(d) চারতলা বিশিষ্ট
উত্তর: (b) দ্বিতল বিশিষ্ট।
Class 12 Semester III
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টার
আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়
জয়রাম মোক্তার
পুরো নাম – জয়রাম মুখোপাধ্যায়
পেশা – মোক্তারি
বয়স – ৫০ পার হয়েছে
আদি বাসস্থান – যশোর জেলা
বর্তমান নিবাস – চৌধুরীপাড়া
সন্তান – তিনটি ছেলে
(i) প্রথম দুটি মূর্খ – বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজ করার যোগ্য নয়
(ii) কনিষ্ঠ সন্তান কলকাতায় পড়াশোনা করে
জ্যেষ্ঠা পৌত্রী – কল্যাণী (১২ বছর বয়স, ১০ই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়েছে, পাত্র রাজশাহী কলেজে পড়াশোনা করে)
প্রকৃতি – যৌবনকালে বদরাগী মানুষ ছিলেন। প্রৌঢ় বয়সে মেজাজ রুক্ষ এবং হৃদয় কোমল ও স্নেহপ্রবণ
চেহারা:
(i) মানুষটি লম্বা ছাঁদের
(ii) গায়ের রং আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত
(iii) গোঁফগুলি মোটা মোটা – কাঁচা-পাকা মিশ্রিত
(iv) মাথার সামনে টাক আছে
(v) চোখ দুটো বড় বড় আর ভাসা ভাসা
কর্মস্থল – পীরগঞ্জের এস্টেটের বাঁধা মোক্তার
মোক্তারি ব্যবসার সূচনা – যশোর থেকে পদ্মা নদী নৌকায়, তারপর গরুর গাড়ি ও পদব্রজে মফস্বলে এসে ১৩ সিকায় বাড়িভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন
সম্বল:
(i) মোক্তারি ব্যবসার শুরুতে ছিল একটি ক্যানভাসের ব্যাগ এবং একটি ঘটি
পূজা-অর্চনা:
(i) রবিবার ঘটা করে পূজা ও আহ্নিক করেন
(ii) ৯টার সময় পূজা শেষ করে বৈঠকখানায় বসেন
অবসর – ৬০ বছর বয়সে কাজ থেকে বিরত নেন
জীবনাবসান – আদরিনীর মৃত্যুর দুই মাস পরে মারা যান
অন্যান্য চরিত্র:
(i) নগেনবাবু – পেশায় ছিলেন ডাক্তার
(ii) কুঞ্জবিহারী বাবু – পেশায় ছিলেন উকিল
(iii) উমাচরণ লাহিড়ী – বাসস্থান ছিল বীরপুর। তাঁর কাছ থেকে জয়রামবাবু ২০০০ টাকার বিনিময়ে আদরিনীকে কেনেন
(iv) কল্যাণী – জয়রামবাবুর জ্যেষ্ঠ পৌত্রী। বয়স ১২ বছর। ১০ই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়। পাত্র রাজশাহী কলেজে পড়াশোনা করে
উল্লিখিত মেলা:
(i) বামুনহাটের মেলা – চৈত্র সংক্রান্তিতে এই মেলা হয় (পনেরো দিন আগে থেকে এই মেলা শুরু হয়)
(ii) রসুলগঞ্জের মেলা – এই মেলা যাবার পথে আদরিনী মারা যায়
পীরগঞ্জের মেজোবাবুর মেয়ের বিয়ে:
(i) পীরগঞ্জের মেজোবাবুর মেয়ের বিয়েতে বেনারস থেকে বাঈ আনা হবে। কলকাতা থেকে খেমটা আনা হবে
(ii) বিয়ে বাড়ি গেলে জয়রামবাবুকে দুই দিন (সোমবার ও মঙ্গলবার) কাছারি বন্ধ রাখতে হবে
(iii) পীরগঞ্জে যেতে গরুর গাড়িতে সময় লাগবে চার দিন। দুদিন যেতে আর দুদিন আসতে
(iv) হাতি প্রার্থনা করে জয়রাম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখলেন
(v) দুই-তিন দিনের জন্য সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করেন
(vi) চিঠি নিয়ে যান এক ভৃত্য
ডেপুটির সাথে বচসা:
(i) এজলাসে ডেপুটির সাথে বচসা বাঁধে
(ii) পাঁচ টাকা জরিমানা হয়
(iii) জয়রাম ডেপুটিকে অবমাননা করে বলেছিলেন – “আমার স্ত্রী যেটুকু আইনজ্ঞান রাখেন, হুজুরের তাও নেই দেখছি”
এই কথা বলার কারণে জয়রামবাবুর জরিমানা হয়
(iv) ডেপুটির সাথে বচসা করে ফিরে জয়রাম মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরের নামকরণ করেন “ডেপুটি সাহেব”
(v) পাঁচ টাকা জরিমানা ঠেকাতে হাইকোর্ট পর্যন্ত লড়ে ১৭০০ টাকা খরচ করেন
আদরিনী প্রসঙ্গ:
(i) বীরপুরের উমাচরণ লাহিড়ীর মাদী হাতির নাম – আদরিনী
(ii) জয়রামবাবু ২০০০ টাকায় মাদী হাতি কেনেন
(iii) আদরিনীর বাড়িতে আগমন – সকাল ৭টার সময় জয়রামবাবুর বাড়িতে পদার্পণ করেন
(iv) জয়রামের জ্যেষ্ঠা পুত্রবধূ আদরিনীকে বরণ করেন
(v) রক্ষণাবেক্ষণ খরচ – মাসে ৩০-৪০ টাকা
(vi) ভাড়ার বিজ্ঞাপন – আদরিনীর ভাড়া ঠিক হয় ৩ টাকা, ১ টাকা হাতির ও মাহুতের খোরাকি
বিজ্ঞাপনের ফলে মাসিক আয় হয় ১৫-২০ টাকা
(vii) বামুনহাটের মেলা থেকে আদরিনীর ফেরা – ১লা বৈশাখ
(viii) অসুস্থ আদরিনীকে দেখতে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি ভাড়া করা হয়।
আরও দেখো: বিজ্ঞান ও কুসংস্কার রচনা