Class 9 Geography Question Second Unit Test 2024

এখানে Class 9 এর Geography (ভূগোল) Question দেওয়া হলো Second Unit Test 2024 এর জন্য।

Class 9 Geography Question Second Unit Test 2024 (নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৪ ভূগোল প্রশ্নপত্র) Set- 1

(1) বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো:

(i) ইউরোপ ও এশিয়ার সীমান্তে ইউরাল পর্বত একটি
(a) ভঙ্গিল পর্বত,
(b) স্তূপ পর্বত,
(c) সঞ্চয়জাত পর্বত,
(d) ক্ষয়জাত পর্বত।

(ii) নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয় বলে-
(a) অভিসারী পাত সীমান্ত,
(b) নিরপেক্ষ পাত সীমান্ত,
(c) প্রতিসারী পাত সীমান্ত-
কে গঠনকারী পাত সীমান্ত বলে।

(iii) কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য
(a) 6 ঘণ্টা,
(b) 12 ঘণ্টা,
(c) 24 ঘণ্টা,
(d) 30 ঘণ্টা।

(iv) 1 ঘণ্টায় পৃথিবী তার পরিধির
(a) 15°,
(b) 10°,
(c) 21°,
(d) 23°30′ দ্রাঘিমা অতিক্রম করে।

(v) গ্রানাইট টর সৃষ্টি হয়
(a) শল্কমোচন,
(b) কার্বনেশন,
(c) জলযোজন,
(d) অঙ্গারযোজন প্রক্রিয়ায়।

(vi) প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাটি হল
(a) মুর্শিদাবাদ,
(৮) মালদা,
(c) বর্ধমান,
(d) বাঁকুড়া।.

(vii) উত্তরবঙ্গের অধিকাংশ নদী
(a) নেপালে,
(b) ভুটানে,
(c) বাংলাদেশে,
(d) চিনে প্রবেশ করেছে।

(2) A. বিবৃতিগুলি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

(i) শল্কমোচনকে উপগোলাকার আবহবিকার বলা হয়।
(ii) পশ্চিমবঙ্গের মৃতপ্রায় বদ্বীপের অংশটি বাগরি অঞ্চল নামে পরিচিত।

B. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ
করো:

উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হয়_

C. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ’

(i)ভারতের প্রমাণ দ্রাঘিমা

(ii)পর্বতবেষ্টিত মালভূমি

(iii)ভুটানের প্রবেশদ্বার
খ’ স্তম্ভ

(a)বক্সা-ডুয়ার্স

(b)82°30′ পূর্ব

(c)তিব্বত মালভূমি

D. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

(i) পৃথিবীর বৃহত্তম শিল্ড কী?
(ii) চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কী বলে?

(3) নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) ভৌগোলিক জালক কাকে বলে? অথবা, সমাক্ষরেখা কাকে বলে?
(ii) মোনাডনক কাকে বলে? অথবা, পর্যায়ন কাকে বলে?
(iii) শিলায় মরচে পড়ে কেন? অথবা, এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়া কাকে বলে?
(iv) তিনবিঘা করিডর কী? অথবা, নরওয়েস্টার কী?

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়).

(i) 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে কেন? অথবা, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো।

(ii) ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ কীভাবে সৃষ্টি হয়েছে? অথবা, গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ করো।

(iii) মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। অথবা, আবহবিকারের তিনটি ফলাফল লেখো।

(iv) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর গুরুত্ব আলোচনা করো। অথবা, পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক কেন?

(5) যে-কোনো 1টি প্রশ্নের উত্তর দাও:

(i) উষ্ণমরু অঞ্চলে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির ফলে সংঘটিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির বিবরণ দাও।

(ii) পাত গাঠনিক তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো।

(iii) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।

Class 9 Geography Question Second Unit Test 2024 (নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৪ ভূগোল প্রশ্নপত্র) Set- 2
(1) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

(i) পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত ০° কাল্পনিক রেখাটির নাম হল-
(a) মূলমধ্যরেখা,
(b) কর্কটক্রান্তি রেখা,
(c) মকরক্রান্তি রেখা,
(d) নিরক্ষরেখা।

(ii) ঘড়িতে দুপুর ২টো 56 বাজে। এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হল
(a) 2:56,
(b) 2 টো 56 মি,
(c) 2:56 am,
(d) 2:56 pm

(iii) নীচের যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হল
(a) অগ্ন্যুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া,
(b) স্তূপ পর্বত ভাঁজ,
(c) গ্রস্ত উপত্যকা- গিরিজনি আলোড়ন,
(d) ভঙ্গিল পর্বত মহীভাবক আলোড়ন।

(iv) জাপানের ফুজিয়ামা যে শ্রেণির পর্বতের উদাহরণ তা হল-
(a) আগ্নেয় পর্বত,
(b) ভঙ্গিল পর্বত,
(c) স্তূপ পর্বত,
(d) ক্ষয়জাত পর্বত।

(v) আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হল-
(a) আদিশিলা,
(b) রেগোলিথ,
(c) মৃত্তিকা,
(d) স্ক্রি।

(vi) উত্তরবঙ্গের একটি নদী হল
(a) কাঁসাই,
(b) ইছামতী,
(c) দামোদর,
(d) তিস্তা।

(vii) পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম
(a) অসম,
(b) ত্রিপুরা,
(c) সিকিম,
(d) ঝাড়খণ্ড।

(2) A. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

(i) একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না।
(ii) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার।

B. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো

(i) পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেলস্টেশন_

(ii) নদীবাহিত পলি সঞ্চিত হয়ে_ সমভূমি গঠন করে।

C. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ

(i) বিষমসত্ত্ব শিলা

ii)উদ্ভিদের শিকড়

(iii)প্রাকৃতিক শক্তি
‘ক’ স্তম্ভ। ‘খ’ স্তম্ভ

(a)ক্ষয়জাত পর্বত

(b)ক্ষুদ্রকণা বিশরণ

(c) জৈবিক আবহবিকার
D. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

90° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে?

C. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:
(i) বিবৃতি: জোসেফ ম্যাৎসিনি ‘ইয়ংইটালি’ প্রতিষ্ঠা করেন

ব্যাখ্যা: (a) ইটালির কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে। (b) ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে। (c) ইটালির সাধারণ মানুষের মধ্যে রাজতান্ত্রিক ধারণা গড়ে তুলতে।

(ii) বিবৃতি: মেটারনিখ অস্ট্রিয়া সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসনব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন

ব্যাখ্যা: (a) অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। (b) ফ্রান্স নয়, অস্ট্রিয়াই ছিল জাতীয়তাবাদী আদর্শের স্নায়ুকেন্দ্র। (c) অস্ট্রিয়া সাম্রাজ্য ছিল বহুজাতি অধ্যুষিত।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো চারটি)

(i) কার্লসবাড ডিক্রি কী?
(ii) পীত সাংবাদিকতা কী?
(iii) ‘উয় জলনীতি’ বলতে কী বোঝো?
(Iv) ‘NEP’ কী?
(v) লুডাইট আন্দোলন বলতে কী বোঝো?
(vi) ‘হুভার মোরাটোরিয়াম’ কী?

(4) নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি)

(i) ক্রিমিয়ার যুদ্ধের কারণ উল্লেখ করো।

(ii) ইউরোপে অর্থনৈতিক মহামন্দার প্রভাব কীরূপ ছিল?

(iii) রাজনৈতিক ক্ষেত্রে শিল্পবিপ্লবের কী প্রভাব পড়েছিল?

(5) নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো একটি)

(i) ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে ম্যাৎসিনি ও ক্যাভুরের আদর্শগত কী কী পার্থক্য ছিল? ইটালির মুক্তি আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো।

(ii) ভারত কীভাবে ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’-এ পরিণত হয়েছিল? শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল?

(iii) স্পেনের গৃহযুদ্ধ কি একনায়কতন্ত্র বনাম গণতন্ত্রের সংঘাত ছিল বলে তুমি মনে করো? আন্তর্জাতিক ক্ষেত্রে স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব কী ছিল?

Class 9 Geography Question Second Summative Test 2024 (নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ ভূগোল প্রশ্নপত্র) Set- 3
(1) বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো:

(i) উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হল-
(a) ইন্দোনেশিয়া,
(b) ভারত,
(c) জার্মানি,
(d) অস্ট্রেলিয়া।

(ii) 7°30′ দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয়
(a) 27 মিনিট,
(b) 28 মিনিট,
(c) 29 মিনিট,
(d) 30 মিনিট।

(iii) ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা হলেন
(a) হ্যারি হেস,
(b) ওয়েগনার,
(c) কোবার,
(d) হোমস।

(iv) জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে যে পর্বতবেষ্টিত মালভূমি অবস্থিত, তা হল
(a) লাদাখ,
(b) ইরান,
(c) ইউক্রেন,
(d) ইকুয়েডর।

(v) ড্যুরিক্রাস্ট সৃষ্টি হয়-
(a) যান্ত্রিক আবহবিকার,
(b) রাসায়নিক আবহবিকার,
(c) জৈবিক আবহবিকার,
(d) পুঞ্জিত ক্ষয়-এর ফলে।

(vi) প্রতিটি মহকুমার শাসন পরিচালনার দায়িত্ব পালন করেন
(a) DM,
(b) BDO,
(c) SDO,
(d) SPI

(vii) উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি দেখা যায়
(a) তরাই,
(b) বরেন্দ্রভূমি,
(c) তাল,
(d) দিয়ারা সমভূমিতে।

(2) A. বিবৃতিগুলি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

(i) অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হল বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ।
(ii) তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

B. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

(i) পশ্চিমবঙ্গের স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি।
(ii) মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে
ধরনের পাত।

C. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ

(i) নরওয়ের উপকূলীয় সমভূমি

(ii) অক্ষরেখা.

(iii) দ্রাঘিমারেখা
‘খ’ স্তম্ভ

(a) অর্ধবৃত্ত

(b) তরঙ্গ কর্তিত সমভূমি

(c) পূর্ণবৃত্ত

D. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

(i) সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে?

(3) নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) টীকা লেখো: উয়ুমণ্ডল। অথবা, অক্ষাংশ কাকে বলে?
(ii) ব্যবচ্ছিন্ন মালভূমি কী? অথবা, ধ্বংসাত্মক পাত সীমানা কাকে বলে?
(iii) ধাপ চাষ কাকে বলে? অথবা, গামাগর্ত কী?
(iv) মহানগর কাকে বলে? অথবা, তিনবিঘা করিডর কাকে বলে?

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমারেখাকে কেন একই দ্রাঘিমারেখা বলা হয়? অথবা, আন্তর্জাতিক তারিখরেখাকে শুধুমাত্র জলভাগের ওপর দিয়ে কল্পনা করার কারণ ব্যাখ্যা করো।
(ii) অগ্ন্যুৎপাতের ধারাবাহিকের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ করো ও ব্যাখ্যা দাও। অথবা, পর্বতবেষ্টিত মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করো।
(iii) আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো। অথবা, মাটি সৃষ্টির কারণগুলি সমীকরণসহ ব্যাখ্যা করো।
(iv) পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ুর প্রভাবাধীন বলা হয় কেন? অথবা, গঙ্গা-ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো।

(5) যে-কোনো 1 টি প্রশ্নের উত্তর দাও:

(i) পৃথিবীর উভয় গোলার্ধের অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো।
(ii) আবহবিকারের সঙ্গে জলবায়ুর সম্পর্ক লেখো।
(iii) হাওড়াকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয় কেন? GTA চুক্তি কী?

Class 9 Geography Question Second Unit Test 2024 (নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ ভূগোল প্রশ্নপত্র) Set- 4
(1) বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো:

(i) কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হল
(a) 22°34′ দক্ষিণ,
(b) 22°34′ উত্তর,
(c) 88°30′ পূর্ব,
(d) 91°30′ পশ্চিম।

(ii)1° অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা-
(a) 178,
(b) 179,
(c) 180,
(d) 181 টি।

(iii) Salt Range একটি
(a) স্তূপ পর্বত,
(b) ভঙ্গিল পর্বত,
(c) আগ্নেয় পর্বত,
(d) ক্ষয়জাত পর্বত।

(iv) মহীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায়
(a) চ্যুতি,
(b) ক্ষয়,
(c) সঞ্চয়,
(d) ভাঁজ।

(v) ধস এক ধরনের
(a) ক্ষয়ীভবন,
(b) পুঞ্জিত ক্ষয়,
(c) আবহবিকার,
(d) সঞ্চয়।

(vi) পশ্চিমবঙ্গের কোন্ মাটিতে খোয়াই ক্ষয় দেখা যায়?
(a) পডজল,
(b) লবণাক্ত,
(c) ল্যাটেরাইট,
(d) জলাভূমির মাটি।

(vii) ‘রাঢ়’ কথার অর্থ
(a) পাথুরে জমি,
(b) সমভূমি,
(c) জলাভূমি,
(d) কৃষ্ণমৃত্তিকা।

(2) A. বিবৃতিগুলি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

(i) ঊর্ধ্বভক্তা ও অধোভঙ্কা স্তূপ পর্বতে দেখা যায়।
(ii) সমাক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরাল নয়।

B. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

(i) উচ্চ অক্ষাংশ উত্তর প্রান্তের অক্ষাংশের মান_।
(ii) আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণের ভূআস্তরণকে____ বলে।

C. স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ

(i) বীরভূম

(ii) দক্ষিণ 24 পরগনা
‘খ’ স্তম্ভ

(a) বাদামি মাটি
(b)লাল মাটি
(C) ভাস মাটি

D. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

(i) বোল্ডার ক্লিভিং কাকে বলে?
(ii) কোন্ কোন্ পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়?

(3) নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।

(i) পৃথিবীতে কেন 24 টি সময় অঞ্চল আছে? অথবা, টীকা লেখো: am ও pm
(ii) প্লিউম কাকে বলে? অথবা, অভিসারী পাত সীমান্ত কাকে বলে?
(iii) খনিজকরণ কী? অথবা, এলুভিয়েশন কী?
(iv)’ ‘বাংলার দুঃখ’ কাকে বলে এবং কেন? অথবা, তাল অঞ্চল কাকে বলে?

(4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) মূলমধ্যরেখার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। অথবা, পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন?

ii) পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য কী? অথবা, সকল শিশু অঞ্চল মালভূমি হলেও সকল মালভূমি শিল্ড অঞ্চল নয় কেন ব্যাখ্যা করো।

(iii) রেগোলিথ থেকে মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়? অথবা, রাসায়নিক আবহবিকারে শিলার কী কী পরিবর্তন ঘটে?

(iv) পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায় ও এর বৈশিষ্ট্য লেখো। অথবা, ‘সুন্দরবন অঞ্চলে এখনো বদ্বীপ গঠনের কাজ চলছে’- ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

(5) যে-কোনো 1টি প্রশ্নের উত্তর দাও:

(i) ওয়াশিংটন (77° প.) থেকে 31 ডিসেম্বর 1998, রাত্রি ৪ টা 30 মি একটি টেলিগ্রাম এলাহাবাদে (৪৪°30′ পৃ.) পাঠানো হল। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখে কোন্ সময়ে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছালো?

(ii) পশ্চিমবঙ্গের পার্বত্য নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।

(iii) চিত্রসহ প্রধান চার প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

ক্লাস 9 ভূগোল বিষয়ের সিলেবাস ( দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৪):
Class 9
দ্বিতীয় ইউনিট টেস্ট
বিষয়: ভূগোল
পূর্ণমাণ: 40 সময়: 90 মিনিট

সিলেবাস

১. পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়
২. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
৩. আবহবিকার
৪. পশ্চিমবঙ্গ ( অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ)

আরও দেখো:

১. নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র

২. নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page