বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর // ক্লাস 11 বাংলা প্রথম সেমেস্টার

এই পোস্টে WBCHSE Class 11 এর First Semester এর জন্য বাংলা বিষয় থেকে বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হলো।

বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর (MCQ Question Answer) Set: 1

(১) আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লিয়া কি করিব – বিড়াল প্রবন্ধের এ উক্তিতে প্রকাশ পেয়েছে –
যুক্তিনিষ্ঠ মনভঙ্গি / অধিকার সচেতনতা / আত্মরক্ষার প্রয়াস / রাজনৈতিক প্রজ্ঞা

উত্তর: আত্মরক্ষার প্রয়াস

(২) কমলাকান্তের ভাবনায় কে আফিম ভিক্ষা করতে এসেছে?
নেপোলিয়ন / মার্জার / বিচারক / ওয়েলিংটন

উত্তর: ওয়েলিংটন

(৩) অতএব পুরুষের মত আচরণ করায় বিধেয়- কথাটিতে কি প্রকাশিত হয়েছে?
শ্লেষ /ওচিত্রবোধ / উদারতা /প্রতিশোধ প্রিহা

উত্তর: বৈচিত্রবোধ

(৪) বিড়াল রচনায় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির –
রোগ / দোস / অভ্যাস / স্বভাব

উত্তর: রোগ

(৫) দুধ খাওয়ার পরে মেও শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে –
তৃপ্তি বোঝানোর অভিপ্রায় / হাসির চেপে রাখার অভিপ্রায় / মন বোঝার অভিপ্রায় / প্রশ্ন করার অভিপ্রায়

উত্তর: তৃপ্তি বোঝানোর অভিপ্রায়

(৬) বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহোদর হল-
পোষা কুকুর / ধোনির দুলালী / গৃহমাজার / কমলাকান্ত

উত্তর: গৃহমার্জার

(৭) চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিড়াল কমলাকান্তকে যতদিন উপবাস করার পরামর্শ দেয়
একদিন / তিনদিন / দুইদিন / সাত দিন

উত্তর: তিনদিন

(৮) বিড়াল কমলাকান্ত কে দূরদর্শী বলেছে কারণ
সে সমাজতান্ত্রিক / সে আফিম খোর / সে বিচক্ষণ মানুষ / সে মধ্যপ

উত্তর: সে আফিম খোর

(৯) বিড়াল রচনায় চুরির মূল কারণ কি?
অশিক্ষা / দারিদ্র / কৃপণতা / লোভ

উত্তর: কৃপণতা

(১০) কমলাকান্ত বিড়াল রচনায় কি হাতে ঝিমা ছিল
বই / চুরুট / হুকা / আফিং

উত্তর: হুকা

(১১) বিড়াল রচনায় অত্যান্ত কৃপনও কখন ঘুমায় না?
ক) জনগন বিদ্রোহী হলে হলে
খ) খাদ্যের অভাব
গ) রাজা ফাঁপরে পড়লে
ঘ) উদর পূর্তি না হলে

উত্তর: গ) রাজা ফাঁপরে পড়লে

(১২) বিড়াল গল্পের বর্ণনা মতে নিচের কোন বক্তব্যটি ঠিক?
ক) খাইতে পাইলে কে চোর হয়
খ) চুরির কারণ কৃপন ধনী
গ) বিড়াল মানুষের ধর্ম সঞ্চয়ে সাহায্য করে
ঘ) উপরের বর্ণিত সবগুলো

উত্তর: ঘ) উপরের বর্ণিত সবগুলো

(১৩) বাংলা উপন্যাসের জনক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎ চন্দ্র
গ) বঙ্কিমচন্দ্র
ঘ) বিভুতিভূষণ

গ) বঙ্কিমচন্দ্র

(১৪) কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কী?
ক) অধিকার
খ) দুর্দশা
গ) আনুগত্য
ঘ) পিপাসা

উত্তর: ক) অধিকার

(১৫) কমলাকান্তের দপ্তর রচনায় মার্জারের মতে অধর্ম কার নয়?
ক) চোরের
খ) কৃপণ ধনীর
গ) গৃহস্থের
ঘ) রাজার

উত্তর: ক) চোরের

(১৬) বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে প্রাসঙ্গিক—
ক) প্রতিবাদী
খ) পরিশ্রমী
গ) লোভী
ঘ) অলস

উত্তর: ক) প্রতিবাদী

বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর Set: 2

(১) বিড়াল রচনাটি কোন গ্রন্থে সংকলিত?

উত্তর: কমলাকান্তের দপ্তর গ্রন্থে সংকলিত।

(২) বিড়াল রচনাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তর: বঙ্গদর্শন পত্রিকায়।

(৩) বিড়াল শীর্ষক প্রবন্ধের সূচনায় কোন ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে?

উত্তর: ওয়াটালু যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসি সম্রাট নেপোলিয়নের পরাজয়ের ঘটনা।

(৪) ধর্ম কি?

উত্তর: প্রবন্ধ অনুসারে পরোপকারই পরম ধর্ম।

(৫) কেহ মরে বিল ছেচে, কেহ খাই কই।”- কথাটি কোন রচনার?

উত্তর: কথাটি বিড়াল রচনায় আছে।

(৬) কমলাকান্তকে কে দুধের যোগান দিত?

উত্তর: প্রসন্ন গোয়ালিনী।

(৭) আমি তোমার ধর্ম সঞ্চয়ের মুলিভূত কারণ।” কে কাকে বলেছে?

উত্তর: এ কথা বিড়াল বলেছে কমলাকান্ত কে।

(৮) প্রসন্ন গোয়ালিনী যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কি?

উত্তর: মঙ্গলা।

(৯) বিড়ালটিকে কমলাকান্ত বলেছেন?

উত্তর: গতিত আত্মা।

(১০) কমলাকান্তের ভাবনায় কে আফিম ভিক্ষা করতে এসেছে?

উত্তর: ওয়েলিংটন।

(১১) পুরুষের ন্যায় আচরণ করায় ভালো- “উক্তিটি কার?

উত্তর: কমলাকান্তের।

(১২) প্রবন্ধে বিড়াল কাদের প্রতিনিধি?

উত্তর: সুধিতদের।

একাদশ শ্রেণীর বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর Set: 3

(১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল হল একটি-
ছোট গল্প / উপন্যাস / প্রবন্ধ / নাটক

উত্তর: প্রবন্ধ

(২) বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের যে গ্রন্থ থেকে গৃহীত তা হল-
কমলাকান্তের দপ্তর / কৃষ্ণকান্তের উইল / কপালকুণ্ডলা / দুর্গেশনন্দিনী

উত্তর: কমলাকান্তের দপ্তর

(৩) কমলাকান্তের দপ্তর গ্রন্থের .. সংখ্যক প্রবন্ধ হল বিড়াল।
একাদশ / দ্বাদশ /ত্রয়দশ / চতুর্দশ

উত্তর: এয়দশ

(৪) কমলাকান্ত হুকো হাতে ঝিমাইতেছিল কোথায়?
রান্নাঘরে / উঠোনে / গাছ তলায় / শয়নঘরে

উত্তর: শয়ন ঘরে

(৫) কমলাকান্ত ভাবছিলেন, তিনি যদি নেপোলিয়ন হতেন তবে….. যুদ্ধ জিততে পারতো কিনা।
পলাশীর যুদ্ধ / ওয়াটালু যুদ্ধ / পানিপথের যুদ্ধ / বক্সার যুদ্ধ

উত্তর: ওয়াটালু

(৬) বঙ্কিমচন্দ্রের বিড়াল সেসক প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
কল্লোল / হিতবাদী / তত্ত্ববোধিনী / বঙ্গদর্শন

উত্তর: বঙ্গদর্শন

(৭) কমলাকান্ত কে যে গোয়ালা দুধের যোগান দেয়, তার নাম কি?
নশিরাম / প্রসন্ন / মঙ্গলা / সু

উত্তর: প্রসন্ন

(৮) কমলাকান্ত কে যে গোয়ালা দুধ দেন, তার গাভিটির নাম কি?
প্রসন্ন / ধবলা / শ্যামলী / মঙ্গলা

উত্তর: মঙ্গলা

(৯) কমলাকান্তের জন্য বরাদ্দ দুধ খেয়ে নেওয়াই কমলাকান্ত বিড়ালকে যা দিয়ে তাড়না করেছিল –
বেতের লাঠি / কাঠের স্কেল / ভগ্ন যষ্টি / খুন্তি

উত্তর: ভগ্ন যষ্টি

(১০) ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম।”- প্রবন্ধে উক্তিটি করেছেন –
বিড়াল / প্রসন্ন / কমলাকান্ত / নশিরাম বাবু

উত্তর: বিড়াল

(১১) কমলাকান্ত বিড়াল কে যার বই দিতে চেয়েছিল- নিউমোন ও কিডসের / নিউমোন ও পাকারের / পার্কার এবং ওয়ার্ডসওয়ার্থের / ওয়ার্ডস ওয়াথ কিটসের

উত্তর: নিউমোন পার্কারের

(১২) প্রবন্ধে মোট চরিত্র সংখ্যা কয়টি?
একটি / দুটি / তিনটি / চারটি

উত্তর: দুটি

(১৩) নির্মুক্ত প্রবাদ বাক্য গুলির কোনটি বিড়াল প্রবন্ধের অন্তর্গত নয়-
” কেহ মরে বিল ছেচে ,কেহ খায় কই” / “পরোপকারী পরম ধর্ম” / “জাতে মাতাল, তাহলে ঠিক” / “তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ”

উত্তর: “যাতে মাতাল, তাহলে ঠিক”

(১৪) আগামীকাল প্রসন্ন কমলাকান্তকে দেবে-
দুধ / ছানা / মাখন / দই

উত্তর: ছানা

(১৫) বিড়াল প্রবন্ধে বিড়ালকে যা বলা হয়েছে –
বিদগ্ধ পন্ডিত / বিজ্ঞ পন্ডিত / পন্ডিত চতুষ্পদী / বিজ্ঞ চতুষ্পদ

উত্তর: বিজ্ঞ চতুষ্পদ

(১৬) নেশার ঘোরে কমলাকান্ত ভেবেছিল,…… বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এসেছে।
ডিউক / ওয়েলিংটন / নেপোলিয়ন / নিউমোন

উত্তর: ওয়েলিংটন

(১৭) “তোমার কথাগুলি ভারি সোসিয়ালিস্টিক।”- প্রবন্ধে উক্তিটি কে করেছে?
বিড়াল / প্রসন্ন / কমলাকান্ত / নসিরাম বাবু
উত্তর: কমলাকান্ত

(১৮) কমলাকান্ত তার শয়ন ঘরে কিসের উপর বসে হুকা হাতে ঝিমাইতেছিল?
চারপায়ী / কাঠের চেয়ার / মাদুর / টেবিল

উত্তর: চারপায়ী

(১৯) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধটি যে ছদ্মনামে লিখেছেন-
বিড়াল / কমলাকান্ত চক্রবর্তী / নশীরাম বাবু / মার্জার পন্ডিত

উত্তর: কমলাকান্ত চক্রবর্তী

(২০) প্রবন্ধে সোহাগের বিড়াল এর সাথে যার তুলনা করা হয়েছে-
যুবকের নিকট বৃদ্ধ মার্জার সহোদর / যুবকের নিকট যুবতী মার্জার সহোদর / বৃদ্ধের নিকট যুবতী মার্জার সহোদর / বৃদ্ধের নিকট বৃদ্ধা মার্জার সহোদর

উত্তর: বৃদ্ধের নিকট যুবতী মার্জার সহোদর

বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর // Class 11 First Semester Bengali Question Answer Set: 4

(1) বিড়াল প্রবন্ধটির উৎস কী-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর।

(2) কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৭৫

(3) বক্তা শয়নগৃহে কীসের উপর বসে ছিলেন –

উত্তর: চারপাই’র (চার পা ওয়ালা খাটিয়া) উপর।

(4) বক্তা যখন চারপাই’র উপর বসে ছিলেন তার হাতে কী ছিল

উত্তর: হুঁকো।

(5) আলো কেমন ভাবে জ্বলছিল-

উত্তর: মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছিল

(6) চারপাই’র উপর বসে বক্তা কী উপর বসে বক্তা কী করছিলেন –

উত্তর: হুকো হাতে ঝিমাইতেছিলেন।

(7) চঞ্চল ছায়া, কেমন অবস্থায় ছিল? –

উত্তর: প্রেতবৎ নাচিতেছে।

(৪) “আমি ভাবিতেছিলাম যে”- কী ভাবছিলেন?

উত্তর: লেখক ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ন হতেন তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা।

(9) একটি ক্ষুদ্র শব্দ হইল – শব্দটি কী?

উত্তর: ম্যাও।

(10) কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল

উত্তর: ডিউক অফ ওয়েলিংটন।

(11) ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কীসের জন্য লেখকের কাছে এসেছিল? –

উত্তর: আফিম ভিক্ষা করতে।

(12) ডিউক বলিল- কী বলেছিল? –

উত্তর: ম্যাও।

(13) লেখক এর জন্য কে দুধ রেখে গিয়েছিল –

উত্তর: প্রসন্ন।

(14) তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে? কে, কী উদরসাৎ করেছিল? –

উত্তর: একটি ক্ষুদ্র মার্জার অর্থাৎ বিড়াল লেখকের জন্য রেখে যাওয়া দুধ উদরসাৎ করেছিল।

(15) অত দেখি নাই – লেখক কী দেখেননি?-

উত্তর: একটি ক্ষুদ্র বিড়াল এ জন্য রাখা দুধ খেয়ে গেছে লেখক দেখতে সময় পাননি।

(16) কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই- এটি একটি প্রবাদ। এর অর্থ-

উত্তর: কেউ পরিশ্রম করে মরে, কেউ সেই পরিশ্রমের ফল ভোগ করে।

(17) যে গরুর দুধ ছিল তার নাম কী –

উত্তর: মঙ্গলা

(18) দুধ দুহিয়াছে কে ? –

উত্তর: প্রসন্ন।

(19) চিরাগত একটি প্রথা আছে- প্রথাটি কী?

উত্তর: বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়।

(20) ইহাও বাঞ্ছনীয় নহে – কী বাঞ্ছনীয় নয়?

উত্তর: লেখক এর মতে, সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়। এই প্রথা থেকে সরে এসে বিড়ালকে আঘাত না-করলে তিনি সমাজে কুলাঙ্গার, কাপুরুষ হয়ে উঠতে পারেন। যা লেখকের কাছে বাঞ্ছনীয় নয়।

ক্লাস 11 প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর

(21) যষ্টি শব্দের অর্থ কী?

উত্তর: লাঠি।

(22) পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় পুরুষের ন্যায় আচরণটি কী? –

উত্তর: লেখকের মতে, বিড়াল দুধ খেয়ে গেলে প্রথা অনুযায়ী তাকে আঘাত করতে যাওয়াই পুরুষের ন্যায় আচরণ।

(23) প্রবন্ধের বক্তার নাম কী?

উত্তর: কমলাকান্ত।

(24) তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো- কে উপদেশ দিয়েছে?

উত্তর: মার্জার সুন্দরী বা বিজ্ঞ চতুষ্পদ বা বিড়াল। গ্রহন করো- কে উপদেশ

(25) বিড়াল কমলাকান্ত কে কি উপদেশ দিয়েছিল?

উত্তর: বিড়াল জানিয়েছিল, শিক্ষালাব ব্যতিত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না।

(26) দেখো শয্যাশায়ী মনুষ্য? কাকে শয্যাশয়ী মনুষ্য বলা হয়েছে? –

উত্তর: বক্তা কমলাকান্তকে বলা হয়েছে।

(27) ধর্ম কী?

উত্তর: বিড়ালের মতে পরোপকার-ই পরম ধর্ম।

(28) তুমি সেই পরম ধর্মের ফলভাগী – বক্তা কে? কাকে বলা হয়েছে?

উত্তর: বক্তা বেড়াল, সে কমলাকান্তকে পরমধর্মের ফলভাগী বলেছে।

(29) আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ / আমি তোমার ধর্মের সহায় – বক্তা কে? সে কার ধর্ম সঞ্চয়ের কারণ?

উত্তর: বক্তা মার্জার সুন্দরী অর্থাৎ বিড়াল। সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের কারণ।

(30) দেখো আমি চোর ৷ বটে – বক্তা কে ? –

উত্তর: বিড়াল বা মার্জার সুন্দরী।

(31) অধর্ম চোরের নহে- তবে কার?

উত্তর: বিড়ালের মতে, কৃপণ ধনীর।

(32) চোর দোষী বটে… তদপেক্ষা শতগুনে দোষী – কে?

উত্তর: কপল ধনী।

(33) বিড়ালের মতে চুরির মূল কে? –

উত্তর: কৃপণ ধনী।

(34) ইহাতেই চোরের চুরি করে কী কারনে?

উত্তর: বিড়ালের মতে, ধনীরা গরিবদের প্রতি মুখ তুলে চায় না তাই তারা চুরি করে।

(35) লজ্জার কথা সন্দেহ নাই- কোন কথা লজ্জার?

উত্তর: দরিদ্রের ব্যথায় ব্যথিত

(36) যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না – সে কী করে?

উত্তর: কোন বড় রাজা ফাঁপরে পড়লে রাত্রে ঘুমায় না।

(37) মনুষ্য জাতির রোগ- কী?

উত্তর: তেল মাথায় তেল দেওয়া।

(38) তবেই তাহার পুষ্টি বিড়ালের মতে কীভাবে পুষ্টি হয়? –

উত্তর: বিড়াল জানিয়েছে, কোন বিড়াল যদি ঘরের কোন যুবতী স্ত্রীর কাছে কিংবা ধনী ব্যক্তির কাছে খেলার সঙ্গী হতে পারে তবেই তার পুষ্টি।

(39) ঘরে পোষা পুষ্ট বিড়াল-এর রূপের ছটা দেখে অনেক মার্জার কী হয়ে পড়ে?

উত্তর: কবি হয়ে পড়ে।

(40) আহার অভাবে বিড়ালের উদর কেমন

উত্তর: কৃশ অর্থাৎ রোগা।

(41) আহার অভাবে বিড়ালের দশা কেমন?-

উত্তর: উদর কৃষ্ণ অর্থাৎ রোগা। অস্থি পরিদৃশ্যমান অর্থাৎ হাড় কঙ্কাল দেখা যাচ্ছে। লাঙ্গুল অর্থাৎ লেজ বিনত অর্থাৎ নুয়ে পড়ছে বা ঝুলে পড়ছে। দাঁত বেড়িয়ে এসেছে। জিভ ঝুলে পড়ছে।

(42) অবিরত আহার অভাবে ডাকিতেছি কী ডাক?

উত্তর: ম্যাও! ম্যাও! খাইতে পাইনা

(43) খাইতে দাও, খেতে না। দিলে বিড়াল কি কর করবে?
উত্তর: চুরি কররে।

(44) তুমি… দূরদর্শী / তুমি আফিম আফিমখোর-কাকে বলা হয়েছে? –

উত্তর: কমলাকান্ত কে।

(45) দরিদ্র চোর হয় কেন?

উত্তর: ধনীর দোষেই।

(46) জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই – কীসে জন্য পৃথিবীতে কেউ আসে নাই ? –

উত্তর: অনাহারে মরার জন্য।

(47) কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি কেমন? –

উত্তর: ভারি সোশিয়ালিস্টিক / সমাজ বিশৃঙ্খলার মূল।

(48) তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না – কিসে সমাজের ধন বৃদ্ধি হবে না?

উত্তর: কমলাকান্তের মতে, ধনীরা যদি ধনসঞ্চয় না করতে পারে তাহলে সমাজে ধন বৃদ্ধি হবে না।

(49) সমাজের ধন বৃদ্ধির অর্থ কী

উত্তর: ধনীর ধনবৃদ্ধি।

(50) সামাজিক ধন বৃদ্ধি ব্যতিত সমাজে কী হবে না? –

উত্তর: সমাজের উন্নতি।

(51) কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না” – কাকে?

উত্তর: যে বিচারক বা নৈয়ায়িক

(52) কমলাকান্তের মতে এ মার্জার বা বিড়াল টি কেমন? –

উত্তর: সু বিচারক এবং সু তার্কিক।

(53) বিড়ালের মতে যে বিচারক চোরকে সাজা দিবেন সাজা দেওয়ার আগে তাঁকে কী করা উচিত? –

উত্তর: তিন দিন উপবাস করে থাকা।

(54) কমলাকান্ত বিড়াল কে কাদের লেখা গ্রন্থ দিতে চেয়েছিল?

উত্তর: নিউম্যান এবং পার্কারের।

(55) কমলাকান্ত বিড়াল কে কোন গ্রন্থ পড়ার উপদেশ দিয়েছিল?

উত্তর: কমলাকান্তের দপ্তর।

(56) কমলাকান্ত বিড়াল কে দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করার পরামর্শ দিয়েছিল?

উত্তর: ধর্মাচরণে মন দিতে পরামর্শ দিয়েছিল।

(57) কমলাকান্ত বিড়াল কে পরের দিন কখন আসতে বলেছিল?

উত্তর: জলযোগের সময়।

(58) কমলাকান্তের মতে বিড়াল যদি কমলাকান্তের দপ্তর পরে তাহলে কি পারবে –

উত্তর: আফিমের অসীম মহিমা বুঝতে পারবে।

(59) কমলাকান্ত বিড়াল কে জলযোগের সময় কি খেতে দিতে চেয়েছিল –

উত্তর: ছানা।

(60) বিড়াল পুনর্বার এলে কমলাকান্ত তাকে কি দিতে চেয়েছিল? –

উত্তর: এক সরিষাভর আফিম।

(61) কমলাকান্তের বড় আনন্দ হইল কেন?

উত্তর: সে একটি পতিত আত্মাকে অন্ধকার – থেকে আলোয় এনেছে।

(62) কমলাকান্ত বিড়াল কে মারতে পারেনি কারণ

উত্তর: বিড়ালের কষ্টের কথা সে বুঝতে পারে।

(63) কে, কাকে কমলাকান্ত অপরিমিত লোভী মনে করেছিল

উত্তর: ডিউক অফ ওয়েলিংটন

(64) পৃথিবীর শ্রেষ্ঠ ভোগ্যবস্তুতে অধিকার আছে কেবল-

উত্তর: ধনীদের

(65) কমলাকান্ত মনে করে বিড়ালের না বোঝার অধিকার আছে কারণ সে –

উত্তর: সুবিচারক

আরও দেখো:

১. পুঁইমাচা গল্পের MCQ

1 thought on “বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর // ক্লাস 11 বাংলা প্রথম সেমেস্টার”

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page