Class 7 Bengali Question Second Unit Test 2024 // ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

এই পোস্টে Class 7 এর Bengali Question শেয়ার করা হলো Second Unit Test 2024 এর জন্য।

Class 7 Bengali Question Second Unit Test 2024 // ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র Set: 1
১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকারের চলা-
(ক) পৃথিবীর নিজের কক্ষপথে চলা
(খ) জীবনযুদ্ধে চলা
(গ) মানুষের নিজের চলা
(ঘ) মরুভূমির মধ্যে জেট প্লেনে চলা

১.২ অসীমা হলেন পুরন্দর চৌধুরীর-
(ক) দাদার মেয়ে
(খ) ছোটো ভাইয়ের মেয়ে
(গ) কাকার মেয়ে
(ঘ) নিজের মেয়ে

১.৩ ‘জীবনের ঝরাপাতা’ লিখেছেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সরলা দেবী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

১.৪ ‘নোট বই’ কী ধরনের লেখাতে ভরা?
(ক) কিলিবিল
(খ) খিলিখিলি
(গ) চটচটে
(ঘ) ঝিলিমিলি

১.৫ ঋ, র, ষ-এই তিনটি বর্ণের পরের শব্দের মধ্যে-
(ক) ন> ণ হয়
(খ) ন ন হয়
(গ) ণ > ণ হয়

১.৬ ভারতের জাতীয় কংগ্রেস-এর ২৬তম বার্ষিক অধিবেশন হয়েছিল-
(ক) ১৯১১ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১৪ সালে

১.৭ স্বদেশি মিটিং-এর রীতি ছিল-
(ক) নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান
(খ) নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান
(গ) যে-কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান
(ঘ) যে-কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান

২। একটি বাক্যে উত্তর দাও:

২.১ দরিদ্ররা ইমারত স্থাপন করতে পারেনি কেন?
২.২ সকালের আগমন কীভাবে ঘোষিত হয়?
২.৩ ‘বর্ষামঙ্গল’ গান কী?
২.৪ ‘নোট বই’ কবিতাটিতে কোন্ কোন্ পশু ও পতঙ্গের নাম উল্লেখ করা হয়েছে?
২.৫ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো।

৩। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ “এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা”-কোথায় আবিষ্কারের পরীক্ষা হবে? কীভাবে তা হবে?

৩.২ ‘জনগণমন’-কে জাতীয় সংগীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল?

৪। সং-এর কৌটায় কী ছিল এবং তা কীসের জন্য ব্যবহৃত হত?

৫। শব্দদ্বৈত কাকে বলে? এর অপর নাম কী? উদাহরণ দাও।

৬। প্রবন্ধ লেখো (একটি):

৬.১ তোমার প্রিয় ঋতু,
৬.২ তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা,
৬.৩ পূর্ণিমার রাতে তাজমহল।

Class 7 Bengali Question Second Unit Test 2024 // ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র Set: 2
১। ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ভাস্কো-ডা-গামা ছিলেন-
(ক) মার্কিন (খ) পোর্তুগিজ (গ) গ্রিক (ঘ) ইংরেজ

১.২ জবাবটা জেনে নেব-
(ক) বড়দাকে খুঁচিয়ে (খ) মেজদাকে খুঁচিয়ে (গ) ছোটদাকে খুঁচিয়ে (ঘ) সেজদাকে খুঁচিয়ে

১.৩ পুরন্দর চৌধুরী-
(ক) কৃষিবিজ্ঞানী (খ) আবহাওয়া বিজ্ঞানী (গ) বৃষ্টিবিজ্ঞানী (ঘ) জীববিজ্ঞানী

১.৪ ‘স্মৃতিচিহ্ন’ কবিতাটি কামিনী রায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে-
(ক) নির্মাল্য (খ) জীবনপথে (গ) পৌরাণিকী (ঘ) আলো ও ছায়া

১.৫ গোবি মরুভূমির হরিণ হল-
(ক) অ্যামিবা (খ) গ্যাজেলি (গ) এফিড (ঘ) অ্যাডিস

২। শূন্যস্থান পূরণ করো:

২.১ ATP-র পুরো কথাটি হল _________ ।

২.২ এই দেখো ভরা সব ________ লেখাতে।

২.৩ রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগণমন’-এর ইংরেজি নামকরণ করেছিলেন ___________।

২.৪ এক্সিমোদের তৈরি বরফের বাড়িকে _________ বলে।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো (যে কোনো পাঁচটি):

৩.১ ‘ক্ষণিকের-পা’ দিয়ে চলে এমন একটি প্রাণীর নাম লেখো।

৩.২ কাল থেকে কোন্ প্রশ্নটা বক্তার মনে খটকার মতো লেগে আছে?

৩.৩ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়?

৩.৪ ওরা মনে কী ভেবেছিল?

৩.৫ সরকার বাগান কোথায় অবস্থিত?

৩.৬ বর্ষায় কে বিদ্রোহ করে?

৪। তিন-চারটি বাক্যে নীচের যে-কোনো ২টি প্রশ্নের উত্তর লেখো:

৪.১ “মানব হৃদয়-ভূমি করি অধিকার”-কারা, কীভাবে মানব হৃদয়-ভূমি অধিকার করে আছেন?

৪.২ “ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়”-বক্তা কোন্ কোন্ ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন?

৪.৩ “এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি।”-কোন্ রীতির কথা এখানে বলা হয়েছে? পাঠ্যাংশটিতে যে মনীষীর উল্লেখ আছে তাঁদের নাম লেখো।

৫। এককথায় প্রকাশ করো (২টি):

৫.১ আয় বুঝে ব্যয় করে যে,
৫.২ আগমনে যার কোনো তিথি নেই,
৫.৩ ইতিহাস জানেন যিনি।

৬। ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? ‘ঢং ঢং’ ধ্বন্যাত্মক শব্দটি দিয়ে একটি বাক্যরচনা করো।.

৭। পদ পরিবর্তন করো: আঠা, মানসিক।

Class 7 Bengali Question Second Unit Test 2024 // ক্লাস সেভেন দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র Set: 3
১। এককথায় উত্তর দাও (যে-কোনো পাঁচটি):

১.১ ‘বর্ষামঙ্গল’ কোন্ মাসে অনুষ্ঠিত হয়?

১.২ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটিতে কোন্ কোন্ ঋতুর উল্লেখ রয়েছে?

১.৩ ‘নোট বই’ কবিতাটিতে কোন্ কোন্ পতঙ্গের উল্লেখ রয়েছে?

১.৪ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্রসাহিত্যের নাম লেখো।

১.৫ বিপ্লবী হরিদাস দত্ত কার ছদ্মবেশে পিস্তল চুরি করেন?

১.৬ চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী কোথায় যান?

২। সংক্ষেপে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১ “কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে।”- কবির অপছন্দের কারণ কী?

২.২ “বলবে কী, তোমরাও নোট বই পড়োনি!”- নোট বই পড়লে আর কী কী জানা যাবে?

৩। শব্দদ্বৈত, ধ্বন্যাত্মক শব্দ ও অনুকার শব্দ আলাদা করো (তিনটি):

বনবন, মালপত্র, দুমদাম, হনহন, জানাশোনা।

৪। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ কারক কাকে বলে? কতপ্রকার ও কী কী?

৪.২ অনুসর্গ কাকে বলে? কোন্ কোন্ কারকে অনুসর্গের ব্যবহার রয়েছে? অনুসর্গকে অন্য কী নামে ডাকা যায়?

৪.৩ শব্দবিভক্তি কাকে বলে? বাংলায় শব্দবিভক্তি কত রকমের ও কী কী?

৫। খেলাধুলার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে একটি পত্র লেখো।

Class 7 Bengali Question Second Unit Test 2024 // ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র Set: 4
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ‘চরৈবেতি’ শব্দের অর্থ-
(ক) যাত্রা থামাও (খ) দাঁড়িয়ো না (গ) এগিয়ে যাও

১.২ দুন্দুভি শব্দের অর্থ-
(ক) ঢাক (খ) ঢোল (গ) ডুলি

২। অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি):

২.১ গোবি মরুভূমিতে নামক এক হরিণ আছে।

২.২ ‘মেঘ-চোর’ কাকে বলা হয়েছে?

২.৩ ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কী?

২.৪ ওরা ভেবেছিল আপনার নাম।

২.৫ তালের সারি কোথায় রয়েছে?

২.৬ নোট বই কী ধরনের লেখাতে ভরা?

৩। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি):

৩.১ ‘চিরদিনের’ কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায বর্ণনা করো।

৩.২ “দরিদ্র আছিল তারা”-কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন?

৩.৩ টীকা লেখো (যে-কোনো একটি) কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু।

৩.৪ “প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়”-গাছ কীভাবে না-দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে?

৪। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ ঘড়িওলার দাদা কে?

৪.২ সং সপ্তাহে কতবার পোস্টাপিসে যায়?

৪.৩ রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল?

৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো একটি):

৫.১ হোটেলওলার সুরুয়া রান্নার পদ্ধতিটি লেখো।

৫.২ সার্কাসের জন্তুদের যে বিবরণ রয়েছে তা নিজের ভাষায় লেখো।

৫.৩ পরিদের রাণীকে দেখতে কেমন ছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও।

৬। সঠিক বানানটি নির্বাচন করো:

৬.১ পাষাণ/পাশান
৬.২ উষা/ঊষা
৬.৩ আগস্ট/আগষ্ট,
৬.৪ কিরণ/কিরন।

৭। যে-কোনো একটি প্রবন্ধ রচনা করো:

৭.১ একটি গ্রীষ্মের দুপুর,
৭.২ একটি মেলা দেখার অভিজ্ঞতা

ক্লাস 7 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা বিষয়ের সিলেবাস ( Class 7 Second Unit Test Bengali Syllabus):

Second Summative Evaluation 2024
Class: VII

পূর্ণমান: 25 সময়: 50 মিনিট

সাহিত্যমেলা:

কার দৌড় কদ্দুর, নোট বই, মেঘ-চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, আছেন কোথায় স্বর্গপুরে, স্মৃতিচিহ্ন, চিরদিনের, জাতের বজ্জাতি, তুমি নির্মল করো মঙ্গল-করে

মাকু

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়

ভাষাচর্চা

বাংলা বানান, নানারকম শব্দ এবং প্রবন্ধ রচনা
আরও দেখো:

১. সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট সংস্কৃত প্রশ্নপত্র

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page