আমরা এই পোস্টে PRESENT CONTINUOUS TENSE ( in BENGALI ) নিয়ে আলোচনা করলাম।
Present Continuous Tense in Bengali:
নিচের উদাহরণগুলো খেয়াল করো:
মা রান্না করছে – Mother is cooking.
ছেলেরা মাঠে খেলছে – The boys are playing in the field.
আমি বই পড়ছি — I am reading book.
তুমি গান করছো – You are singing.
বাইরে বৃষ্টি পড়ছে – It is raining outside.
উপরের বাক্যগুলির ক্রিয়া রান্না করছে, খেলছে, পড়ছে, বৃষ্টি পড়ছে বর্তমান সময়ে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Present Continuous Tense.
Present Continuous Tense কাকে বলে:
বর্তমানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।
Present Continuous Tense চেনার নিয়ম:
বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় তেছি, তেছ, তেছে ইত্যাদি যুক্ত থাকে।
যেমন:
(১) মা রান্না করছে (করিতেছে)
(২) ছেলেরা মাঠে খেলছে (খেলিতেছে)
(৩) আমি বই পড়ছি (পরিতেছি)
(৪) তুমি গান করছো (করিতেছ)
(৫) বাইরে বৃষ্টি পড়ছে (পড়িতেছে)
গঠনের নিয়ম:
Present Continuous Tense গঠনের সময় প্রথমে Subject বসিয়ে subject অনুযায়ী am/is/are লিখতে হবে। এরপর মূল Verb এর সঙ্গে ing যুক্ত করে বাক্যের বাকি অংশ বসাতে হবে।
সুতরাং আমরা জানতে পারলাম: Subject + am/is/are + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)
Present Continuous Tense in Bengali উদাহরণ:
১. রাকেশ জল পান করছে (করিতেছে)
{উপরে বাক্যে ক্রিয়া হলো পান করছে। ক্রিয়াকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের subject পেয়ে যাবো। ‘কে পান করছে?’ উত্তর ‘রাকেশ’ । তাহলে উপরের বাক্যের subject হলো ‘রাকেশ’ (Rakesh) . Rakesh একটি singular noun. তাই এরপর is বসবে। }
Ans: Rakesh is drinking water.
২. আমি একটি গল্প লিখছি (লিখিতেছি)
Ans: I am writing a story.
৩. সে মাঠে কাজ করছে (করিতেছে)
Ans: He is working in the field.
৪. তারা পুকুরে স্নান করছে
Ans: They are bathing in the pond.
** নিকট ভবিষতে কোনো কাজ করা হবে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।
উদাহরণ:
৫. আমি শীঘ্রই একটি সাইকেল কিনবো
I am going to buy a cycle soon.
৬. বাবা আজ রাত্রে কলকাতা যাবেন
My father is going to Kolkata tonight.
** এখন আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ কিছু Verb সম্পর্কে। এই verb গুলি সাধারণত Continuous রূপে ব্যবহৃত হয় না।
এই verb গুলি হল-
উদাহরণ:
১. আমি একটি পাখি দেখছি-
I see a bird.
২. আমি অসুস্থ অনুভব করছি-
I feel unwell
৩. সে কলকাতায় বসবাস করছে-
He lives in Kolkata
বিভিন্ন Sentence অনুযায়ী Present Continuous Tense এর গঠন:-
Assertive Sentence:
গঠন: Subject+ am/is/are + Verb + -ing + Others
উদাহরণ:
(1) I am working here.
(2) He is looking at the moon.
(3) They are reading English.
Interrogative Sentence:
গঠন: am/is/are + Subject + Verb + -ing + others?
(1) Am I working here?
(2) Is he looking at the moon?
(3) Are they reading English?
Negative Sentence:
গঠন: Subject + am/is/are + not + Verb + -ing + others
উদাহরণ:
I am not working here.
He is not looking at the moon.
They are not reading English.
কয়েকটি Situations Present Continuous Tense ব্যবহৃত হয় —
(i) Around Now (প্রায় এই সময়ে)
ক্ষণস্থায়ী কাজ বা পরিস্থিতি যা প্রায় বর্তমানে চলছে বোঝাতে আমরা সাধারণতঃ Present Continuous Tense ব্যবহার করি।
We are all waiting for you.
It is raining.
They are watching TV.
(ii) Simple Futurity (সাধারণ ভবিষ্যত)
গতি বোধক verb বা কোন নির্দিষ্ট পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে ভবিষ্যত বোঝাতে আমরা Continuous Tense ব্যবহার করি।
Verb of movement We are flying to Bombay next week.
Plans : We are going to Simla next summer. What are we having for dinner?
(iii) Repeated Action (পুনরাবৃত্তিমূলক কাজ)
সংক্ষিপ্ত কাজ যা বলার সময় সংঘটিত হচ্ছে সেটি বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।
He is meeting her a lot these days.
Boys are stealing mangoes almost everyday.
My car is breaking down daily.
Why are you jumping up and down?
(iv) Changes (পরিবর্তন)
Present Continuous আমরা পরিবর্তিত পরিস্থিতি বোঝাতে ব্যবহার করি যদিও কাজগুলি দীর্ঘস্থায়ী হতে পারে।
The earth is getting warmer.
The boy is growing everyday.
(v) Very Often (প্রয়াই ঘটে এমন)
‘Always’, ‘continually’ ইত্যাদির সঙ্গে verb-র continuous রূপ আমরা প্রায়ই প্রত্যাশিতের চেয়ে বেশি বোঝাতে ব্যবহার করি।
I am always losing my pass book.
The man is always bothering me to lend money.
(vi) Distancing/less Definite (দূরত্ববোধক/কম স্পষ্ট)
Simple form-র চেয়ে কম নির্দিষ্ট বোঝাতে আমরা present continuous ব্যবহার করি।
I am hoping that you will come. (less definite)
Present Continuous Tense in Bengali আরও কিছু উদাহরণ:
তারাগুলি জ্বলজ্বল করছে।
Ans: The stars are shining.
শিশুরা এখন ঘুমাচ্ছে।
Ans: The children are sleeping now.
আমার কাকা দিল্লী যাচ্ছে।
Ans: My uncle is going to Delhi.
টেলিফোনটা বাজছে।
Ans: The telephone is ringing.
আজ সন্ধ্যাবেলায় কি করছ?
Ans: What are you doing this evening?
গানটি এখনও কানের মধ্যে বাজছে।
Ans: The song is still ringing in my ears.
ট্রেন কি সমসয়মত চলছে না?
Ans: Isn’t the train running in time?