এখানে একাদশ শ্রেণীর বাংলা বিশ্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।
ক্লাস 11 প্রথম সেমিস্টার
বিষয়: বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
সেট: 1
(১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন- মাইকেল মধুসূদন দত্ত
(২) দয়ার সাগর হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৩) বিদ্যার সাগর হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৪) বিদ্যার সাগর তুমি বিখ্যাত- ভারতে
(৫) করুণার সিন্ধু হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৬) সিন্ধু শব্দের অর্থ হল- সমুদ্র
(৭) দীন শব্দের অর্থ হল- দরিদ্র
(৮) দীনের বন্ধু হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৯) হেমাদ্রি শব্দের অর্থ- পর্বত
(১০) হেমকান্তি শব্দের অর্থ- স্বর্ণপ্রভা
(১১) অম্লান শব্দের অর্থ- অমলিন
(১২) কিন্তু পেয়ে সে মহা পর্বতে- ভাগ্যবলে
(১৩) যে জন আশ্রয় লয়- সুবর্ণ চরণে
(১৪) গিরীশ শব্দের অর্থ- মহাদেব
(১৫) সদনে শব্দের অর্থ- নিকটে
(১৬) বারি শব্দের অর্থ- জল
(১৭) বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে- পরিচ্ছন্ন
(১৮) কিঙ্করী শব্দের অর্থ হল- দাসী
(১৯) অমৃত ফল দান করে- দীর্ঘ গাছেরা
(২০) সুগন্ধে দশদিক ভরিয়ে তোলে- ফুলেরা
ক্লাস 11 প্রথম সেমিস্টার
বিষয়: বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
সেট: 2
(১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের লেখা।
(২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলী’র ৮৬ সংখ্যক কবিতা।
(৩) চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৬ খ্রিস্টাব্দে।
(৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী ধরনের কবিতা?
উত্তর: সনেটধর্মী কবিতা।
(৫) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার লাইন সংখ্যা কত?
উত্তর: ১৪ লাইন।
(৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: অমিত্রাক্ষর ছন্দে রচিত।
(৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মূল বিষয় কী?
উত্তর: কবি মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্রের গুণ মুগ্ধ হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন।
(৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বিখ্যাত?
উত্তর: ভারতে।
(৯) করুণার সিন্ধু কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(১০) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে করুণার সিন্ধু এই কথাটি কারা জানেন?
উত্তর: দীন অর্থাৎ দরিদ্ররা জানেন।
(১১) সেই জানে মনে” -‘ সেই’ বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: দীন অর্থাৎ দরিদ্রদের বোঝানো হয়েছে।
(১২) দীন’ কী জানে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করুণার সিন্ধু।
(১৩) ঈশ্বরচন্দ্রকে করুণার সিন্ধু’ কেন বলা হয়েছে?
উত্তর: ঈশ্বরচন্দ্র ছিলেন দয়া মায়া মমতার মিশ্রণে গড়া পরোপকারী মহৎ হৃদয়ের মানুষ তাই তাঁকে করুণার সিন্ধু বলা হয়েছে।
(১৪) কী জগতে উজ্জ্বল?
উত্তর: হেমাদ্রির হেম কান্তি।
(১৫) হেমাদ্রি’ শব্দের অর্থ কী?
উত্তর: স্বর্ণপর্বত / সুমেরু পর্বত।
(১৬) হেম কান্তি’- বলতে কী বোঝায়?
উত্তর: সোনার উজ্জ্বলতাকে বোঝায়।
(১৭) ‘হেমাদ্রির হেম কান্তি’- কীসে অম্লান হয়?
উত্তর: সূর্যের কিরণে।
(১৮) কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে ” এখানে পর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? –
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
(১৯) যে জন আশ্রয় লয় সুবর্ন চরণে “-কার সুবর্ন চরণের কথা বলা হয়েছে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
(২০) কীসের বলে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়া যায়?
উত্তর: ভাগ্য বলে।
ক্লাস 11 প্রথম সেমিস্টার
বিষয়: বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
সেট: 3
(২১) পর্বতের প্রকৃত গুণ কে বুঝতে পারে?
উত্তর: যে পর্বতের সুবর্ণ চরনে আশ্রয় নেয়।
(২২) কত গুণ ধরে ” – কে?
উত্তর: গিরীশ।
(২৩) ‘গিরীশ শব্দের অর্থ?
উত্তর: হিমালয়।
(২৪) কি সেবা তার সে সুখ সদনে!” – ‘সুখ সদন শব্দটির অর্থ কী?
উত্তর: সুখে পরিপূর্ণ গৃহ।
(২৫) কি সেবা তার সে সুখ সদনে!”- কার সদনে প্রচুর সেবা পাওয়া যায়?
উত্তর: পর্বত রূপী বিদ্যাসাগরের সদনে প্রচুর সেবা পাওয়া যায়।
(২৬) কে’ বারি দান করে?
উত্তর: নদীরূপ বিমলা কিঙ্করী।
(২৭) বিমলা শব্দের অর্থ কী?
উত্তর: স্বচ্ছ/পরিষ্কার / নির্মল।
(২৮) কিঙ্করী শব্দের অর্থ কী?
উত্তর: দাসী।
(২৯) ‘বারি’ শব্দের অর্থ কী?
উত্তর: জল।
(৩০) কে অমৃত ফল যোগায়?
উত্তর: দীর্ঘ-শির: তরু- দল।
(৩১) দীর্ঘ-শির: তরু – দল’ – কেমন ভাবে অমৃত ফল যোগায়?
উত্তর: পরম আদরের সঙ্গে।
(৩২) দীর্ঘ-শির: তরু – দল’- কোন রূপ ধারণ করে অমৃত ফল যোগায়?
উত্তর: দাস রূপ।
(৩৩) ‘দশ দিশ ভরে’-‘দিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: দিক।
(৩৪) ‘পরিমল শব্দের অর্থ কি?
উত্তর: সৌরভ / সুগন্ধ।
(৩৫) দশ দিশ ভরে – ফুলেরা কী করে?
উত্তর: সৌরভ ছড়ায়।
(৩৬) দিনের বেলায় তরুদল কী করে?
উত্তর: শীতল ছায়া বিস্তার করে
(৩৭) তরু দল কেমন ছায়া বিস্তার করে?
উত্তর: শীতল শ্বাসী।
(৩৮) ‘শ্বাসী’ শব্দের অর্থ কী?
উত্তর: শ্বাস বিতরণকারী।
(৩৯) ‘শীতল শ্বাসী – শব্দের অর্থ কী?
উত্তর: ঠান্ডা শ্বাস বিতরণকারী / ঠান্ডা বাতাস।
(৪০) বনেশ্বরী কী দান করে?
উত্তর: সুশান্ত নিদ্রা।
ক্লাস 11 প্রথম সেমিস্টার
বিষয়: বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
সেট: 4
(৪১) বনেশ্বরী কখন সুশান্ত নিদ্রা দান করে?
উত্তর: নিশায়।
(৪২) ‘নিশায়’- শব্দটির অর্থ কী?
উত্তর: রাতে।
(৪৩) সুশান্ত নিদ্রা কী করে?
উত্তর: ক্লান্তি দূর করে।
(৪৪) দীর্ঘ-শির : তরুর সাথে কাকে তুলনা করা হয়েছে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
(৪৫) কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে মহাপর্বতটি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(৪৬) পরিমলে ফুল কুল দশ দিশ ভরে” -‘দশ – দিশ’-কী?
উত্তর: ‘দশ দিশ’ মানে দশ দিক।
(৪৭) ‘ঈশানকোন’ বলতে কী বোঝায়?
উত্তর: উত্তর-পূর্ব দিককে বোঝায়।
(৪৮) ‘বায়ুকোণ’ কী?
উত্তর: উত্তর-পশ্চিম দিক।
(৪৯) অগ্নিকোণ কী?
উত্তর: দক্ষিণ-পূর্ব দিক।
(৫০) নৈঋত কোেণ কী?
উত্তর: দক্ষিণ-পশ্চিম দিক।
(৫১) অম্লান শব্দটির অর্থ কী?
উত্তর: যা মলিন নয়।
(৫২) ‘কিরণ’- শব্দের অর্থ কী?
উত্তর: রশ্মি/ছটা।
ক্লাস 11 প্রথম সেমিস্টার
বিষয়: বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
সেট: 5
(৫৩) বিদ্যার সাগর তুমি বিখ্যাত ————- ।
উত্তর: ভারতে।
(৫৪) ————– তুমি সেই জানে মনে ।
উত্তর: করুণার সিন্ধু।
(৫৫) সেই জানে মনে ————- ।
উত্তর: দীন যে।
(৫৬) ————– হেম-কান্তি অম্লান কিরণে।
উত্তর: হেমাদ্রির।
(৫৭) কিন্তু ভাগ্য বলে পেয়ে সে ——————-।
উত্তর: মহা পর্বতে।
(৫৮) যে জন ——————– লয় সুবর্ণ চরণে
উত্তর: আশ্রয়।
(৫৯) এই জানে কত গুণ ধরে কত মতে —————।
উত্তর: গিরীশ।
(৬০) কি সেবা তার সে ————–।
উত্তর: সুখ সদনে।
(৬১) দানে বারি নদীরূপ —————- ।
উত্তর: বিমলা কিঙ্করী।
(৬২) যোগায় ————- পরম আদরে
উত্তর: অমৃত ফল।
(৬৪) ————– ফুল – কুল দশ দিশ ভরে
উত্তর: পরিমলে।
(৬৫) দিবসে ————- শীতল ছায়া
উত্তর: শ্বাসী।
(৬৬) নিশায় সুশান্ত ————–।
উত্তর: নিদ্রা, ক্লান্তি দূর করে।
(৬৭) যে জন আশ্রয় লয় সুবর্ণ ————– ।
উত্তর: চরণে।
(৬৮) নিশায় সুশান্ত নিদ্রা ———— দূর করে।
উত্তর: ক্লান্তি।
(৬৯) দিবসে শীতল শ্বাসী ছায়া ———–।
উত্তর: বনেশ্বরী।
আরও দেখো:
(১) সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর
(২) বিড়াল গল্পের MCQ প্রশ্ন উত্তর
(৩) পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর