অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর মাধ্যমিক বাংলা ক্লাস দশম শ্রেণী

এখানে অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। মাধ্যমিক বাংলা (ক্লাস 10) অসুখী একজন পাবলো নেরুদা

মাধ্যমিক বাংলা
অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর / পাবলো নেরুদা

১. ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন:
a) লিও তলটয়
b) নবারুণ ভট্টাচার্য
c) মহাশ্বেতা দেবী
d) বিজন ভট্টাচার্য
উত্তর: b) নবারুণ ভট্টাচার্য

২. পাবলো নেরুদা কোন দেশের কবি:
a) কিউবা
b) ফ্রান্স
c) রাশিয়া
d) চিলি
উত্তর: d) চিলি

৩. ‘অসুখী একজন’ কবিতার কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন:
a) যুদ্ধ বিধ্বস্ত মানুষের
b) শ্রমিকের
c) ছাত্রের
d) কবির নিজের
উত্তর: d) কবির নিজের

৪. কবিতার কথকের চলে যাওয়ার পর কত বছর কেটে যায়:
a) এক বছর
b) দুই বছর
c) তিন বছর
d) চার বছর
উত্তর: a) এক বছর

৫. তারপর যুদ্ধ হল:
a) পাহাড়ের আগুনের মতো
b) রক্তের সমুদ্রের মতো
c) আগ্নেয় পাহাড়ের মতো
d) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
উত্তর: d) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

৬. ‘অসুখী একজন’ কবিতায় কারা খুন হল:
a) শিশু আর বাড়ি
b) বৃদ্ধ আর বাড়ি
c) মহিলা আর বাড়ি
d) ছাত্র আর বিদ্যালয়
উত্তর: a) শিশু আর বাড়ি

৭. দেবতাদের যে বিশেষণ ব্যবহৃত হয়েছে কবিতায়:
a) শান্ত সবুজ
b) শান্ত হলুদ
c) শান্ত করুন
d) তাবুকতায়
উত্তর: b) শান্ত হলুদ

৮. অপেক্ষারত মেয়েটির উপর বছরগুলো কিভাবে নেমে আসে:
a) বৃষ্টির মতো
b) তুষারপাতের মতো
c) পরীর মতো
d) পাথরের মতো
উত্তর: d) পাথরের মতো

৯. ‘তারা আর স্বপ্ন দেখতে পারলো না’ – কারা স্বপ্ন দেখতে পারল না:
a) দেবতারা
b) সন্ন্যাসীরা
c) মানুষেরা
d) পুরোহিতরা
উত্তর: a) দেবতারা

১০. ‘অসুখী একজন’ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন?
a) মানুষ
b) কুকুর
c) হরিণ
d) বিড়াল
উত্তর: b) কুকুর

১১. ‘রক্তের এক——- মতো’। (শূন্যস্থান)
a) ধসের
b) অক্ষরের
c) গিরিখাতের
d) আগ্নেয় পাহাড়ের
উত্তর: d) আগ্নেয় পাহাড়ের

১২. ‘তারপর যুদ্ধ এল’– ‘যুদ্ধ এল’ অর্থ–
a) যুদ্ধ শেষ হল
b) যুদ্ধ হবে এমন
c) যুদ্ধ শুরু হল
d) যুদ্ধ মধ্যে অবস্থায়
উত্তর: c) যুদ্ধ শুরু হল

মাধ্যমিক বাংলা
অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর

১৩. ‘অসুখী একজন’ কবিতায় শিশু আর বাড়িরা ——-
a) খুন হল
b) হারিয়ে গেল
c) বেঁচে রইল
d) জেগে রইল
উত্তর: a) খুন হল

১৪. ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়ল?
a) গুঁড়ো গুঁড়ো হয়ে
b) টুকরো টুকরো হয়ে
c) অর্ধেক হয়ে
d) ভেঙে ভেঙে
উত্তর: b) টুকরো টুকরো হয়ে

১৫. ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল?
a) একশো
b) দুই হাজার
c) পাঁচশো
d) হাজার
উত্তর: d) হাজার

১৬. ‘অসুখী একজন’ কবিতায় দেবতাদের চেহারা ছিল—-
a) শান্ত হলুদ
b) লাল নীল
c) অশান্ত নীল
d) ধীর হলুদ
উত্তর: a) শান্ত হলুদ

১৭. ‘অসুখী একজন’ কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বস্ত হল?
a) ভূমিকম্পে
b) ধ্বংসে
c) আগুনে
d) বন্যায়
উত্তর: c) আগুনে

১৮. ‘অসুখী একজন’ কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষা তুরা সেই মেয়েটির কী হল না?
a) অসুখ হল না
b) বেঁচে রইল
c) হারিয়ে গেল
d) নষ্ট হল না
উত্তর: a) অসুখ হল না

১৯. ‘অসুখী একজন’- কবিতাটি বাংলায় অনুবাদ করেন –
a) লিও তলটয়
b) নবারন ভট্টাচার্য
c) মহাশ্বেতা দেবী
d) বিজন ভট্টাচার্য
উত্তর: b) নবারুণ ভট্টাচার্য

২০. পাবলো নেরুদা কোন দেশের কবি-
a) কিউবা
b) ফ্রান্স
c) রাশিয়া
d) চিলি
উত্তর: d) চিলি

২১. ‘অসুখী একজন’ কবিতার কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন?
a) যুদ্ধ বিধ্বস্ত মানুষের
b) শ্রমিকের
c) ছাত্রের
d) কবির নিজের
উত্তর: d) কবির নিজের

২২. কবিতার কথকের চলে যাওয়ার পর কত বছর কেটে যায়?
a) এক বছর
b) দুই বছর
c) তিন বছর
d) চার বছর
উত্তর: a) এক বছর

২৩. তারপর যুদ্ধ হল-
a) পাহাড়ের আগুনের মতো
b) রক্তের সমুদ্রের মতো
c) আগ্নেয় পাহাড়ের মত
d) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
উত্তর: d) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত

২৪. অসুখী একজন কবিতায় ‘আমি চলে গেলাম——–‘ (শূন্যস্থান)
a) দূর ….অনেক দূরে
b) দূর….. বহু দূরে
c) দূর…. দূরে
d) দূর…. কাছে
উত্তর: c) দূর…. দূরে

২৫. ‘সে জানত না আমি আর কখনো——-‘ (শূন্যস্থান)
a) ফিরে আসব না
b) দৌড়ে আসব না
c) ঘুরে আসব না
d) চলে যাবো না
উত্তর: a) ফিরে আসব না

২৬. ‘অসুখী একজন’ কবিতায় শিশু আর বাড়িরা ——-
a) খুন হল
b) হারিয়ে গেল
c) বেঁচে রইল
d) জেগে রইল
উত্তর: a) খুন হল

মাধ্যমিক বাংলা
অসুখী একজন কবিতার SAQ প্রশ্ন উত্তর

১. “শিশু আর বাড়িরা খুন হল”- শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন?

উত্তর: বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল।

২. অসুখী একজন কবিতায় কবি চলে যাওয়ার আগে তাকে কি অবস্থায় ছেড়ে?

উত্তর: পাবলো নেরুদা তাকে তথা এক নারী গল্প দেশমাতৃকা কে দরজায় পরম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন দূর থেকে দূরে।

৩. ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধ আশাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর: কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ আসাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।

৪. “তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ এলে কি ঘটলো?

উত্তর: পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধ শিশু আর বাড়িগুলি খুন হয়, কিন্তু কবির ছেড়ে যাওয়া মেয়েটির মৃত্যু হয় না।

৫. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”- এর অর্থ কি?

উত্তর: উদ্ধতিটির অর্থ প্রকৃতির নিয়মে প্রকৃতির বুকে মানুষের স্মৃতি মুছে দেওয়া।

৬. “রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত।”- এটি কিসের উপমা?

উত্তর: পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন কবিতায় এটি স্পেনের গৃহযুদ্ধের উপমা।

৭. “সেই মেয়েটির মৃত্যু হলো না।”- কেন মৃত্যু হলো না?

উত্তর: কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না।

৮. “রক্তের একটা কালো দাগ।”- কি কারণে এই রক্তপাত?

উত্তর: স্পেনের গৃহযুদ্ধে বহু মানুষ হতাহত হয়, তাই এই রক্তপাত।

৯. “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেলে আগুনে ।”-সব কি কি?

উত্তর: সব বলতে গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ প্রভৃতির কথা বলা হয়েছে।

১০. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”- বক্তার জন্য মেয়েটির অপেক্ষার কারণ কি?

উত্তর: কারণ বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক প্রেমিক – প্রেমিকার, তাই সে বক্তার অপেক্ষায় থাকে।

১১. “সেই মিষ্টি বাড়ি”- বাড়িটির বক্তা মিষ্টি বলেছেন কেন?

উত্তর: বাড়িটির সঙ্গে কবির অনেক প্রিয় স্মৃতি যুক্ত হয়ে থাকায় বাড়িতেই মিষ্টি।

১২. “সে জানতো না”- কে, কি জানতো না?

উত্তর: অসুখী একজন কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দার করিয়ে অপেক্ষায় রেখে চলে গেল, সেই মেয়েটি জানতো না সে যে কথক আর কখনো ফিরে আসবে না।

মাধ্যমিক বাংলা
অসুখী একজন কবিতার বড়ো প্রশ্ন উত্তর

প্রশ্ন ১: “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে”- কবিতা অনুসরণে পরিস্থিতির বিবরণ দাও।
অথবা,
“যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা”- অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখ।

উত্তর: প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার রচিত ‘অসুখী একজন’ কবিতা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।

এই কবিতায় কবি বর্ণনা করেছেন, একজন সৈনিককে তার প্রিয়তমা এবং মাতৃভূমিকে অপেক্ষায় রেখে দেশ রক্ষার্থে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধ শেষ হলে তিনি ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দিলেও, সেই প্রতিশ্রুতি পূরণ করা তার পক্ষে আর সম্ভব হয়নি। দেশে শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের পরিণতিতে পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

যুদ্ধের কারণে শহর আর শহর থাকে না। বাড়িঘর, মন্দির, মাঠ-ঘাট, এবং কবির প্রিয় বাড়ি—সব ধ্বংস হয়ে যায়। যুদ্ধের আগুন পুরো দেশকে গ্রাস করে, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক মূল্যবোধ উধাও হয়ে যায়।
কবির সেই বাড়ি, যার ঝুলন্ত বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো পাতা, চিমনি, এবং জলতরঙ্গের মতো স্মৃতিচিহ্ন, সবকিছু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যেখানে একসময় প্রাণচঞ্চল শহর ছিল, সেখানে পড়ে থাকে শুধুমাত্র কাঠকয়লা, দোমড়ানো লোহা এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যুদ্ধের ভয়ংকর স্মৃতি হয়ে রয়ে যায় রক্তের একটি কালো দাগ, যা ধ্বংসের সাক্ষী।

প্রশ্ন ২: “তারপর যুদ্ধ এলো….।”- কিসের মতো যুদ্ধ এলো? তার কি পরিণতি ঘটলো?

উত্তর: চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতা থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে। কবিতায় কবি বলেছেন, যুদ্ধ এসেছিল যেন ভয়ংকর এক রক্তের আগ্নেয়গিরির মতো।

যুদ্ধ শুরু হওয়ার পর দেশজুড়ে নেমে আসে ধ্বংস আর মৃত্যু। আগুন গ্রাস করে সমগ্র দেশকে। রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং শিশুদের মৃত্যু হয়।
শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানে মগ্ন ছিল, তারা ছিটকে পড়ে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কবির প্রিয় বাড়ি এবং তার সমস্ত স্মৃতি—ঝুলন্ত বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো পাতার মতো হাত, চিমনি, এবং প্রাচীন জলতরঙ্গ—সবই ধ্বংস হয়ে আগুনে পুড়ে যায়।

যেখানে একসময় শহরের কোলাহল ছিল, সেখানে ছড়িয়ে থাকে শুধু কাঠকয়লা, দোমড়ানো লোহা, এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যুদ্ধের বিভীষিকা হয়ে রয়ে যায় রক্তের একটি কালো দাগ।
যুদ্ধ কেবল শহর ধ্বংস করেনি, এটি মানুষের হৃদয় থেকে ভালোবাসা, শান্তি এবং আশা মুছে দিয়েছে। আর কবির প্রিয়তমা ও জন্মভূমি অনন্তকাল ধরে এই ধ্বংসের শোক বহন করে।

প্রশ্ন ৩: “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা।”- অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হল?

উত্তর: চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরতে এই পঙক্তি ব্যবহার করা হয়েছে। কবিতায় কথক তাঁর প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে যেতে বাধ্য হন। প্রিয়তমা জানতেন না, তিনি আর ফিরে আসবেন না। অনেক দিন কেটে যায়, বৃষ্টিতে কথকের পায়ের দাগ মুছে যায়, আর সেই নারীর জীবনে নেমে আসে পাথরের মতো কঠিন দিন।

এরপর দেশে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে পাহাড়-পর্বত থেকে সমতল ভূমি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আগুন গ্রাস করে জনপদ, শিশু এবং সাধারণ মানুষ প্রাণ হারায়। হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন দেবতাদের প্রতিমাও ছিটকে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায়।
কবির প্রিয় বাড়ি—ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ—সব ধ্বংস হয়ে আগুনে পুড়ে যায়। শহরের কোথাও আর প্রাণের চিহ্ন নেই; সেখানে পড়ে থাকে শুধু কাঠকয়লা, দোমড়ানো লোহা, এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা।

যুদ্ধের রোষ শহরকে এক শ্মশানে পরিণত করে। চিতাভস্মের মতো ছড়িয়ে পড়ে কাঠকয়লা। কবি এই দৃশ্যের মধ্য দিয়ে যুদ্ধের নির্মমতা ও মানব সভ্যতার ধ্বংসকে মর্মস্পর্শী করে তুলেছেন।

দশম শ্রেণী বাংলা
অসুখী একজন কবিতার বড়ো প্রশ্ন উত্তর

প্রশ্ন ৪: “তারপর যুদ্ধ এলো”- তারপর বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটল? যুদ্ধ এলে কী কী ঘটলো?
অথবা
“তারপর যুদ্ধ এলো/রাতের এক আগ্নেয় পাহাড়ের মত”- এর বিশ্লেষণ লেখো।

উত্তর: দক্ষ রাজনীতিবিদ এবং প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় “তারপর” শব্দটি যুদ্ধের ভয়াবহ সূচনাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। কবিতায় কথক তাঁর প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে দূরে চলে যান। দীর্ঘ সময় কেটে যায়, বৃষ্টিতে তাঁর পায়ের দাগ মুছে যায়, এবং তাঁর অনুপস্থিতিতে প্রিয়তমার জীবনে নেমে আসে কঠিন বাস্তবতার পাথর-সমান ভার।

এরপর দেশে শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। কবি যুদ্ধকে “রক্তের এক আগ্নেয় পাহাড়” বলে উল্লেখ করেছেন, কারণ এর তাণ্ডব ও ধ্বংসাত্মক ক্ষমতা সমস্ত মানবিকতাকে মুছে দেয়।

যুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামে শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারায়। মন্দিরে ধ্যানমগ্ন দেবতাদের প্রতিমা ছিটকে পড়ে এবং ভেঙে চুরমার হয়ে যায়। আগুন গ্রাস করে বাড়িঘর, মাঠ-ঘাট, এবং কবির প্রিয় স্মৃতিময় বাড়ি—যার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, এবং প্রাচীন জলতরঙ্গ সবকিছু ধ্বংস হয়ে যায়।
যুদ্ধের পর শহরের চিত্র ছিল ভয়ংকর: দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের কালো দাগ।

যুদ্ধ কেবল মানুষের জীবনই নেয় না, এটি মানুষের হৃদয় ও মানসিক শান্তিকেও চূর্ণ করে দেয়। কবির বর্ণনায় ফুটে ওঠা ধ্বংসচিত্র যুদ্ধের মর্মান্তিক পরিণতিকে মূর্ত করে তোলে। কবি বেদনাভরা কণ্ঠে বলেন:

“যেখানে ছিল শহর
সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা,
দোমড়ানো লোহা,
আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা।”

এভাবেই, ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের ভয়ংকর পরিণতি এবং প্রিয়তমার অপেক্ষার দীর্ঘতর ব্যথা কবি তুলে ধরেছেন।

প্রশ্ন ৫: “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা”- অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখ।
অথবা,
অসুখী একজন কবিতায় কে, কেন অসুখী তা যেভাবে ফুটে উঠেছে কবিতা অবলম্বনে লেখো।
অথবা,
“সেই মেয়েটির মৃত্যু হলো না।”- কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু না হওয়ার কারণ সম্পর্কে কবিতা এভাবে বিষয়টি প্রকাশ পেয়েছে আলোচনা কর।

উত্তর: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় কথকের কণ্ঠে যুদ্ধ এবং অপেক্ষারত এক মেয়ের বেদনাদায়ক গল্প ফুটে উঠেছে। সেই মেয়েটি হয়তো কথকের প্রিয়তমা, অথবা তাঁর মাতৃভূমির প্রতিমূর্তি। কবিতার কেন্দ্রীয় বিষয় হলো যুদ্ধের ভয়াবহতা এবং অপেক্ষার করুণ পরিণতি।

কথক একদিন তাঁর প্রিয়জনকে দরজার পাশে রেখে দূর দেশে পাড়ি দেন। প্রিয়জনটি বুঝতে পারেনি যে কথক আর ফিরে আসবেন না। সময় এগিয়ে যায়, বৃষ্টিতে মুছে যায় কথকের পায়ের দাগ—যা তাঁর স্বদেশ এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার প্রতীক।

এরপর দেশে শুরু হয় ভয়ংকর যুদ্ধ। যুদ্ধের বিভীষিকায় শহর ও গ্রাম জ্বলে ছাই হয়ে যায়। বহু শিশু, নারী, বৃদ্ধের মৃত্যু ঘটে। ধর্মীয় মন্দিরে ধ্যানমগ্ন দেবতার মূর্তিও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। কথকের প্রিয় বাড়ি, ঝুলন্ত বারান্দা, গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ—সবকিছু ধ্বংস হয়ে যায়।
কবির ভাষায়:

“যেখানে ছিল শহর
সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা,
দোমড়ানো লোহা,
মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা।”

মেয়েটির অসুখী জীবন:
কথকের অনুপস্থিতিতে মেয়েটি একাকী এবং অসহায় অবস্থায় জীবনযাপন করে। তাঁর জীবনে নেমে আসে পাথরের মতো কঠিন বছরগুলোর ভার।

“পাথরের মত, পরপর পাথরের মত,
বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।”

যুদ্ধের ধ্বংসযজ্ঞে সব হারানোর পরও মেয়েটি বেঁচে থাকে একমাত্র প্রিয়জনের ফেরার অপেক্ষায়। তার বেঁচে থাকা যেন শুধুই অমোঘ নিয়তির কারণে, যা তাকে অনন্তকাল অপেক্ষার ভারে বেঁধে রেখেছে।

কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন যে যুদ্ধ কেবল প্রাণনাশ নয়, মানুষের আশা, অনুভূতি এবং সম্পর্ককেও ধ্বংস করে দেয়। কিন্তু মেয়েটি সেই ধ্বংসস্তূপের মধ্যেও বেঁচে থাকে, কারণ তার একমাত্র সম্বল হলো অপেক্ষা।

“সেই মেয়েটির মৃত্যু হলো না।”
কারণ অনন্ত অপেক্ষা তাকে বাঁচিয়ে রাখল।
এইভাবে, ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের নির্মমতা, অপেক্ষার বেদনা এবং জীবনের শূন্যতা মর্মস্পর্শী হয়ে ধরা পড়েছে।

আরও দেখো: জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page