এখানে Class 11 Second Semester Education Suggestion 2025 / ক্লাস 11 এডুকেশন সাজেশন দ্বিতীয় সেমিস্টার ২০২৫ শেয়ার করা হলো। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2025 শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর
Class 11 Second Semester Education Suggestion 2025
ক্লাস 11 এডুকেশন সাজেশন দ্বিতীয় সেমিস্টার ২০২৫
সাজেশন: ১
A. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (১০×২=২০)
১) কৈশোরকালকে উৎকণ্ঠা-দ্বন্দ্বের কাল বলা হয় কেন?
২) হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশটি সংক্ষেপে লেখো।
৩) বৌদ্ধ শিক্ষাব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো।
৪) মুসলিম শিক্ষাব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো (টোল, মক্তব, মাদ্রাসা)।
৫) শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখো।
৬) মানবজীবন বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে তোমার ধারণা দাও।
৭) প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লেখো।
৮) মেকলে মিনিটটি সংক্ষেপে আলোচনা করো।
৯) বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা লেখো।
১০) ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো।
১১) বাল্যকালের শিক্ষা সম্পর্কে তোমার ধারণা দাও।
১২) হার্টগ কমিটির রিপোর্ট / সার্জেন্ট / স্যাডলার কমিশনের অবদান ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো।
B. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫×২=১০)
১) শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো।
২) শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো।
৩) শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদান লেখো।
৪) বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয় সম্পর্কে তোমার ধারণা দাও।
৫) বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো।
৬) সাবিত্রীবাঈ ফুলের সত্যশোধক সমাজের কার্যাবলি সংক্ষেপে আলোচনা করো।
৭) শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব লেখো।
৮) নব্য ফ্রয়েডীয় মনোবিজ্ঞানীরা মনঃসমীক্ষণবাদ সম্পর্কে কী ধারণা দিয়েছেন?
৯) রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দাও।
১০) সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো।
১১) জরিপ পদ্ধতিটি সংক্ষেপে লেখো।
C. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: (২×৫=১০)
১) শিক্ষা মনোবিদ্যাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন?
২) পরিবেশ কাকে বলে?
৩) বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন?
৪) Adolescence শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো।
৫) মক্তব অনুষ্ঠান কী?
৬) GCPI-র সম্পূর্ণ নাম কী?
৭) বিদ্যাসাগরের দুটি অনুবাদ সাহিত্যের নাম লেখো।
৮) অর্জিত আচরণ বলতে কী বোঝো?
৯) ইডিপাস কমপ্লেক্স কী?
১০) বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো।
১১) অনুদান প্রথা কী?
১২) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কত সালে ইংরেজি ও উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয়?
১৩) পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো।
১৪) কত সালে এবং কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রোধ হয়?
১৫) জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো?
১৬) পরীক্ষণমূলক পদ্ধতি কাকে বলে?
১৭) “I wish to Psychologise Education” উক্তিটির তাৎপর্য লেখো।
১৮) বংশগতি বলতে কী বোঝো?
১৯) বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো।
২০) ‘চুঁইয়ে নামা/পরা নীতি’ কী?
২১) আত্মীয়সভা গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
২২) বেগম রোকেয়া নারী সংগঠন কত সালে কী নামে করেছিলেন?
২৩) মনঃসমীক্ষণবাদের মূল বক্তব্য কী ছিল?
২৪) শিক্ষা মনোবিদ্যা কাকে বলে?
২৫) প্রক্সিমোডিস্টাল কী?
২৬) মনোবিদ স্ট্যানলি হল কাদের কৈশোরকালের বোঝাতে “Flapper” শব্দটি ব্যবহার করেছেন? এর অর্থ কী?
২৭) আকবরকে ‘মহান আকবর’ বলা হয় কেন?
২৮) নারীশিক্ষা ভাণ্ডার কী?
Class 11 Second Semester Education Suggestion 2025
ক্লাস 11 এডুকেশন সাজেশন দ্বিতীয় সেমিস্টার ২০২৫
সাজেশন: ২
প্রশ্নমান- ১০
১) শৈশব বলতে কী বোঝ? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২) কৈশোর বা বয়ঃসন্ধি বলতে কী বোঝ? বয়ঃসন্ধিকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো।
৩) প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো।
৪) নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
৫) প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৬) উডের ডেসপ্যাচ বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো।
৭) মেকলে মিনিট কীভাবে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল?
প্রশ্নমান- ৫
৮) শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষামনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৯) শিক্ষামনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো।
১০) সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য নির্ণয় করো।
১১) S-type এবং R-type অনুবর্তনের পার্থক্য লেখো।
১২) গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি আলোচনা করো।
১৩) কেস স্টাডির ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখো।
১৪) বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো।
১৫) মাধ্যমিক শিক্ষা বলতে কী বোঝায়? মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠক্রম ব্যাখ্যা করো।
১৬) কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার পাঠক্রম ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
১৭) সমাজসংস্কার ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো।
১৮) বিদ্যাসাগরের শিক্ষাসংস্কারমূলক কাজগুলি সংক্ষেপে আলোচনা করো।
১৯) সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার কাজগুলি সংক্ষেপে আলোচনা করো।
২০) স্কিনার বক্স সম্পর্কে লেখো।
প্রশ্নমান- ২
২১) শিক্ষামনোবিদ্যা বলতে কী বোঝ?
২২) প্রত্যক্ষণের পাঁচটি স্তরের নাম উল্লেখ করো।
২৩) টাইম কার্ড কী?
২৪) গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কী?
২৫) মনোবিজ্ঞানে সমীক্ষা বা সার্ভে পদ্ধতি কী?
২৬) বংশগতি কাকে বলে?
২৭) সামাজিক পরিবেশ কাকে বলে?
২৮) প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী তা উল্লেখ করো।
২৯) Casa dei Bambini কী? House of Children আর কোন নামে পরিচিত?
৩০) সমাবর্তন কাকে বলে?
৩১) বিদ্যাসাগর রচিত যেকোনো দুটি অনুবাদ গ্রন্থের নাম লেখো।
৩২) অপানুবর্তন কী?
৩৩) প্রাক-প্রাথমিক শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখো।
আরও দেখো: ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন 2025