আমরা এই পোস্টে Class 6 Bengali Question Answer First Unit Test 2025 / ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট ২০২৫ শেয়ার করলাম।
Class 6 Bengali Question Answer First Unit Test 2025
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ১
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
১.১ আকন্দবাড়ী স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর?
ক) পঞ্চম
খ) ষষ্ঠ
গ) সপ্তম
ঘ) চতুর্থ
উত্তর: পঞ্চম
১.২ “কোমরে পোকার বাসাবাড়ি” রচনার লেখক কে?
ক) গোপালচন্দ্র ভট্টাচার্য
খ) গোপালচন্দ্র দে
গ) গোপালচন্দ্র হালদার
ঘ) গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর: গোপালচন্দ্র ভট্টাচার্য
১.৩ ময়ূরের ডাককে কী বলা হয়?
ক) কুহু
খ) কেকা
গ) মকমকি
ঘ) বৃহল
উত্তর: কেকা
২. সংক্ষেপে উত্তর দাও:
২.১ “এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই।”— এ কথা কে বলেছেন?
উত্তর: আকন্দবাড়ী স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস।
২.২ “আমি পশুর ভাষা বেশ বুঝি।”— কার উক্তি?
উত্তর: উক্তিটি রিউবেন ক্রাস্টাং সাহেবের।
২.৩ মাকড়সা শিকার করে কোমরে পোকা কোথায় রাখে?
উত্তর: মাকড়সা শিকার করে হুল ফুটিয়ে তাকে অসাড় করে এনে বাসার কুঠুরিতে রেখে দেয়।
৩. নিজের ভাষায় উত্তর লেখো:
৩.১ শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থায় দেখেছিল?
উত্তর: শঙ্করের স্বপ্নে এমু একটি বিশাল ছাই রঙের পাখি ছিল, যা দেখতে বাজপাখির মতো, তবে আকারে বড়। সেই পাখি ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। তাকে দেখে কাকের দল চিৎকার করছিল, আর সে উড়ে গেলে তার ডানার বাতাস কাটার শব্দ শোনা যাচ্ছিল।
৩.২ কোমরে পোকার কুঠুরি তৈরিতে কত সময় লাগে? এদের বাসার গাঁথুনি কত লম্বা হয়?
উত্তর: কোমরে পোকার বাসার কুঠুরি তৈরি করতে প্রায় দুদিন সময় লাগে। এই বাসার গাঁথুনি প্রায় সওয়া এক ইঞ্চি লম্বা হয়।
৩.৩ রিউবেন ক্রাস্টাং সাহেব কীভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন?
উত্তর: রিউবেন ক্রাস্টাং সাহেব প্রায় ৪০ বছর বন্যপ্রাণীদের সঙ্গে কাটিয়েছিলেন, তাই তিনি বন্য জন্তুদের আচরণ ভালোভাবে বুঝতে পারতেন। তিনি পশুদের গলার স্বর অবিকল নকল করতে পারতেন, যা তাকে বহুবার বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা করেছিল।
৪. সঠিক বিকল্পটি বেছে নাও:
৪.১ হাইনরিখ বিশিষ্ট—
ক) ফরাসি কবি
খ) ইংরেজ কবি
গ) জার্মান কবি
ঘ) আমেরিকান কবি
উত্তর: জার্মান কবি
৪.২ “ঘাসফড়িং” কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে—
ক) একবার
খ) দুবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর: দুবার
৪.৩ কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন—
ক) বনগাঁ
খ) বহরুগাঁও
গ) চাটগাঁও
ঘ) সোনাগাঁও
উত্তর: বহরুগাঁও
৫. সংক্ষেপে উত্তর দাও:
৫.১ কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে?
উত্তর: অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে।
৫.২ পাইন গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে?
উত্তর: পাইন গাছ উত্তরের বুনো, নগ্ন, বরফঢাকা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে।
৫.৩ রোদ্দুর কার গায়ের মতন?
উত্তর: রোদ্দুর মাছরাঙার গায়ের মতন।
৬. নিজের ভাষায় উত্তর দাও:
৬.১ খড়ের আটি কোথায় কিভাবে আছে?
উত্তর: ভর দুপুরে কবিতায় বলা হয়েছে, নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা রয়েছে। সেই নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা আছে।
৬.২ তত্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার বুক বেদনায় ভরা? তার আবাসস্থল কোথায়?
উত্তর: পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় একা, দুঃখী পাইন গাছের বুক বেদনায় ভরা। তার আবাসস্থল ধুধু তত্ত্ব বালিয়াড়ির দেশ মরুভূমিতে।
৬.৩ মন ভালো করার কবিতা অবলম্বনে হাওয়া কোথায় কোথায় পড়ে?
উত্তর: মন ভালো করা কবিতায় দেখা যায়, হাওয়া গাছের পাতায় এসে পড়ে ও পাতাকে নাড়িয়ে দিয়ে যায়। এছাড়াও মাছরাঙ্গাটির গায়ে হাওয়া পড়ে।
৭. খুব সংক্ষেপে উত্তর দাও:
৭.১ বিড়ালের মতে, তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি কী?
উত্তর: বিড়ালের মতে, তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো— কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে শোয়া এক ঘণ্টার মতো সময় লাগা উচিত।
৭.২ “কই হিসাবটা হল?”— কে, কাকে এ কথা জিজ্ঞাসা করেছিল?
উত্তর: বুড়ো, কাককে এ কথা জিজ্ঞাসা করেছিল।
৭.৩ গেছোদাদা কে? গেছোদাদা কোথায় থাকে?
উত্তর: গেছোদাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের এক রকম দাদা। গেছোদাদা গাছে থাকে।
৭.৪ বুড়োটি কত হাত লম্বা ছিল?
উত্তর: বুড়ো দেড় হাত লম্বা ছিল।
৭.৫ বিড়ালকে আর কী কী নামে ডাকা যেতে পারে বলে গল্পে বলা হয়েছে?
উত্তর: গল্পে বিড়ালকে রুমাল ও চন্দ্রবিন্দু নামেও ডাকা যেতে পারে বলে বলা হয়েছে।
৮. সঠিক বিকল্পটি বেছে নাও:
৮.১ প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক) পরীক্ষা
খ) তপবন
গ) মহাশয়
ঘ) চলচ্চিত্র
উত্তর: তপোবন।
৮.২ সংখ্যা বাচক শব্দ নয়—
ক) চার
খ) সাত
গ) দশম
ঘ) দুই
উত্তর: দশম।
৮.৩ প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হল—
ক) প্রাত:+আশ
খ) প্রাত+আশ
গ) প্রাত:+ আশ
ঘ) প্রাত+ আশ
উত্তর: প্রাত:+ আশ।
৯. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
৯.১ মৌলিক শব্দ কাকে বলে?
উত্তর: যেসব শব্দকে আরও ভাঙা যায় না বা ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই অবিভাজ্য শব্দগুলিকে মৌলিক শব্দ বলে।
৯.২ “পঙ্কজ” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখ।
উত্তর:
ব্যুৎপত্তিগত অর্থ: যা পাঁকে জন্মায়।
প্রচলিত অর্থ: পদ্মফুল।
৯.৩ বিসর্গ রূপান্তরিত হয়ে ‘স’ হচ্ছে, এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও।
উত্তর:
দু:+কর = দুষ্কর
আবি:+কার = আবিষ্কার
৯.৪ ১২ ও ১৬ সংখ্যার পূরণবাচক শব্দ লেখো।
উত্তর:
১২: দ্বাদশ
১৬: সোরস
৯.৫ সাধিত শব্দ কাকে বলে?
উত্তর: যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি স্বাধীন শব্দ পাওয়া যায়, তাদের সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে।
উদাহরণ: আপাদমস্তক, ডাক্তারবাবু, বিয়েবাড়ি প্রভৃতি।
৯.৬ সন্ধি বিচ্ছেদ করো:
নিশ্চয় = নি:+চয়
নিরামিষ = নি:+আমিষ
Class 6 Bengali Question Answer First Unit Test 2025
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ২
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
(ক) শংকরের স্বপ্নে বাতাসের রং কী?
(লাল / নীল / সবুজ / হলুদ)
উত্তর: নীল
(খ) মানুষের মতো কথা বলে যে পাখি, সেটি হল—
(ময়ূর / ফিঙে / কাকাতুয়া / বাবুই)
উত্তর: কাকাতুয়া
(গ) ধ্বনি হল—
(দুই প্রকার / তিন প্রকার / চার প্রকার / সাত প্রকার)
উত্তর: দুই প্রকার
(ঘ) বিসর্গ সন্ধির উদাহরণ হল—
(নিঃআনন্দ / মনঃরম / ভাঃকরা / সবকটিই)
উত্তর: সবকটিই
২। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
(ক) পাইন কীভাবে দাঁড়িয়ে আছে?
উত্তর: উত্তরের বুনো নগ্ন পাহাড়ে আকাশের দিকে তাকিয়ে পাইন দাঁড়িয়ে আছে।
(খ) ক্যাস্টাং সাহেব কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন?
উত্তর: ক্যাস্টাং সাহেব চল্লিশ বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন।
(গ) হযবরল গল্পের শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে?
উত্তর: হযবরল গল্পের শুরুতেই গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে।
(ঘ) হযবরল গল্পে রুমালটা কীসে পরিণত হয়েছিল?
উত্তর: হযবরল গল্পে রুমালটা বেড়ালে পরিণত হয়েছিল।
(ঙ) ‘তিরোধান’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।
উত্তর: তিরঃ + ধান = তিরোধান
(চ) বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ‘র’-তে রূপান্তরিত হয়েছে, তার একটি উদাহরণ দাও।
উত্তর: পুনঃ + অপি = পুনারপি
৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
(ক) মাকড়সা দেখলেই কুমোরে পোকা কী করে?
উত্তর: মাকড়সা দেখলেই কুমোরে-পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তবে একেবারে মেরে ফেলে না।
মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে। এতে মাকড়সা মরে না, কিন্তু অসাড় হয়ে যায়।
তারপর মাকড়সাটিকে মুখে করে উড়িয়ে নিয়ে কুঠুরির মধ্যে চিত করে শুইয়ে তার উদরের পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে।
(খ) “আঁচল পেতে বিশ্বভুবন/ঘুমোচ্ছে এইখানে।”- কবির এমন ভাবনার কারণ কী?
উত্তর: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর ‘ভরদুপুরে’ কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন।
দুপুরবেলা চারিদিক নিস্তব্ধ, জনমানবহীন। সূর্যের প্রচণ্ড তাপে জীবজন্তু ও পশুপাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে।
পৃথিবীও যেন তার কর্মচাঞ্চল্য হারিয়েছে। প্রকৃতির এই স্তব্ধ, নিশ্চল রূপ দেখে কবির মনে হয়েছে, সমস্ত বিশ্বভুবন যেন ‘আঁচল পেতে’ গভীর ঘুমে আচ্ছন্ন।
Class 6 Bengali Question Answer First Unit Test 2025
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৩
১। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
(ক) মরুতটে দাঁড়িয়ে আছে —
পাইন / পায় / খেজুর গাছ।
(খ) শংকর সেনাপতির বাবা —
অভিমন্যু সেনাপতি / অভিনন্দন সেনাপতি / বিভীষণ।
(গ) মেনি ছিল একটি —
কুকুর / বিড়াল / ছাগল।
(ঘ) সন্ধি হল —
বর্ণ / শব্দ / বাক্যের মিলন।
২। এক কথায় উত্তর দাও:
(ক) ভরদুপুরে কবিতাটি কার লেখা?
(খ) পশুপাখির ভাষা বুঝতে পারা মানুষটির নাম কী?
(গ) কুমোরে পোকার গায়ের রং কেমন?
(ঘ) হযবরল কার লেখা?
(ঙ) রুমালটি কী হয়ে গেছিল?
(চ) সন্ধি বিচ্ছেদ করো (যে কোনো একটি)
(ছ) সন্ধি করো: নিঃ + রব = ?
৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
(ক) ‘আমার ময়ূর’ গল্পের ময়নাটির চেহারা এবং গলার স্বর কেমন ছিল? সে কী বলতে শিখেছিল?
(খ) কারা বেশি চেঁচায়— জঙ্গলের পশু নাকি গৃহপালিত? কেন সেটি ঘটে?
(গ) কবি অরুণ মিত্রর সঙ্গে কার ভাব জমেছিল? সে কোথায় ছিল?
(ঘ) মন ভালো করা রোদ্দুরটি কীসের মতো? এখানে কী কী রঙের উল্লেখ আছে?
Class 6 Bengali Question Answer First Unit Test 2025
ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৪
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
(ক) “ওর খুব পেট গরম মাসাই …” – বলে —
সমীরকান্ত রক্ষিত / সমীরকান্ত দীক্ষিত / সমীরকুমার দীক্ষিত / সমীরকান্ত সেনাপতি।
(খ) আঁচল পেতে ঘুমোয় —
রাখাল / পথিকজন / বিশ্বভুবন / লোকজন।
(গ) ‘সরস্বতী’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল —
সর স্বতী / সর + সতী / স + বতী / সরঃ + বতী।
(ঘ) ‘অন্ন’ শব্দের প্রচলিত অর্থ হল —
ভাত / খাবার / যে-কোনো খাদ্যবস্তু / প্রয়োজনীয় খাদ্য।
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
(ক) জঙ্গলের পশু স্বভাবতই নীরব হয় কেন?
উত্তরঃ জঙ্গলের পশুদের সর্বদাই নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।
(খ) শুকনো খড়ের আঁটি কোথায় বোঝাই করা?
উত্তরঃ নৌকার খোলে শুকনো খড়ের আঁটি বোঝাই করা।
(গ) ‘পরিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।
উত্তরঃ পরি + ছেদ = পরিচ্ছেদ।
(ঘ) ‘ষষ্ঠ’ শব্দটি কী ধরনের শব্দ? এই জাতীয় শব্দের আরও একটি উদাহরণ দাও।
উত্তরঃ ‘ষষ্ঠ’ শব্দটি একটি পূরণবাচক শব্দ। এই জাতীয় শব্দের আরও একটি উদাহরণ হলো সপ্তম।
(ঙ) “সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই।”- বক্তা কে?
উত্তরঃ এখানে বক্তা হলো বেড়াল।
(চ) কাকের স্লেটে লেখা যে সংখ্যাগুলি তুমি দেখেছ সেগুলি লেখো।
উত্তরঃ ৭, ২।
(ছ) প্রায় সমোচ্চারিত শব্দের ভিন্নার্থ লেখো:
১) নীপ – কদম্ব।
২) নৃপ – রাজা।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়? এই পাখির ডিম পাড়ার রীতি কেমন?
উত্তরঃ এমু পাখি আন্দিজ পর্বতে দেখতে পাওয়া যায়।
এই পাখি তিন বছর অন্তর দুটি ডিম পাড়ে।
(খ) “তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভ’রে” – কার বুক বেদনায় ভরা? তার আবাসস্থল কোথায়?
উত্তরঃ পাম গাছের বুক বেদনায় ভরা।
তার আবাসস্থল মরুভূমির রুক্ষ-তপ্ত-ছায়াহীন পরিবেশে।
আরও দেখো: ক্লাস 6 বাংলা ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর