Class 7 Bengali Question First Unit Test 2025 / সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫

Spread the love

আমরা এই পোস্টে Class 7 Bengali Question First Unit Test 2025 / সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫ শেয়ার করা হলো।

Class 7 Bengali Question First Unit Test 2025
সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ১

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ছন্দে চলে-
ক) রাত্রি-দিন
খ) পাখির ডাক
গ) ঘড়ির কাঁটা
ঘ) পদ্ম লেখা

উত্তর: গ) ঘড়ির কাঁটা

১.২ পাগলা গনেশ একটি-
ক) বিজ্ঞান
খ) গল্পবিজ্ঞান
গ) রূপকথা
ঘ) ভ্রমণ

উত্তর: খ) গল্পবিজ্ঞান-বিষয়ক গল্প

১.৩ মধুময়-
ক) শতদল
খ) তামরস
গ) পদ্মজালি
ঘ) সবজন

উত্তর: খ) তামরস

১.৪ আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়-
ক) ২১ জানুয়ারি
খ) ২১ মার্চ
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ২১ জুন

উত্তর: গ) ২১ ফেব্রুয়ারি

১.৫ বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল?
ক) লাল
খ) নীল
গ) হলুদ
ঘ) খয়রি

উত্তর: খ) নীল

১.৬ খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল?
ক) জামরুল
খ) সোনাঝুরি
গ) বট
ঘ) ইউক্যালিপটাস

উত্তর: ঘ) ইউক্যালিপটাস

১.৭ কুতুব মিনার হল-
ক) তিনতলা
খ) চারতলা
গ) পাঁচতলা
ঘ) ছয়তলা

উত্তর: গ) পাঁচতলা

১.৮ গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল-
ক) ৩৫৮৯ সালে
খ) ৩৪৩৯ সালে
গ) ৩৫০০ সালে

উত্তর: খ) ৩৪৩৯ সালে

১.৯ বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে-
ক) গ্রীষ্ম-বসন্ত
খ) বসন্ত-শরৎ
গ) শীত-হেমন্ত

উত্তর: খ) বসন্ত-শরৎ

১.১০ কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন-
ক) আকবর
খ) ইব্রাহিম লোদী
গ) আলাউদ্দিন খিলজী
ঘ) ঔরঙ্গজেব

উত্তর: গ) আলাউদ্দিন খিলজী

১.১১ প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ?
ক) কানাই
খ) কাট
গ) কেষ্ট
ঘ) কৃষ্ণ

উত্তর: ক) কানাই

১.১২ প্রদত্ত কোন বানানটি ভুল?
ক) অবনী
খ) সূর্য
গ) অর্ঘ্য
ঘ) কিংবদন্তি

উত্তর: খ) সূর্য

১.১৩ নিচের কোনটি দেশী শব্দ?
ক) জামা
খ) চাল
গ) মধু

উত্তর: খ) চাল

২. দুই-একটি বাক্যে উত্তর দাও:

২.১ দ্বন্দ্ব ভুলে মন না দিলে কী হবে?

উত্তর: দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না।

২.২ গণেশ কোথায় কী পড়াতেন?

উত্তর: গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন।

২.৩ “মাতৃভাষা” কবিতাটি তরজমা করেছেন কে?

উত্তর: মল্লিকা সেনগুপ্ত।

২.৪ “হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ” কোথায় হয়েছিল?

উত্তর: বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল।

২.৫ “গার্ল অ্যান্ড দ্য ডগ” কী?

উত্তর: রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ।

২.৬ খোকনের প্রথম সৃষ্টি কী ছিল?

উত্তর: খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি।

২.৭ কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন?

উত্তর: সুলতান ফিরোজ তুঘলক।

২.৮ ঘড়িওয়ালাকে সোনা-টিয়া কী কী খেতে দিয়েছিল?

উত্তর: সোনা-টিয়া তাকে এক মুঠো মুড়ি, লজেন্স আর একটি গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল।

২.৯ কালিয়ার বনে কীভাবে যেতে হয়?

উত্তর: সোনা-টিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শোনশনির মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন।

২.১০ মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল?

উত্তর: মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার সতেরো বছর লেগেছিল।

৩. অতি সংক্ষেপে উত্তর দাও:

৩.১ “কিছুটি নয় ছন্দহীন”- উক্তিটির মর্মার্থ লেখো।

উত্তর: কবির মতে, পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। জীবজগতে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনি জড় পদার্থেও ছন্দের প্রবাহ বিদ্যমান। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই ছন্দের সঞ্চার দেখে কবি বলেছেন— “কিছুটি নয় ছন্দহীন”।

৩.২ “ব্যতিক্রম অবশ্যই এক আধজন আছে”- ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন?

উত্তর: ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গনেশ। তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন এবং মানবিক গুণের বিকাশ সাধনই ছিল তাঁর সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞাননির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন এবং সেখানেই কবিতা, গান ও ছবি আঁকা শুরু করেন। এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন।

৩.৩ “সেই ধন্য নরপূলে”- কোন মানুষ নরপূলে ধন্য হন?

উত্তর: কবি মধুসূদনের মতে, যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেয়, তারাই নরপূলে ধন্য হন।

৩.৪ “তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়”- এখানে ‘তারা’ কারা? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন?

উত্তর: এখানে ‘তারা’ বলতে ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ, তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছেন।

৩.৫ “অয়েল পেন্টিং শেখা হয়ে গেল”- কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন?

উত্তর: রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে তুলি, টিউবের রং ও পাত্রের তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে, কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবেই লেখক নিজে নিজে অয়েল পেন্টিং শেখেন।

৩.৬ খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হল?

উত্তর: খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করে। কিন্তু সে কেবল অন্ধকার দেখতে পায়। তখন সে অন্ধকারকেই কালো রঙে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে একটি মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখতে পায়। এভাবেই খোকনের নিজের আঁকা ছবি সৃষ্টি হয়।

৩.৭ কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি কত তলার?

উত্তর: কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও এটি সম্পন্ন করেন ইলতুতমিশ। এটি পাঁচতলার মিনার।

৩.৮ আলাউদ্দিন খিলজী চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহোত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন?

উত্তর: আলাউদ্দিন খিলজী কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতা ও ঘেরবিশিষ্ট একটি মিনার নির্মাণ করতে চেয়েছিলেন। তবে মিনারের কাঠামোর কিছু অংশ তৈরি হওয়ার আগেই তার মৃত্যু হয়, ফলে তিনি মহোত্তর স্থাপত্য নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারেননি।

৩.৯ কালিয়ার বন কোথায়? সেখানে কীভাবে যেতে হয়?

উত্তর: সোনা-টিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান। গোরস্থানের পরে আছে শোনসুনির মাঠ, যেখানে আগে ডাকাত পড়ত। এই মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন।
কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই। কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলে বিপদ।

৪. নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ তৎসম শব্দ কাকে বলে?

উত্তর: যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের তৎসম শব্দ বলে। যেমন— কন্যা, ছাত্র, জল, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ।

৪.২ তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও।

উত্তর: তদ্ভব শব্দের একটি উদাহরণ হল— কাঠ।

৪.৩ নিচের শব্দগুলির শ্রেণীবিভাগ লেখো: চন্দ্র, ডাক্তারখানা, ফোন।

উত্তর:
চন্দ্র – তৎসম শব্দ।
ডাক্তারখানা – মিশ্র শব্দ।
ফোন – খণ্ডিত শব্দ।

৪.৪ তদ্ভব শব্দের অর্থ কী?

উত্তর: তদ্ভব শব্দের অর্থ হল— তার থেকে হয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে শব্দ এসেছে, তাকে তদ্ভব শব্দ বলে।

Class 7 Bengali Question First Unit Test 2025
সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ২

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ খোকন একদিন সত্যি সত্যি একে ফেলল—
ক) পাইন
খ) ইউক্যালিপটাস
গ) ক্যাকটাস
ঘ) লাউ গাছটাকে

উত্তর: ইউক্যালিপটাস।

১.২ পাগলা গনেশ গল্পে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল—
ক) ৩৫৮৯
খ) ৩৪৩৯
গ) ৩৮৫৯
ঘ) ৩৬৮৫ সালে

উত্তর: ৩৪৩৯।

২. খুব সংক্ষেপে উত্তর দাও:

২.১ ছেলেবেলায় রামকিঙ্কর কীভাবে তুলির কাজ চালাতেন?

উত্তর: তিনি প্রতিমা কারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাসের কাঠির ডগায় বেঁধে তুলির কাজ চালাতেন।

২.২ মিনার কী?

উত্তর: আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায়, তাকে মিনার বলে।

৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ “তোমার নিজের আকার ছবি কই?”— কে এবং কাকে বলেছিলেন?

উত্তর: খোকনের বাবার একজন বন্ধু, যিনি বিখ্যাত চিত্রকর ছিলেন, তিনি খোকনকে বলেছিলেন।

৩.২ “একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে।”— ‘তিনি’ কে? কুতুব মিনারের প্রথম তলায় কী আছে?

উত্তর: ‘তিনি’ হলেন আলাউদ্দিন খিলজী। কুতুব মিনারের প্রথম তলায় বাসি ও কোণের পর পর সাজানো নকশা আছে।

৪. সঠিক উত্তরটি নির্বাচন করো:

৪.১ ‘একুশের কবিতায়’ একুশে বলতে বোঝায়—
ক) ২১ জানুয়ারি
খ) ২১ ফেব্রুয়ারি
গ) ২১ মার্চ
ঘ) ২১ জুন

উত্তর: ২১ ফেব্রুয়ারি।

৪.২ কবিকে নীল রংটি ভার দিতে চায়—
ক) চড়ুই
খ) আকাশ
গ) মাছরাঙ্গা
ঘ) সমুদ্র

উত্তর: মাছরাঙ্গা।

৫. খুব সংক্ষেপে উত্তর দাও:

৫.১ “ছন্দ শোনা যায় নাকো।”— কখন ছন্দ শোনা যায় না?

উত্তর: নিজেদের মাঝে দ্বন্দ্ব ভুলে মন দিয়ে না শুনলে ছন্দ শোনা যায় না।

৫.২ “My native land, good night!”— উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে?

উত্তর: এটি বায়রনের রচনা থেকে নেওয়া হয়েছে।

৬. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.১ কবি “তারার মালা” বলতে কী বুঝিয়েছেন?

উত্তর: অন্ধকার নেমে আসার পর জোনাকির দল উড়ে উড়ে যে আলোর ঝাঁক তৈরি করে, তাকেই কবি “তারার মালা” বলেছেন এবং কবির মনে হয়েছে, তা যেন নদীর খুব কাছে নেমে আসছে।

৬.২ “সেই ধন্য নরকূলে”— কোন মানুষ নরকূলে ধন্য হন?

উত্তর: যে মানুষকে লোকে কখনও ভুলে যায় না, মনের মাঝে সর্বদা স্মরণ করে, সেই মানুষই নরকূলে ধন্য হন।

৭. নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল?

উত্তর: আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিল।

৭.২ আম্মা কে ছিলেন?

উত্তর: আম্মা সোনা-টিয়ার বাপির ধাইমা। বাপি তাকে আইমা বলে ডাকত।

৭.৩ সোনা ও টিয়ার বয়স কত?

উত্তর: সোনার বয়স ছয় এবং টিয়ার বয়স পাঁচ বছর।

৮. নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও:

৮.১ চিংড়ি হল একটি—
ক) খাঁটি দেশি শব্দ
খ) তৎসম শব্দ
গ) তদ্ভব শব্দ
ঘ) অর্ধতৎসম শব্দ

উত্তর: খাঁটি দেশি শব্দ।

৮.২ নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক) চা
খ) কৃষ্ণ
গ) কেষ্ট
ঘ) কাজ

উত্তর: কাজ।

৮.৩ “জাহাজ, নবাব, কাগজ”— শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
ক) গ্রিক
খ) আরবি
গ) ফরাসি
ঘ) চীনা

উত্তর: আরবি।

৯. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৯.১ তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণসহ লেখো।

উত্তর: যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভান্ডারে স্থান পেয়েছে, সেগুলিকেই তদ্ভব শব্দ বলে।
উদাহরণ: ভক্ত → ভাত।

৯.২ বিদেশি ও তৎসম শব্দযোগে একটি সংকর শব্দের উদাহরণ দাও।

উত্তর: জলহাওয়া (বিদেশি + তৎসম)।

Class 7 Bengali Question First Unit Test 2025
সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৩

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো একটি)।

১.১ মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহিদেরা প্রাণ দিয়েছেন—
(ক) ২১ জানুয়ারি
(খ) ২১ ফেব্রুয়ারি
(গ) ২১ মার্চ
(ঘ) ২১ এপ্রিল

১.২ দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল?
(ক) ইরান
(খ) আফগানিস্তান
(গ) শাকিস্তান
(ঘ) ইসলামাবাদ

২. নীচের যে-কোনো একটি প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও।

২.১ ‘পাগলা গণেশ’ গল্প পড়ে মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে বলে জানতে পার?

২.২ মানুষ একই সঙ্গে _ আর জীব। (শূন্যস্থান পূরণ করো।)

৩. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৩.১ গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে, কেন?

৩.২ “এগুলো সব নকল করা ছবি”— কে কাকে এই কথা বলেছেন? ‘নকল করা ছবি’ বলতে তিনি কী বুঝিয়েছেন?

৪. নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো একটি)।

৪.১ ছন্দ বাজে কোথায়?
(ক) ঘড়ির কাঁটায়
(খ) মোটর চাকায়
(গ) নৌকায়
(ঘ) ঝড়-বাদলে

৪.২ “প্রবাসে দৈবের বশে – যদি খসে _” (শূন্যস্থান পূরণ করো।)
(ক) মনপ্রাণ
(খ) তনুদেহ
(গ) জীবনমন
(ঘ) জীব-তারা

৫. খুব সংক্ষেপে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৫.১ “সকল ছন্দ শুনবে যারা”— তারা ভুবনটাকে কীভাবে চিনবে?

৫.২ “সেই ধন্য নরকূলে”— কোন মানুষ নরকূলে ধন্য হন?

৬. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

৬.১ ‘শমন’ কথার অর্থ কী?

৬.২ “ছন্দ শোনা যায় না কেন”— কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?

৬.৩ “এ মিনতি করি পদে”— কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন?

৭. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৭.১ সোনার বয়স কত আর টিয়ার বয়স কত?

৭.২ হোটেলে উনুন কীভাবে তৈরি হয়েছিল?

৭.৩ ঘড়িওলা মাকুর চাবি কত দিনের জন্য দেওয়া হয়েছিল?

৮. নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও।

৮.১ ‘ধামা’ কোন শ্রেণির শব্দ?
(ক) তৎসম শব্দ
(খ) তদ্ভব শব্দ
(গ) দেশি শব্দ
(ঘ) অর্ধতৎসম শব্দ

৯. নীচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও।

৯.১ ‘শ্বেতবর্ণে গৃহ’— এখানে ‘শ্বেতবর্ণে’ কী বোঝানো হয়েছে?

৯.২ তৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দাও।

৯.৩ পেঁপে ও পেয়ারা কোন শ্রেণির শব্দ?

Class 7 Bengali Question First Unit Test 2025
সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৪

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।

১.১ জগতে কোনো কিছু (ছন্নছাড়া/ছন্দহীন/ছন্দময়) নয়।

১.২ পানুয়া নিখোঁজ হয়ে গেছে—
(ক) কুড়ি বছর
(খ) পনের বছর
(গ) এগারো বছর

১.৩ কবি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় প্রার্থনা করেছেন—
(ক) অর্থ
(খ) মোক্ষ
(গ) অমরতা

১.৪ ‘মাতৃভাষা দিবস‘ হিসাবে খ্যাত—
(ক) ২১শে ফেব্রুয়ারি
(খ) ২৩শে জানুয়ারি
(গ) ২১শে সেপ্টেম্বর

২. একটি বাক্যে নীচের প্রশ্নের উত্তর দাও।

২.১ কখন ছন্দ শোনা যায় না?

২.২ তিনটি শালিক কী করে?

৩. নীচের প্রশ্নের উত্তর দাও (যে-কোনো একটি)।

৩.১ ‘চাঁদের দুধের সর জমে যায়’—চাঁদের দুধের সর বলতে কবি কী বুঝিয়েছেন?

৩.২ তুমি যদি নোটবই কাছে রাখো, তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?

৪. একটি বাক্যে নীচের প্রশ্নের উত্তর দাও।

৪.১ ‘পোট্রেট’ শব্দটির অর্থ কী?

৪.২ গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখ।

৫. নীচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো একটি)।

৫.১ ‘চিত্রকর চলে গেলেন’—এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কী বলে গেলেন?

৫.২ কুতুব মিনারের নামটি কার নাম অনুসারে রাখা হয়েছিল এবং কেন?

৬. খুব সংক্ষেপে নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

৬.১ ‘সেই ইস্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে’—মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে এবং কেন?

৬.২ হ্যান্ডবিলে মাকুর যে বিবরণ দেওয়া ছিল তা লেখো।

৬.৩ “আমরা সার্কাস পার্টির আধখানা”- কক্কার সার্কাস পার্টি আধখানা কেন?

৭. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

৭.১ নিচের শব্দগুলো কোন শ্রেণির পদ তা নির্ণয় করো।
(ক) শিক্ষা
(খ) মুকুল
(গ) হরতন

৮. সঠিক বানানটি বেছে নিয়ে লেখো (যে-কোনো দুটি)।

৮.১ সহযোগিতা / সহযোগীতা
৮.২ পদবি / পদবী
৮.৩ অবনী / অবনি

৯. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৯.১ অর্থ তৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বোঝাও।

৯.২ বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।

আরও দেখো: পাগলা গণেশ গল্পের প্রশ্ন উত্তর

CLOSE

You cannot copy content of this page