এখানে Class 7 History Question Answer First Unit Test 2025 / সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫ শেয়ার করা হলো।
Class 7 History Question Answer First Unit Test 2025
সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ১
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের—
(ক) সামন্ত
(খ) মন্ত্রী
(গ) মহাসামাদে
(ঘ) কর্মচারী
১.২ মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো—
(ক) হরিকেল
(খ) বঙ্গাল
(গ) সমতট
(ঘ) বঙ্গ
১.৩ চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল, তা হলো—
(ক) উর
(খ) নাড়ু
(গ) মণ্ডলম
(ঘ) নগরম
১.৪ সেন যুগে শ্রীনিবাস ছিলেন—
(ক) জ্যোতির্বিদ
(খ) চিত্রশিল্পী
(গ) স্থাপত্য শিল্পী
(ঘ) দার্শনিক
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১ গীতগোবিন্দ কাব্যের বিষয় কী ছিল?
২.২ চক্রপানি দত্ত কে ছিলেন?
২.৩ লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
৩. সংক্ষেপে উত্তর দাও:
৩.১ গৌড়বহো বলতে কী বোঝো?
৩.২ পঞ্চরত্ন কাদের বলা হয়?
৩.৩ টীকা লেখ: চর্যাপদ।
৪. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৪.১ মাৎস্যন্যায় কী?
৪.২ নালন্দা মহাবিহার সম্পর্কে লেখ।
৪.৩ পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে লেখ।
৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫.১ টীকা লেখ: ত্রিশক্তি সংগ্রাম।
৫.২ পাল ও সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো।
Class 7 History Question Answer First Unit Test 2025
সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ২
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো: (তিনটি)
(ক) শশাঙ্কের রাজধানীর নাম ছিল (কর্ণসুবর্ণ/ নবদ্বীপ/ চৌড়)।
(খ) পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন (গোপাল/ ধর্মপাল/ দেবপাল)।
(গ) চোল রাজাদের আমলে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো (নগরম/ নাড়ু/ উর)।
২। শূন্যস্থান পূরণ করো: (দুটি)
(ক) হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন __ খ্রিষ্টাব্দে।
(খ) __ বাড়ি ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ নামে পরিচিত।
৩। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: (যে কোনো একটি)
(ক) হিজরত বলতে কী বোঝায়?
(খ) বল্লাল সেনের লিখিত দুটি গ্রন্থের নাম লেখো।
৪। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: (যে কোনো একটি)
(ক) মাৎস্যন্যায় সম্পর্কে যা জানো লেখো।
(খ) নালন্দা বিশ্ববিদ্যালয় কীভাবে গড়ে উঠেছিল?
৫। সংক্ষেপে উত্তর দাও: (যে কোনো একটি)
(ক) বাংলায় তুর্কি আক্রমণের বিবরণ দাও।
(খ) টীকা লেখো: কৈবর্ত বিদ্রোহ।
Class 7 History Question Answer First Unit Test 2025
সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৩
১। ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন (ভীম/ রামপাল/ প্রথম মহীপাল)।
(খ) সকলোত্তরপথনাথ উপাধি ছিল (শশাঙ্কের/ হর্ষবর্ধনের/ ধর্মপালের)।
২। এক কথায় উত্তর দাও:
(ক) রামচরিত কাব্য কে লিখেছিলেন?
(খ) আবুল ফজল-এর লেখা একটি গ্রন্থের নাম কী?
৩। নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও: (একটি করো)
(ক) বঙ্গ বলতে কী বোঝায়?
(খ) গজনীর সুলতান মাহমুদ ভারত থেকে লুঠ করা সম্পদ কোন কাজে ব্যবহার করেছিলেন?
৪। সংক্ষেপে (৩০-৫০ শব্দের মধ্যে) উত্তর লেখো: (যে কোনো ২ টি)
(ক) মাৎস্যন্যায় কী?
(খ) ইউরোপের সামন্ততন্ত্র ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো।
(গ) নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে লেখো।
Class 7 History Question Answer First Unit Test 2025
সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ৪
১। এক কথায় উত্তর দাও: (যে কোনো চারটি)
i) হর্ষবর্ধনের সভাকবির নাম কী ছিল?
ii) ‘নির্বাণ’ শব্দের অর্থ কী?
iii) দিল্লিতে সুলতানি শাসনের সূচনা করেন কে?
iv) “চিকিৎসা-সংগ্রহ” বইটি কার লেখা?
v) চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
২। শূন্যস্থান পূরণ করো: (যে কোনো তিনটি)
i) বঙ্গনামের প্রথম উল্লেখ পাওয়া যায় __________ গ্রন্থে।
ii) গীতগোবিন্দম্ কাব্যের রচয়িতা ছিলেন ___________।
iii) হজরত মহম্মদ ____________ সালে জন্মগ্রহণ করেছিলেন।
iv) তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ____________ সালে।
৩। দু-তিনটি বাক্যে উত্তর দাও: (যে কোনো দুটি)
i) মাৎস্যন্যায় বলতে কী বোঝো?
ii) পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হত?
iii) পঞ্চরত্ন কাদের বলা হয়?
৪। রচনামূলক প্রশ্ন: (যে কোনো একটি)
i) ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ ও ফলাফল কী ছিল?
অথবা,
ii) নালন্দা বৌদ্ধবিহার সম্বন্ধে যা জানো লেখো।
আরও দেখো: ক্লাস 7 বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025