Class 8 Bengali Question Answer First Unit Test 2025 / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫

এখানে Class 8 Bengali Question Answer First Unit Test 2025 / ক্লাস ৮ বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫ শেয়ার করা হলো। / অষ্টম শ্রেণী বাংলা প্রশ্নপত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

Class 8 Bengali Question Answer First Unit Test 2025
ক্লাস ৮ বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ১

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল –
(a) ধকল
(b) জখম
(c) ক্ষত
(d) বদল

উত্তর: (b) জখম।

১.২ আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি তুল্য নয়?
(a) ভারতীয়দের
(b) আরবদের
(c) মুরদের
(d) ফিনিসিয়ানদের

উত্তর: (b) আরবদের।

১.৩ আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অস্ত্র দিয়েছিলেন সেটি তার নিজের অস্ত্রের তুলনায়-
(a) দুর্বল ছিল
(b) হীন ছিল না
(c) বেশি দ্রুতগামী ছিল
(d) বেশি তরুণ ছিল

উত্তর: (b) হীন ছিল না।

১.৪ হাঁসের ডিম দুপুর বেলায় বের করে দেবে বলেছিল –
(a) কেবলা
(b) পেলা
(c) ভল্টা
(d) হাবুল

উত্তর: (c) ভল্টা।

১.৫ “ওই গাছটাই কি রকম জলপাই পাচ্ছে” – জলপাই আবিষ্কার করেছিলেন –
(a) হাবুল
(b) কেবলা
(c) টেনিদা
(d) রমেশ

উত্তর: (c) টেনিদা।

১.৬ গাছেরা কেমন সবুজ পড়ে থাকে?
(a) চাদর
(b) শার্ট
(c) জামা
(d) ওড়না

উত্তর: (c) জামা।

১.৭ এক পায়ে দাঁড়িয়ে থাকা তো –
(a) শাস্তি
(b) খেলা
(c) খুশি
(d) মর্জি

উত্তর: (a) শাস্তি।

১.৮ রাতের আলোয় থেকে থেকে জ্বলে চোখ –
(a) ময়ূরের
(b) খরগোশের
(c) চিতার
(d) হরিণের

উত্তর: (b) খরগোশের।

১.৯ ব্যাকরণে ‘দল’ শব্দটির অর্থ –
(a) অক্ষর
(b) পাপড়ি
(c) জনতা
(d) বর্ণ সমষ্টি

উত্তর: (d) বর্ণ সমষ্টি।

১.১০ “রাখিয়া > রাইখা > রেখে” – এক্ষেত্রে ঘটেছে –
(a) ধ্বনিবিপর্যয়
(b) মধ্যস্বরলোপ
(c) আন্তস্বরলোপ
(d) অভিশ্রুতি

উত্তর: (d) অভিশ্রুতি।

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

২.১ “মরণ এলে হঠাৎ দেখি/মরার চেয়ে বাঁচায় ভালো।”- ব্যাখ্যা কর।

উত্তর: জীবনের দুঃখ-কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে। কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর।

২.২ “উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল।”- উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?

উত্তর: উভয় সেনাপতি বলতে এখানে মুরসেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে।

২.৩ “রাজার প্রতি রাজার আচরণ।”- উদ্ধৃতাংশের বক্তা কে?

উত্তর: উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু।

২.৪ বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল?

উত্তর: বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, পালারাম, কেবলা আর টেনিদার মধ্যে।

২.৫ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?

উত্তর: কেবলার মামার বাড়ির কাছে একটা বাগানবাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইআটির আরো চারটে স্টেশন পরে। স্টেশন থেকে নেমে মাইল খানেকের পায়ে হাঁটার পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগানবাড়িতে।

২.৬ সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে?

উত্তর: সবুজ গাছেরা প্রজাপতি ও মৌমাছির মতো পতঙ্গ পছন্দ করে।

২.৭ কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সবথেকে বেশি অবাক হয়েছিল?

উত্তর: কুঠির মাঠ দেখতে যাবার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সবথেকে বেশি অবাক হয়েছিল।

২.৮ আলকুশি কি?

উত্তর: আলকুশি হল হুলের মতো আলযুক্ত লতাগাছ।

২.৯ অপুর বাবা ও মায়ের নাম কি ছিল?

উত্তর: অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া।

২.১০ “ছোটদের পথের পাঁচালী” রচনাটির লেখক কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২.১১ দল কাকে বলে?

উত্তর: যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটি মাত্র স্বরধ্বনি থাকে, তাকে দল বলে।

২.১২ বাক্য পরিবর্তন করো – “ফুল বাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু”।

উত্তর: ফুল বাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নিলু।

২.১৩ ধ্বনিবিপর্যয় বলতে কী বোঝো?

উত্তর: উচ্চারণের সময় কোন কোন ধ্বনি স্থান বদলে গেলে তাকে ধ্বনিবিপর্যয় বলে।

২.১৪ স্বরাগম বলতে কী বোঝো?

উত্তর: উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে।

৩. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ “সেইটে সবার চেয়ে শ্রেয়।”- কোনটি সবার চেয়ে শ্রেয়? “ঘটনা সামান্য খুবই”- কোন ঘটনার কথা বলা হয়েছে?

উত্তর: সংসারের জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই। তাতে দুঃখ-কষ্ট বাড়ে। বরং সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সবথেকে ভালো।
মানুষকে জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয়। এটা কোন বড় ঘটনা নয়। কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারেনা। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে।

৩.২ “সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল।”- আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কী?

উত্তর: কালান্তর এবং ক্ষুধা-তৃষ্ণায় কাতর মুরসেনাপতি আরব সেনাপতির আতিথ্য গ্রহণের পর কিছুটা সুস্থবোধ করলে দুজন বসে কথা বলতে থাকেন। কথার মাঝে আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মুরসেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে।

৩.৩ “মাছের কালিয়ার তিনটে বেজে গেল” – মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কী?

উত্তর: কোন কিছুর “বারোটা বাজা” বললে সেটির সর্বনাশ বোঝানো হয়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই কেবলা “বারোটার বদলে তিনটে বেজে গেল” ঘোষণা করেছিল।
আসলে বনভোজনের পালায় পোনা মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল। কেবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। কিন্তু পালা কড়াইতে তেল ঢেলে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়, ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই কেবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে।

৩.৪ “ভাবলাম এ-একটা জাতি বটে!”- বক্তা কে? তার এমন ভাবনার কারণ কী?

উত্তর: চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা হলেন গ্রীক সম্রাট সিকান্দার শাহ।
দ্বিগ্বিজয়ী বীর সিকান্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে রাজা পুরুর কাছে বাধা পান। যুদ্ধে পুরু পরাজিত হলে সিকান্দার তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করেন। নির্ভীক পুরু উত্তর দেন— “রাজার প্রতি রাজার আচরণ।” এই উত্তরে সিকান্দার অবাক হন এবং ভারতীয়দের চারিত্রিক বৈশিষ্ট্য উপলব্ধি করেন।
তিনি দেখেন, এদেশের মানুষের মুখে শিশুর সরলতা, দেহে বজ্র-কঠিন শক্তি, চোখে সূর্যের উজ্জ্বলতা, বুকে ঝড়ের সাহসিকতা। রাজা পুরুর আভিজাত্য, আত্মসম্মান ও বীরত্ব দেখে তিনি এই মন্তব্য করেন।

৩.৫ তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? তোতাই সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে?

উত্তর: গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাই বাবু সবুজ জামা চান।
তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের কাছে লাল-নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে।

৩.৬ স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন?

উত্তর: পথচারী পাঠ্যাংশের লেখক আশ্চর্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান।
দেহরা দুন এক্সপ্রেস সময়মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুরূহ ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে-বসে দাঁড়িয়ে ছিল। কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটির দখল নিয়েছিল।

৩.৭ “কৌতুহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে”- চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে?

উত্তর: কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনের কথা বলেছেন। মানুষের মতো চড়ুই পাখিটিরও জাগতিক লোভ, বাসনা রয়েছে। সে দুচোখে কৌতূহল নিয়ে দেখে, কবির পরিবার-পরিজন কেউ নেই। তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকে দিতে পারেন, এরকমটা সে ভাবে। অর্থাৎ তার কৌতূহলের কারণ তার জাগতিক আশা-আকাঙ্ক্ষা।
কবি নিঃসঙ্গ। তার পরিবারের আর কেউ নেই। থাকার মধ্যে কেবল ঘরদোর, জানালা, টেবিল, টেবিলে রাখা ফুলদানি, বই-খাতা। অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই, কেবল চড়ুই পাখিটি ছাড়া।

Class 8 Bengali Question Answer First Unit Test 2025
ক্লাস ৮ বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট ২০২৫
মডেল প্রশ্নপত্র: ২

১. নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো একটি)

১.১ পিকনিকের ঝাল-ঝাল টক-টক বেড়ে আচারটা বানিয়েছিল হাবুলের—
(ক) পিসিমা
(খ) দিদিমা
(গ) মাসিমা
(ঘ) ঠাকুমা

১.২ ‘চিঠি’ পাঠ্যাংশে দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল—
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে
(গ) রাজনারায়ণ বসুকে
(ঘ) গৌরদাস বসাককে

২. খুব সংক্ষেপে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

২.১ “রাজার প্রতি রাজার আচরণ!”— বক্তা কে?
২.২ খুশ-হাল খাঁ খট্টক কে ছিলেন?

৩. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো।

৩.১ “তাঁহার দিকভ্রম জন্মিয়াছিল,”— এখানে কার কথা বলা হয়েছে? দিকভ্রম হওয়ার পরিণতি কী ছিল?

৩.২ ‘আলেম’ শব্দের অর্থ কী? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন?

৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো একটি)।

৪.১ ‘পরবাসী’ কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন—
(ক) নদীর কিনারে
(খ) টিলার ওপরে
(গ) তাঁবুর পাশে
(ঘ) পলাশের ঝোপে

৪.২ “এপাড়ায়-ওপাড়ায় —— বাড়ি।” শূন্যস্থানে সঠিক বিকল্পটি হল—
(ক) বোসেদের
(খ) রায়দের
(গ) ঘোষেদের
(ঘ) দাসেদের

৫. নীচের যে-কোনো একটি প্রশ্নের অতিসংক্ষেপে উত্তর দাও।

৫.১ “সেইটে সবার চেয়ে শ্রেয়,”— কোনটি সবার চেয়ে শ্রেয়?

৫.২ “এ সব আমার-ই হবে;”-‘একটি চড়ুই পাখি’ কবিতায় চড়ুই পাখিটি কী কী তার হবে বলে ভাবে?

৬. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো।

৬.১ ‘সবুজ জামা’ কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বোঝাতে চাইছেন?

৬.২ ‘পরবাসী’ কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে?

৭. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো।

৭.১ অপুর বইয়ের দফতরে কী কী বই ছিল?
৭.২ অপু বসে বসে খাতায় কী লিখত?

৮. সঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো একটি)।

৮.১ বিবেকানন্দ শব্দটির মধ্যে আছে—
(ক) একটি রুদ্ধদল, দুটি মুক্তদল
(খ) একটি মুক্তদল, তিনটি রুদ্ধদল
(গ) দুটি মুক্তদল, দুটি রুদ্ধদল
(ঘ) তিনটি মুক্তদল, একটি রুদ্ধদল

৮.২ ‘ইস্কুল’ শব্দে ব্যবহৃত ধ্বনিবৈশিষ্ট্য হল—
(ক) আদি স্বরাগম
(খ) অন্ত্য ব্যঞ্জনাগম
(গ) অপিনিহিতি
(ঘ) স্বরসংগতি

৯. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও।

৯.১ ধ্বনিলোপের একটি উদাহরণ দাও।
৯.২ প্রবাদ টিকে সার্থক বাক্যে ব্যবহার করো:
এক হাতে তালি বাজে না।

Class 8 Bengali Question Answer First Unit Test 2025
ক্লাস 8 বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ৩

১. সঠিক উত্তরটি বেছে নাও:

১.১ “আপনি সত্বর প্রস্থান করুন”— একথা বলেছেন—
(ক) আরব সেনাপতি
(খ) মুর সেনাপতি
(গ) সেনাপতি
(ঘ) সেনাবাহিনীর প্রধান

১.২ “ভালোমন্দ যাহাই আসুক”—
(ক) বিধাতা
(খ) জগত
(গ) ভাগ্যরে
(ঘ) সত্যেরে লও সহজে

১.৩ চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল—
(ক) মহাপদ্ম
(খ) ধননন্দ
(গ) মহানন্দ
(ঘ) মহাধননন্দ

১.৪ “আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ”— এখানে দলপতি হলেন—
(ক) ঘনাদা
(খ) টেনিদা
(গ) ক্যাবলা
(ঘ) প্যালা

১.৫ “বাঘের বিক্রম সম মাঘের হিমানী”— প্রবাদটির রচয়িতা—
(ক) রামপ্রসাদ
(খ) ভারতচন্দ্র
(গ) ঈশ্বর গুপ্ত
(ঘ) ভরত

১.৬ “এক পায়ে দাঁড়িয়ে থাকা তো—”
(ক) শাস্তি
(খ) খেলা
(গ) খুশি
(ঘ) মর্জি

১.৭ চিতা চলে গেল লুব্ধ হিংস্র—
(ক) বেগে
(খ) গতিতে
(গ) ছন্দে
(ঘ) লাফে

১.৮ “ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত”—
(ক) দয়ায়
(খ) মায়ায়
(গ) হেলায়
(ঘ) বেকায়দায়

২. সংক্ষেপে উত্তর দাও:

২.১ “সেইটা সবার চেয়ে শ্রেয়”— কোনটি সবার চেয়ে শ্রেয়?

২.২ “আশ্রয় প্রার্থনা করিলেন”— কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছিল?

২.৩ পুরুকে বন্দি করে আনার পর সে কী বলেছিল?

২.৪ মধুসূদন দত্তের লেখা বিখ্যাত গ্রন্থের নাম লেখো।

২.৫ পথ কীসের সঙ্গে তাল মিলিয়ে চলে?

৩. কমবেশি ৬০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ “শীতকাল এল বলে”— ইউরোপের শীতকাল সম্পর্কে মধুসূদন তাঁর চিঠিতে কী জানিয়েছেন?

৩.২ তোতাই স্কুলে যেতে চায় না কেন? সেখানে না গিয়ে সে কী করতে চায়?

৪. কমবেশি ৬০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “যাও আমি তোমায় বন্দি করব না”— কে কাকে একথা বলেছেন? প্রসঙ্গ লেখ।

৪.২ “এই রইল তোদের পিকনিক”— বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি?

৫. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ “তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা।”— কে কাকে একথা বলেছেন? কেন ও কীভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল?

৫.২ ‘সীলোন’ জাহাজে সওয়ার হয়ে মধুসূদন দত্তের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখ।

৬. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ “তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি”— তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরণের সুখের ইঙ্গিত করেছেন?

৬.২ “কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে”— চড়ুই কৌতূহলী চোখে কবির সংসারের কোন চিত্র ধরা পড়ে?

৭. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও:

৭.১ “এই দেখ মা, আমার সেই মালাটা”— বক্তা কে? কখন সে একথা বলেছে?

৭.২ অপুর প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?

৭.৩ দুর্গা কে? সে কোন ফুলের নোলক পরেছিল?

৭.৪ “সে এক নিশ্বাসে আবৃত্তি করিতে লাগিল”— কে কী আবৃত্তি করেছিল?

৮. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:

৮.১ রুদ্ধদল কাকে বলে? উদাহরণ দাও।

৮.২ বিসর্গ সন্ধি কাকে বলে? একটি উদাহরণ দাও।

৮.৩ ‘কাঁচা’ শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো।

আরও দেখো: ক্লাস 8 ভূগোল প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট 2025

অষ্টম শ্রেণী বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট 2025 / Class 8 Bengali Question Answer First Unit Test 2025

CLOSE

You cannot copy content of this page