Class 9 Second Unit Test History Question 2024

Class 9 Second Unit Test History Question 2024 (নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র) সেট – ১

(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

(i) ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়
(a) অর্লিয়েন্স,
(b) বুরবোঁ,
(c) অরেঞ্জ,
(d) স্যাভয়-রাজবংশ।

(ii) ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন-
(a) ক্যাভুর,
(b) ম্যাৎসিনি,
(c) গ্যারিবল্ডি,
(d) ভিক্টর ইমান্যুয়েল।

(iii) গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা-
(a) কোরায়েস,
(b) মেটারনিখ,
(c) টেলির‍্যান্ড,
(d) সেন্ট সাইমন।

(iv) শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন
(a) অগাস্তে ব্ল‍্যাঙ্কি,
(b) আর্নল্ড টয়েনবি,
(c) কার্ল মার্কস,
(d) কার্টরাইট।

(v) সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ইউরোপের
(a) ফ্রান্সে,
(b) জার্মানিতে,
(c) ইটালিতে,
(d) রাশিয়ায়।

(vi) চিনে অতি-রাষ্ট্রিক অধিকার লাভ করেছিল-
(a) পোর্তুগিজরা,
(b) ফরাসিরা,
(c) ব্রিটিশরা, (
d) জার্মানরা।

(vii) রাশিয়ার স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানটি হল
(a) ডুমা,
(b) পার্লামেন্ট,
(c) জেমস্টভো,
(d) রাইখস্ট্যাগ।

(viii) ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়েছিল-
(a) ১৯১২ খ্রিস্টাব্দে,
(b) ১৯১৩ খ্রিস্টাব্দে,
(c) ১৯১৪ খ্রিস্টাব্দে,
(d) ১৯১৫ খ্রিস্টাব্দ

(2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

A. একটি বাক্যে উত্তর দাও:

(i) ‘কূটনীতির রাজপুত্র’ কাকে বলা হয়?
(ii) ফ্রান্সে দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(iii) ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স’ গ্রন্থের রচয়িতা কে?
(iv) সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়?

B. সত্য বা মিথ্যা নির্ণয় করো:

(i) বিসমার্কের উদ্যোগে ড্রেইকাইজারবুন্ড গড়ে ওঠে।
(ii) পেট্রোগ্রাডের পরবর্তী সময়ে নামকরণ হয় লেনিনগ্রাড।

C. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:

(i) বিবৃতি: উনিশ শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ের শিল্পায়ন শুরু হয়।
ব্যাখ্যা:
(a) ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়।
(b) প্রতিটি দেশেই শুধুমাত্র সরকারি উদ্যোগে শিল্পায়ন সংঘটিত হয়।
(c) এই শিল্পায়ন ছিল দীর্ঘ প্রস্তুতির ফল।

(ii) বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়
ব্যাখ্যা:
(a) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির আত্মসমর্পণের জন্য।
(b) প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির আত্মসমর্পণের জন্য।
(c) ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি).

(i) কবে, কার উদ্যোগে শক্তি সমবায় গড়ে ওঠে?
(ii) জুলাই রাজতন্ত্র কী?
(iii) ঘেটো কী?
(iv) ত্রিশক্তি আঁতাত কবে, কাদের মধ্যে গড়ে ওঠে?
(v) মেনশেভিক ও বলশেভিক কথার অর্থ কী?
(vi) জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কী?

(4) নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি)

(i) টীকা লেখো: ক্রিমিয়ার যুদ্ধ।
(iii) লেনিনের ‘এপ্রিল থিসিস’-এর মূল বক্তব্য কী ছিল?
(ii) শিল্প সমাজের সমালোচনায় কার্ল মার্কসের বক্তব্য উল্লেখ করো।

(5) নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি)।

(i) মেটারনিখ ব্যবস্থা ইউরোপে কীভাবে প্রয়োগ করা হয়? এই ব্যবস্থার পতনের কারণ কী ছিল?
( ii) ইউরোপীয় শক্তিগুলি কীভাবে চিনকে ব্যবচ্ছেদ করেছিল তা উল্লেখ করো।
(iii) উড্রো উইলসনের চোদ্দো দফা নীতির প্রেক্ষিত ও নীতি বর্ণনা করো।

Class 9 History Second Unit Test History Question 2024 (নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র) সেট – ২

(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

(i) ‘হেটাইরিয়া ফিলিকে’ হল-
(a) আইনসভা,
(b) শহর,
(c) গুপ্ত সমিতি,
(d) বিচারালয়।

(ii) ফ্রান্সের ‘নাগরিক রাজা’ বলা হয়-
(a) পঞ্চদশ লুইকে,
(b) লুই ফিলিপকে,
(c) ষোড়শ লুইকে,
(d) অষ্টাদশ লুইকে

(iii) প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয়-
(a) অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে,
(b) প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে,
(c) রাশিয়া ও ডেনমার্কের মধ্যে,
(d) প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে

(iv) বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হলেন-
(a) রুশো,
(b) ম্যাৎসিনি,
(c) ভলতেয়ার,
(d) কার্ল মার্কস।

(v) ‘সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি রচনা করেন-
(a) লেনিন,
(b) হবসন,
(c) ডারউইন,
(d) প্লেটো

(vi) সেরাজেভো হত্যাকান্ডের জন্য দায়ী করা হয়েছিল-
(a) অস্ট্রিয়াকে
(b) ইংল্যান্ডকে,
(c) সার্বিয়াকে,
(d) জার্মানিকে।

(vii) মুসোলিনির উপাধি ছিল-
(a) ফ্যুয়েরার
(b) কাইজার,
(c) জার,
(d) ইল দ্যুচে।

(viii) ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনাটি ঘটে
(a) ১৯০৪ খ্রি,
(b) ১৯০৫ খ্রি,
(c) ১৯০৬ খ্রি,
(d) ১৯০৭ খ্রি।

(2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

A. একটি বাক্যে উত্তর দাও:

(i) ‘ওয়াটার ফ্রেম’ কে আবিষ্কার করেন?
ii) ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন?
(iii) রাশিয়ার শেষ জার কে ছিলেন?
(iv) ‘ইসক্রা’ পত্রিকা সর্বপ্রথম কে প্রকাশ করেন?

B. সত্য বা মিথ্যা নির্ণয় করো:

(i) কয়লা ও চুনাপাথর পুড়িয়ে লোহা গলাবার পদ্ধতি আবিষ্কার করেন আব্রাহাম ডার্বি।
(ii) ‘Organisation of Labour’ গ্রন্থটির রচয়িতা ফিশার।

C. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:

(i) বিবৃতি: জোসেফ ম্যাৎসিনি ‘ইয়ং ইটালি’ প্রতিষ্ঠা করেন
ব্যাখ্যা:
(a) ইটালির কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে।
(b) ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে।
(c) ইটালির সাধারণ মানুষের মধ্যে রাজতান্ত্রিক ধারণা গড়ে তুলতে।

(ii) বিবৃতি: মেটারনিখ অস্ট্রিয়া সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসনব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন
ব্যাখ্যা:
(a) অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য।
(b) ফ্রান্স নয়, অস্ট্রিয়াই ছিল জাতীয়তাবাদী আদর্শের স্নায়ুকেন্দ্র।
(c) অস্ট্রিয়া সাম্রাজ্য ছিল বহুজাতি অধ্যুষিত।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো চারটি)

(i) কার্লসবাড ডিক্রি কী?
(¡¡) পীত সাংবাদিকতা কী?
(¡¡¡) ‘উয় জলনীতি’ বলতে কী বোঝো?
(iv) ‘NEP’ কী?
(v) লুডাইট আন্দোলন বলতে কী বোঝো?
(vi) ‘হুভার মোরাটোরিয়াম’ কী?

(4) নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি)

(i) ক্রিমিয়ার যুদ্ধের কারণ উল্লেখ করো।
(ii) ইউরোপে অর্থনৈতিক মহামন্দার প্রভাব কীরূপ ছিল?
(iii) রাজনৈতিক ক্ষেত্রে শিল্পবিপ্লবের কী প্রভাব পড়েছিল?

(5) নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো একটি)

(i) ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে ম্যাৎসিনি ও ক্যাভুরের আদর্শগত কী কী পার্থক্য ছিল? ইটালির মুক্তি আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো।
(ii) ভারত কীভাবে ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’-এ পরিণত হয়েছিল? শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল?
(iii) স্পেনের গহযুদ্ধ কি একনায়কতন্ত্র বনাম গণতন্ত্রের সংঘাত ছিল বলে তুমি মনে করো? আন্তর্জাতিক ক্ষেত্রে স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব কী ছিল?

Class 9 History Second Summative Test History Question 2024 (নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র) সেট – ৩
(1) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

(i) ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল –
(a) ১৭৮৯ খ্রিস্টাব্দে,
(b) ১৮১৫ খ্রিস্টাব্দে,
(c) ১৮৩০ খ্রিস্টাব্দে,
(d) ১৮৪৮ খ্রিস্টাব্দে।

(ⅱ) ‘কার্বোনারি’ নামক গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল-
(a) ইংল্যান্ডে,
(b) ইটালিতে,
(c) ফ্রান্সে,
(d) রাশিয়ায়।

(iii) ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে জাতীয়তাবাদ পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করে-
(a) সপ্তদশ শতকে,
(b) অষ্টাদশ শতকে,
(c) ঊনবিংশ শতকে,
(d) বিংশ শতকে।

(iv) সুয়েজ খাল উন্মুক্ত করা হয়
(a) ১৮৫৯ খ্রিস্টাব্দে,
(b) ১৮৬৯ খ্রিস্টাব্দে,
(c) ১৮৭৯ খ্রিস্টাব্দে,
(d) ১৮৭০ খ্রিস্টাব্দে।

(v) শিল্পবিপ্লব সর্বপ্রথম ঘটেছিল
(a) আমেরিকা যুক্তরাষ্ট্রে,
(b) ফ্রান্সে,
(c) জার্মানিতে,
(d) ইংল্যান্ডে।

(vi) ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে-
(a) ১৮৩৮ খ্রিস্টাব্দে,
(b) ১৮৪৮ খ্রিস্টাব্দে,
(c) ১৮৬০ খ্রিস্টাব্দে,
(d) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

(vii) ‘এপ্রিল থিসিস’-এর প্রবস্তা হলেন-
(a) কার্ল মার্কস,
(b) লেনিন,
(c) হিটলার,
(d) মুসোলিনি।

(viii) ‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল-
(a) ইটালিতে,
(b) জার্মানিতে,
(c) ভিয়েনায়,
(d) স্পেনে।

(2) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

A. একটি বাক্যে উত্তর দাও:

(i) ‘জুলাই রাজতন্ত্র’ নামে কোন্ শাসনব্যবস্থা পরিচিত?
(ii) ‘সমাজতন্ত্রের আদি প্রবস্তা’ কাকে বলা হয়?
(iii) ‘প্যারি কমিউন’ কোন্ দেশে প্রতিষ্ঠিত হয়?
(iv) কোন্ সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধবিরতি ঘটায়?

B. সত্য বা মিথ্যা নির্ণয় করো:

(i) ‘ওয়াটার ফ্রেম’ নামক যন্ত্রটির উদ্ভাবন করেন জন স্মিটন।
(ii) শিল্পবিপ্লবের সূচনাকাল নিয়ে বিতর্ক আছে।

C. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো:

(i) বিবৃতি: বিসমার্ক ঘোষণা করেন যে, জার্মানি একটি পরিতৃপ্ত দেশ
ব্যাখ্যা:
(a) জার্মানির আর কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার ছিল না।
(b) ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা।
(c) বিসমার্ক মিথ্যা কথা বলেছিলেন।

(ii) বিবৃতি: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চোদ্দো দফা দাবি ঘোষণা করেন।
ব্যাখ্যা:
(A) পরাজিত জার্মানির বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে।
(B) পরাজিত জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে।
(C) বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পূণ্য গঠন করত।

(3) নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো চারটি)

(i) ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তিসাম্য নীতির মূল অর্থ কী ছিল?
(ii) গ্যারিবল্ডি ইতিহাসে স্মরণীয় কেন?
(iii) শিল্পবিপ্লবের আগে ও পরে উৎপাদনের ক্ষেত্রে একটি প্রধান পার্থক্য লেখো।
(iv)’ত্রিশক্তি মৈত্রী’ ও ‘ত্রিশক্তি আঁতাত’ কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
(v) NEP বলতে কী বোঝো?
(vi) মহামন্দা কত খ্রিস্টাব্দে এবং কেন হয়েছিল?

(4) নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো দুটি)

(i) রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে, কত খ্রিস্টাব্দে এবং কেন করেন?
(ii) শিল্পবিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক ফলাফল বা প্রভাব সংক্ষেপে লেখো।
(iii) প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বর্ণনা করো।

(5) নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো একটি)

(i) জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস সংক্ষেপে লেখো।
(ii) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
(iii) রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করে।

Class 9 History Second Unit Test History Syllabus and Marks Division 2024 (নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস সিলেবাস ও নম্বর বিভাজন):
দ্বিতীয় ইউনিট টেস্ট
নবম শ্রেণী
বিষয় ইতিহাস
পূর্ণমান: ৪০ সময়: ১ ঘন্টা ৩০ মিনিট

১. অধ্যায় ৩: ঊনবিংশ শতকের ইউরোপ
২. অধ্যায় ৪: শিল্পবিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ
৩. অধ্যায় ৫: বিশ শতকে ইউরোপ

আরো দেখো: নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট ২০২১টেস্ট বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page