জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের প্রশ্ন উত্তর / ক্লাস 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই অনুশীলনী প্রশ্ন উত্তর

এখানে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের প্রশ্ন উত্তর / ক্লাস 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই অনুশীলনী প্রশ্ন উত্তর

ক্লাস 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

Q.1. দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন্ প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়?
(a) অ্যান্টিজেন
(b) টক্সিন
(c) ইমিউনোগ্লোবিউলিন
(d) টক্সয়েড

সঠিক উত্তর: (c) ইমিউনোগ্লোবিউলিন

Q.2. মায়ের দেহ থেকে ভ্রুণ যে প্রতিরক্ষা পায় তা হল-
(a) সক্রিয় ইমিউনিটি
(b) নিষ্ক্রিয় ইমিউনিটি
(c) যান্ত্রিক প্রতিরক্ষা
(d) কোশীয় ইমিউনিটি

সঠিক উত্তর: (b) নিষ্ক্রিয় ইমিউনিটি

Q.3. দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা B কোশ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে থাকে-
(a) হিমোগ্লোবিন
(b) হরমোন
(c) অ্যান্টিজেন
(d) অ্যান্টিবডি

সঠিক উত্তর: (d) অ্যান্টিবডি

Q.4. অর্জিত অনাক্রম্যতার একটি উপাদান হল—
(a) অশ্রু
(b) HCI
(c) B কোশ
(d) NaCl

সঠিক উত্তর: (c) B কোশ

Q.5. সহজাত অনাক্রম্যতার একটি উপাদান হল-
(a) অ্যান্টিজেন
(b) লাইসোজাইম
(c) T কোশ
(d) অ্যান্টিবডি

সঠিক উত্তর: (b) লাইসোজাইম

Q.6. ম্যালেরিয়ার ভেক্টরটি হল-
(a) কিউলেক্স মশকী
(b) অ্যানোফিলিস মশকী
(c) এডিস মশকী
(d) গৃহমাছি

সঠিক উত্তর: (b) অ্যানোফিলিস মশকী

Q.7. টিকা আবিষ্কার করেন-
(a) ক্যারোলাস লিনিয়াস
(b) জেম্স ফিপ্স
(c) লুই পাস্তুর
(d) এডওয়ার্ড জেনার

সঠিক উত্তর: (d) এডওয়ার্ড জেনার

Q.8. টিকা দেওয়ার মূল কারণ হল-
(a) দেহে পুষ্টি প্রদান
(b) রোগ প্রতিরোধ করা
(c) রোগ সারানো
(d) সবগুলিই

সঠিক উত্তর: (b) রোগ প্রতিরোধ করা

Q.9. কোনটি প্রোটোজোয়াঘটিত রোগ?
(a) ডিপথেরিয়া
(b) নিউমোনিয়া
(c) ম্যালেরিয়া
(d) হেপাটাইটিস A

সঠিক উত্তর: (c) ম্যালেরিয়া

Q.10. কোনটি ব্যাকটেরিয়াঘটিত রোগ?
(a) হেপাটাইটিস A
(b) যক্ষ্মা
(c) AIDS
(d) ম্যালেরিয়া

সঠিক উত্তর: (b) যক্ষ্মা

Q.11. অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হল-
(a) এপিটোপ
(b) অ্যাগ্রোটোপ
(c) আইসোটোপ
(d) প্যারাটোপ

সঠিক উত্তর: (a) এপিটোপ

Q.12. সবচেয়ে ভয়ংকর ও মারণ ম্যালেরিয়া হল-
(a) কোয়ার্টান ম্যালেরিয়া
(b) বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া
(c) ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া
(d) ওভেল টার্শিয়ান ম্যালেরিয়া

সঠিক উত্তর: (c) ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া

Q.13. কোশ-নির্ভর অনাক্রম্যতার প্রধান কোশ হল-
(a) T কোশ
(b) α কোশ
(c) B কোশ
(d) β কোশ

সঠিক উত্তর: (a) T কোশ

Q.14. জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন্ রোগের জীবাণু ব্যবহার করেছিলেন?
(a) গুটিবসন্ত
(b) গোবসন্ত
(c) ম্যালেরিয়া
(d) ফাইলেরিয়া

সঠিক উত্তর: (b) গোবসন্ত

Q.15. কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়?
(a) পরিবেশবান্ধব
(b) কম উৎপাদন খরচ
(c) পরিবেশদূষক
(d) নির্দিষ্ট জীবের বিনাশ

সঠিক উত্তর: (c) পরিবেশদূষক

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

Q.16. নীচের কোন্ সায়ানোব্যাকটেরিয়া অণুজীব সার তৈরিতে ব্যবহৃত হয়?
(a) মাইকোরাইজা
(b) অ্যানাবিনা

সঠিক উত্তর: (b) অ্যানাবিনা

Q.17. VAM হল-
(a) ক্লসট্রিডিয়াম
(b) রাইজোবিয়াম
(c) এন্ডোমাইকোরাইজা
(d) সায়ানোব্যাকটেরিয়া

সঠিক উত্তর: (c) এন্ডোমাইকোরাইজা

Q.18. আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নীচের কোন্ রোগটির সম্ভাবনার কথা বলবেন?
(a) ডিপথেরিয়া
(b) ধনুষ্টঙ্কার
(c) ডায়ারিয়া
(d) যক্ষ্মা

সঠিক উত্তর: (b) ধনুষ্টঙ্কার

Q.19. হাত ধুলে নীচের কোন্ রোগটির প্রতিরোধ সম্ভব হয়?
(a) ডেঙ্গু
(b) ডায়ারিয়া
(c) ডায়াবেটিস
(d) ম্যালেরিয়া

সঠিক উত্তর: (b) ডায়ারিয়া

Q.20. নীচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়?
(a) কাশি
(b) জ্বর
(c) ত্বকে র‍্যাশ
(d) রক্তক্ষরণ

সঠিক উত্তর: (a) কাশি

Q.21. ‘ব্রেকবোন’ জ্বর হয় কোন্ রোগে?
(a) ডেঙ্গু
(b) যক্ষ্মা
(c) নিউমোনিয়া
(d) হুপিং কাশি

সঠিক উত্তর: (a) ডেঙ্গু

Q.22. একটি সাবইউনিট টিকা হল-
(a) MMR
(b) BCG
(c) DPT
(d) হেপাটাইটিস B টিকা

সঠিক উত্তর: (d) হেপাটাইটিস B টিকা

Q.23. দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হল-
(a) মস্তিষ্ক
(b) অ্যান্টিজেন
(c) ত্বক
(d) অ্যান্টিবডি

সঠিক উত্তর: (c) ত্বক

Q.24. কোন্ ইমিউনোগ্লোবিউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায়?
(a) IgG
(b) IgA
(c) IgM
(d) IgD

সঠিক উত্তর: (a) IgG

Q.25. টিকা হল অর্জিত অনাক্রম্যতার উদাহরণ।
(a) সক্রিয় স্বাভাবিক
(b) সক্রিয় কৃত্রিম
(c) নিষ্ক্রিয় স্বাভাবিক
(d) নিষ্ক্রিয় কৃত্রিম

সঠিক উত্তর: (b) সক্রিয় কৃত্রিম

Q.26. জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত নোসেমা হল-
(a) ভাইরাস
(b) প্রাণী
(c) উদ্ভিদ
(d) ব্যাকটেরিয়া

সঠিক উত্তর: (d) ব্যাকটেরিয়া

Q.27. ক্লসট্রিডিয়াম জীবাণুটি কোন্ রোগের সঙ্গে জড়িত?
(a) নিউমোনিয়া
(b) টিটেনাস
(c) যক্ষ্মা
(d) ডিপথেরিয়া

সঠিক উত্তর: (b) টিটেনাস

Q.28. ডেঙ্গু জ্বরের ভেক্টরটি হল-
(a) অ্যানোফিলিস
(b) কিউলেক্স
(c) এডিস
(d) গৃহমাছি

সঠিক উত্তর: (c) এডিস

ক্লাস 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

বিভাগ – খ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও

(1) টিটেনাসের জীবাণুটির নাম লেখো।

উত্তর: ক্লসট্রিডিয়াম টেটানি

2) ডায়ারিয়ার একটি কারণ লেখো।

উত্তর: ভাইরাস সংক্রমণ

3) ম্যালেরিয়ার জীবাণু কী?

উত্তর: প্লাসমোডিয়াম

4) AIDS ভাইরাসটির পুরো নাম লেখো।

উত্তর: অ্যাক্কুইরেড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম (AIDS)

5) বিশ্ব এইট্স দিবস কবে পালিত হয়?

উত্তর: ১ ডিসেম্বর

6) টিকা কে আবিষ্কার করেন?

উত্তর: এডওয়ার্ড জেনার

7) জন্ডিস হয় কোন্ ভাইরাসের সংক্রমণে?

উত্তর: হেপাটাইটিস ভাইরাস

8) কোশনির্ভর অনাক্রম্যতার প্রধান কোশ কোন্টি?

উত্তর: বি কোশ

9) একটি T কোশের নাম লেখো।

উত্তর: সাইটোটক্সিক T কোশ

10) ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো।

উত্তর: অ্যালকোহল

11) হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো।

উত্তর: নরোভাইরাস ইনফেকশন

12) জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ভাইরাসের নাম লেখো।

উত্তর: বাকুলোভাইরাস

13) জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তর: ব্যাকিলাস থুরিঞ্জেনসিস

14) অণুজীব সার ব্যবহারে একটি সুবিধা উল্লেখ করো।

উত্তর: মাটির উর্বরতা বৃদ্ধি করে।

15) জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম লেখো।

উত্তর: নিওস্পোরা

Class 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

বিসদৃশ শব্দটি বেছে লেখো

16) B কোশ, T কোশ, α কোশ, অ্যান্টিবডি

বিসদৃশ শব্দ: α কোশ (অন্যগুলো B ও T কোশের মতো লিম্ফোসাইটের ধরনের নাম)

17) দেহ প্রতিরক্ষা, IgG, B লিম্ফোসাইট, ব্যাকটেরিয়া

বিসদৃশ শব্দ: ব্যাকটেরিয়া (অন্যগুলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত)

18) ডিপথেরিয়া, নিউমোনিয়া, AIDS, টিটেনাস

বিসদৃশ শব্দ: টিটেনাস (অন্যগুলো ভাইরাসজনিত রোগ, টিটেনাস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে)

19) অণুজীব সার, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশদূষণ হ্রাস, মানব রোগ

বিসদৃশ শব্দ: মানব রোগ (অন্যগুলো পরিবেশ ও জৈবিক নিয়ন্ত্রণ সম্পর্কিত)

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

20) B লিম্ফোসাইট : অ্যান্টিবডি :: T লিম্ফোসাইট : সাইটোটক্সিক কোশ

21) রাইজোবিয়াম ফ্যাসিওলি : অণুজীব সার :: ব্যাসিলাস থুরিনজিয়েনসিস : জৈবিক নিয়ন্ত্রণ

22) হেপাটাইটিস : যকৃৎ :: যক্ষ্মা : ফুসফুস

23) ডায়ারিয়া : ভাইরাস :: ম্যালেরিয়া : প্লাসমোডিয়াম

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

24) BCG টিকা, DPT টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা, টিকাকরণ

উত্তর: কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা (অন্যগুলো টিকা এবং টিকাকরণের সাথে সম্পর্কিত)

25) প্রাথমিক ইমিউন রেসপন্স, অনাক্রম্যতা, গৌণ ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি উৎপাদন

উত্তর: অ্যান্টিবডি উৎপাদন (অন্যগুলো ইমিউন রেসপন্সের প্রক্রিয়া সম্পর্কিত)

26) AIDS, হেপাটাইটিস-A, হেপাটাইটিস-B, ভাইরাসঘটিত রোগ

উত্তর: ভাইরাসঘটিত রোগ (অন্যগুলো নির্দিষ্ট ভাইরাসজনিত রোগ)

27) পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীব সার, সুস্থায়ী উন্নয়ন, পরিবেশবান্ধব পদ্ধতি

উত্তর: সুস্থায়ী উন্নয়ন (অন্যগুলো পরিবেশ ও কৃষির জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি)

ক্লাস 9 জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও।

28) ম্যালেরিয়ার ভেক্টর হল __________

উত্তর: অ্যানোফিলিস মশা

29) প্রথম টিকা আবিষ্কৃত হয় __________সালে।

উত্তর: ১৭৯৬ সালে

30) অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে __________ বলে।

উত্তর: এপিটোপ

31) অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে _________ সৃষ্টি হয়।

উত্তর: অ্যান্টিবডি

32) রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্যবিধি হল _______

উত্তর: হাত ধোয়া

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো।

33) প্লাজমা কোশ হল একপ্রকারের B লিম্ফোসাইট কোশ।

উত্তর: সত্য

34) প্রাথমিক ইমিউন রেসপন্স স্মৃতিকোশ তৈরি করে।

উত্তর: সত্য

35) রোগসংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয়।

উত্তর: সত্য

36) AIDS এবং হেপাটাইটিস B উভয়েই ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ।

উত্তর: মিথ্যা (এগুলো ভাইরাসজনিত রোগ)

37) ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হল কিউলেক্স মশকী।

উত্তর: মিথ্যা (ম্যালেরিয়া বাহক এনোফিলিস, ডেঙ্গু বাহক এডিস মশা)

A-স্তম্ভের সাথে B-স্তম্ভের সঠিক জোড়টি মিলিয়ে লেখো:

① AIDS – HIV
② সক্রিয় অনাক্রম্যতা – জলবসন্তের একবার হওয়া
③ ডিপথেরিয়া – করিনিব্যাকটেরিয়াম
④ জীবিত দুর্বলীকৃত টিকা – BCG
⑤ অধঃএকক টিকা – হেপাটাইটিস B টিকা
⑥ নিষ্ক্রিয় অনাক্রম্যতা – মাতৃগর্ভে ভ্রূণের প্রতিরক্ষা

Class IX জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানবকল্যাণ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর

বিভাগ – গ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

1) অ্যান্টিজেন কাকে বলে?

উত্তর: অ্যান্টিজেন হলো কোনো পদার্থ যা দেহে প্রবেশ করলে দেহের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে অ্যান্টিবডি উৎপাদন করে। অ্যান্টিজেন সাধারণত প্রোটিন বা পলিস্যাকারাইডের মতো বৃহৎ অণু।

2) ইমিউনোগ্লোবিউলিন কী?

উত্তর: ইমিউনোগ্লোবিউলিন হলো এক ধরনের প্রোটিন যা অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং দেহে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটি পাঁচটি প্রধান শ্রেণিতে বিভক্ত—IgG, IgA, IgM, IgE, এবং IgD।

3) অর্জিত অনাক্রম্যতা কাকে বলে?

উত্তর: অর্জিত অনাক্রম্যতা হলো সেই প্রতিরোধ ক্ষমতা যা দেহ নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, এবং পুনরায় অ্যান্টিজেনের সাথে সংস্পর্শে এলে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়।

4) সহজাত অনাক্রম্যতা কাকে বলে?

উত্তর: সহজাত অনাক্রম্যতা হলো সেই প্রতিরোধ ক্ষমতা যা জন্মগতভাবে বিদ্যমান থাকে এবং অ্যান্টিজেনের সাথে প্রথমবার সংস্পর্শে আসার আগেই দেহকে সুরক্ষা দেয়। এটি দ্রুত কাজ করে এবং অ্যান্টিজেনের ধরণ বিচার করে না।

5) জেনারের টিকাকরণের মূল নীতিটি লেখো।

উত্তর: জেনারের টিকাকরণের মূল নীতি হলো একটি দুর্বল বা মৃদু অ্যান্টিজেন দেহে প্রবেশ করিয়ে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা, যাতে পরবর্তী সময়ে প্রকৃত জীবাণুর আক্রমণ হলে দেহ প্রস্তুত থাকে এবং দ্রুত তা প্রতিরোধ করতে পারে।

6) হেপাটাইটিস A রোগের সংক্রমণ পদ্ধতিটি সম্বন্ধে লেখো।

উত্তর: হেপাটাইটিস A রোগের ভাইরাসটি প্রধানত দূষিত জল বা খাদ্যের মাধ্যমে ভাইরাসটি দেহে প্রবেশ করে। এটি জন্ডিস, পেটব্যথা, বমি প্রভৃতি উপসর্গের কারণ হতে পারে।

7) AIDS-এর উপসর্গগুলি লিপিবদ্ধ করো।

উত্তর: AIDS-এর উপসর্গগুলি হলো দীর্ঘস্থায়ী ক্লান্তি, ওজন হ্রাস, বারবার সংক্রমণ হওয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, জ্বর, ঘাম হওয়া, ত্বকে ফুসকুড়ি হওয়া, এবং বিভিন্ন স্নায়বিক সমস্যা।

8) কোশনির্ভর অনাক্রম্যতা কাকে বলে?

উত্তর: T লিম্ফোসাইট দ্বারা পরিচালিত প্রতিরোধ ব্যবস্থা, যেখানে কোষগুলো সরাসরি অ্যান্টিজেন বহনকারী কোষ বা সংক্রামিত কোষকে ধ্বংস করে তাকে কোশনির্ভর অনাক্রম্যতা।

9) রসনির্ভর অনাক্রম্যতা কাকে বলে?

উত্তর: B লিম্ফোসাইট দ্বারা পরিচালিত প্রতিরোধ ব্যবস্থা, যা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে তাকে রসনির্ভর অনাক্রম্যতা বলে।

10) ধৌতকরণের দুটি গুরুত্ব লেখো।

উত্তর:
ধৌতকরণের দুটি গুরুত্ব হলো:
(১) জীবাণুগুলি ধ্বংস করে সংক্রমণ রোধ করা।
(২) পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখা।

11) জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া এবং একটি ভাইরাসের গুরুত্ব লেখো।

উত্তর: জৈবিক নিয়ন্ত্রণে প্রোটোজোয়া যেমন প্লাজমোডিয়াম, পোকামাকড় এবং ক্ষতিকারক কীটপতঙ্গের বিরুদ্ধে প্রাকৃতিক শত্রু হিসেবে কাজ করতে পারে।
ভাইরাস যেমন ব্যাসিলাস থুরিনজিয়েনসিস (Bacillus thuringiensis) কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, যা নির্দিষ্ট ক্ষতিকারক কীটপতঙ্গকে ধ্বংস করে।

12) অণুজীব সার কাকে বলে? এর উদাহরণ দাও।

উত্তর: উপকারী অণুজীবের সাহায্যে উৎপন্ন যে সার মাটির উর্বরতা বৃদ্ধি করে তাকে অণুজীব সার বলে। উদাহরণ: রাইজোবিয়াম ও অ্যাজোস্পিরিলাম।

13) জৈবিক নিয়ন্ত্রণের দুটি সুবিধা লেখো।

উত্তর: জৈবিক নিয়ন্ত্রণের দুটি সুবিধা-

(১) পরিবেশের জন্য নিরাপদ। রাসায়নিক কীটনাশকের মতো ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে না।
(২) দীর্ঘস্থায়ী পদ্ধতি। ক্ষতিকারক পোকামাকড়কে প্রাকৃতিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে।

14) VAM কী? এর গুরুত্ব লেখো।

উত্তর: VAM (Vesicular-Arbuscular Mycorrhiza) হলো এক ধরনের মাইকোরাইজা ছত্রাক যা উদ্ভিদের শিকড়ে বাস করে এবং উদ্ভিদের জল ও পুষ্টি শোষণে সাহায্য করে।
এটি উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

15) ধৌতকরণে ব্যবহারযোগ্য দুটি উপাদানের নাম লেখো।

উত্তর: ক্লোরিন ও অ্যালকোহল।

16) নিউমোনিয়া রোগের কারণ কী?

উত্তর: নিউমোনিয়া রোগের কারণ হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়া, যা ফুসফুসের সংক্রমণ ঘটায়।

17) ডায়ারিয়ার লক্ষণগুলি লিপিবদ্ধ করো।

উত্তর:
(১) ঘন ঘন পাতলা পায়খানা হওয়া
(২) বমি বমি ভাব ও বমি হওয়া
(৩) ডিহাইড্রেশন (জলশূন্যতা)
(৪) পেটব্যথা এবং তলপেটে অস্বস্তি।

18) রসনির্ভর অনাক্রম্যতার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:
(১) রসনির্ভর অনাক্রম্যতা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে কাজ করে।
(২) এটি মূলত B লিম্ফোসাইট দ্বারা পরিচালিত এবং রক্ত ও অন্যান্য দেহরসে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

বিভাগ ঘ
দীর্ঘ উত্তরভিত্তিক
প্রশ্নমান: ৫

(1) অনাক্রম্যতা কী? যক্ষ্মার লক্ষণগুলি শনাক্ত করো।

(2) অ্যান্টিজেনের তিনটি বৈশিষ্ট্য বলো। ইমিউনো-গ্লোবিউলিন কী জন্য গুরুত্বপূর্ণ?

(3) ধৌতকরণ কেন প্রয়োজনীয়? ধৌতকরণ কীভাবে রোগের সম্ভাবনা কমায়?

(4) জৈবিক নিয়ন্ত্রণ কেন দরকার? ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্রোটোজোয়ার থেকে একটি করে জৈবিক নিয়ন্ত্রণের উদাহরণ দাও।

(5) অণুজীব সারের সংজ্ঞা দাও। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ও মাইকোরাইজা অণুজীব সারে কী ভূমিকা নেয় তা একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

(6) টিকাকরণ কেন দরকার? তিন প্রকার টিকার নাম ও উদাহরণ লেখো।

(7) অনাক্রম্যতার প্রকারভেদ আলোচনা করো।

(৪) টিকা কীভাবে আবিষ্কৃত হয়? অ্যান্টিবডির গঠন আলোচনা করো।

(9) একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে, যে তিনি যক্ষ্মায় আক্রান্ত। ওই ব্যক্তির কী কী উপসর্গ দেখা যেতে পারে?

আরও দেখো: বিজ্ঞান ও কুসংস্কার রচনা

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page