NMMSE 2025 Form Fill up / ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা (NMMS) ২০২৫ ক্লাস 8

NMMSE 2025 Form Fill up / ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা (NMMS) ২০২৫: ক্লাস VIII-এর পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও আবেদন পদ্ধতি

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এল Central Sector National Means-Cum-Merit Scholarship Examination (NMMSE), 2025। এই স্কলারশিপ পরীক্ষার মূল লক্ষ্য হল, মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনায় উৎসাহ দেওয়া ও স্কুলছুট রোধ করা।


🗓️ গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য: (NMMSE 2025 Form Fill up)
পরীক্ষার তারিখ২১ ডিসেম্বর, ২০২৫ (21.12.2025)
অনলাইন আবেদন শুরু৭ আগস্ট, ২০২৫ (07.08.2025)
আবেদনের শেষ দিন৯ সেপ্টেম্বর, ২০২৫ (09.09.2025)
ওফিসিয়াল নোটিফিকেশনClick Here
Form LinkClick Here

🏛️ রাজ্য সংস্থার নাম ও ঠিকানা:

Directorate of School Education, West Bengal
Bikash Bhavan (7th floor), Salt Lake City, Kolkata-700091

যেকোনও জিজ্ঞাসার জন্য যোগাযোগ:
📧 he**************@***il.com
অথবা নিজের স্কুল জেলার District Inspector of Schools (Secondary Education)-এর সঙ্গে যোগাযোগ করুন (ঠিকানা scholarship পোর্টালের Notice সেকশনে দেওয়া আছে)।


📋 যোগ্যতা (Eligibility Criteria):
  1. ক্লাস VIII-এ অধ্যয়নরত এবং ক্লাস VII-এর ফাইনাল পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর প্রাপ্ত (SC/ST/Disabled প্রার্থীদের জন্য ৫% ছাড় রয়েছে)।
  2. বার্ষিক পারিবারিক আয় ₹৩,৫০,০০০/- এর মধ্যে হতে হবে।
    Income Certificate আবশ্যিক।
  3. নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলি এই স্কলারশিপের জন্য অযোগ্য:
    • Kendriya Vidyalaya
    • Jawahar Navodaya Vidyalaya
    • Private Schools
    • State Government-run Residential Schools

স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই Government/Govt. Aided/Local Body/Govt. Sponsored School অথবা Madrasah (non-residential)-এ পড়তে হবে।


🏦 ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মাবলি:
  • আবেদনকারীর নামে SBI বা অন্য কোনো Core Banking সুবিধাযুক্ত Public Sector Bank-এ ব্যক্তিগত বা Joint Bank A/c থাকতে হবে (Joint হলে প্রথম নাম থাকতে হবে)।
  • আবেদনপত্রে দেওয়া Bank A/c detail পরিবর্তনের সুযোগ নেই
  • যাঁদের Aadhaar Card আছে, তাঁদের Bank A/c-র সঙ্গে Aadhaar Linking বাধ্যতামূলক।

🗺️ জেলা নির্বাচন সংক্রান্ত নির্দেশনা:

পশ্চিমবঙ্গে ২৩টি প্রশাসনিক জেলা ছাড়াও ২টি শিক্ষাগত জেলা আছে:

  1. Barrackpore Education District (Sub-Div: Barrackpore, Bidhannagar)
  2. Siliguri Education District (Sub-Div: Siliguri)

📍 Barrackpore বা Bidhannagar-এর স্কুলের জন্য Barrackpore জেলা
📍 Siliguri-র স্কুলের জন্য Siliguri জেলা বেছে নিতে হবে।


🖥️ NMMSE 2025 Form Fill up (অনলাইন আবেদন পদ্ধতি):

Step I: রেজিস্ট্রেশন
  • Scholarship পোর্টালে গিয়ে ‘New User Register Here’ ক্লিক করে রেজিস্টার করুন।
  • একটি Mobile Number ও Email ID ব্যবহার করে একবারই রেজিস্ট্রেশন সম্ভব।
  • System-generated Registration Number ও Password ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
Step II: ফর্ম পূরণ ও ছবি আপলোড
  • Login করে ব্যক্তিগত তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য দিন।
  • Passport size photograph আপলোড করুন (JPG format, Max: 50KB, সাদা ব্যাকগ্রাউন্ড)।
  • সমস্ত তথ্য পূরণ করে Lock করুনপ্রিন্টআউট নিন
Step III: ডকুমেন্ট ও সনদ আপলোড

প্রিন্টআউট ও নিচের কাগজপত্র সহ স্কুলের Head of Institution-এর (HOI) সই করিয়ে নিন:

  1. HOI Certificate (অনলাইন থেকে ডাউনলোড করা ফরম্যাটে)
  2. Income Certificate
  3. Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
  4. Disability Certificate (যদি প্রযোজ্য হয়)

👉 সব কাগজপত্র স্ক্যান করে (PDF, Max: 200KB) অনলাইনে আপলোড করুন।
👉 ‘Finalize Application’ বোতামে ক্লিক না করলে আবেদন সম্পূর্ণ হবে না এবং Admit Card জেনারেট হবে না।


📲 আবেদন পরবর্তী স্টেটাস চেক করুন:
  • ফর্ম জমা দেওয়ার পর Email ও SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদন গৃহীত হয়েছে কিনা।
  • যদি ফর্ম বাতিল হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধন (Rectify) করার সুযোগ থাকবে।

যে কারণে আবেদন বাতিল হতে পারে:
  • ভুল তথ্য বা অসম্পূর্ণ ফর্ম
  • ভুল/অস্বচ্ছ ছবি
  • প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকলে

📝 পরীক্ষা সংক্রান্ত তথ্য (Examination Pattern):

পরীক্ষা দুটি ভাগে নেওয়া হবে একই দিনে:

Test NameTypeNo. of QuestionsMarksDuration
Mental Ability TestObjective909090 mins
Scholastic Aptitude TestObjective909090 mins

🧠 Scholastic Aptitude Test-এর বিষয়:

  • Mathematics
  • Physical Science
  • Life Science
  • History
  • Geography

📌 প্রশ্নগুলি হবে MCQ (Objective Type)
📌 Negative Marking নেই
📌 Class VII & VIII স্তরের প্রশ্ন থাকবে।


🎓 West Bengal-এর জন্য Scholarship কোটা:
  • মোট ৭২৫০ জন ছাত্রছাত্রী স্কলারশিপ পাবেন।
  • জেলা অনুযায়ী কোটা বিভাজিত, যার মধ্যে Barrackpore ও Siliguri আলাদা জেলাভুক্ত।

👉 Cut-off marks-এ একই নম্বর পাওয়া গেলে Date of Birth অনুসারে (ছোট বয়সে অগ্রাধিকার) বাছাই হবে।


🏁 শেষ কথা:

NMMS পরীক্ষা হলো এমন এক সুযোগ যা একদিকে যেমন ছাত্রছাত্রীদের মেধা যাচাই করে, অন্যদিকে তাদের পড়াশোনার খরচের একটা বড় অংশ বহন করে সরকার। তাই সময়মতো আবেদন করুন, নির্ভুল তথ্য দিন এবং আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন এক ধাপ এগিয়ে।

🔗 আরও তথ্যের জন্য নজর রাখুন সংশ্লিষ্ট Scholarship Portal-এ।

আরও দেখো: ক্লাস 8 বাংলা প্রশ্ন উত্তর
CLOSE

You cannot copy content of this page