এখানে পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। / ক্লাস 12 তৃতীয় সেমিস্টার/ HS Third Semester Bengali MCQ
HS Bengali Third Semester
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
সেট: ১
১. কখন আনন্দ বাড়ি ফিরেছিল?
ক) বিকেলে
খ) দুপুরে
গ) সকালবেলা
ঘ) অনেক রাতে
উত্তর: ঘ) অনেক রাতে
২. গ্রামের লোকেরা দুরপতের স্বামীকে কিভাবে দেখছিল?
ক) বীর হিসেবে
খ) সাধু ব্যক্তি হিসেবে
গ) অভিশপ্ত মনে করছিল
ঘ) দেবতার দূত হিসেবে
উত্তর: গ) অভিশপ্ত মনে করছিল
৩. গল্পে দেবীর প্রতি দুরপতের বিশ্বাস কেমন ছিল?
ক) সামান্য
খ) সন্দেহজনক
গ) গভীর ও দৃঢ়
ঘ) পরিবর্তনশীল
উত্তর: গ) গভীর ও দৃঢ়
৪. নতুন দিনটি কিভাবে শুরু হয়?
ক) উজ্জ্বল রোদ দিয়ে
খ) ঝড়ো হাওয়া দিয়ে
গ) কুয়াশাচ্ছন্ন ভোর দিয়ে
ঘ) প্রবল বৃষ্টিপাত ও মেঘলা আকাশ দিয়ে
উত্তর: ঘ) প্রবল বৃষ্টিপাত ও মেঘলা আকাশ দিয়ে
৫. বঞ্চলাবাঈ “মা কি তাঁর ভক্তকে ভালোবাসেন না?” বলে কী বোঝাতে চেয়েছে?
ক) মা রাগী
খ) মা দুর্বল
গ) মা কঠোর
ঘ) মা সদয় থাকেন
উত্তর: ঘ) মা সদয় থাকেন
৬. গল্পে গ্রামবাসীদের প্রধান চিন্তার কারণ কী ছিল?
ক) ফসলের ক্ষতি
খ) দেবীর অভিশাপ
গ) বন্যা
ঘ) মহামারী ও রোগের প্রকোপ
উত্তর: ঘ) মহামারী ও রোগের প্রকোপ
৭. বর্ষাকালে গ্রামের আবহাওয়া কেমন ছিল?
ক) শুষ্ক ও শান্ত
খ) কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা
গ) রোদে ভরা
ঘ) ঝিরঝিরে বৃষ্টিপূর্ণ ও গুমোট
উত্তর: ঘ) ঝিরঝিরে বৃষ্টিপূর্ণ ও গুমোট
৮. কুকুরের চিৎকার সম্পর্কে দুরপতের কী বিশ্বাস ছিল?
ক) দেবীর আগমনের পূর্বাভাস
খ) দুর্যোগের পূর্বাভাস
গ) বৃষ্টির ইঙ্গিত
ঘ) মৃত্যুর পূর্বাভাস
উত্তর: ঘ) মৃত্যুর পূর্বাভাস
৯. মেয়েটি দুরপতকে কেন কাঁদতে বারণ করে?
ক) দেবী রাগ করতে পারেন
খ) গ্রামবাসীরা বিরক্ত হবে
গ) শিশুর ঘুম ভাঙবে
ঘ) স্বামীর অমঙ্গলের জন্য
উত্তর: ঘ) স্বামীর অমঙ্গলের জন্য
১০. কোন পাখির ডাক দুরপতের মনে ভয় সৃষ্টি করেছিল?
ক) পেঁচা
খ) চড়ুই
গ) শালিক
ঘ) কাক
উত্তর: ঘ) কাক
১১. দুরপতের বিশ্বাস ছিল কী?
ক) দেবী শাস্তি দেন
খ) দেবী উপেক্ষা করেন
গ) দেবী নিরপেক্ষ
ঘ) দেবী তাঁর উপাসকদের ভালোবাসেন ও রক্ষা করেন
উত্তর: ঘ) দেবী তাঁর উপাসকদের ভালোবাসেন ও রক্ষা করেন
১২. ‘পোটরাজ’ গল্পটি কোন সাহিত্যের অন্তর্গত?
ক) বাংলা
খ) তামিল
গ) হিন্দি
ঘ) মারাঠি
উত্তর: ঘ) মারাঠি
১৩. ‘পোটরাজ’ গল্পটির লেখক কে?
ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ) শঙ্কর রাও খারাট
ঘ) নারায়ণ গাঙ্গোপাধ্যায়
উত্তর: গ) শঙ্কর রাও খারাট
১৪. ‘পোটরাজ’ গল্পটির অনুবাদক কে?
ক) শ্রীজাত
খ) সুনীল মুখোপাধ্যায়
গ) সুনন্দন চক্রবর্তী
ঘ) রাহুল সংখৃত্যায়ন
উত্তর: গ) সুনন্দন চক্রবর্তী
১৫. শঙ্কর রাও খারাট তাঁর রচনায় মূলত কার কথা লিখেছেন?
ক) উচ্চবর্ণ হিন্দুদের
খ) রাজপরিবারের
গ) দলিত মানুষদের
ঘ) ব্যবসায়ীদের
উত্তর: গ) দলিত মানুষদের
১৬. শঙ্কর রাও খারাট রচিত উপন্যাসের সংখ্যা কতটি?
ক) ৩টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি
উত্তর: খ) ৬টি
১৭. শঙ্কর রাও খারাট কোন ধরণের প্রবন্ধের জন্য বিখ্যাত?
ক) সাহিত্য সমালোচনা
খ) ধর্মীয় প্রবন্ধ
গ) ইতিহাসধর্মী প্রবন্ধ
ঘ) সমাজকল্যাণ বিষয়ক প্রবন্ধ
উত্তর: গ) ইতিহাসধর্মী প্রবন্ধ
১৮. শঙ্কর রাও খারাট ছিলেন একজন বিশিষ্ট কী?
ক) চিকিৎসক
খ) শিল্পী
গ) কবি
ঘ) সমাজসংস্কারক
উত্তর: ঘ) সমাজসংস্কারক
১৯. শঙ্কর রাও খারাট কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জ্যোতিবা ফুলে
গ) বি.আর. আম্বেদকর
ঘ) গান্ধীজি
উত্তর: গ) বি.আর. আম্বেদকর
২০. শঙ্কর রাও খারাট কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?
ক) ইসলাম
খ) খ্রিস্টধর্ম
গ) বৌদ্ধ ধর্ম
ঘ) শিখ ধর্ম
উত্তর: গ) বৌদ্ধ ধর্ম
২১. পোটরাজ কী?
ক) একটি দেবতা
খ) একটি গ্রাম
গ) একটি ধর্মীয় অনুষ্ঠান
ঘ) একটি সম্প্রদায়
উত্তর: ঘ) একটি সম্প্রদায়
২২. পোটরাজ সম্প্রদায়ের মানুষের বসবাস প্রধানত কোথায়?
ক) পূর্ব ভারত
খ) উত্তর ভারত
গ) দক্ষিণ ভারত
ঘ) পশ্চিম ভারত (গুজরাট, রাজস্থান)
উত্তর: ঘ) পশ্চিম ভারত (গুজরাট, রাজস্থান)
২৩. পোটরাজ সম্প্রদায় কেমন ধরণের পেশায় যুক্ত?
ক) কৃষিকাজ
খ) মেধাভিত্তিক
গ) পেশাভিত্তিক
ঘ) বংশানুক্রমিক
উত্তর: ঘ) বংশানুক্রমিক
২৪. পোটরাজরা কোন দেবীর সেবক?
ক) কালী
খ) দুর্গা
গ) মারী আঈ বা লক্ষ্মী আঈ
ঘ) পার্বতী
উত্তর: গ) মারী আঈ বা লক্ষ্মী আঈ
HS Bengali Third Semester
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
২৫. পোটরাজরা দেবীর মূর্তি কোথায় রাখেন?
ক) মাটির মণ্ডপে
খ) পিতলের পাত্রে
গ) কাপড়ে মোড়া বাক্সে
ঘ) সিংহাসন বা ছোট মন্দিরে
উত্তর: ঘ) সিংহাসন বা ছোট মন্দিরে
২৬. পোটরাজদের দেবীর সিংহাসনটি কেমন হয়?
ক) অনেক বড়
খ) মাঝারি আকৃতির
গ) কাগজ দিয়ে তৈরি
ঘ) খুব ছোট
উত্তর: ঘ) খুব ছোট
২৭. পোটরাজরা দেবীর সিংহাসনটি কোথায় বহন করেন?
ক) হাতে
খ) গাড়িতে
গ) পিঠে বা মাথায়
ঘ) কাঁধে
উত্তর: গ) পিঠে বা মাথায়
২৮. পোটরাজদের দেবীর সিংহাসন মন্দিরটি কী দিয়ে তৈরি হয়?
ক) পাথর দিয়ে
খ) মাটি দিয়ে
গ) কাপড় দিয়ে
ঘ) কাঠ দিয়ে
উত্তর: ঘ) কাঠ দিয়ে
২৯. পোটরাজদের মন্দিরে কী থাকে?
ক) পশুপ্রতিমা
খ) দেবদেবীর চিত্র
গ) ধর্মীয় কাব্য
ঘ) শস্যদানা
উত্তর: খ) দেবদেবীর চিত্র
৩০. পোটরাজদের মন্দিরে কী থাকে?
ক) বড় মূর্তি
খ) মারী আইয়ের ছোট মূর্তি
গ) পুঁথিপত্র
ঘ) ধর্মগ্রন্থ
উত্তর: খ) মারী আইয়ের ছোট মূর্তি
৩১. পোটরাজরা দেবীকে কোথায় নিয়ে ঘোরেন?
ক) মেলায়
খ) শহরে
গ) নদীতীরে
ঘ) গ্রামের পথে পথে
উত্তর: ঘ) গ্রামের পথে পথে
৩২. দেবীকে বহন করে ঘুরে বেরানোর সময় পোটরাজরা কী করেন?
ক) নৃত্য
খ) গান
গ) উপবাস
ঘ) মূর্তি স্থাপন
উত্তর: খ) গান
৩৩. পোটরাজের সঙ্গে কে থাকেন?
ক) পুত্র
খ) সহকারী
গ) স্ত্রী
ঘ) শিষ্য
উত্তর: গ) স্ত্রী
৩৪. পোটরাজের স্ত্রী কোন বাদ্যযন্ত্র বাজান?
ক) ঢোল
খ) তবলা
গ) বাঁশি
ঘ) গুবগুবি
উত্তর: ঘ) গুবগুবি
৩৫. গুবগুবি কী ধরণের বাদ্যযন্ত্র?
ক) বাঁশজাতীয়
খ) তারযুক্ত
গ) শুষ্ক ধাতব
ঘ) নাল জাতীয়
উত্তর: ঘ) নাল জাতীয়
৩৬. পোটরাজরা কী ধরণের গান করেন?
ক) প্রেমের গান
খ) বাউল গান
গ) মঙ্গলসূচক বা প্রার্থনাসূচক
ঘ) যুদ্ধের গান
উত্তর: গ) মঙ্গলসূচক বা প্রার্থনাসূচক
৩৭. তারা কী ধরণের পোশাক পরেন?
ক) ধুতি
খ) পাঞ্জাবি
গ) লুঙ্গি
ঘ) ঘাঘরা জাতীয়
উত্তর: ঘ) ঘাঘরা জাতীয়
৩৮. তাদের কোমরে কী থাকে?
ক) কাপড়
খ) বেল্ট
গ) রশি
ঘ) শিকল
উত্তর: খ) বেল্ট
৩৯. পোটরাজরা কীভাবে জীবিকা নির্বাহ করেন?
ক) কৃষিকাজ
খ) ব্যবসা
গ) শিল্পকর্ম
ঘ) ভিক্ষাজীবী
উত্তর: ঘ) ভিক্ষাজীবী
৪০. বছরের নির্দিষ্ট দিনে গ্রামবাসীদের নিয়ে পোটরাজদের দেবীকে নিয়ে সমগ্র গ্রামে ভ্রমণকে কী বলা হয়?
ক) পূজা
খ) যাত্রা
গ) আরতি
ঘ) মেলা
উত্তর: খ) যাত্রা
৪১. মহারাষ্ট্রে পোটরাজরা কোন কোন সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন?
ক) মারাঠা, শিন্ডে
খ) মাহার, দেউলোয়ারে
গ) বেলওয়াড়ে, কোলি
ঘ) যাদব, ভিল
উত্তর: খ) মাহার, দেউলোয়ারে
৪২. কোন সম্প্রদায় বংশপরম্পরায় পোটরাজবৃত্তির সাথে যুক্ত?
ক) কোলি
খ) মারাঠা
গ) দেউলোয়ারে
ঘ) মালি
উত্তর: গ) দেউলোয়ারে
৪৩. ‘পোটরাজ’ গল্পের গ্রামটি কোন রোগে আক্রান্ত হয়েছিল?
ক) বসন্ত
খ) ম্যালেরিয়া
গ) ভেদবমি বা কলেরা
ঘ) টাইফয়েড
উত্তর: গ) ভেদবমি বা কলেরা
৪৪. গ্রামবাসীদের মতে গ্রামে ভেদবমি বা কলেরা হবার কারণ কী ছিল?
ক) পাপের ফল
খ) বৃষ্টির অভাব
গ) বিদেশি প্রভাব
ঘ) দেবী মারী আঈয়ের রুষ্ট হওয়া
উত্তর: ঘ) দেবী মারী আঈয়ের রুষ্ট হওয়া
৪৫. গল্পে গ্রামের পোটরাজের নাম কী ছিল?
ক) গনু
খ) হরি
গ) দামা
ঘ) শম্ভু
উত্তর: গ) দামা
৪৬. গ্রামের পোটরাজ কী রোগে আক্রান্ত হয়েছিলেন?
ক) গুটিবসন্ত
খ) ডেঙ্গু
গ) ম্যালেরিয়া
ঘ) ভেদবমি বা কলেরা
উত্তর: ঘ) ভেদবমি বা কলেরা
৪৭. পোটরাজ দামার স্ত্রীর নাম কী ছিল?
ক) বানু
খ) গঙ্গা
গ) দুরপত
ঘ) জানকি
উত্তর: গ) দুরপত
৪৮. দুরপত কী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল?
ক) দেবীর রুষ্টতা নিয়ে
খ) সন্তান নিয়ে
গ) গ্রামের লোকজন নিয়ে
ঘ) স্বামীকে নিয়ে
উত্তর: ঘ) স্বামীকে নিয়ে
৪৯. যে পাখি অনবরত চিৎকার করছিল, তা কী?
ক) শালিক
খ) চড়ুই
গ) পেঁচা
ঘ) কাক
উত্তর: ঘ) কাক
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
৫০. যে পশু অনবরত চিৎকার করছিল, তা কী?
ক) গরু
খ) ছাগল
গ) কুকুর
ঘ) বিড়াল
উত্তর: গ) কুকুর
৫১. কাক ও কুকুরের হঠাৎ চিৎকারকে কী মনে করা হয়?
ক) শুভ লক্ষণ
খ) বৃষ্টির পূর্বাভাস
গ) অমঙ্গলসূচক
ঘ) উৎসবের ইঙ্গিত
উত্তর: গ) অমঙ্গলসূচক
৫২. রাতে তীক্ষ্ণ চিৎকার করে ছুটে গিয়েছিল কে?
ক) কুকুর
খ) বাঘ
গ) শিয়াল
ঘ) গাধা
উত্তর: গ) শিয়াল
৫৩. ‘পোটরাজ’ গল্পের সময়কাল কোন মাসে?
ক) চৈত্র
খ) অগ্রহায়ণ
গ) পৌষ
ঘ) আষাঢ়
উত্তর: ঘ) আষাঢ়
৫৪. ‘পোটরাজ’ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে?
ক) গ্রীষ্মকাল
খ) বসন্তকাল
গ) শীতকাল
ঘ) বর্ষাকাল
উত্তর: ঘ) বর্ষাকাল
৫৫. আকাশ কেমন ছিল?
ক) পরিষ্কার
খ) রোদের ঝলকানো
গ) কুয়াশাচ্ছন্ন
ঘ) কালো মেঘে আচ্ছন্ন
উত্তর: ঘ) কালো মেঘে আচ্ছন্ন
৫৬. গ্রামের পথ কেমন ছিল?
ক) শুকনো
খ) কংক্রিট
গ) কর্দমাক্ত
ঘ) পাথুরে
উত্তর: গ) কর্দমাক্ত
৫৭. দামার বাড়িতে কে উপস্থিত হয়েছিলেন?
ক) রাজপুরোহিত
খ) গ্রাম্য চিকিৎসক
গ) গ্রামের মোড়ল
ঘ) পুরোহিত
উত্তর: গ) গ্রামের মোড়ল
৫৮. মোড়ল দামার অসুস্থতার বিষয়ে কেমন ছিলেন?
ক) জানতেন
খ) অবহেলা করছিলেন
গ) আতঙ্কিত ছিলেন
ঘ) অজ্ঞাত
উত্তর: ঘ) অজ্ঞাত
৫৯. মোড়ল ও তার অনুগামীরা দেবীকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন?
ক) বাজারে
খ) নদীতীরে
গ) গ্রামের প্রান্তে
ঘ) স্কুলে
উত্তর: গ) গ্রামের প্রান্তে
৬০. মোড়ল কেন দেবীকে গ্রামের প্রান্তে নিতে চেয়েছিলেন?
ক) মেলা বসানোর জন্য
খ) বৃষ্টি আনার জন্য
গ) গ্রামকে দেবীর ক্রোধ থেকে বাঁচাতে
ঘ) দেবীকে গ্রামের বাইরে পাঠাতে
উত্তর: গ) গ্রামকে দেবীর ক্রোধ থেকে বাঁচাতে
৬১. মোড়ল ও তার অনুগামীরা কী নিয়ে চিন্তিত হয়েছিলেন?
ক) দুরপতের আচরণ
খ) আনন্দের পড়াশোনা
গ) দামার অসুস্থতা
ঘ) দেবীর মূর্তি
উত্তর: গ) দামার অসুস্থতা
৬২. পোটরাজ দামার বড় ছেলের নাম কী ছিল?
ক) হরি
খ) আনন্দ
গ) গোপাল
ঘ) সমীর
উত্তর: খ) আনন্দ
৬৩. মোড়ল চেয়েছিলেন দেবীকে বহন করে দিয়ে যাক কে?
ক) দামা
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) শিষ্য
উত্তর: গ) আনন্দ
৬৪. আনন্দ কোথায় পড়াশোনা করত?
ক) কলেজে
খ) প্রাইমারি স্কুলে
গ) মাদ্রাসায়
ঘ) হাইস্কুলে
উত্তর: ঘ) হাইস্কুলে
৬৫. আনন্দ কোন বিদেশি ভাষা জানত?
ক) ফরাসি
খ) হিন্দি
গ) ইংরেজি
ঘ) উর্দু
উত্তর: গ) ইংরেজি
৬৬. মোড়লের প্রস্তাবে আনন্দ কেমন ছিল?
ক) খুশি
খ) কৌতূহলী
গ) নিরুত্তাপ
ঘ) অখুশি
উত্তর: ঘ) অখুশি
৬৭. আনন্দর মা দুরপত কী চাননি?
ক) আনন্দ শহরে যাক
খ) আনন্দ গান গাইতে শিখুক
গ) আনন্দ পোটরাজ হোক
ঘ) আনন্দ কৃষিকাজ করুক
উত্তর: গ) আনন্দ পোটরাজ হোক
৬৮. গ্রামের মোড়ল পোটরাজের স্ত্রী দুরপতকে কী দিয়েছিলেন?
ক) উপহার
খ) আশ্বাস
গ) দাওয়াত
ঘ) হুমকি
উত্তর: ঘ) হুমকি
৬৯. গ্রামের মানুষের চাপে কে হতাশাগ্রস্ত হয়ে পড়ে?
ক) আনন্দ
খ) দুরপত
গ) দামা
ঘ) মোড়ল
উত্তর: গ) দামা
৭০. মোড়লরা বেড়িয়ে গেলে আনন্দ কোথায় যাত্রা করে?
ক) স্কুলে
খ) দেবীর মন্দিরের দিকে
গ) নদীর পাড়ে
ঘ) বন্ধুদের বাড়ি
উত্তর: খ) দেবীর মন্দিরের দিকে
HS Bengali Third Semester
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
সেট: ২
১. ‘পোটরাজ’ গল্পটি কে লিখেছেন?
(ক) শংকর রাও বরাট
(খ) শংকর রাও খারাট
(গ) সম্ভুনাথ খারাট
(ঘ) সুনন্দন চক্রবর্তী
উত্তর: (খ) শংকর রাও খারাট
২. ‘পোটরাজ’ গল্পটি কে অনুবাদ করেছেন?
(ক) সুরঞ্জন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনন্দন চক্রবর্তী
(ঘ) মানববেন্দ চট্টোপাধ্যায়
উত্তর: (গ) সুনন্দন চক্রবর্তী
৩. ‘পোটরাজ’ গল্পটি মূলত কোন ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) মালয়ালম
উত্তর: (খ) মারাঠি
৪. শংকর রাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন?
(ক) তেলুগু
(খ) কন্নড়
(গ) মারাঠি
(ঘ) তামিল
উত্তর: (গ) মারাঠি
৫. ‘পোটরাজ’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) তাদিপার
(খ) গাভ-চি-শিব
(গ) বড় বালুতেদার
(ঘ) তিতভিচা ফেরা
উত্তর: (গ) বড় বালুতেদার
৬. গল্পে কোন সম্প্রদায়ের কথা বলা হয়েছে?
(ক) বহুরূপী
(খ) রাজবংশী
(গ) পোটরাজ
(ঘ) লামা
উত্তর: (গ) পোটরাজ
৭. পোটরাজ সম্প্রদায়ের উপাস্য দেবী কে?
(ক) মারাংবুরু
(খ) মাতঙ্গী
(গ) মারিয়াই
(ঘ) পর্নশবরী
উত্তর: (গ) মারিয়াই
৮. মারিয়াই দেবী মূলত কোন অঞ্চলের?
(ক) উত্তর ভারতের গ্রাম্যদেবী
(খ) দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রের গ্রাম্যদেবী
(গ) বাংলার অন্তজ সম্প্রদায়ের দেবী
(ঘ) সুন্দরবনের অপ্রধান দেবী
উত্তর: (খ) দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রের গ্রাম্যদেবী
৯. শংকর রাও খারাট কাদের আদর্শে প্রভাবিত ছিলেন?
(ক) মহাত্মা গান্ধী
(খ) মাদার টেরেসা
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) ড. বি. আর. আম্বেদকর
উত্তর: (ঘ) ড. বি. আর. আম্বেদকর
১০. গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম কী?
(ক) দূরপত
(খ) আনন্দ
(গ) দামা
(ঘ) বঞ্চলা
উত্তর: (গ) দামা
১১. পোটরাজ কে?
(ক) গ্রামের মোড়ল
(খ) দূরপত
(গ) আনন্দ
(ঘ) দামা
উত্তর: (ঘ) দামা
১২. কার বাড়ির আবহাওয়া ভারী?
(ক) গ্রামের মোড়লের
(খ) পোটরাজ দামার
(গ) বঞ্চলাবাইয়ের
(ঘ) বঞ্চলা
উত্তর: (খ) পোটরাজ দামার
১৩. পোটরাজ দামার আবহাওয়ার রূপ কী?
(ক) হালকা
(খ) ফুরফুরে
(গ) ভারী
(ঘ) রহস্যজনক
উত্তর: (গ) ভারী
১৪. গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে?
(ক) হাঁটুর ওপর মাথা রেখে
(খ) নতজানু হয়ে
(গ) মুখ আকাশের দিকে তুলে
(ঘ) হাত জড়ো করে
উত্তর: (ক) হাঁটুর ওপর মাথা রেখে
১৫. গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে কেন?
(ক) তারা মন দিয়ে পোটরাজের নাচ দেখছে
(খ) তারা মারিয়াই দেবীর পুজো করছে
(গ) তারা প্রার্থনা করছে
(ঘ) গ্রামে মারামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
উত্তর: (ঘ) গ্রামে মারামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
১৬. কার চোখে জল?
(ক) দামার ছেলের
(খ) দামার বৌয়ের
(গ) গ্রামের মোড়লের
(ঘ) দামার প্রতিবেশিনির
উত্তর: (খ) দামার বৌয়ের
১৭. দামার বৌয়ের নাম কী?
(ক) বঞ্চলা
(খ) দূরপত
(গ) খুশবু
(ঘ) আনন্দী
উত্তর: (খ) দূরপত
১৮. দামার বৌ কী দিয়ে চোখ মুছছে?
(ক) হাত
(খ) ধুতির কোচা
(গ) গামছা
(ঘ) শাড়ির আঁচল
উত্তর: (ঘ) শাড়ির আঁচল
১৯. থেকে থেকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে?
(ক) দামা
(খ) দামার ছেলে
(গ) দামার বউ
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর: (গ) দামার বউ
২০. পাড়া থেকে কারা দামা পোটরাজের বাড়িতে আসছে?
(ক) অসুস্থরা
(খ) পোটরাজরা
(গ) পুরোহিতরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর: (ঘ) পাড়ার বউঝিরা
২১. একটুক্ষণ পর পর চলে আসছে কারা?
(ক) পাশের পাড়ার পোটরাজরা
(খ) পাড়ার বালক-বালিকারা
(গ) গ্রামের মোড়ল ও গাওবুড়োরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তর: (ঘ) পাড়ার বউঝিরা
২২. মাঝে মাঝে কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে দামা পোটরাজের বাড়ির কোথায়?
(ক) উঠোনে
(খ) দোরে
(গ) চাতালে
(ঘ) আন্দরে
উত্তর: (খ) দোরে
২৩. লোকে এসে দূরপতের কাছে কার কথা শুনছে?
(ক) পোটরাজের
(খ) দেবী মারিয়াইয়ের যাত্রার
(গ) আনন্দের
(ঘ) স্বয়ং দূরপতের
উত্তর: (ক) পোটরাজের
২৪. লোকে এসে পোটরাজের কথা শুনছে কাকে?
(ক) আনন্দকে
(খ) বঞ্চলাকে
(গ) দূরপতকে
(ঘ) পোটরাজের ছোট ছেলেকে
উত্তর: (গ) দূরপতকে
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার বাংলা
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
২৫. “এখনো প্রাণটুকু আছে খালি বাবা”—উক্তিটি কার?
(ক) পোটরাজ
(খ) দূরপত
(গ) আনন্দ
(ঘ) গ্রামের মোড়ল
উত্তর: (খ) দূরপত
২৬. কার শুধু প্রাণটুকু রয়েছে?
(ক) দূরপতের
(খ) গাওবুড়োর
(গ) আনন্দের
(ঘ) দামা পোটরাজের
উত্তর: (ঘ) দামা পোটরাজের
২৭. গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে কোথায় থাকে?
(ক) বিদেশে
(খ) বেকার
(গ) বিছানায়
(ঘ) বিকলাঙ্গ
উত্তর: (গ) বিছানায়
২৮. গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে অন্তত কতজন শয্যাশায়ী?
(ক) একজন
(খ) দুজন
(গ) তিন-চার জন
(ঘ) কোনোটি নয়
উত্তর: (ক) একজন
২৯. “তাও ভয় লাগে”—উক্তিটি কার?
(ক) দূরপতের
(খ) পোটরাজের
(গ) আনন্দের
(ঘ) গ্রামবাসীদের
উত্তর: (ক) দূরপতের
৩০. “তাও ভয় লাগে”—কিসের ভয়?
(ক) দূরপতের অসুস্থ হওয়ার ভয়
(খ) দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়
(গ) অমঙ্গলের ভয়
(ঘ) অভিশাপের ভয়
উত্তর: (খ) দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়
৩১. “…সে যাবে”— কে যাবে?
(ক) দামা পোটরাজ
(খ) দূরপত
(গ) সকল শয্যাশায়ী অসুস্থ ব্যক্তি
(ঘ) যার যাওয়ার সময় হবে
উত্তর: (ঘ) যার যাওয়ার সময় হবে
৩২. “আর যার সময় হয়নি”—তার কী হবে?
(ক) সে টিকে যাবে
(খ) সেও মারা যাবে
(গ) সে পোটরাজ হয়ে যাবে
(ঘ) সে দেবীর দয়াপ্রাপ্ত হবে
উত্তর: (ক) সে টিকে যাবে
৩৩. ‘এখন’- কিসের সময়?
(ক) মারীয়াইয়ের যাত্রা করার সময়
(খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
(গ) প্রিয় ফুল খেলবার সময়
(ঘ) নবান্ন উৎসবের সময়
উত্তর: (খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
৩৪. কার কাছে সকলে সমান?
(ক) পোটরাজের কাছে
(খ) দেবী মারীয়াইয়ের কাছে
(গ) বিচারকের কাছে
(ঘ) হত্যাকারীর কাছে
উত্তর: (খ) দেবী মারীয়াইয়ের কাছে
৩৫. দামা পোটরাজের বাড়ির সামনে নিম গাছে চেঁচিয়ে উঠে একটা—
(ক) কোকিল
(খ) শকুন
(গ) শালিক
(ঘ) কাক
উত্তর: (ঘ) কাক
৩৬. পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল?
(ক) তেঁতুল গাছ
(খ) আম গাছ
(গ) নিম গাছ
(ঘ) বাবলা গাছ
উত্তর: (গ) নিম গাছ
৩৭. আশঙ্কাগ্রস্ত দুরপত কাককে কি বলে ডেকেছিল?
(ক) বেজন্মা
(খ) বাচ্চা
(গ) কুজন্মা
(ঘ) ডাইনি
উত্তর: (ক) বেজন্মা
৩৮. বেজন্মা বলা হয়েছিল—
(ক) কুকুরকে
(খ) বিড়ালকে
(গ) শকুনকে
(ঘ) কাককে
উত্তর: (ঘ) কাককে
৩৯. কাককে বেজন্মা বলেছে—
(ক) গাঁওবুড়ো
(খ) দামা পোটরাজ
(গ) দুরপত
(ঘ) আনন্দ
উত্তর: (গ) দুরপত
৪০. বেজন্মা কাক চেঁচিয়ে কাকে ডাকছে বলে দুরপতের ধারণা?
(ক) দেবী মারীয়াই
(খ) সুস্থ দামা পোটরাজকে
(গ) আনন্দকে
(ঘ) দুরপতকে
উত্তর: (খ) সুস্থ দামা পোটরাজকে
৪১. “পোটরাজকে ডাকে রে”— কে ডাকে?
(ক) শকুন
(খ) চিল
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তর: (গ) কাক
৪২. কে কাকের দিকে ঢিল ছুঁড়ে?
(ক) দুরপত
(খ) গ্রামের ছেলেরা
(গ) পাড়ার বউঝিরা
(ঘ) দুরপতের ছেলে
উত্তর: (ঘ) দুরপতের ছেলে
৪৩. বেজন্মা কাক পোটরাজের পরিবারকে কী করে?
(ক) গালিগালাজ
(খ) কটুক্তি
(গ) শাপমুন্নি
(ঘ) উপহাস
উত্তর: (গ) শাপমুন্নি
৪৪. আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে—
(ক) কুয়াশায়
(খ) রঙে
(গ) মেঘে
(ঘ) ধোঁয়ায়
উত্তর: (গ) মেঘে
৪৫. আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা কী রূপ?
(ক) মাটি শুকনো খটখটে
(খ) মাটি কাদায় আঠালো
(গ) আন্টি বন্যাধৌত
(ঘ) মাটি খরায় ফেটে চৌচির
উত্তর: (খ) মাটি কাদায় আঠালো
৪৬. “গাছের পাতা একটুও নড়ছে না, স্থির”— কারণ আবহাওয়া—
(ক) গুমট
(খ) ফুরফুরে
(গ) দমবন্ধ করা
(ঘ) ভ্যাপসা
উত্তর: (ক) গুমট
৪৭. দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল একটা—
(ক) কাক
(খ) বাচ্চা
(গ) কুকুর
(ঘ) বিড়াল
উত্তর: (গ) কুকুর
৪৮. “শুনে দুরতের প্রাণ শুকায়”— কী শুনে?
(ক) কাকের চিৎকার
(খ) কুকুরের চিৎকার
(গ) মোড়লের পদশব্দ
(ঘ) পাড়ার বৌদিঝিদের বিলাপ
উত্তর: (খ) কুকুরের চিৎকার
৪৯. আশঙ্কাগ্রস্ত দুরপত চিৎকাররত কুকুরটিকে কী করতে বলে?
(ক) তাড়িয়ে দিতে
(খ) ঢিল ছুড়তে
(গ) শাপমুন্নি দিতে
(ঘ) গোর দিতে
উত্তর: (ঘ) গোর দিতে
আরও দেখো: বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
HS Bengali Third Semester / পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর / দ্বাদশ শ্রেণী বাংলা থার্ড সেমিস্টার বাংলা