নীচে উদাহরণসহ Present Perfect Continuous Tense কাকে বলে, উদাহরণ // Present Perfect Continuous Tense in Bengali ব্যাখ্যা করা হলো।
Present Perfect Continuous Tense in Bengali
নীচের উদাহরণ গুলি লক্ষ করুন:
আমি দুই ঘন্টা ধরে পড়ছি – I have been reading for two hours.
বাবা সকাল থেকে কাজ করছে- Father has been working since morning.
সে সাত দিন ধরে জ্বরে ভুগছে- He has been suffering from fever for seven days.
উপরের বাক্যগুলির ক্রিয়া (পড়ছি, করছে, ভুগছে) বর্তমান সময়ে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে এবং কাজগুলি অতীতে শুরু হয়েছে। এগুলিই Present Perfect Continuous Tense.
Present Perfect Continuous Tense কাকে বলে:
কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present Perfect Continuous Tense হয়। অর্থাৎ, Present Perfect Continuous Tense বোঝায় যে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় পূর্বে শুরু হয়ে এখনও চলছে বা তার প্রভাব এখনও বর্তমান।
Present Perfect Continuous Tense চেনার নিয়ম:
কাজ আগে শুরু হয়ে এখনও চলছে বোঝায়।
এই Tense ব্যবহারে সময়ের উল্লেখ গুরুত্বপূর্ণ। যেমন: দুই ঘন্টা, সাত দিন, সকাল থেকে, ইত্যাদি।
Present Perfect Continuous Tense গঠনের নিয়ম:
Present Perfect Continuous Tense গঠনের সময় Subject এর পর Person ও Number অনুসারে have been বা has been লিখতে হবে। এরপর মূল Verb এর সঙ্গে ing যুক্ত করে বাক্যের বাকি অংশ বসাতে হবে। অর্থাৎ
Subject + have been / has been + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)
Present Perfect Continuous Tense এর উদাহরণ:
আমি দুই ঘন্টা ধরে পড়ছি – I have been reading for two hours.
তারা সকাল থেকে খেলছে – They have been playing since morning.
রিনা তিন দিন ধরে বই লিখছে – Rina has been writing a book for three days.
শিক্ষক সন্ধ্যা থেকে পড়া নিচ্ছে – The teacher has been teaching since evening.
আমরা রাত থেকে আলোচনা করছি – We have been discussing since night.
Note: ( Present Perfect Continuous Tense in Bengali)
ব্যাপক সময় (Period of Time) বোঝালে ‘for’ এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় (Point of Time) বোঝালে ‘since’ বা ‘from’ বসে।
আমি দুই ঘন্টা ধরে পড়ছি- I have been reading for two hours.
ভাই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে- Brother has been sleeping since evening.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since morning.
তিনি দু’বছর ধরে চিঠি লিখছেন- He has been writing letters for two years.
আমরা দুপুর থেকে কাজ করছি- We have been working since noon.
Present Perfect Continuous Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা:
Assertive Sentence:
Subject + Have/has + been + Verb + ing + others
I have been living here for ten years.
It has been raining since Monday.
Interrogative Sentence:
Have/has + Subject + been + Verb + ing + others
Have I been living here for ten years?
Has it been raining since Monday?
Negative Sentence:
Subject + Have/has + not + Verb + ing + others
I have not been living here for ten years.
It has not been raining since Monday.
বিভিন্ন Situation এ Present Perfect Continuous Tense এর ব্যবহার (in Bengali):
(i) The Present Perfect Continuous অতীতে শুরু হওয়া এবং বর্তমানেও চলছে এখন ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়।
He has been studying in this school for three years.
(ii) কোন কাজ চলছিল কিন্তু সাম্প্রতিক অতীতে সমাপ্ত হয়েছে।
You have been fighting.
She has been crying.
(iii) পুনরাবৃত্তিমূলক কাজ বা ঘটনা বোঝাতেও present perfect continuous ব্যবহৃত হয়।
I have been playing tennis a lot recently.
(iv) দীর্ঘস্থায়ী কাজ বোঝাতে perfect এবং স্বল্পস্থায়ীত্বের ক্ষেত্রে perfect continuous ব্যবহৃত হয়।
He has lived here for thirty years.
He has been living here for a month.
(v) Perfect এবং Perfect continuous দুটি tense-এ কাজটির সূচনা অতীতে বোঝায়। কিন্তু perfect tense-এ কাজটি শেষ হয়ে গেছে বোঝানো হয়। Perfect continuous এ কাজটি এখনও চলছে বোঝায়।
I have read your book. (= I have finished it.)
I have been reading your book. (= I am still reading it.),
Continuity verbs (চলমানতা বোঝানোর ক্রিয়া)
যে verb-গুলি দিয়ে ধারাবাহিকতা বোঝানো হয় সেগুলির ক্ষেত্রে present perfect continuous ব্যবহৃত হয়।
rain, study, work, live, wait, build
Present Perfect Continuous Tense Exercise:
আমি দুই ঘন্টা ধরে বই পড়ছি।
তুমি সকাল থেকে গান গাইছো?
সে এক সপ্তাহ ধরে জিমে যাচ্ছে না।
শিক্ষক কি এক ঘন্টা ধরে পড়াচ্ছেন?
আমরা তিন দিন ধরে কাজ করছি না।
তারা কি সকাল থেকে ফুটবল খেলছে?
বাবা রাত থেকে টিভি দেখছেন না।
মা দুপুর থেকে রান্না করছেন।
রিনা সকাল থেকে লিখছে না।
আমার ভাই কি এক সপ্তাহ ধরে কলকাতায় থাকছে?
সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে?
তুমি কবে থেকে এই কাজটা করছো?
ওরা এক বছর ধরে এখানে বাস করছে না।
সে এক মাস ধরে গান শিখছে।
আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি না।
Answer
I have been reading a book for two hours.
Have you been singing since morning?
He has not been going to the gym for a week.
Has the teacher been teaching for an hour?
We have not been working for three days.
Have they been playing football since morning?
Father has not been watching TV since night.
Mother has been cooking since afternoon.
Rina has not been writing since morning.
Has my brother been staying in Kolkata for a week?
Has it been raining since morning?
Since when have you been doing this work?
They have not been living here for a year.
She has been learning music for a month.
I have not been waiting for you for many days.