বাংলায় Present Perfect Tense Tense কাকে বলে, উদাহরণ // Present Perfect Tense in Bengali

এই পোস্টে Present Perfect Tense in Bengali আলোচনা করা হলো // বাংলায় Present Perfect Tense Tense কাকে বলে, উদাহরণ:

Present Perfect Tense in Bengali

Present Perfect Tense কাকে বলে:

কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে তার ফল বর্তমান আছে এইরকম বোঝালে Present Perfect Tense হয়।

Present Perfect Tense চেনার নিয়ম:

বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় ইয়াছি, ইয়াছ, ইয়াছে আর চলিত ভাষায় এছি, এছ, এছে ইত্যাদি যুক্ত থাকে।

Present Perfect Tense গঠনের নিয়ম:

Subject + Have/Has + Past Participle of Main Verb + Object

Present Perfect Tense এর উদাহরণ:

১. আমি করিয়াছি (করেছি) –
I have done.

২. তুমি করিয়াছ (করেছো)-
You have done.

৩. সে করিয়াছে-
He has done.

Present Perfect Tense in Bengali Note:

(i) বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীত কালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে verb এর Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয়।

উদাহরণ: রমেশ গতকাল আসিয়াছে (এসেছে)-
Romesh came yesterday.

(ii) কোনো ক্রিয়াপদের শেষে নি, নাই ইত্যাদি থাকলে Present Perfect বা Past Indefinite দুটিই হয়।

উদাহরণ: আমি ভাত খাইনি-
I have not eaten rice.
I did not eat rice.

(iii) কোনো sentence এ Just, Just now, Already, Ever, Never, So far ইত্যাদি adverb থাকলে Present Perfect Tense হয়।

উদাহরণ: সে সবেমাত্র এখানে এসেছে-
He has just come here.

(iv) অনেক ক্ষেত্রে বাংলায় Present Perfect Tense বোঝালেও ইংরেজীতে Present Indefinite Tense হয়।

উদাহরণ: সূর্য উঠেছে-
The sun is up.
সেদিন চলে গেছে-
Those days are gone.

Assertive Sentence:

Structure:
Subject + have/has + Past participle of verb + Others

Examples:
(i) I, you and plural subject
(ii) They have missed the bus. I have done it.
(iii) He has left for home.
(iv) Anil has gone to school.

Interrogative Sentence:

Structure:
Have/has + Subject + Past participle of verb + Others?

Examples:
(i)Have they missed the bus?
(ii) Have I done it?
(iii) Has he left for home?
(iv) Has Anil gone to school?

Negative Sentence:

Structure:
Subject + have/has + not + Past participle of verb + Other

Examples:
(i) They have not missed the bus.
(ii) I have not done it.
(iii) He has not left for home.
(iv) Anil has not gone to school.

বিভিন্ন Situations যেখানে Present Perfect Tense ব্যবহৃত হয়:

(A) বর্তমানের সঙ্গে সম্পর্কযুক্ত পরিসমাপ্ত কাজ:

Present perfect পরিসমাপ্ত কাজ যেগুলি বর্তমানের সঙ্গে সম্পর্কিত সেগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

(i) He has broken his leg.
(ii) Lila has won a prize.

(B) অতীত ঘটনা যেটির ফল বর্তমান:

কাজ সমাপ্ত কিন্তু ফল বর্তমান

(C) সময়বাচক adverb-এর সঙ্গে সমাপ্ত কাজ:

আমরা অতীত ঘটনা যেগুলির ফল বর্তমান অবধি বিস্তৃত সেগুলি ‘before’, ‘never’, ‘yet’, ‘already’ ইত্যাদির ক্ষেত্রে present perfect ব্যবহার করি।

(i) I have certainly met you before.
(ii) Have you ever seen a ghost?
(iii) She has never seen a crocodile.
(iv) I have already spoken to him.

Notes:

Yesterday, last week, then, seven years ago ইত্যাদি time verb-এর সঙ্গে present perfect বদলে simple past ব্যবহৃত হয়।

(i) I saw Shyam yesterday.
(ii) Asim was ill last week.

Read more: Present Continuous Tense in Bengali

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page