Class 9 Bengali Questions Second Unit Test 2024

এখানে Class 9 Bengali Questions (Second Unit Test 2024) শেয়ার করা হলো।

নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন:

Second Unit Test 2024
নবম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্নমান: 40 সময়: 90 মিনিট

সিলেবাস:
১. নব নব সৃষ্টি
২. আকাশে সাতটি তারা
৩. চিঠি
৪. আবহমান
৫. রাধারানী

ব্যাকরণ: বাংলা শব্দ ভান্ডার, শব্দ ও পদ, বিশেষ্য-বিশেষণ-সর্বনাম-অব্যয়-ক্রিয়া বিস্তারিত আলোচনা

নির্মিতি: ভাবার্থ ও সারাংশ

সহায়ক পাঠ: কর্ভাস
Class 9 Bengali Questions Second Unit Test 2024 Set- 1
১। ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ‘তখন সে জিজ্ঞাসা করিল যে, “তোমার বয়স কত”?’ উত্তরে শ্রোতা জানিয়েছে –
(ক) পাঁচ-সাত বছর,
(খ) সাত-আট বছর,
(গ) দশ-এগারো বছর,
(ঘ) নয়-দশ বছর।

১.২ ‘ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা’- ব্যথিত গন্ধ আছে (ক) বাংলার নীল সন্ধ্যার আকাশে,
(খ) হিজলে কাঁঠালে জামে,
(গ) কিশোরের পায়ে-দলা মুথাঘাসে আর লাল লাল বটের ফলে,
(ঘ) নরম ধানে।

১.৩ উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন।
(ক) কবি ইকবাল,
(খ) নিদা ফজিল,
(গ) আলি সরদার জাফরি,
(ঘ) মির্জা গালিব।

১.৪ ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন
(ক) মিস্টার ই টি স্টার্ডি,
(খ) মিস হেনরিয়েটা মুলার,
(গ) ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার,
(ঘ) মিসেস সারা বুল।

১.৫ ‘ছিরি’ হল একটি-
(ক) তৎসম শব্দ,
(খ) অর্ধতৎসম শব্দ,
(গ) তদ্ভব শব্দ,
(ঘ) দেশি শব্দ।

১.৬ ‘যে-কেউ’-একটি-
(ক) অনির্দেশক সর্বনাম,
(খ) সংযোগবাচক সর্বনাম,
(গ) সাকল্যবাচক সর্বনাম,
(ঘ) যৌগিক সর্বনাম।

১.৭ প্রোফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম (ক) অরনিথন,
(খ) লিঙ্গুয়াগ্রাফ,
(গ) মিরাকিউরল,
(ঘ) অ্যানাইহিলিন।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ উর্দু সাহিত্যের মূল সুর কোন্ ভাষার সঙ্গে বাঁধা?

২.২ ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’ কোন্ উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে?

২.৩ ‘… তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব।’ কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখক মনে করেন?

২.৪ “রাধারাণী তখন বিষণ্ণবদনে সকল কথা উত্তরে রাধারাণীর মা কী বলেছিলেন? তাহার মাকে বলিয়া, মুখপানে চাহিয়া রহিল সকাতরে বলিল- ‘মা! এখন কী হবে?”

২.৫ সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন। নিম্নরেখ পদটি কী ধরনের বিশেষ্য?

২.৬ আগন্তুক শব্দ বলতে কী বোঝো?

২.৭ পঙ্গুক্রিয়ার একটি উদাহরণ দাও।

২.৮ ‘মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল।’- বস্তা কোন্ বিপদের আশঙ্কা করেছেন?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ ‘সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়।’ প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কী? প্রসঙ্গত, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন্ অভিমত ব্যক্ত করেছেন?

৩.২ “বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান।” ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো’ কবির মনে হয়েছে কেন? উদ্ধৃতাংশে কোন্ কন্যার প্রসঙ্গ রয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি বলে।

৪.২ ‘নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি,’ কার, কোন্ যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কী?

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ ‘কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো’- কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন্ কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেবার আগে স্বামী বিবেকানন্দ কোন্ বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাঁকে জানিয়েছেন?

৫.২ ‘কিন্তু আসল কথা এই যে, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে।’ কোন্ প্রসঙ্গে পত্রলেখক প্রশ্নোদ্ভূত উক্তিটির অবতারণা করেছেন?প্রসঙ্গত, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তাঁর স্নেহশীলতার প্রকাশ পত্রে কীভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও।

৬। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘… রথের টান অর্ধেক হইতে না হইতে বড়ো বৃষ্টি আরম্ভ হইল।’ বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন্ পরিস্থিতি তৈরি হল? রাধারাণীকে সেই পরিস্থিতি থেকে কে, কীভাবে উদ্ধার করলেন?

৬.২ ‘তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে।’ কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভ মানসিকতার পরিচয় কীভাবে পরিস্ফুট হয়েছে?

৭। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ ‘… সে পক্ষিবিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে।’ নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সানতিয়াগোর সেই সম্মেলনে কী ঘটেছিল?

৭.২ ‘শয়তান পাখি… কিন্তু কী অসামান্য তার বুদ্ধি।’- বক্তা কে? কোন্ পাখিটিকে সে কেন ‘শয়তান’ বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় ‘কর্ভাস’ গল্পে পাওয়া যায়, তা বিবৃত করো।

Class 9 Bengali Questions Second Unit Test 2024 Set- 2
১। ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধাংশটির মূল প্রবন্ধটির নাম
(ক) ‘চতুরঙ্গ’,
(খ) ‘বত্রিশ সিংহাসন’,
(গ) ‘পঞ্চতন্ত্র’,
(ঘ) ‘চাচা কাহিনী’।

১.২ যা কখনো বাসি হয় না, তা হল
(ক) দুঃখ,
(খ) সুখ,
(গ) আনন্দ,
(ঘ) যন্ত্রণা।

১.৩ ‘সরাসরি তোমাকে লেখা ভালো।’ এখানে ‘তোমাকে’ বলতে স্বামীজি যাঁর কথা বুঝিয়েছেন-
(ক) মিস নোব্‌ল্,
(খ) মিসেস সেভিয়ার,
(গ) মিসেস বুল,
(ঘ) মিস ম্যাকলাউড।

১.৪ রাধারাণীদের সম্পত্তির অর্থমূল্য ছিল
(ক) ২০ লক্ষ,
(খ) ৩০ লক্ষ,
(গ) ৮ লক্ষ,
(ঘ) ১০ লক্ষ।

১.৫ ‘আমাদের কাছে বন্দুক রয়েছে।’ কথাটি বলেছিল (ক) কারেরাস,
(খ) শঙ্কু,
(গ) গ্রেনফেল,
(ঘ) ড্রাইভার।

১.৬ সংস্কৃত মূল শব্দ কয় প্রকার?
(ক) দু-প্রকার,
(খ) তিন প্রকার,
(গ) চার প্রকার,
(ঘ) পাঁচ প্রকার।

১.৭ ‘আঙুর’ একটি
(ক) আরবি শব্দ,
(খ) ফারসি শব্দ,
(গ) পোর্তুগিজ শব্দ,
(ঘ) মিশ্র শব্দ।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ঘরের বাইরে এসে রাধারাণী কী দেখেছিল?
২.২ ক্রিয়া বিশেষণ বলতে কী বোঝো?
২.৩ আগন্তুক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
২.৪ ভূমিকম্প বলে কে চিৎকার করেছিল?
২.৫ ‘যাকে আজ প্রয়োজন।’ কাকে, কেন প্রয়োজন?
২.৬ পারস্পরিক সর্বনাম কাকে বলে?
২.৭ বাংলা ভাষায় ঢুকে পড়া বিদেশি শব্দের কোনগুলির সংখ্যা বেশি আর কোনগুলির সংখ্যা কম?
২.৮ বাংলার সন্ধ্যাকে কবি ‘শান্ত অনুগত’ বলেছেন কেন?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ “বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়।”- ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন?

৩.২ ‘বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি তার পদাবলি কীর্তনে।’ এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ ‘সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে।’ কার লেখা, কোন কবিতার অংশ? উদ্ধৃতির তাৎপর্য আলোচনা করো।

৪.২ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবির উপমা প্রয়োগের দক্ষতা আলোচনা করো।

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ ‘চিঠি’ রচনাতে স্বামী বিবেকানন্দের যে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে, তার পরিচয় দাও।

৫.২ “সেভিয়ার-দম্পতিই একমাত্র ইংরেজ,”- ‘সেভিয়ার-দম্পতি’ কারা? তাঁদেরকে একমাত্র ইংরেজ বলা হয়েছে কেন?

৬। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘তাঁহার নাম রুক্মিণীকুমার রায়।’ রুক্মিণীকুমার রায়ের যে পরিচয় পাওয়া যায়, তা নিজের ভাষায় বর্ণনা করে লেখো।

৬.২ ‘রাধারাণী’ রচনাংশ অবলম্বনে গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।

৭। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কী কী যুক্তি দিয়েছিলেন?

৭.২ ‘অরনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে।’- অরনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? তার প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন?

Class 9 Second Summative Test Bengali Questions 2024 Set- 3 (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন)
১। ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ‘নারীকুলের রত্নবিশেষ;’ হলেন
(ক) মিস মুলার,
(খ) মিসেস সেভিয়ার,
(গ) মিস নোব্‌ল্,
(ঘ) মিসেস বুল।

১.২ সন্ধ্যাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
(ক) মনিয়া,
(খ) রূপসীর চুল,
(গ) কামরাঙা মেঘ,
(ঘ) কেশবতী কন্যা।

১.৩ পদ্মলোচন রাধারাণীর জন্য হাতে করে এনেছিলেন- (ক) একজোড়া কুঞ্জদার ধনেখালি কাপড়,
(খ) একজোড়া নতুন কুঞ্জদার কাপড়,
(গ) একটি নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড়,
(ঘ) কোনোটিই নয়।

১.৪ ‘আতর’ একটি-
(ক) তামিল,
(খ) ফারসি,
(গ) আরবি,
(ঘ) ইংরেজি-শব্দ।

১.৫ ধর্ম বদলালেই জাতির কী বদলায় না?
(ক) ভাষা,
(খ) সাহিত্য,
(গ) চরিত্র,
(ঘ) সত্য।

১.৬ শঙ্কু অবাক হয়ে দেখলেন প্রিয় শিষ্য কর্ভাস বসে আছে-
(ক) গাড়ির ছাদে,
(খ) বাড়ির ছাদে,
(গ) অ্যাকেসিয়ার সবচেয়ে উঁচু ডালে,
(ঘ) মারসেডিসের ছাদে।

১.৭ বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ-
(ক) দোয়াত,
(খ) ডাব,
(গ) মিঠাই,
(ঘ) কেষ্ট।

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ‘নতুন আমদানিও বন্ধ করা যাবে না।’ কী, কেন বন্ধ করা যাবে না?
২.২ প্লেনে কভার্সের আচরণ কেমন ছিল?
২.৩ কর্মবাচ্যের ক্রিয়া কাকে বলে?
২.৪ “… সর্বোপরি তোমার ধমনিতে প্রবাহিত”- এখানে কীপ্রবাহের কথা বলা হয়েছে?
২.৫ ‘কোমর’ শব্দটির উৎস নির্ণয় করো।
২.৬ ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে?
২.৭ ‘নেভে না তার যন্ত্রণা’ কীসের যন্ত্রণা?
২.৮ ‘আমরাও ভিখারি হইয়াছি,’ বক্তা কে?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ ‘সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল।’ লেখক কীসের ভিত্তিতে একথা বলেছেন? কোন্ কোন্ ভাষাকে আত্মনির্ভরশীল নয় বলেছেন?

৩.২ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখকের বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো”- ‘এ কন্যা’ বলতে কাকে বোঝানো হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কী?

৪.২ ‘এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে।’ এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কী?

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ “তাঁর বর্তমান সংকল্প এই যে…।” ‘তাঁর’ বলতে কাকে বোঝানো হয়েছে? ‘তাঁর’ বর্তমান সংকল্প কী লেখো।

৫.২ ‘নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে।’ উক্তিটি কার? বস্তার এমন মন্তব্যের কারণ কী?

৬। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল।’ কোন্ মোকদ্দমার কথা এখানে বলা হয়েছে? মোকদ্দমাটি হেরে বিধবার কী পরিণতি হয়েছিল?

৬.২ অসুস্থ মায়ের পথ্য জোগাড় করবার জন্য রাধারাণী কীরূপ চেষ্টা করেছিল?

৭। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ “শয়তান পাখি… কিন্তু কী অসামান্য তার বুদ্ধি” – কোন প্রসঙ্গে, কার এই উক্তি? তার অসামান্য বুদ্ধির পরিচয় দাও।

৭.২ “তার সঙ্গে বেরিয়েছে পেনসিল মুখে কর্ভাসের একটা ছবি” কোথায় কর্ভাসের ছবি বেরিয়েছিল? এর কারণ কী ছিল?

Class 9 Bengali Questions Second Unit Test 2024 Set- 4
১। ঠিক উত্তরটি নিবাচন করো:

১.১ ‘ইনকিলাব’ শব্দটি বাংলায় ব্যবহার করেছেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) নজরুল ইসলাম,
(গ) সৈয়দ মুজতবা আলী,
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১.২ রাধারাণীর অক্ষর পরিচয় ছিল
(ক) সামান্য,
(খ) অসামান্য,
(গ) একটু,
(ঘ) অক্ষর পরিচয় ছিল না।

১.৩ ‘আবহমান’ কবিতাটির কবি
(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী,
(খ) জীবনানন্দ দাশ,
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর,
(ঘ) জসীমউদ্দীন।

১.৪ মিসেস বুলের বয়স প্রায়
(ক) ষাট বছর,
(খ) আশি বছর,
(গ) পঞ্চাশ বছর,
(ঘ) নব্বই বছর।

১.৫ “অতিথিদের জন্য আমরা নানারকম আমোদপ্রমোদের আয়োজন করেছি।”
(ক) কোভারুবিয়াস,
(খ) আর্গাস
(গ) গ্রেনফেল,
(ঘ) সিনিয়র গাল্দামেস।
একথা বলেছিলেন

১.৬ রূপের দিক থেকে বিশেষ্যের শ্রেণিবিভাগ
(ক) তিনটি,
(খ) চারটি,
(গ) একটি,
(ঘ) দুইটি।

১.৭ ‘কোনো কিছু’ একটি
(ক) অনির্দেশক সর্বনাম,
(খ) নির্দেশক সর্বনাম,
(গ) যৌগিক সর্বনাম,
(ঘ) সমষ্টিবাচক সর্বনাম।

২। কমবেশি ১৫ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ ‘ধীরামাতা’ কে?
২.২ আর্গাস জাদু নিয়ে কোথায় কোথায় যাবে?
২.৩ “নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।” ‘নটেগাছ’ বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে?
২.৪ সর্বনামের দ্বিত্ব প্রয়োগের উদাহরণ দাও।
২.৫ সম্বন্ধ বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও।
২.৬ ‘কিন্তু লোভী নহে’ কাদের কথা বলা হয়েছে?
২.৭ সংযোজক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও।
২.৮ ভারতীয় আর্যরা কীসের সৌন্দর্যে মুগ্ধ?

৩। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ “আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না।” কোন্ প্রসঙ্গে, কার এই উক্তি? লেখক সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চায় না কেন?

৩.২ “বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান।” ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিস্ফুট করেছেন, তা আলোচনা করো।

৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “এরই মাঝে বাংলার প্রাণ” কবি কীসের মাঝে কেমনভাবে বাংলার প্রাণ খুঁজে পান?

৪.২ ‘আবহমান’ কবিতায় কবির নিসর্গপ্রীতির যে পরিচয় পাও তা নিজের ভাষায় লেখো।

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ “কিন্তু বিঘ্নও আছে বহু” ‘কিন্তু’ শব্দটি প্রয়োগের কারণ কী? বিঘ্নগুলি কী কী?

৫.২ মিস মুলার ও মিসেস সেভিয়ারের পরিচয় দিয়ে তাদের সম্পর্কে বিবেকানন্দের যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো।

৬। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘তুমি ঘরে আসিয়া দাঁড়াও’-বক্তা কে? কার উদ্দেশে একথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটির বর্ণনা করো।

৬.২ ‘রাধারাণীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে’ রাধারাণীর মনে আনন্দ কেন হয়েছিল? মনে কী ভাবনাই বা হয়েছিল এবং সেইরূপ ভাবনার কারণ কী ছিল?

৭। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ ‘কর্ভাস’ গল্পটি অবলম্বনে প্রোফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো।

৭.২ কর্ভাসের মধ্যে ‘মানব সুলভ বুদ্ধি’ জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো।

আরও দেখো: বিজ্ঞান সাধনায় বাঙালি

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page