এখানে Class 5 Bengali Question Answer First Unit Test 2025 / পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025 শেয়ার করা হলো।
পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের সিলেবাস সাহিত্যমেলা – গল্পবুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। ভাষাপাঠ – সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। |
Class 5 Bengali Question Answer First Unit Test 2025
পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ১
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (যে-কোনো ছয়টি)
১.১ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো –
(ক) গোবি
(খ) কালাহারি
(গ) সাহারা
(ঘ) থর
উত্তর: থর মরুভূমি।
১.২ ‘থুথুড়ে’ শব্দটির অর্থ –
(ক) চনমনে
(খ) জড়োসড়ো
(গ) জ্ঞানী
(ঘ) নড়বড়ে
উত্তর: নড়বড়ে।
১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না –
(ক) দত্যি-দানো
(খ) পক্ষীরাজ
(গ) উড়োজাহাজ
(ঘ) রাজপুত্তুর
উত্তর: উড়োজাহাজ।
১.৪ গ্রামটির আদিনাম ছিল –
(ক) শালগাড়া
(খ) হাতিঘর
(গ) হাতিবাড়ি
(ঘ) শালগেড়িয়া
উত্তর: শালগেড়িয়া।
১.৫ ‘এতোয়া’ শব্দটির অর্থ হলো –
(ক) রবিবার
(খ) ছুটির দিন
(গ) সোমবার
(ঘ) মঙ্গলবার
উত্তর: রবিবার।
১.৬ হাবু ও তার দাদাদের মোট পশু-পাখির সংখ্যা –
(ক) ১৭৫
(খ) ৪
(গ) ১৭০
(ঘ) ১৫০
উত্তর: ১৭৫ টি।
১.৭ পাখির ডানায় যে শব্দ শোনা যায় –
(ক) গাঁক গাঁক
(খ) বোঁ বোঁ
(গ) শন শন
(ঘ) শোঁ শোঁ
উত্তর: শোঁ শোঁ।
১.৮ এক রকমের হাঁসের নাম হলো –
(ক) সোনা
(খ) কুলো
(গ) কালি
(ঘ) বালি
উত্তর: বালি হাঁস।
২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো: (যেকোনো ৬ টি)
২.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল।
২.২ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর: বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত।
২.৩ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর: হাবুর বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল ঘরে পোষেন।
২.৪ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল?
উত্তর: বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ।
২.৫ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
২.৬ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর: গল্পবুড়োর ঝোলায় রয়েছে মনভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেইসব গল্পের বিষয় ছিল দৈত্য-দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি।
২.৭ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর: শীতকালের ভোরবেলায় গল্পবুড়ো গল্প শোনাতে আসে। তখন উত্তরের হাওয়া বয়, আর ছোটোরা সব ঘুমিয়ে থাকে।
২.৮ ডুলং নদীর আদিবাসী নাম কী?
উত্তর: ডুলং নদীর আদিবাসী নাম হল দরংগাড়া।
২.৯ বিমলার ছোট ভাইয়ের নাম কী?
উত্তর: বিমলার ছোটো ভাইয়ের ভালো নাম অবনী, ডাকনাম অবু।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: (যেকোনো দুটি)
৩.১ দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর: শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্যে একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল।
৩.২ গাঁয়ের নাম হাতিঘর হল কেন?
উত্তর: এতোয়াদের গাঁয়ের আদি নাম ছিল শালগেড়িয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মোতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেড়িয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর।
৩.৩ এতোয়া নামটি কেন হয়েছিল?
উত্তর: আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া।
৩.৪ বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?
উত্তর: কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নটেগাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়।
৩.৫ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন?
উত্তর: দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের দরজা-জানালা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ, ঘরের দরজা-জানালা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে।
৪। অর্থ লেখো:
৪.১ দরবার – সভা, রাজসভা।
৪.২ বাগাল – রাখাল।
৪.৩ মিনার – গম্বুজাকৃতি।
৪.৪ গুঞ্জন – গুনগুন।
৫। সন্ধি বিচ্ছেদ করো: (যেকোনো চারটি)
৫.১ মৃন্ময় – মৃৎ + ময়।
৫.২ সদিচ্ছা – সৎ + ইচ্ছা।
৫.৩ সংবাদ – সম + বাদ।
৫.৪ বৃষ্টি – বৃষ + তি।
৫.৫ দিগন্ত – দিক্ + অন্ত।
Class 5 Bengali Question Answer First Unit Test 2025
পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ২
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
১.১ থুত্থুরে শব্দটির অর্থ—
(ক) চনমনে
(খ) জড়োসড়
(গ) নড়বড়ে
উত্তর: (গ) নড়বড়ে।
১.২ “এতোয়া ওর প্রিয় মোসটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্দুর পেরিয়ে কত সময়!”— গেরুয়া সমুদ্দুরটি হল—
(ক) ডুলং
(খ) সুবর্ণরেখা
(গ) ডুলং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে
উত্তর: (খ) সুবর্ণরেখা।
১.৩ বিমলার ছোট ভাইয়ের নাম—
(ক) অবনী
(খ) রজনী
(গ) নবনী
উত্তর: (ক) অবনী।
১.৪ হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা—
(ক) ১৭৫
(খ) ১৫০
(গ) ১৭০
উত্তর: (ক) ১৭৫।
২. অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
২.১ হাবু কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: থানার দারোগাবাবুর কাছে হাবু নালিশ জানিয়েছিল।
২.২ কখন বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠতো?
উত্তর: মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই বুনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত।
২.৩ ওয়েসিস কথার অর্থ কি?
উত্তর: মরুদ্যান।
২.৪ সন্ধি বিচ্ছেদ কর: উচ্চারণ
উত্তর: উৎ + চারণ।
৩. নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো:
৩.১ হাবুর করুন অবস্থায় জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?
উত্তর: হাবুর করুন অবস্থায় জন্য তার দাদারা যেমন দায়ী ছিল, সে নিজেও ততটাই দায়ী ছিল। হাবুর দাদারা ঘরের মধ্যে বিড়াল, ছাগল ও কুকুর পুষত। তাদের গায়ে দুর্গন্ধ থাকায় হাবু ঘরে টিকতে পারত না। অথচ হাবু ঘরের দরজা-জানালাও খুলতে পারত না, কারণ দরজা-জানলা খুলে দিলে খবর দেড়শ পায়রা উড়ে যেত।
৩.২ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর: শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে। তাদেরই মধ্যে থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁস নেমে আসে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল।
৩.৩ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর: গল্পবুড়োর ঝোলায় রয়েছে মন ভুলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য-দানব, যক্ষিরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি।
৩.৪ পদ কাকে বলে? পদের শ্রেণীবিভাগ করো।
উত্তর: শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদ পাঁচ প্রকার—
(ক) বিশেষ্য পদ
(খ) বিশেষণ পদ
(গ) সর্বনাম পদ
(ঘ) ক্রিয়াপদ
(ঙ) অব্যয় পদ
Class 5 Bengali Question Answer First Unit Test 2025
পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ৩
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো।
(ক) হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা—
(ক) ১৭৫
(খ) ১৫০
(গ) ১৭০
(ঘ) ২৫
উত্তর: ১৭৫
(খ) শূরবীর ছিলেন একজন—
(ক) সর্দার
(খ) আদিবাসী রাজা
(গ) বনজীবী
(ঘ) যাত্রাশিল্পী
উত্তর: আদিবাসী রাজা।
(গ) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল—
(ক) কিলিমানজারো
(খ) আরাবল্লি
(গ) আন্দিজ
(ঘ) রকি
উত্তর: আরাবল্লি।
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
(ক) গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর: গল্পবুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে।
(খ) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায়।
(গ) ‘এতোয়া’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘এতোয়া’ শব্দটির অর্থ রবিবার।
৩. শূন্যস্থান পূরণ করো।
(ক) গাঁয়ের বুড়ো সর্দার _________ নাতিটার দিকে তাকায়।
উত্তর: গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়।
(খ) আস্তে আস্তে হাঁসের _________ সারল।
উত্তর: আস্তে আস্তে হাঁসের ডানা সারল।
৪. সন্ধি বিচ্ছেদ করো।
(ক) জোচ্চোর
উত্তর: জুয়া + চোর।
(খ) শান্ত
উত্তর: শম + ত।
Class 5 Bengali Question Answer First Unit Test 2025
পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর প্রথম ইউনিট টেস্ট 2025
মডেল প্রশ্নপত্র: ৪
১. সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো:
১.১) ‘বুনো হাঁস’ গল্পের ঘটনাস্থল –
(ক) হিমালয়
(খ) ভারতের লাডাক
(গ) সাইবেরিয়া
(ঘ) আলাস্কা
উত্তর: (খ) ভারতের লাদাখ।
১.২) শূরবীর ছিলেন একজন –
(ক) গ্রামের সর্দার
(খ) যাত্রাশিল্পী
(গ) রাখাল
(ঘ) আদিবাসী রাজা
উত্তর: (ঘ) আদিবাসী রাজা।
১.৩) ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কোথায় কাব্য হবে?
(ক) লালদীঘির ধারে
(খ) কাশবনে
(গ) রক্তজবার ঝোপে
(ঘ) কবির বাড়িতে
উত্তর: (গ) রক্তজবার ঝোপে।
১.৪) পিলপেগাড়ি হল –
(ক) হাতিতে টানা গাড়ি
(খ) ঘোড়ায় টানা গাড়ি
(গ) গোরুর গাড়ি
(ঘ) যন্ত্রচালিত গাড়ি
উত্তর: (ক) হাতিতে টানা গাড়ি।
১.৫) ‘আচ্ছাদন’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হল –
(ক) আচ্ ছাদন
(খ) আচ্ছা + দন
(গ) আ + ছাদন
(ঘ) আ + চ্ছাদন
উত্তর: (ঘ) আ + চ্ছাদন।
২. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও:
২.১ গল্পবুড়োর ঝুলিতে কীসের দাঁড় রয়েছে?
উত্তর: গল্পবুড়োর ঝুলিতে মনভোলানো রূপকথার দাঁড় রয়েছে।
২.২ একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল?
উত্তর: একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখল যে হাঁস দুটি উড়ে চলে গেছে।
২.৩ হাবু কাকে সারা দিন-রাত ডাকত?
উত্তর: হাবু সারা দিন-রাত ভগবানকে ডাকত।
২.৪ “গির্জেটা কি লাল পাথরের ঢেউ?” কোন্ গির্জার কথা বলা হয়েছে?
উত্তর: এখানে পাথুরিয়াঘাটার গির্জার কথা বলা হয়েছে।
২.৫ “এতোয়া ওসব বিশ্বাস করে না।” কোন্ কথা এতোয়া বিশ্বাস করে না?
উত্তর: এতোয়া বিশ্বাস করে না যে সুবর্ণরেখা নদীর জলে সোনার রেণু পাওয়া যায়।
৩. কমবেশি ৩০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১ “তাতেই আমরা হেরে গেলাম।” কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল?
উত্তর: হাতিঘর গ্রামের আদিবাসীরা বাবুদের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছিল। তারা শিক্ষিত না থাকায় আইনকানুন বুঝত না, তাই বাবুরা তাদের জমি ও অধিকার কেড়ে নেয়।
৩.২ “আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ।” কার কাছে, কেন ‘খোলা ছাদ’-কে ‘প্রধান ছুটির দেশ’ বলা হয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কারণ ছোটবেলায় তিনি সেখানে অবসর কাটাতেন, কল্পনার জগতে ভেসে বেড়াতেন এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতেন।
৩.৩ “খাব না তো আমি!” বাক্যটি ‘বিমলার অভিমান’ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে?
উত্তর: বাক্যটি কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে। বিমলা সারাদিন পরিবারের সবার কাজ করেও খাবারের বেলায় অবহেলিত হয়, তাই অভিমান করে সে বারবার বলে, “খাব না তো আমি!”
আরও দেখো: গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর