Class 6 Second Unit Test 2024 Bengali Questions ।। ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৪ বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র

আমরা এখানে “Class 6 Second Unit Test 2024 Bengali” এর জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় (Bengali Questions) থেকে 4 টি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম।

Class 6 Second Summative Test Syllabus, Marks, Model Question Paper:

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৪
Class 6
বিষয়: পাতাবাহার (বাংলা)
পূর্ণমান: ২৫ ।। সময়: ৫০ মিনিট

সিলেবাস

পাতাবাহার: ১. চিঠি; ২. মরশুমের দিনে; ৩. খোজ খিজির উৎসব; ৪. হাট, ৫. মাটির ঘরে দেয়ালচিত্র, ৬. ঝুমুর, ৭. পিঁপড়ে; ৮. ফাঁকি; ৯. উজ্জ্বল এক ঝাঁক পায়রা; ১০. চিত্রগ্রীব ১১. আশীর্বাদ, ১২. এক ভুতুড়ে কান্ড ১৩. বাঘ

ভাষাচর্চা: ১. শব্দরূপ, ২. বিভক্তি, ৩. অনুসর্গ ও উপসর্গ ৪. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ৫. পদান্তর ৬. অনুচ্ছেদ রচনা

হ য ব র ল: ১৫ — ২৭ পৃষ্ঠা
Class 6 Second Unit Test 2024 Bengali Questions Paper- 1
১। একটি বাক্যে উত্তর দাও:

১.১ বসুধরা ব্রত কোন ঋতুতে পালিত হয়?
১.২ কার ডাকে রাত্রি নেমে আসে?
১.৩ কাকে মানভূম দেওয়ার চিত্রের প্রতীক বলা হয়?
১.৪ ঝুমুর কবিতাটি কার লেখা?
১.৫ কটক কোন নদীর তীরে অবস্থিত?
১.৬ বাচ্চা বয়সে ময়ূরের গায়ের বর্ণ কেমন?
১.৭ ঘাস ফড়িং এর সাথে তার গলায় গলায় ভাব হয়েছে?
১.৮ “তোমরা একটু আস্তে আস্তে কথা কও”,- কে এই কথা বলেছিল?
১.৯ ছাগলের গলায় ঝোলানো সার্টিফিকেট – এ কি লেখা ছিল?
১.১০ “কোন অতলে ডাকুক”- কে কাকে এ ডাক দেয়?

২। সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ কবির সঙ্গে খাসফড়িং – এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো?
২.২ “আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে”- এর সম্ভাব্য কারণ কি?
২.৩ হাট কবিতায় হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে?
২.৪ মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস?
২.৫ আম গাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল?
২.৬ মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় কৃষি জীবেরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো।

৩। নিজের প্রশ্নের উত্তর দাও:

৩.১ পদান্তর কর: অভিযোগ, ঘুম ,ইচ্ছা।

৪। দিনলিপির আকারে চার পাঁচটি লাইন লেখো: (যেকোনো একটি)
তোমার জন্মদিন, সরস্বতী পূজা ,বাংলা নববর্ষ

Class 6 Second Unit Test 2024 Bengali Question Paper- 2

১। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দু- তিনটি বাক্যে লেখো:

১.১ এই রাস্তার ওপরেই এক ভারি মজার দৃশ্য দেখা যায়।”- মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখ।
১.২ উদার আকাশে মুক্ত বাতাসে/চিরকাল একই খেলা”- এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
১.৩ “তুই করবি বাগান!”- বাবা কেন এমন মন্তব্য করেন?
১.৪ “তাই আজ বেঁচে গেলাম”- বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি?
১.৫ শেষ পর্যন্ত লেখক সেই ‘বেবি অস্টিন’ থেকে বেরিয়ে এসেছিলেন কেন?
১.৬ “ভদ্র বাঘে হেথায় বাধে ডেরা?”- বাঘছানার এমন মনে হয়েছিল কেন?

২। যেকোনো একটি প্রশ্নের উত্তর আট- দশ টি বাক্যে লেখো:

২.১ “ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে।”- গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল?
২.২ ‘এক ভুতুড়ে কান্ড’ গল্প অনুসরণে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা করো।

৩। যেকোনো একটি প্রশ্নের উত্তর দশ- বারো টি বাক্যে লেখো:

৩.১ হাট কবিতার সারমর্ম বর্ণনা কর।
৩.২ পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গীটি কেমন? পিঁপড়াদের বাসস্থান, খাদ্যাভাস ও জীবন প্রণালী বর্ণনা করো।

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৪.১ কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল?
৪.২ “কি সব আবোল তাবোল বকছো?”- কথাটি কে, কাকে বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তিটি কি আবোল তাবোল বকছিল?

৫। নির্দেশ অনুসারে উত্তর দাও:

৫.১ যেকোনো একটি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও:
নিত্য-নৃত্য; দীন- দিন; বাধা- বাধা; আশা- আসা।
৫.২ যেকোনো একটির তিনটি সমার্থক শব্দ লেখ: নৌকা, বিহগ , বৃক্ষ।
৫.৩ পদ পরিবর্তন কর: ভৌগলিক, অঞ্চল ,নির্বাচন।
৫.৪ একটি করে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও।
৫.৫ উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
জুতো ……….. খালি পায়ে যাবে কি করে? সবাই সবার ………. যেতে চাই।

৬। শরৎ ঋতুর প্রকৃতি কেমন তা বুঝিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।
অথবা, একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো।
অথবা, ময়ূর বা হাতি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো।

Class 6 Second Summative Test 2024 Bengali Question Paper- 3

১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ পুরুলিয়াকে চলতি ভাষায় বলা হয়- ক) পারুলিয়া খ) পুরুল্যা গ) প্ররুলি
১.২ হাট কবিতা কার লেখা?- ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত খ) রাজকিশোর পট্টনায়ক গ) নবনীতা দেবসেন
১.৩ ভাগলপুর থেকে গোপালের বাবা আনিয়েছিলেন- ক) ল্যাংড়া আম খ) ফজলি আম গ) হিমসাগর আম
১.৪ ‘ব্যস্ত মধুর চলা’ কার? ক) বাঘছানার খ) হরিণের গ) পিঁপড়ের

২। এক কথায় উত্তর দাও:

২.১ কটক কোন নদীর তীরে অবস্থিত?
২.২ কতগুলি গ্রামের পর সাধারণত একটি হাট চোখে পড়ে?
২.৩ আশীর্বাদ গদ্যাংশ পিপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল?
২.৪ এক ভুতুড়ে কান্ড’ গল্পের লেখক কে?
২.৫ অগ্রহায়ণ বলতে কী বোঝায়?

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ হ য ব র ল গল্পের গল্প কথকের বয়স কত?
৩.২ “বিজ্ঞাপন পেয়েছ? হ্যান্ডবিল?”- তার উক্তি?
৩.৩ উধোর ভাই এর নাম কি?
৩.৪ হিজি বিজ বিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল?

৪। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “সাইকেল ঘরে করে নিয়ে যেতে হলেই হয়েছে।”- উক্তিটি কার? তার গন্তব্য কোথায়?
৪.২ ছোট্ট বাঘ নদীর পাড়ে কি ধরতে গিয়েছিল? সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত?
৪.৩ “একটু জমি খালি রাখা যাক”- প্রস্তাবটি কে দিয়েছিলেন ? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন?

৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৫.১ ধাতুবিভক্তি কাকে বলে?
৫.২ দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও।
৫.৩ ‘পরা’ উপসর্গ যোগ করে দুটি শব্দ গঠন করো।
৫.৪ মৌলিক ধাতুর অপর নাম কি?
৫.৫ প্রদত্ত বাক্যটিতে কোনটি সমাপিকা ক্রিয়া ও কোনটি অসমাপিকা ক্রিয়া লেখো:
কান টানলে মাথা আসে।
৫.৬ উপসর্গের অপর নাম কি?

৬। সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে চিঠি লেখ।
অথবা, দাদাকে অভিনন্দন জানিয়ে পত্র লেখ।

Class 6 Second Unit Test 2024 Bengali Questions Paper- 4

১। সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ডিপোয় দাঁড়ানো বাসের ছাদে ধরাধরি করে মাল তুলছে- ক) ড্রাইভার ও কনডাক্টর খ) কন্ডাক্টর ও ক্লিনার গ) কন্ডাক্টর ও প্যাসেঞ্জার ঘ) মুটে ও কন্ডাক্টার
১.২ বিকেলবেলায় বিকায় হেলায়- ক) প্রভাতের ফল খ) মাটির কলশগ) কাসার বাসন ঘ) শুকনো সবজি
১.৩ কে জানে প্রাণ আনল কেন ওর- ক) বিনয় খ) চেহেরা গ) বর্ণনা ঘ) পরিচয় কিছু
১.৪ সরকারের লোক ট্রেঞ্চ খোঁড়ায় গ্লোবালদের বাড়ির আম গাছটি হেলে পড়েছিল- ক) পূর্ব দিকে খ) উত্তর দিকে গ) দক্ষিণ দিকে ঘ) পশ্চিম দিকে

২। নিম্নলিখিত প্রশ্নগুলির পুরো কথায় উত্তর লেখো:

২.১ দেওয়াল চিত্রঅঙ্কনের মূল উপাদান কি?
২.২ নীচের বাক্যের মধ্যে কোনটি উপসর্গ তার নিচে দাগ দাও।
বদহজম হলে অনেক ওষুধ আছে।
২.৩ গুন্ঠ শব্দের অর্থ কি?
২.৪ আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল?

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো:

৩.১ “তাই আজ বেঁচে গেলাম”- বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি?
৩.২ ভাদুলি ব্রত কখন এবং কেন উদযাপিত হয়?
৩.৩ “দূরে দূরে গ্রামে জলে ওঠে দীপ আধারেতে থাকে হাট”।- হাট কেন আধারে থাকে বুঝিয়ে দাও।
৩.৪ “ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে।”- বুঝিয়ে দাও।

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৪.১ উপসর্গ ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো।
৪.২ পদান্তর কর: পছন্দ ,হেমন্ত।

৫। নিম্নলিখিত যেকোনো একটি বিষয়ে চিঠি লেখো:

বিদ্যালয়ে যান নিমন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে পত্র।
অথবা, শিক্ষামূলক ভ্রমণে ঐতিহাসিক স্থান পরিদর্শন করে অভিজ্ঞতা জানিয়ে আবাসিক বিদ্যালয় থেকে দিদির কাছে ভাইয়ের পত্র।

৬। অনুচ্ছেদ রচনা লেখো: মাদার টেরিজা
অথবা, দিনলিপি: ২৬ জানুয়ারী।

আরও পড়ুন: পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র (দ্বিতীয় ইউনিট টেস্ট)

FAQs: Frequently Asked Questions

১. 2nd Unit Test এ ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় থেকে কোন কোন অধ্যায় নিয়ে পরীক্ষা হবে?

উত্তর: 2nd Unit Test এ ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় থেকে নিম্নলিখিত অধ্যায়গুলো আসবে-

পাতাবাহার: ১. চিঠি; ২. মরশুমের দিনে; ৩. খোজ খিজির উৎসব; ৪. হাট, ৫. মাটির ঘরে দেয়ালচিত্র, ৬. ঝুমুর, ৭. পিঁপড়ে; ৮. ফাঁকি; ৯. উজ্জ্বল এক ঝাঁক পায়রা; ১০. চিত্রগ্রীব ১১. আশীর্বাদ, ১২. এক ভুতুড়ে কান্ড ১৩. বাঘ

ভাষাচর্চা: ১. শব্দরূপ, ২. বিভক্তি, ৩. অনুসর্গ ও উপসর্গ ৪. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ৫. পদান্তর ৬. অনুচ্ছেদ রচনা

হ য ব র ল: ১৫ — ২৭ পৃষ্ঠা

২. Class VI Second Summative Test 2024 কবে নাগাদ অনুষ্ঠিত হবে?

উত্তর: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তর থেকে দেওয়া নোটিস অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহে ( ১লা আগস্ট, ২০২৪ থেকে ৮ই আগস্ট, ২০২৪ এর মধ্যে) দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ সম্পূর্ণ করতে হবে।

৩. ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে কত নম্বরের পরীক্ষা হবে ও কত সময় থাকবে?

উত্তর: ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা হবে ২৫ নম্বরের এবং সময় থাকবে ৫০ মিনিট।

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page