Class 7 Second Unit Test Geography question answer 2024 // সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

এখানে Class 7 Second Unit Test 2024 এর জন্য ভূগোল (Geography) বিষয় থেকে 4 সেট Question Answer শেয়ার করা হলো।

সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর জন্য ভূগোল বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন:

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪
সপ্তম শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট

সিলেবাস:-

১. ভূমিরূপ
২. নদী
৩. শিলা ও মাটি
৪. আফ্রিকা মহাদেশ
Class 7 Second Unit Test Geography question answer 2024 Set- 1
(1) প্রশ্নগুলির উত্তর দাও:

1.1 মালভূমি কাকে বলে?

1.2 ফুজিয়ামা হল – স্তুপ পর্বত/
ভঙ্গিল পর্বত/ আগ্নেয় পর্বত

1.3 লোয়েস সমভূমি কিভাবে তৈরি হয়?

1.4 কোন শিলা সহজেই ভেঙে যায়?

1.5 প্রথম মানুষের উদ্ভব হয়েছিল ………. আফ্রিকাতে?

1.6 মাউন্ট কিলিমানঞ্জরোর উচ্চতা কত?

1.7 কোন নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে?

1.8 আকাসিয়া হল- বাঁশ / গাছ /ফান

1.9 সুদানের রাজধানীর নাম ।

1.10 হামাদা কাকে বলে?

(2) টীকা লেখো:

2.1 রূপান্তরিত শিলা
2.2 মাটিই জীবনের ধারক
2.3 ভূমধ্যসাগরীয় জলবায়ু
2.4 যাযাবর

(3) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

3.1 গ্রন্থি পর্বত কাকে বলে? পর্বতের শ্রেণীবিভাগ করে একটি করে উদাহরণ দাও

3.2 মাটিদূষণ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত?

3.3 গ্রস্ত উপত্যকা কিভাবে তৈরি হয়? একটি উদাহরণ দাও।

3.4 মিশর নীলনদের দান ব্যাখ্যা করো।

3.5 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? রেগ কি?

Class 7 Second Summative Test Geography question answer 2024 Set- 2
(1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা:

1.1 পর্বতের উচ্চতা হল – 500 মি: এর বেশি / 800মিঃ এর বেশি / 1200মিঃ এর বেশি / 900মিঃ এর বেশি

1.2 ভারতের একটি অন্তবাহিনী নদী হল – লুনি / গঙ্গা / তাপ্তি / বহ্মপুত্র

1.3 জীবাশ্ম দেখা যায় – আগ্নেয় শিলা / পাললিক শিলা / রূপান্তরিত শিলা / গ্রানাইট শিলা

1.4 সাহারা মালভূমি অবস্থিত – আফ্রিকা মহাদেশে / এশিয়া মহাদেশে / ইউরোপ মহাদেশে/ আমেরিকা মহাদেশে

1.5 পৃথিবীর দীর্ঘতম নদীর নাম – কঙ্গো/ নীল/ গঙ্গা/ নাইজার

(2) শূন্যস্থান পূরণ করো :

2.1 পৃথিবীর ছাদ বলা হয় ………. মালভূমিকে।

2.2 পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ……. বলে।

2.3 তাজমহল ………. শিলা দিয়ে তৈরি।

2.4 ইউরোপ ও আফ্রিকা মহাদেশ ……. দারা পৃথক।

2.5 আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল ……..।

(3) সত্য বা মিথ্যা নির্ণয় করো:

3.1 মাটি সৃষ্টি হতে হাজার হাজার বছর সময় লাগে।
3.2 উচ্চগতিতে ভূমির ঢাল বেশি হলে ক্ষয়কাজ বেশি হয়।
3.3 ভূ- আলোড়নের ফলে লোয়েস সমভূমি তৈরি হয়।
3.4 আফ্রিকা মহাদেশের জলবায়ু খুব আরামদায়ক ও মনোরম ।
3.5 সাহারা মরুভূমিতে পশুপালক যাযাবর গোষ্ঠী দেখা যায়।

(4) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

4.1 বিভিন্ন প্রকার মালভূমি সম্বন্ধে আলোচনা কর।
4.2 নীলনদে বন্যা হওয়ার কারণ ব্যাখ্যা করো।

Class 7 Second Unit Test Geography question answer 2024 Set- 3
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো:

1.1 হিমালয় একটি – ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / আগ্নেয় পর্বত

1.2 টেবিলল্যান্ড বলে – পর্বত কে / মালভূমিকে / সমভূমিকে

1.3 উচ্চগতিতে নদীর প্রধান কাজ – ক্ষয় / বহন/ সঞ্চয়

1.4 নদীর যে অঞ্চলে বদ্বীপ গঠিত হয় – উৎস অঞ্চলে/ মধ্যভাগ অঞ্চলে / মোহনা অঞ্চলে

1.5 কৃষিকাজের জন্য সবচেয়ে ভালো মাটি হল – এটেল মাটি/ দোয়াশ মাটি/ বেলে মাটি

1.6 মিশরের রাজধানী – আলেকজান্দ্রিয়া / পোর্ট সৈয়দ/ কায়রো

(2) শূন্যস্থান পূরণ করো :

2.1 ……….. মালভূমিকে পৃথিবীর ছাদ বলে।

2.2 মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে ………. সমভূমি তৈরি হয়।

2.3 নদীর আঁকাবাঁকা গতিপথ কে ………. বলে।

2.4 তাজমহল ……… শিলায় গঠিত হয়।

2.5 সাহারার সূক্ষ্ম নদী উপত্যকা বা খাতকে ………. বলে।

(3) বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো:

3.1 পর্বত সাধারণত 900 মিটারের বেশি উঁচু হয়।
3.2 পৃথিবীর বেশিরভাগ মানুষ মালভূমি অঞ্চলে বসবাস করে।
3.3 নিত্যবহ নদীতে সারাবছর জল থাকে না।
3.4 চুনাপাথর একটি আগ্নেয় শিলা।
3.5 আফ্রিকাকে অন্ধকারছন্ন মহাদেশ বলা হত।

(4) একটি বাক্যে উত্তর দাও:

4.1 ভারতের একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও।
4.2 পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি।
4.3 দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে।
4.4 লাভা জমাট বেঁধে কোন শিলা তৈরি হয়।
4.5 আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি।

(5) বামদিকের সঙ্গে ডানদিক মেলাও :
বামদিকডানদিক
5.1 মিশর
5.2 ভেন্ট
5.3 সাহারা
5.4 কঙ্গো
a)নদী
b) মরুভূমি
c) পিরামিড
d) তৃণভূমি
(6) টীকা লেখো:

6.1 পর্বতগ্রন্থী
6.2 প্লাবনভূমি
6.3 রূপান্তরিত শিলা
6.4 খামসিন

(7) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :

7.1 নদীর ক্ষয়কার্যে গিরিখাত ও ক্যানিয়ন কিভাবে গঠিত হয় বর্ণনা কর।
7.2 শিলা থেকে কিভাবে মাটির উদ্ভব হয় লেখ।
7.3 নীল নদের গতিপথ সংক্ষেপে আলোচনা কর।

Class 7 Second Unit Test Geography question answer 2024 Set- 4
(1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1.1 o° দ্রাঘিমা রেখা যে নামে পরিচিত – নিরক্ষরেখা / বিষুব রেখা / মূলমধ্যরেখা

1.2 আফ্রিকার মাঝবরাবর যে রেখাটিপূর্ব পশ্চিমে চলে গেছে তাকে বলে – নিরক্ষরেখা / মূল মধ্যরেখা / কর্কটক্রান্তি রেখা

1.3 বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে – ব্যারোমিটার / অন্টিমিটার / হাইগ্রোমিটার

1.4 সাহারা অঞ্চলের শুষ্ক গিরিখাত কে বলে – হামাদা / ওয়াদী / রেগ

(2) সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো:

2.1 উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়।
2.2 আফ্রিকা মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গরমকালে বৃষ্টি হয়।

(3) শূন্যস্থান পূরণ করো:

3.1 ……… আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।

3.2 ভারতের প্রমাণ সময় ধরা হয় ………. দার্ঘিমার স্থানীয় সময়কে।

3.3 আবহাওয়া মানচিত্রে যে সমস্ত স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি থাকে ………. সাহায্য দেখানো হয়।

3.4 বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হলে তাকে ……….. বলে।

3.5 ……… হল সাহারার অধিবাসীদের যাতাযাতের প্রধান মাধ্যম।

(4) বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো :
বামদিকডানদিক
4.1 সাইমুম
4.2 ভেন্ট
4.3 মিলিবার
4.4 অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় ব্যবস্থা
a) বায়ুর চাপ
b) gps
c) বালিঝড়
d) নাতিশীতোষ্ণ তৃণভূমি
(5) অতি সংক্ষিপ্ত উত্তর দাও :

5.1 অক্ষাংশ কাকে বলে?
5.2 বায়ুর চাপ কাকে বলে?
5.3 আফ্রিকা মহাদেশ কিভাবে ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ থেকে আলাদা রয়েছে?
5.4 যাযাবর কাকে বলে?

(6) সংক্ষিপ্ত উত্তর দাও :

6.1 মিশরকে নীলনদের দান বলে কেন।
6.2 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে কেন।

(7) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

7.1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। সমচাপ রেখা কাকে বলে?
7.2 আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যর কারণগুলি সংক্ষেপে লেখো। মরুদ্যান কাকে বলে?

Class 7 Geography Question Third Unit Test 2024

আরও দেখো: সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

রচনা দেখো: বিজ্ঞান সাধনায় বাঙালি

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page