মায়াতরু কবিতার প্রশ্ন উত্তর // পঞ্চম শ্রেণী বাংলা

এখানে আমরা Class 5 এর মায়াতরু কবিতার প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। পঞ্চম শ্রেণী বাংলা মায়াতরু অশোকবিজয় রাহা

মায়াতরু কবিতার হাতে-কলমে প্রশ্নগুলির উত্তর:
১. নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখ।

১.১ তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে।

উত্তর: অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে এমন দুটি গাছ হলো বট আর ছাতিম।

১.২ দুই বন্ধু আর ভালুক নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ?

উত্তর:

১.৩ নানারকম রঙিন মাছ তুমি কোথায় রেখেছো?

উত্তর: আমি একোয়ারিয়ামে নানা রকম রঙিন মাছ দেখেছি।

১.৪ ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে?

উত্তর: ভোরের আলোয় পৃথিবী যখন আলোকিত হয়ে ওঠে তখন আমার খুব পবিত্র একটা অনুভূতি হয়। মনে হয় দিনটা নতুন করে শুরু করার যাবতীয় শক্তি আমি দিনের প্রথম সূর্যের কাছ থেকে পেতে পারি।
তখন আমার কোনো নদীর তীরে যেতে ইচ্ছে করে।

১.৫ আলোয় এবং অন্ধকারে একই গাছের দু’রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে?

উত্তর: আমার বাড়ির পাশেই একটা বটগাছ রয়েছে। দিনের বেলায় বট গাছটাকে দেখে অন্যরকম লাগে না। কিন্তু একটু রাত হলেই বটগাছ থেকে নেমে আসা ঝুরি গুলো দেখে মনে হয় যেন কোনো অন্ধকার রাক্ষসপুরী।
দিনের দু’রকম সময়ে গাছটার এরকম চেহারা আমাকে অবাক করে দেয়।

২. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:

উত্তর:
গাছ —- বৃক্ষ
বন —- অরণ্য
ভূত —- অশরীরী
ঝালর —- পর্দা
কম্প —- কাপুনি

৩. কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো:

উত্তর:
৩.১ এক যে ছিল গাছ।
৩.২ বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর।
৩.৩ মুকুট হয়ে ঝাঁক ধরেছে লক্ষ হীরার মাছ।
৩.৪ এক পশলার শেষে।
৩.৫ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর।

৪. কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো।

উত্তর: একটি গাছ ছিল। সন্ধ্যে হলেই সে ভূতের নাচ জুড়ত। আবার কখনও হঠাৎ বনের মাথায় চাঁদ উঠলে সে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গরগর করত। যখন বৃষ্টি শেষ হয়ে যেত আর আকাশে চাঁদ উঠত তখন তাকে দেখে মনে হত লক্ষ হীরের মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেধেছে। ভোর বেলায় কত কি যে আবছায়া কাণ্ড হত বহু ভেবেও তার কূলকিনারা পাওয়া যেত না। আর যখন সকাল হত তখন দেখা যেত ঝিকির মিকির আলো দিয়ে তৈরি এক রুপোলি ঝালর পড়ে আছে।

৫. শব্দ গুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো।

উত্তর:
ঝাঁক (দল): এক ঝাঁক মৌমাছি হঠাৎ উড়ে এলো।

ঝিলিক (ক্ষণস্থায়ী আলোর ছটা): কথাটা শুনে তার মুখে হাসির ঝিলিক খেলে গেল।

ঘাড় (স্কন্ধ): খেলতে গিয়ে তার ঘাড়ে আঘাত লাগে।

মুকুট (শিরোপা): যুবরাজকে মুকুট পরিয়ে অভিষিক্ত করা হলো।

ঝিকির মিকির (চকচক করা): আলোয় তার চুমকি বসানো জামাটি ঝিকির মিকির করতে লাগলো।

৬.কোনটি কি জাতীয় শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো:

উত্তর:
বিশেষ্য:- গাছ, কম্প, জ্বর।
বিশেষণ:- রুপালি, ঝিকিমিকির, লক্ষ
সর্বনাম:- যে, সে
অব্যয়:- বা
ক্রিয়া:- জুড়ত, তুলে, হয়ে

৭. বিপরীতার্থক শব্দ লেখো:

উত্তর: সন্ধ্যে —- সকাল
হঠাৎ —- সব সময়
শেষে —- শুরুতে
হেসে —- কেঁদে
আলো —- অন্ধকার

৮. সমার্থক শব্দ লেখো:

উত্তর:
গাছ- বৃক্ষ, তরু
ভূত- প্রেত, অশরীরী
বন- অরণ্য, জঙ্গল
বিষ্টি- বৃষ্টি, বর্ষণ
মাছ- মীন, মৎস্য
চাঁদ- শশী, বিধু

৯. প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো।

৯.১ এক যে ছিল গাছ, সন্ধ্যে হলেই দুহাত তুলে জুড়ত ভুতের নাচ।

উত্তর: এক গাছ ছিল। সে সন্ধ্যে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত।

৯.২ বিষ্টি হলে আসত আবার কম্প দিয়ে জ্বর।

উত্তর: বৃষ্টি হত। সঙ্গে সঙ্গে আবার কম্প দিয়ে জ্বর আসত।

৯.৩ সকাল হল যেই, একটিও মাছ নেই।

উত্তর: সকাল হল। তখন দেখা হলে একটিও মাছ নেই।

৯.৪ মুকুট হয়ে ঝাঁক বেধেছে লক্ষ হীরার মাছ।

উত্তর: লক্ষ হীরার মাছ রয়েছে। তারা মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে।

৯.৫ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর।

উত্তর: সে ভালুক হয়ে যেত। তারপর সে ঘাড় বুলিয়ে গরগর করত।

পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মায়াতরু কবিতার ১০ থেকে ১৪ নম্বর প্রশ্ন গুলোর উত্তর:
১০. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো।

উত্তর:
র গ র গ = গরগর
ট কু মু = মুকুট
ব আ য়া ছা = আবছায়া
র কি মি ঝি র কি = ঝিকিরমিকির
র বে ভো লা= ভোরবেলা

১১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

১১.১ কবি অশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো।

উত্তর: ডিহং নদীর বাঁকে এবং উড়োচিঠির ঝাঁক।

১১.২ তার কবিতা রচনার প্রধান বিষয়টি কি ছিল?

উত্তর: কবি অশোকবিজয় রাহার কবিতা রচনার প্রধান বিষয় ছিল নদী, পাহাড় ও অরণ্যভূমি।

১১.৩ মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

১২. দিনের কোন সময় কোন ঘটনাটি ঘটেছে পাশে পাশে লেখো।

১২.১ দুহাত তুলে জুড়ত ভূতের নাচ।

উত্তর: সন্ধ্যেবেলা।

১২.২ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর।

উত্তর: বনের মাথায় যখন ঝিলিক মেরে চাঁদ উঠত।

১২.৩ কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রুপালি এক ঝালর।

উত্তর: সকালবেলা।

১৩. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।

১৩.১ মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন?

উত্তর: মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ।

কবিতার গাছটি সময়ে সময়ে নিজের রূপ বদলাতে পারে। সন্ধ্যেবেলায় তাকে দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে নাচ জুড়েছে। আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের কথা মনে হতো। বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটার যেন জ্বর এসেছে। বৃষ্টির শেষে চাঁদ উঠলে মনে হত সে যেন লক্ষ হীরের মাছ দিয়ে তৈরি মুকুট পরেছে। আবার সকাল হলে দেখা যেত মাছ নয় এক রুপোলি আলোর ঝালর পড়ে রয়েছে। ক্ষণে ক্ষণে চেহারা বদলের এই ক্ষমতার জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে।

১৩.২ শব্দের শুরুতে মায়া যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো।

উত্তর: মায়াময়, মায়াকন্যা, মায়াপুরী, মায়াকান্না, মায়ামৃগ।

১৩.৩ ভুতের আর কাছে প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ? পাঁচটি বাক্যে সেই গল্পটি সম্পর্কে লেখো।

উত্তর: আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল নামে ভূতের গল্পটি পড়েছি। সেখানে এক ব্রিটিশ সেনার মেডেল নিয়ে লেখক বিপদে পড়েছিলেন। সেই সাহেবের ভূত তার পিছু নিয়েছিল। কিন্তু যেখানে তিনি ভূতটাকে দেখেছিলেন দিনের আলোয় সেখানে দেখেছিলেন একটি ষাঁড়া গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছটাকে এমন ভাবে কাটা হয়েছে যে মনে হচ্ছে সেটা যেন টুপি পরা কোন মানুষ।

১৩.৪ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন?

উত্তর: দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যেবেলায় তাকে দেখে তাঁর মনে হয় যে যেন ভূত নাচ জুড়েছে। চাঁদ উঠলে তাকে ভালুকের মতো লেগেছে, বৃষ্টি পড়লে মনে হয়েছে ভালুকটার যেন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। আবার বৃষ্টি শেষের চাঁদের আলো গাছের ওপর পড়ে মনে হয়েছে সে যেন মাথায় লক্ষ হীরের মুকুট পরেছে। আবার সকাল হতে গাছটাকে দেখে মনে হয়েছে সেখানে যেন একটা রূপোলি ঝালর পড়ে আছে।

মায়াতরু কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:
১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ গাছটাকে সন্ধ্যেবেলায় কেমন দেখাত- ভূতের মত / ভালুকের মতো / মাছের মত / ঝালরের মত।

উত্তর: ভূতের মত।

১.২ গাছটা ভালুক সেজে কি করত- নাচত / গরগর করত / লাফাত / হাসত

উত্তর: গরগর করত

১.৩ কখন সবকিছু আবছা হয়ে যেত- সকালে / বিকেলে / ভোরে /সন্ধ্যায়।

উত্তর: ভোরে

১.৪ গাছের মুকুটের লক্ষ মাছ কি দিয়ে তৈরি- সোনা / রুপো / মনি / হিরে।

উত্তর: হিরে।

১.৫ মায়াতরু কবিতাটির রচয়িতা-
অশোককুমার রাহা / অশোক রাহা / অশোক বিজয় রাহা / শক্তি চট্টোপাধ্যায়

উত্তর: অশোক বিজয় রাহা

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ সন্ধ্যেবেলায় গাছটিকে দেখে কবির কি মনে হতো?

উত্তর: সন্ধ্যেবেলায় গাছটিকে দেখে কবির মনে হতো সে যেন দুহাত তুলে ভূতের নাচ জুড়েছে।

২.২ সকাল বেলায় গাছটিকে দেখে কবির কি মনে হত?

উত্তর: সকাল বেলায় গাছটিকে দেখে কবির মনে হত সেখানে যেন ঝিকির মিকির আলো দিয়ে তৈরি একটি রূপোলি ঝালর পড়ে আছে।

২.৩ সন্ধ্যা হলেই মায়াতরুটি কি করত?

উত্তর: সন্ধ্যে হলেই মায়াতরুটি ভূতের নাচ জুড়ত।

২.৪ ঝালরের রং কেমন?

উত্তর: ঝালরের রং রুপোলি।

২.৫ গাছটি কখন ভালুক হয়ে যেত?

উত্তর: বনের মাথায় ঝিলিক মেরে যখন চাঁদ উঠত, তখন গাছটি যেন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গরগর করতো।

২.৬ মায়াতরু কবিতায় উল্লেখিত ভালুকটির জ্বর কখন আসত?

উত্তর: বৃষ্টি হলেই ভালুকের কম্প দিয়ে জ্বর আসত।

২.৭ চাঁদ কখন হেসে উঠত?

উত্তর: এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর চাঁদ হেসে উঠত।

মায়াতরু কবিতার অতিরিক্ত প্রশ্ন উত্তর:
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ঝিলিক মেরে চাঁদ উঠত কোথায়- নারকোলের মাথায় / বনের মাথায় / মেঘলা আকাশে / ঝড় বাদলের পরে।

১.২ এক পশলার শেষে চাঁদ কেমন ভাবে উঠত- উঁকি দিয়ে / ঝিলিক মেরে / হেসে / কেঁদে।

১.৩ সকালে কবি কি পড়ে থাকতে দেখতেন- মুকুট / হীরার মাছ / ভালুক / ঝালর।

১.৪ কম্প দিয়ে জ্বর কখন আসত- বৃষ্টি হলে / ভুত নাচ জুড়লে / চাঁদ উঠলে / সন্ধ্যে হলে।

২. নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো:

২.১ চাঁদ উঠলে গাছটি কি করত?
২.২ কার কখন জ্বর আসত?
২.৩ এক পশলার পরে কি ঘটত?
২.৪ পশলা শব্দের অর্থ কি?
২.৫ ভোরবেলার আবছায়াতে কি হতো?
২.৬ সকাল হলে কি দেখা যেত?
২.৭ মুকুট হয়ে কারা ঝাঁক বেঁধেছে?
২.৮ মায়াতরু কবিতার কবি কে?
২.৯ মায়াতরু কবিতার নামকরণ মায়াতরূ করা হয়েছে কেন?

মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা:

মায়াতরু কবিতায় কবি এমন একটি গাছের কথা বলেছেন যে গাছটি সময়ে সময়ের রূপ বদলায়। তাকে কখনও ভালুক, কখনও ভূত, কখনো বা লক্ষ হীরের মাছ, আবার কখনও রুপালি ঝালরের মত দেখায়। ক্ষণে ক্ষণে রূপ বদলাতে পাড়ার এই ক্ষমতা বাস্তবে সম্ভব নয়। তাই কবিতার গাছটি কবির কাছে মায়াতরূ হয়ে উঠেছে। সুতরাং মায়াতরু হিসেবে কবিতাটির নামকরণ সার্থক হয়েছে।

আরও দেখো: মধু আনতে বাঘের মুখে গল্পের প্রশ্ন উত্তর

Leave a Comment

CLOSE

You cannot copy content of this page